Mygov BD এক ঠিকানায় সরকারি সেবা সমূহ তালিকা

Mygov BD এক ঠিকানায় সরকারি সকল সেবা নিন। দেশের জনগণের মঙ্গল ও কল্যাণের জন্য এক ঠিকানায় নাগরিকের সকল সেবা নেওয়ার জন্য বর্তমান সরকার mygov.bd অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নাগরিকদের সেবার মানোন্নয়নে mygov bd প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ এই পোস্টে mygov bd বা মাইগভ বিডি প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত জানব।

Mygov BD এক ঠিকানায় সরকারি সেবা সমূহ তালিকা
Mygov BD এক ঠিকানায় সরকারি সেবা সমূহ তালিকা

mygov bd পরিচিতি:

রূপকল্প ২০৪১ : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সরকারি সেবাসমূহকে ডিজিটাইজশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে প্রায় ১০০ এর অধিক সরকারি সেবা ডিজিটাইজড করা হয়েছে। অপরাপর সেবাসমূহ ডিজিটাইজেশনসহ হাতের মুঠোয় সরকারি সেবা প্রদানের লক্ষ্যে এটুআই প্রোগ্রামের উদ্যোগে মাইগভ প্ল্যাটফর্ম বাস্তবায়িত হয়েছে। ইতোমধ্যে মাইগভ প্ল্যাটফর্ম ১৮০০+ ম্যানুয়াল সেবাকে ডিজিটাইজড করা হয়েছে, তন্মধ্যে নাগরিক সেবা ১২০০ টি। বর্তমানে মাইগভে নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লক্ষ, প্রাপ্ত আবেদন সংখ্যা ২৭ লক্ষ এবং নিষ্পন্ন আবেদনের সংখ্যা ২৬ লক্ষাধিক। একজন নাগরিক মোবাইল নম্বর ও নাম ব্যবহার করে সহজেই মাইগভ প্ল্যাটফর্ম নিবন্ধন করতে পারবেন এবং এরপর সেবার জন্য আবেদন করে সেবা গ্রহণ করতে পারবেন।

Read more: যেভাবে Digital Arms Management System (DAMS) এ ডাটা এন্ট্রি করবেন

মাইগভের ভবিষ্যৎ ফিচারসমূহ:

mygov bd প্ল্যাটফর্ম ব্যবহার করে জনগণ নির্বিঘ্নে সেবা পায় সে লক্ষ্যে ইহার অনেক ফিচার রয়েছে। প্রতিটি দপ্তরের সেবা অনলাইন থেকে প্রদানের জন্য mygov bd প্ল্যাটফর্ম একটি দুর্দান্ত সরকারি সেবা।

মাইগভ বিডি প্ল্যাটফর্মে সকল সেবা অন্তর্ভুক্তি

মাইগভ বিডি প্ল্যাটফর্মে স্বাস্থ্য, টোল, পর্যটন, টিকেট প্রভৃতিসহ সকল সেবা অন্তর্ভুক্তি করা হয়েছে। এখান থেকে প্রতিটি নাগরিক যেকোন সেবা খুব সহজেই পেয়ে যাবেন।

Mygov bd সরকারের সেন্ট্রাল ডাটা হাব:

বাংলাদেশ সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষে কেন্দ্রীয়ভাবে গৃহীত তথ্যের সুষ্ঠু ব্যবহারের জন্য নাগরিকরাও তথ্য সেবা পাবেন।

আরো পড়ুনঃ ইনোভেশন টিমের কাজ কি | মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন 2024

আবেদনের ক্ষেত্রে ডাটা অটো-ফিল ও ভয়েস ইনপুট:

সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে টেলিটকের অনলাইনে বারবার আবেদনকারীর তথ্যগুলো পূরণ করতে হয়। এজন্য আবেদনকারীর সময় শ্রম টাকা সবই ব্যয় হয়। আর যদি এমন একটা সিস্টেম তৈরি করা হয় যেখানে আবেদন করলে ডাটা অটোফিল হয়ে যাবে। এমনই একটা সিস্টেম হলো mygov bd। আমরা যদি টেলিটক জব পোর্টালের উদাহরণ দিই তাহলে মন্দ হবেনা। সেখানে আবেদনকারী সামান্য টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করে রাখার পর আবেদন করতে আসলে তার তথ্য গুলো অটো ফিল আপ হয়ে যায়। আর mygov bd যদি কোনো আবেদন পূরণ করতে হয় তাহলে আমরা ভয়েস কমান্ড দিয়ে তথ্য ফিল আপ করতে পারব। যেখানে মুখে বললে লেখায় পরিণত হবে।

প্রোফাইল এনহেন্সমেন্ট ও প্রোফাইল এনালাইজার:

Mygov bd এর সুন্দর একটি বৈশিষ্ট্য হলো কোনো নাগরিক যদি এখানে একবার রেজিষ্ট্রেশন করে তাহলে তার মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে সারাজীবন এখানে তথ্য সুরক্ষিত থাকবে। এখান থেকে নিজের প্রোফাইল জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপডেট করা যাবে।

আরও পড়ুনঃ ডিনথি ব্যবহারের নিয়ম 2024 | নতুন পদ্ধতিতে ছবিসহ টিউটোরিয়াল

পার্সোনাল ড্যাশবোর্ড (রেকমেন্ডেশন অফ সার্ভিস)

পার্সোনাল ড্যাশবোর্ডের মাধ্যমে একজন ব্যবহারকারী অনেক সেবা নিতে পারেন mygov bd প্ল্যাটফর্ম থেকে। নিম্নে

  • দপ্তর ভিত্তিক সেবা পোর্টাল
  • ব্লগ এবং ফোরাম (কমপ্লেইন ম্যানেজমেন্ট)
  • নিউজ আপডেট এবং স্মার্ট নোটিশ বোর্ড
  • ওসিআর, ক্যামস্ক্যানার, ফেসিয়াল রিকগনিশন, ফটো এডিটর ট্যুল
  • পোল, সার্ভে, চ্যাটবট/ ভার্চুয়াল গাইড
  • ভয়েস কমান্ড ডাটা সার্চ
  • ডাটা ভিজ্যুয়ালাইজেশনঃ পলিসি ডিসিশান ট্যুল
  • ওয়ার্ক-ফ্লো ইঞ্জিনে প্লাগ এন্ড প্লে ফিচার
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • স্মার্ট পেমেন্ট সিস্টেম

মাইগভ বিডি এর লক্ষ্য ও অভিষ্ট:

সরকারের বিভিন্ন দপ্তরের সর্বমোট ৮০০০ টি সেবার ৩০০০ টি নাগরিক সেবার মধ্যে প্রায় ৮৫% সেবা আগামী ২০২৩ সালের মধ্যে ডিজিটাল সেবায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় ৩৫ টি মন্ত্রণালয়ের ১৭৮ টি দপ্তর-সংস্থার ১৮০০ টির অধিক সেবা মাইগভ বিডি প্ল্যাটফর্ম ডিজিটাইজড হয়েছে।

mygov bd এর ৫টি মূলনীতি:

mygov bd এর ৫টি মূলনীতি রয়েছে। সর্বোচ্চ মানের ই-সেবা প্রদানের লক্ষ্যে মাইগভ প্ল্যাটফর্ম ৫টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত।

  • ১. মাইগভ বিডি প্ল্যাটফর্ম নিবন্ধন করে একবার তথ্য প্রদান করলে সরকারি সেবা নিতে বারবার তথ্য প্রদান করতে হবে না।
  • ২. স্মার্ট সাজেশনের মাধ্যমে চাওয়ার আগে সেবা গ্রহণ করা যাবে।
  • ৩. যেকোন সময়ে, যেকোন পদ্ধতিতে, যেকোন স্থান হতে সেবাগ্রহীতা সেবা গ্রহণ করতে পারবেন।
  • ৪. স্বল্প সময়, ব্যয় ও ভ্রমণে সর্বোচ্চ মানের সেবা পাওয়া যাবে।
  • ৫. সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহক সন্তুষ্টি / অসন্তুষ্টি জানাতে পারবেন।

মাইগভ বিডি বাস্তবায়ন পদ্ধতি:

mygov bd বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয়/ বিভাগ ও তদধীন দপ্তর/ সংস্থার সিটিজেন চার্টারে অন্তর্ভুক্ত সেবাসমূহ এনালাইসিস ছক অনুযায়ী বিশ্লেষণ করা হয়। এরপর সেবা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে সেবা ডিজিটাইজেশন করা হয়। পরবর্তী ধাপে নিবিড় অংশগ্রহণে ডিজিটাইজড সেবাসমূহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবা প্রদানকারীদের অংশগ্রহণে ভ্যালিডেশন করে নাগরিকের জন্য মাইগভ বিডি প্লাটফর্মে উন্মুক্ত করা হয়। সার্ভিস উন্মুক্তকরণের ধারাবাহিকতায় মন্ত্রণালয় ও মাইগভ টিমের যৌথ প্রয়াসে ধারাবাহিক নিবিড় পরিচর্যা ও টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হয়।

Mygov.bd বাস্তবায়নের ধাপ:

Mygov.bd বাস্তবায়নের জন্য ৭ টি ধাপ রয়েছে৷ মাইগভ বিডি র‍্যাপিড ডিজিটাইজেশন নিম্নোক্ত ৭ টি ধাপ অনুসরণ করা হয়:

  • ১. মাইগভের জন্য দপ্তর/ সংস্থা নির্ধারণ
  • ২. মাইগভ বিডি বাস্তবায়নের প্রস্তুতিপর্ব
  • ৩. সেবা ডিজিটাইজেশন
  • ৪. সেবা ভ্যালিডেশন
  • ৫. সেবা নাগরিকের জন্য উন্মুক্তকরণ
  • ৬. সেবা উন্মুক্তকরণের পরে নিবিড় তদারকি
  • ৭. ডিজিটাইজড সেবার ধারাবাহিকতা এবং ম্যাচিউরিটি নিশ্চিতকরণ

সেবাগ্রহীতা:

Mygov bd ব্যবহারের সুবিধাসমূহ:

Mygov.bd ব্যবহারের সুবিধাসমূহ দেখে নিন। 

  • এক ঠিকানায় সকল সরকারি সেবা।
  • সকল সময়ে হাতের মুঠোয় সরকারি সেবা গ্রহণের সুযোগ।
  • সহজ ও সাশ্রয়ী পদ্ধতিতে সেবা।
  • মাইলকারে ডকুমেন্ট সংরক্ষণ।
  • সেবাগ্রহীতার সন্তুষ্টি ও মতামত জানানোর সুযোগ।
  • সময়, ব্যয় ও ভ্রমণ (টিসিভি) কমবে।

সেবা প্রদানকারী প্রতিষ্ঠান:

  • জনগণের সন্তুষ্টি অর্জন।
  • সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
  • সেবা প্রদানে কম সময় ও সহজে সেবা প্রদান।
  • সেবা প্রাপ্তিতে সংযুক্তি প্রয়োজন হবে না।
  • দ্রুততম সময় ও ব্যয়ে সরকারি সেবা প্রদান।

দপ্তর অনুসারে সেবা

দপ্তর অনুসারে যতটি সেবা Mygov.bd তে লাইভ রয়েছে তা দেখে নিন। 

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

পরিকল্পনা মন্ত্রণালয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

নৌ-পরিবহন মন্ত্রণালয়

পরিকল্পনা মন্ত্রণালয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

 

Mygov BD এর প্রয়োজনীয় লিংকসমূহ

মাইগভ বিডি ওয়েবঃ https://www.mygov.bd/

ফেইসবুকঃ https://www.facebook.com/mygov.bd

ইউটিউবঃ https://www.youtube.com/my Gov Bangladesh

মুক্তপাঠঃ https://muktopaath.gov.bd/course-details/859 (নাগরিক) https://muktopaath.gov.bd/course details/858

(সরকারি কর্মকর্তা-কর্মচারী)

ইমেইলঃ [email protected]

সংগ্রহ করুন মাইগভ অ্যাপ।

Visited 131 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page