এএফসি কাপ ২০২৩ বসুন্ধরা কিংসের খেলার সময়সূচি, লাইভ

AFC Cup 2023 অল্প কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে। এএফসি কাপে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস। এফসি কাপ ২০২৩ আসরকে সামনে রেখে এরিমধ্য ড্র সম্পন্ন করে ফেলেছে আয়োজক এশিয়ান ফুটবল কনফেডারেশন। মূলত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ থেকে বাদ পড়ায় দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট এএফসি কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার (২৪ আগস্ট) টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি’র সদরদপ্তরে।

এএফসি কাপ ২০২৩ বসুন্ধরা কিংসের খেলার সময়সূচি
এএফসি কাপ ২০২৩ বসুন্ধরা কিংসের খেলার সময়সূচি

দক্ষিণ এশিয়ার ফুটবল ক্লাব গুলো ই গ্রুপে খেলবে। এএফসি কাপে ভাল কিছুর আসায় বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মাঠে নামবে। নিচে এএফসি কাপ ২০২৩ বসুন্ধরা কিংসের খেলার সময়সূচি এবং লাইভ দেখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

২০২৩ এএফসি কাপে বসুন্ধরা কিংসের গ্রুপ

২০২৩ এএফসি কাপে বসুন্ধরা কিংসের গ্রুপে বসুন্ধরা কিংস ছাড়াও আরো ৩ টি দল মোট ৪ টি দল খেলবে। বসুন্ধরা কিংস এএফসি কাপে গ্রুপ ‘ডি’ তে খেলবে যেখানে ভারতের শক্তিশালী ক্লাবের মুখোমুখি হতে হবে তাদের। নিচে ২০২৩ এএফসি কাপে বসুন্ধরা কিংসের গ্রুপের দলগুলোর তালিকা দেওয়া হলো।

এএফসি কাপ ২০২৩ গ্রুপ ‘ডি’

  • বসুন্ধরা কিংস
  • মোহনবাগান সুপার জায়ান্ট
  • ওড়িশা এফসি
  • মাজিয়া স্পোর্টস

২০২৩ এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচ লাইভ

২০২৩ এএফসি কাপে বসুন্ধরা কিংসের সবগুলো ম্যাচ লাইভ দেখা যাবে। বসুন্ধরা কিংসের সবগুলো ম্যাচ লাইভ দেখার জন্য আপনাকে অনলাইনে দেখতে হলে টফি বা T sports অ্যাপ ব্যবহার করতে হবে। অপরদিকে অফলাইনে টিভিতে বসে বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচগুলো লাইভ দেখা যাবে T Sports টিভি চ্যানেলে। তাছাড়া অনান্য থার্ডপার্টি মোবাইল অ্যাপ এবং আইপি টিভি ব্যাবহার করে ২০২৩ এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচ লাইভ দেখা যাবে।

২০২৩ এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচ ভেন্যু

২০২৩ এএফসি কাপে বসুন্ধরা কিংসের সবগুলো ম্যাচ হোম এবং এওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ, বসুন্ধরা কিংসের হোম ভেন্যু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স বা বসুন্ধরা কিংস এ্যারেনা এবং অন্য দলগুলোর হোম ভেন্যুতে গিয়ে খেলতে হবে। এই নিয়মে মূলত ২০২৩ এএফসি কাপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হইবে।

এএফসি কাপে বসুন্ধরা কিংসের খেলার সময়সূচি ২০২৩

২০২৩ এএফসি কাপে বসুন্ধরা কিংসের খেলা আগামী ১৯ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস ম্যাচ দিয়ে শুরু হবে এবং বসুন্ধরা কিংস গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ আগামী ১১ ডিসেম্বর খেলবে। নিচে এএফসি কাপে বসুন্ধরা কিংসের খেলার সময়সূচি দেওয়া হলো।

তারিখম্যাচ সময়ভেন্যু
১৯ সেপ্টেম্বর ২০২৩বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস৯:০০ পিএমন্যাশনাল ফুটবল স্টেডিয়াম
২ অক্টোবর ২০২৩বসুন্ধরা কিংস বনাম ওড়িশা এফসি৬:০০ পিএমবসুন্ধরা কিংস এ্যারেনা
২৪ অক্টোবর ২০২৩মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বসুন্ধরা কিংস৫:৩০ পিএমসল্টলেক স্টেডিয়াম
৭ নভেম্বর ২০২৩বসুন্ধরা কিংস বনাম মোহনবাগান সুপার জায়ান্ট৮:০০ পিএমবসুন্ধরা কিংস এ্যারেনা
২৭ নভেম্বর ২০২৩বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস৬:০০ পিএমবসুন্ধরা কিংস এ্যারেনা
১১ ডিসেম্বর ২০২৩বসুন্ধরা কিংস বনাম ওড়িশা এফসি৭:৩০ পিএমকলিঙ্গ স্টেডিয়াম

এএফসি কাপ ২০২৩ সময়সূচি গ্রুপ ‘ডি’

এএফসি কাপ ২০২৩ আসরে বসুন্ধরা কিংস গ্রুপ ডি তে খেলবে যেখানে তারা ভারতের শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট, ওড়িশা এফসিকে পেয়েছে। গ্রুপ ‘ডি’ এর অন্য দলটি হলো মাজিয়া স্পোর্টস ক্লাব। নিচে এএফসি কাপ ২০২৩ আসরের গ্রুপ ডি তে খেলা সকল দলের খেলার সময়সূচি উল্লেখ করা হলো। একনজরে দেখে নিন আপনার প্রিয় দল এএফসি কাপে কোন সময় মাঠে নামছে।

তারিখম্যাচসময়ভেন্যু
১৯ সেপ্টেম্বর ২০২৩মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি৭:৩০ পিএমকলিঙ্গ স্টেডিয়াম
১৯ সেপ্টেম্বর ২০২৩বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস৯:০০ পিএমন্যাশনাল ফুটবল স্টেডিয়াম
২ অক্টোবর ২০২৩মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মাজিয়া স্পোর্টস৭:৩০ পিএমসল্টলেক স্টেডিয়াম
২ অক্টোবর ২০২৩বসুন্ধরা কিংস বনাম ওড়িশা এফসি৬:০০ পিএমবসুন্ধরা কিংস এ্যারেনা
২৪ অক্টোবর ২০২৩মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বসুন্ধরা কিংস৫:৩০ পিএমসল্টলেক স্টেডিয়াম
২৪ অক্টোবর ২০২৩ওড়িশা এফসি বনাম মাজিয়া স্পোর্টস৭:৩০ পিএমকলিঙ্গ স্টেডিয়াম
৭ নভেম্বর ২০২৩বসুন্ধরা কিংস বনাম মোহনবাগান সুপার জায়ান্ট৮:০০ পিএমবসুন্ধরা কিংস এ্যারেনা
৭ নভেম্বর ২০২৩মাজিয়া স্পোর্টস বনাম ওড়িশা এফসি৯:০০ পিএমন্যাশনাল ফুটবল স্টেডিয়াম
২৭ নভেম্বর ২০২৩মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি৭:৩০ পিএমসল্টলেক স্টেডিয়াম
২৭ নভেম্বর ২০২৩বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস৬:০০ পিএমবসুন্ধরা কিংস এ্যারেনা
১১ ডিসেম্বর ২০২৩বসুন্ধরা কিংস বনাম ওড়িশা এফসি৭:৩০ পিএমকলিঙ্গ স্টেডিয়াম
১১ ডিসেম্বর ২০২৩মাজিয়া স্পোর্টস বনাম মোহনবাগান সুপার জায়ান্ট৭:০০ পিএমন্যাশনাল ফুটবল স্টেডিয়াম

বি:দ্র: এখানে উল্লেখিত সকল ম্যাচ বাংলাদেশের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

Visited 238 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page