ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ সময়সূচি

ফিফা ক্লাব বিশ্বকাপ বা ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ আপনি যায় বলেন না কেন ক্লাব ফুটবল দলের জন্য এই বিশ্বকাপটি যেমন সম্মান তেমন গর্বের একটি বিষয়। সারা বিশ্বের সকল দেশ থেকে বাছাই করা কিছু দলকে নিয়ে ফিফা আয়োজন করে এই ক্লাব বিশ্বকাপের। বর্তমানে ফিফা ক্লাব বিশ্বকাপে অল্প কিছু সংখ্যক দল অংশগ্রহণ করলেও আগামী ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ আসরে দল সংখ্যা বৃদ্ধি করে ৩২ এ নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ফিফা। এই বছর ২০২৩ ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে সকল প্রস্তুতি শেষ করেছে ফিফা।

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ সময়সূচি
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ সময়সূচি

2023 FIFA Club World Cup হলো ফিফা ক্লাব বিশ্বকাপ এর ২০ তম আসর। ২০২৩ ফিফা ক্লাব বিশ্বকাপ এর আয়োজক দেশ হিসেবে থাকছে সৌদি আরব। সৌদি আরবের ২ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৩ ফিফা ক্লাব বিশ্বকাপ। নিচে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ সময়সূচি এবং ফিফা ক্লাব বিশ্বকাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ দল

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ আসরে মোট ৭ টি দল অংশগ্রহণ করছে। এই ৭ টি দলকে নিয়ে ২০২৩ ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হইবে। যার মধ্যে স্বাগতিক সৌদি আরবের ক্লাবও রয়েছে। নিচে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ আসরে অংশ নেওয়া ৭ টি দলের তালিকা দেওয়া হইল।

  • ম্যানচেস্টার সিটি (উয়েফা)
  • আল আহলি (সিএএফ)
  • ক্লাব লিওন (কনকাকাফ)
  • উরাওয়া রেড ডায়মন্ডস (এএফসি)
  • অকল্যান্ড সিটি (ওএফসি)
  • আল-ইত্তিহাদ (এএফসি)
  • টিবিএ (কনবেমল)

মূলত এই দল গুলো ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ এ অংশগ্রহণ করবে। উপরে সবগুলো দলের নামের সাথে তারা কোন লিগে খেলে তার নাম উল্লেখ করা আছে।

২০২৩ ক্লাব বিশ্বকাপে কয়টি ক্লাব

২০২৩ ক্লাব বিশ্বকাপে মোট ৭ দল খেলবে। তবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ থেকে দল সংখ্যা বৃদ্ধি করবে ফিফা। ফিফার তথ্য অনুযায়ী ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে এবং ২০২৫ ক্লাব বিশ্বকাপ আমেরিকার মাঠিতে অনুষ্ঠিত হবে। বর্তমানে ৭ দলকে নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হচ্ছে।

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ কোথায় অনুষ্ঠিত হবে

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ হলো ফিফা ক্লাব বিশ্বকাপের ২০ তম আসর। এই আসরটি সৌদি আরবের দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সৌদি আরবের জেদ্দা শহরকে হোস্ট সিটি করা হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ আসরের জন্য। King Abdullah Sports City এবং Prince Abdullah Al Faisal Stadium এই দুই মাঠে সবগুলো খেলা অনুষ্ঠিত হইবে। তাই বলা যায় বর্তমানে সৌদি আরব ফুটবলের যে জাগরণ সৃষ্টি করছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ তা সৌদি ফুটবলের পালে বাড়তি হাওয়া দিবে।

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ সময়সূচি

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ আগামী ১২ ডিসেম্বর ২০২৩ থেকে ২২ ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হবে। নিচে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ সময়সূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ১২ ডিসেম্বর ২০২৩, ম্যাচ ১, রাউন্ড ১
    আল ইত্তেহাদ বনাম অকল্যান্ড সিটি
  • ১৫ ডিসেম্বর ২০২৩, ম্যাচ ২, রাউন্ড ২
    আল আহলি বনাম ১ম রাউন্ড জয়ী
  • ১৫ ডিসেম্বর ২০২৩, ম্যাচ ৩, রাউন্ড ২
    ক্লাব লিওন বনাম উরাওয়া রেড ডায়মন্ডস
  • ১৮ ডিসেম্বর ২০২৩, ম্যাচ৪, সেমিফাইনাল
    কনবেমল বনাম ২য় রাউন্ড জয়ী
  • ১৯ ডিসেম্বর ২০২৩, ম্যাচ৫, সেমিফাইনাল
    ম্যানচেস্টার সিটি বনাম ২য় রাউন্ড জয়ী, ম্যাচ ৩।
  • তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, ২২ ডিসেম্বর
    সেমিফাইনাল১ পরাজিত দল বনাম সেমিফাইনাল২ পরাজিত দল
  • ফাইনাল, ২২ ডিসেম্বর
    সেমিফাইনাল১ জয়ী দল বনাম সেমিফাইনাল২ জয়ী দল

মূলত এই সময়সূচি অনুযায়ী ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ আসরের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Visited 52 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page