বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। বিপিএলে দেশি ক্রিকেটার ছাড়াও বিদেশি ক্রিকেটাররা খেলে থাকেন। বিপিএল ২০২৪ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ তম আসর। বিপিএলের প্রথম আসর ২০১২ সালে শুরু হয়েছিল তারপর সর্বশেষ ২০২৩ পর্যন্ত বিপিএলের নবম আসর অনুষ্ঠিত হয়। ২০২৩ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ ক্রিকেট প্রেমি দর্শকদের মন ভরাতে আবারও বিপিএলের নতুন একটি আসর আসছে সামনে।

বিপিএল ২০২৪ সময়সূচী ও দল, স্কোয়াড, ভেন্যু, লাইভ
বিপিএল ২০২৪ সময়সূচী ও দল, স্কোয়াড, ভেন্যু, লাইভ

বিপিএল ২০২৪ কে সামনে রেখে এরিমধ্যে সক প্রস্তুতি প্রায় ঘুছিয়ে এনেছে বিপিএল গর্ভানিং কাউন্সিল। বিপিএল ২০২৪ শুরু হওয়ার সম্ভাভ্য তারিখ হলো জানুয়ারি ২০২৪। মূলত ২০২৪ সালের জানুয়ারিকে সামনে রেখে বিপিএল ২০২৪ আয়োজন করার চিন্তা করছে বিপিএল গর্ভানিং কাউন্সিল। আজকের এই আর্টিকেলের মাধ্যমে বিপিএল ২০২৪ সময়সূচী ও দল, স্কোয়াড, ভেন্যু, লাইভ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই বিপিএল ২০২৪ সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

বিপিএল ২০২৪

বিপিএল ২০২৪ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) এর ১০ তম আসর। আগামী জানুয়ারি – ফেব্রুয়ারি মাসের মধ্যে BPL 2024 অনুষ্ঠিত হবে। চলুন এক নজরে বিপিএল ২০২৪ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

তারিখ জানুয়ারি – ফেব্রুয়ারী ২০২৪
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
ফরম্যাট টি-টোয়েন্টি
টুর্নামেন্ট ফরম্যাট ডাবল রাউন্ড এবং প্লে অফস
আয়োজক বাংলাদেশ
অংশগ্রহণকারী দল ০৭ টি
মোট ম্যাচ ৪৬ টি
ওয়েবসাইট https://bplt20.com.bd/

বিপিএল ২০২৪ ভেন্যু

বিপিএল ২০২৪ আসরকে সামনে রেখে তিনটি ভেন্যুকে প্রস্তুত করা হয়েছে। এই তিন ভেন্যুতে বিপিএল ২০২৪ এর সকল খেলা অনুষ্ঠিত হবে। বিপিএলের ভেন্যু হিসেবে থাকছে ৩ টি শহরের নাম। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিন সিটিতে বিপিএল ২০২৪ এর সকল ম্যাচ অনুষ্ঠিত হবে। নিচে বিপিএল ২০২৪ এর তিনটি ভেন্যুর সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।

  • শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
  • জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
  • সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।

এই ৩ টি ভেন্যুতে বিপিএল ২০২৪ এর খেলা আয়োজন করা হবে।

বিপিএল ২০২৪ দল

বিপিএল ২০২৪ আসরে মোট ৭ টি দল অংশগ্রহণ করবে। এই ৭ টি দল এরিমধ্য তাদের দল ঘুচানোর কাজ প্রায় শুরু করে দিয়েছে নিচে বিপিএল ২০২৪ আসরে অংশগ্রহণ করা ৭ টি দলের তালিকা দেওয়া হলো।

বিপিএল ২০২৪ এর ৭ টি দল,

  • রংপুর রাইডার্স
  • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
  • কুমিল্লা ভিক্টোরিয়ান্স
  • দুরন্ত ঢাকা
  • খুলনা টাইগার্স
  • সিলেট স্টাইকার্স
  • ফরচুন বরিশাল

এই ৭ দলকে নিয়ে বিপিএল ২০২৪ আসর অনুষ্ঠিত হবে।

বিপিএল ২০২৪ সময়সূচি

বিপিএল ২০২৪ আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। মূলত জাতীয় নির্বাচনের পরপর বিপিএল ২০২৪ শুরু হবার কথা রয়েছে। সে সময় অনুযায়ী আগামী ১০ জনুয়ারী থেকে বিপিএল ২০২৪ আসর মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে বিপিএল কত তারিখে শুরু হবে এখনো পর্যন্ত বিসিবির পক্ষ থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে জানুয়ারিতে বিপিএল ২০২৪ মাঠে গড়াবে এমনটা নিশ্চিত করছে বিসিবি।

বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হলে এখানে আপডেট করা দেওয়া হবে।

বিপিএল ২০২৪ লাইভ

বিপিএলের ১০ তম আসর বিপিএল ২০২৪ এর সব খেলা সরাসরি লাইভ দেখা যাবে টিভিতে। তাছাড়া মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমেও বিপিএল ২০২৪ এর খেলা লাইভ দেখা যাবে। নিচে বিপিএল ২০২৪ লাইভ দেখার উপায় আলোচনা করা হলো।

দেশ টিভি চ্যানেল
বাংলাদেশ  Gazi TV (গাজি টিভি),
Maasranga TV (মাছরাঙ্গা টিভি)
আফগানিস্তান RTA Sports (আরটিএ স্পোর্টস)
কানাডা Hotstar Canada ( হটস্টার কানাডা)
ক্যারেবিয়ান Flow Sports (ফলো স্পোর্টস)
ভারত Fancode (ফ্যান কোডল
আয়ারল্যান্ড BT Sport (বিটি স্পোর্টস)
পাকিস্তান Geo Super (জিও স্পোর্টস)
যুক্তরাজ্য BT Sport (বিটি স্পোর্টস)
যুক্তরাষ্ট্র Hotstar US ( হটস্টার ইউএস)
ইন্টারনেটে Rabbitholebd ( রেবিতলবিডি)

বিপিএল ২০২৪ মোবাইলে লাইভ

বিপিএল ২০২৪ মোবাইলে লাইভ দেখা যাবে। বিপিএল ২০২৪ মোবাইলে লাইভ দেখার জন্য টফি অ্যাপ ব্যবহার করতে পারেন। কারণ টফি অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়ে বিপিএল ২০২৪ লাইভ দেখা যাবে। তাছাড়া আপনি HD Streamz app ব্যবহার করে খেলা দেখতে পারবেন। মোবাইলে বিপিএল লাইভ দেখার আরো একটি মাধ্যম আছে তা হলো Rabbitholebd মোবাইল অ্যাপ এই অ্যাপটি ডাউনলোড করে বিপিএল ২০২৪ এর সকল খেলা মোবাইল ফোনে লাইভ দেখতে পারবেন।

বিপিএল ২০২৪ স্কোয়াড

আসন্ন বিপিএল ২০২৪ কে সামনে রেখে দল গোছানো কাজ শুরু করেছে বিপিএল ২০২৪ এ অংশগ্রহণ করা দলগুলো। বিপিএলের গত আসরে সাকিব আল হাসান ফরচুন বরিশালের হয়ে খেললেও ২০২৪ বিপিএলে সাকিব আল হাসানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। বিপিএল ২০২৪ কে সামনে রেখে দলগুলো তাদের পুরাতন প্লেয়াদের রিটেইন করছে আবার নতুন করে অনেক খেলোয়াড়কে সরাসরি সাইনিংয়ে দলে নিচ্ছে। নিচে বিপিএল ২০২৪ সব দলের স্কোয়াড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

বিপিএল ২০২৪ সব দলের স্কোয়াড,

রংপুর রাইডার্স স্কোয়াড বিপিএল ২০২৪

সাকিব আল হাসান (অধিনায়ক), বাবর আজম, নূরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, ওমরজাই, নিকুলাস পুরান, হাসরাঙ্গা, ব্রেনডন কিং, পাথিরানা।

ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

ফরচুন বরিশাল স্কোয়াড বিপিএল ২০২৪

তামিম ইকবাল খান (অধিনায়ক), ফখর জামান, ইব্রাহিম জাদরান, আব্বাস আফ্রিদি, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, শয়েব মালিক, পল স্ট্রালিং, মোহাম্মদ আমির।

ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

সিলেট স্টাইকার্স স্কোয়াড বিপিএল ২০২৪

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রেজাউর রহমান রাজা।

ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড বিপিএল ২০২৪

তাওহিদ হৃদয়, মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস, ইফতেখার আহমেদ।

ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

দুরন্ত ঢাকা স্কোয়াড বিপিএল ২০২৪

মুশফিকুর রহিম, সায়েম আইয়ুব।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড বিপিএল ২০২৪

নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হারিস, শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান।

ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

খুলনা টাইগার্স স্কোয়াড বিপিএল ২০২৪

ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

বি:দ্র: বিপিএল ২০২৪ এর সব দলের স্কোয়াডে কারা থাকছেন তার পূর্ণাঙ্গ তালিকা এই আর্টিকেলে আপডেট দেওয়া হবে। তাই বিপিএল ২০২৪ আসরের সকল তথ্য জানতে এই পোস্টে চোখ রাখার জন্য অনুরোধ করা হইল।

Leave A Reply

You cannot copy content of this page