এসএসসি মডেল টেস্ট ২০২৪ | সবচেয়ে কমনপ্রাপ্ত ৫টি মডেল (বাংলা)

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই জানেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি ২০২৪ সালের পরীক্ষার চূড়ান্ত তারিখ এখনো ঘোষিত হয়নি। তবে আমরা বুঝতে পারছি যে এসএসসি পরীক্ষা আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হবার কথা। এদিকে অনেক পরীক্ষার্থী তাদের সর্বোচ্চ চেষ্টায় পড়াশুনা করে চলেছেন। আপনাদের জন্য আমি এখানে গোছানো প্রস্তুতি নিতে মোট ৫ টি হাই ভোল্টেজ এসএসসি মডেল টেস্ট ২০২৪ নিয়ে আলোচনা করব। 

 

এসএসসি মডেল টেস্ট ২০২৪ | সবচেয়ে কমনপ্রাপ্ত ৫টি মডেল
এসএসসি মডেল টেস্ট ২০২৪ | সবচেয়ে কমনপ্রাপ্ত ৫টি মডেল

এসএসসি মডেল টেস্ট ২০২৪

যদি আপনি এসএসসি মডেল টেস্ট ২০২৪ পড়েন তাহলে এখান থেকে বেশিরভাগ প্রশ্নই কমন পাবেন। কারণ আমি এখানে দেশের নামী স্কুল থেকে প্রশ্নগুলো নিয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আসুন জেনে নেওয়া যাক।

Read more: (UPDATED) সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর’২৩)

এসএসসি মডেল টেস্ট ২০২৪ (১)

এসএসসি মডেল টেস্ট ২০২৪ (১) এ আপনি পাচ্ছেন গদ্য, কবিতা, উপন্যাস এবং নাটক থেকে প্রশ্নাবলী।  

খ অংশ—গদ্য থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

১। পত্রিকায় ঢাকা কলেজের ছাত্রদের ও নিউ মার্কেটের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের খবর দেখে দশম শ্রেণির ছাত্র মাসুম খুব কষ্ট পায়। এই রমজান মাসে মানুষের মধ্যে একটু ধৈর্যও নেই। অথচ মহানবি (স.) শত্রুর নির্যাতনের শিকার হয়েও তাদের মুক্তি কামনা করে মহান স্রষ্টার কাছে মোনাজাত করে বলেছেন— ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর। 

ক. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

খ. ‘মদিনায় আঁধার ঘনিয়ে এলো’- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের মাসুমের ভাবনা ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের লেখকের ভাবনার ইঙ্গিত বহন করে”- উক্তিটি বুঝিয়ে লেখ।

ঘ. “উদ্দীপকের বিষয়বস্তু প্রবন্ধের সমগ্র ভাবকে ধারণ করে না”- কথাটির যথার্থতা নিরূপণ কর।

২। তামিম ও শামীম একটি অফিসের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। তামিম মনে করেন, জনসাধারণের সেবা করাই তার ব্রত। এ কারণেই তিনি কাজের প্রতি খুবই দায়িত্বশীল ও সচেতন। অপরদিকে শামীম তার পদকে ব্যবহার করে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। গড়ে তোলেন অঢেল সম্পদ। দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতির সত্যতা পেলে তাকে আইনে সোপর্দ করে।

ক. মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হয়?

খ. অপ্রয়োজনের শিক্ষাকে লেখক শ্রেষ্ঠ বলেছেন কেন?

গ. তামিম সাহেবের মাঝে শিক্ষার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে লেখ।

ঘ. শামীম সাহেবের মতো ব্যক্তিরা শিক্ষিত হলেও প্রকৃত শিক্ষিত নয়— উক্তিটি ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর ।

৩। ১৯৭১ সালে লেখা সুফিয়া কামালের দিনলিপিতে উঠে এসেছে একাত্তরের যুদ্ধকালীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের নানা চিত্র, যা ওই সময়ের অগ্নিকাণ্ড, বিধ্বস্ত জীবনকে উপলব্ধি করতে পাঠকদের সহায়তা করে। এ দিনলিপি লেখা প্রসঙ্গে সুফিয়া কামালের বক্তব্য, ‘মুক্তিযুদ্ধের নয়টি মাস আমি বারান্দায় বসে বসে দেখেছি পাকিস্তানী মিলিটারির পদচারণা। আমার পাশের বাসায় ছিল পাকিস্তানী মিলিটারির ঘাঁটি। কী নৃশংস অত্যাচার তারা এদেশের মানুষের উপর করেছে তা অবর্ণনীয়।’

ক. জাহানারা ইমামের উপাধি কী?

খ. ‘নিয়াজীর আত্মসমর্পণ আনন্দের, কিন্তু শরীফের কুলখানি বেদনার।’- ব্যাখ্যা কর ।

গ. উদ্দীপকটি কোন দিকের “একাত্তরের দিনগুলি’ রচনার সাথে সাদৃশ্যপূর্ণ আলোচনা কর।

ঘ. “উদ্দীপকের বর্ণনা ও ‘একাত্তরের দিনগুলি’ রচনার ভিন্নতা থাকলেও মূল সুর এক ও অভিন্ন”- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

৪। এক ঝড়ের রাতে জলকুমারী ডুবন্ত রাজপুত্রকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে। সে রাজপুত্রকে ভালোবেসে ফেলে। কিন্তু সে তো মানুষ নয়। তাই সে স্রষ্টার কাছে অলৌকিক কিছু প্রার্থনা করলে তার দুটি পা তৈরি হয়ে যায়। এতে জলকুমারী নাচ দেখিয়ে রাজপুত্রকে মুগ্ধ করে কিন্তু মনের কথা সে বলতে পারে না।

ক. ‘বিজন মহত্ত্ব’ কী?

খ. সুভাকে মা গর্ভের কলঙ্ক মনে করে কেন?

গ. উদ্দীপকের জলকুমারী কন্যার সাথে সুভার সাদৃশ্য ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকটি ‘সুভা’ গল্পের মূল প্রতিপাদ্য ধারণ করতে ব্যর্থ হয়েছে— উক্তিটি বিশ্লেষণ কর।

৫। হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিষ্টান

অবান্তর আজ এসব প্রশ্ন

খ অংশ—কবিতা থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

আমরা সবাই বাঙালি

বাংলা মায়ের সন্তান

আমরা সবাই মানুষ

এটাই আমাদের শেষ পরিচয়।

ক. পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন?

খ. এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে’- কথাটি ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকের সাথে ‘আমার পরিচয়’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বুঝিয়ে লেখ। 

ঘ. উদ্দীপকের শেষ চরণ দুটিই ‘আমার পরিচয়’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয়- উক্তিটি বিশ্লেষণ কর।

৬। আসছে পথে আঁধার নেমে

তাই বলে কি রইবি থেমে? 

তুই বারে বারে জ্বালাবি বাতি 

হয়তো বাতি জ্বলবে না 

তাই বলে তো ভীরুর মত 

বসে থাকলে চলবে না । 

ক. ‘আকিঞ্চন’ অর্থ কী?

খ. মহিমাই জগতে দুর্লভ’ কথাটি ব্যাখ্যা কর ।

গ. উদ্দীপকের সাথে ‘জীবন-সঙ্গীত’ কবিতার সাদৃশ্য আলোচনা কর । 

ঘ. উদ্দীপকটি ‘জীবন-সঙ্গীত’ কবিতার সমস্ত ভাবকে ধারণ করে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৭. প্রাকৃতিক দুর্যোগে কবলিত অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণসামগ্রী জনপ্রতিনিধি ইকরামুল হক দুর্গতদের মাঝে নিজ হাতে বিতরণ করেন। প্রত্যেককে বললেন তিনি তাদের পাশে সব সময় আছেন। যেকোনো সমস্যায় তিনি নিবেদিতপ্রাণ। সবাই তার খুব প্রশংসা করেন।

ক. ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?

খ. ‘ক্ষুধার ঠাকুর’ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের ইকরামুল হক ‘মানুষ’ কবিতার চরিত্রদ্বয়ের যে বিপরীত সত্তা তা ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের ইকরামুল হকরাই কবির মানসসন্তান, সমাজ পরিবর্তনে দরকার তাদের মানসিকতা- মন্তব্যটি বিশ্লেষণ কর।

গ অংশ—উপন্যাস থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

৮. দুর্ধর্ষ গেরিলা মুক্তিযোদ্ধা রাশেদ মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়সে কিশোর হওয়ায় তাকে কেউ সন্দেহ করত না। মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়া ও রাজাকারদের তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে তার দক্ষতা ছিল প্রশংসনীয়। তার তথ্যের ভিত্তিতে পাকবাহিনীর একটা ক্যাম্প উড়িয়ে দিতে সক্ষম হয়ে মুক্তিযোদ্ধারা।

ক. বুধার নাম কাকতাড়ুয়া কারা দিয়েছে?

খ. হাজার হাজার বোলতা ওর কানের চারপাশে উড়তে থাকে – কোন প্রসঙ্গে, কেন বলা হয়েছে?

গ. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।

ঘ. ‘আমাদের মুক্তিযুদ্ধে কিশোরদের ভূমিকাও গুরুত্বপূর্ণ”— উদ্দীপক ও ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।

৯. মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পরিবারের সবাই নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে যায় রাসেল। দূর সম্পর্কের এক চাচার পরিবারে আশ্রয় পায় সে। চাচার অভাবের সংসারে চাচির বিরূপ আচরণে তাকে পথে নামতে হয়। রাসেল ভাবে, বাবা-মা হারিয়ে গেলে পৃথিবীর সবাই পর হয়ে যায়।

ক. তিনুর বয়স কত ছিল?

খ. চাচির চোখ উজ্জ্বল হয় কেন? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপক ও ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সাদৃশ্যসূত্র চিহ্নিত কর।

ঘ. “বাবা-মা হারিয়ে গেলে পৃথিবীর সবাই পর হয়ে যায়”- ‘কাকতাড় য়া’ উপন্যাসের আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। 

ঘ অংশ—নাটক থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

১০. দিনমজুর আলতু মিয়া তার মেয়ে মরিয়মকে পঞ্চাশোর্ধ্ব আলম তালুকদারের সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয়। কিন্তু বিয়ের রাতেই পালিয়ে যায় মরিয়ম। পরিচিত এক খালার বাসায় আশ্রয় নিলে খালা তাকে স্বামীর কাছে ফিরে যেতে বলে। ক্ষুব্ধ মরিয়ম বলে ‘মইরা গেলেও বুইড়া সোয়ামির ঘর করুম না।’ ক. নদীতে কী ভেসে যায়?

খ. “বিয়ে হলো তকদিরের কথা- কে, কেন বলেছিল?

গ. উদ্দীপকে ‘বহিপীর’ নাটকের কোন দিকটি উঠে এসেছে? আলোচনা কর। 

ঘ. মইরা গেলেও বুইড়া সোয়ামির ঘর করুম না’— ‘বহিপীর’ নাটকের আলোকে বিশ্লেষণ কর ।

১১. পূর্বপুরুষরা জমিদার হলেও তার ছিটেফোঁটাও অবশিষ্ট নেই আর। রাজ্জাক সাহেব দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, বড় ছেলে একটা ব্যবসার জন্য টাকা চাচ্ছে। কিন্তু টাকা দেওয়ার সামর্থ্য তার কোথায়? পরিচিতজনদের কাছে ধার চেয়েও পাননি। নিজেকে তার সেই ডোরাকাটা কাগুজে বাঘের মতো মনে হয়, যার হুংকার দেওয়ার সামর্থ্য নেই।

ক. কে ছাপাখানা দিতে চায়?

‘এবার তার সাধের স্বপ্নও ভাঙবে’- কেন বলা হয়েছে? 

গ. উদ্দীপকে ‘বহিপীর’ নাটকের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? আলোচনা কর। 

ঘ. ‘উদ্দীপকটি ‘ বহিপীর’ নাটকের সমগ্রের ভাব ধারণ করেনি’- তোমার মতামতসহ আলোচনা কর।

এসএসসি মডেল টেস্ট ২০২৪ (২)

আপনারা এখানে এসএসসি মডেল টেস্ট ২০২৪ (২) এ আপনি পাচ্ছেন গদ্য, কবিতা, উপন্যাস এবং নাটক থেকে সবচেয়ে কমনপ্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী।

আরো পড়ুন: শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নীতিমালা 2023 | কিভাবে ইন্টার্নশিপ করবেন | সুযোগ সুবিধা

ক অংশ—গদ্য থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

১. মিতা ও রাজু দুই ভাই-বোন। তাদের বাবা একজন ব্যাংক কর্মকর্তা, আর মা গৃহিণী। বড় সন্তান মিতা বাক্প্রতিবন্ধী। তবে কথা বলার ক্ষমতা না থাকলেও মিতার অনুভব শক্তি অত্যন্ত প্রখর। মেয়ের শারীরিক প্রতিবন্ধকতার জন্যই তার মা ছেলের তুলনায় মেয়ের দিকে বেশি খেয়াল রাখে এবং ভালোবাসে। মা যেন তার হৃদয়ের সব স্নেহ-ভালোবাসা দিয়ে মিতার অপূর্ণতাকে পূর্ণতা দিতে চান ।

ক. প্রকৃতি সুভার কিসের অভাব পূরণ করে দেয়?

খ. সুভা পিতামাতার মনে সর্বদাই জাগরূক ছিল কেন? বুঝিয়ে দাও। 

গ. উদ্দীপকের মিতার মা ‘সুভা’ গল্পের কার সাথে বৈসাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। 

ঘ. উদ্দীপকটি ‘সুভা’ গল্পের খণ্ডিত রূপমাত্র— মন্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ কর। 

২. জুলাই, ২০১৬ ঢাকার গুলশানের হলি আর্টিজেন বেকারি এন্ড রেস্টুরেন্টে একদল শিক্ষিত বিপথগামী যুবক নৃশংস হামলা চালিয়ে দেশি-বিদেশিসহ ২২ জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। এটি এদেশের ইতিহাসে একটি জঘন্যতম হত্যার ঘটনা।

ক. মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে।

খ. মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন? বুঝিয়ে লেখ। ২ গ. উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোন দিকটি অনুপস্থিত? বর্ণনা কর।

ঘ. “উদ্দীপকে উল্লিখিত ঘটনা ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ লেখকের প্রত্যাশার বিপরীত।” – মূল্যায়ন কর।

৩. স্বাধীনতা তুমি

মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। 

স্বাধীনতা তুমি

অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক। 

স্বাধীনতা তুমি

বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর

শাণিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।

ক. ‘বিরান’ শব্দটির অর্থ কী?

খ. ‘রুমীর আদর্শের অপমান’

বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের কবিতাংশে ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকের কবিতাংশে ‘একাত্তরের দিনগুলি’ রচনার একটি বিশেষ দিককে প্রতিফলিত করলেও সম্পূর্ণ ভাবের ধারক হয়ে উঠতে পারেনি।” বিশ্লেষণ কর।

৪. রাঁচি শহরটা অপেক্ষাকৃত সমতল ভূমিতে অবস্থিত। তবে চারদিকে সুন্দর পাহাড় স্থানটিকে মনোরম করে রেখেছে। রাঁচিতে রয়েছে Ranchi Lake নামক প্রকাণ্ড একটি কৃত্রিম হ্রদ। হ্রদটি দেখতে খুব সুন্দর— ঠিক প্রাকৃতিক হ্রদের মতো। মাঝখানে একটি দ্বীপ হ্রদের শোভা আরও বাড়িয়ে দিচ্ছে। হ্রদের উপকূলে মসজিদ, মন্দির প্রভৃতি স্থানটির প্রাকৃতিক শোভার মধ্যে আধ্যাত্মিক ভাব মিলিয়ে দিয়েছে।

ক. আবদুর রহমানের দেশের নাম কী?

খ. আবদুর রহমান তার গোঁফ কামিয়ে ফেলার কথা বলেছিলেন কেন? ২ গ. উদ্দীপকটি ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির কোন বিষয়ের প্রতিবিম্ব? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকটি ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির খণ্ডাংশ মাত্র— মন্তব্যটি বিশ্লেষণ কর ।

খ অংশ—কবিতা থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

৫। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা মাতৃভাষার মান রক্ষার্থে রাজপথে জীবন দেয়। মাতৃভাষার জন্য মানুষের এমন আত্মত্যাগ, আবেগ-অনুভূতির দৃষ্টান্ত ইতিহাসে বিরল। বাঙালি প্রমাণ করেছে— মা, মাটি ও মাতৃভাষা তাদের কাছে সমান ভালোবাসা পাওয়ার বিষয়। ক. কবি আবদুল হাকিমের বিখ্যাত কাব্যগন্থের নাম কী?

“নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়’- বুঝিয়ে লেখ। গ. উদ্দীপকে ‘বঙ্গবাণী’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর। ঘ. “উদ্দীপকের ভাষাসৈনিকদের পূর্বসূরি যেন ‘বঙ্গবাণী’ কবিতার কবি”- বিশ্লেষণ কর।

৬ কুমড়া ফুলে ফুলে

নুয়ে পড়েছে লতাটা, 

সজনে ডাঁটায় 

ভরে গেছে গাছটা 

আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। 

খোকা, তুই, কবে আসবি? 

কবে ছুটি?  

ক. পল্লিজননী’ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

খ. ‘ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা’- চরণটির দ্বারা কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের সাথে ‘পল্লিজননী’ কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা কর । 

ঘ. “অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণই উদ্দীপক ও ‘পল্লিজননী’ কবিতার মূল কথা”- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

৭. লালন শাহ মানবতাবাদী মরমি কবি। তিনি মানুষে মানুষে ভেদাভেদ-বৈষম্যে বিশ্বাস করতেন না। তিনি সব মানুষকে ভালোবাসতেন। তাঁর গানে তিনি মানুষকে ভালোবাসার কথা বলে গেছেন। আর্তমানবতার সেবার পাশাপাশি তিনি বৈষম্যহীন একটি আদর্শ মানবসমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। 

ক. কালাপাহাড়ের প্রকৃত নাম কী?

খ. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’– বুঝিয়ে লেখ। 

গ. উদ্দীপকের লালন শাহের আদর্শের সঙ্গে মোল্লা-পুরুতের আদর্শগত যে পার্থক্য বিদ্যমান তা ‘মানুষ’ কবিতা অবলম্বনে বর্ণনা কর।

ঘ. “উদ্দীপকের প্রতিফলিত রূপই ‘মানুষ’ কবিতার মর্মকথা”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর ।

গ অংশ—উপন্যাস থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

৮। “ঐ যে মুক্তিফৌজের গেরিলা তৎপরতার কথা বলল- ঢাকার ছ’জায়গায় গ্রেনেড ফেটেছে, আমরা তো সাত-আটদিন আগে এ রকম বোমা ফাটার কথা শুনেছিলাম, কিন্তু ঠিক বিশ্বাস করিনি। ব্যাপারটা তাহলে সত্যি? আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ব্যাপারটা তাহলে সত্যি! সত্যি সত্যি তাহলে ঢাকার আনাচে-কানাচে মুক্তিফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে? এতদিন জানছিলাম বর্ডারঘেঁষা অঞ্চলগুলোতেই গেরিলা তৎপরতা। এখন তাহলে খোদ ঢাকাতেও?” ক. শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল?

খ. বিদেশি মানুষ এবং নিজেদের মানুষের উপর বুধার ঘৃণা বাড়তে থাকে কেন?

গ. উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন দিকটির প্রতি ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।

ঘ. “শাহাবুদ্দিন-বুধাদের মতো সারা দেশে মুক্তিফৌজের গেরিলাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ আমাদের স্বাধীনতাকে অতিমাত্রায় ত্বরান্বিত করেছিল”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর। ৯, মুর্দা ফকির ছিলেন একজন স্কুলশিক্ষক। তেতাল্লিশের দুর্ভিক্ষে তিনি তাঁর স্ত্রী, পুত্র, কন্যাদের অনাহারে মৃত্যুবরণ করতে দেখেছেন। লাশগুলো কবর পর্যন্ত দিতে পারেননি। সেগুলো শিয়াল-শকুনে খুবলে খুবলে খেয়েছে। এসব দৃশ্য দেখে তিনি পাগল হয়ে গেছেন।

ক. বুধা দুঃখকে কী ভাবে?

খ. যে মানুষের দৃষ্টিতে ভাষা নেই, বুধার মতে সে মানুষ কেন মানুষ নয়?

গ. উদ্দীপকের মুর্দা ফকির ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।

ঘ. ‘চরিত্র দুটির মধ্যে সাদৃশ্য বিদ্যমান থাকলেও উভয়কে একসূত্রে গাঁথা চলে না’— উদ্দীপক ও ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

ঘ অংশ—নাটক থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

১০। পৃথিবীতে ভাঙা গড়ার খেলা চিরন্তন। নদীর একূল ভাঙলে অবধারিত ভাবেই আরেক কূল গড়ে। সৃষ্টিকর্তার ইচ্ছেতে কেউ রাজা হয়, আবার কেউ বা হয় ফকির।

ক. ‘বহিপীর’ নাটকের সংলাপটি কার?

খ. ‘আর একটা রাত। এত দিনের পুরনো জমিদারির শেষ রাত।’ হাতেম আলি এই উক্তিটি কেন করেছেন?

গ. উদ্দীপকের বক্তব্যের প্রতিফলন ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রে দেখা যায়? ব্যাখ্যা কর ।

ঘ. “উদ্দীপকটি ‘বহিপীর’ নাটকের যথার্থ প্রতিচ্ছবি নয়”- মন্তব্যটি মূল্যায়ন কর। 

১১। উচ্চশিক্ষিত শিলা বিয়ের পর শুধু গৃহিণী হয়ে না থেকে নিজের শিক্ষাকে কাজে লাগানোর জন্য শিক্ষকতা শুরু করে। কিন্তু তার স্বামীর বাড়ির লোকজন এটা সহজভাবে মেনে নিতে পারেনি। ২০২০ সালের কোভিড- ১৯-এর কারণে শিলার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে, শিলাই সংসারের হাল ধরে। তখন শিলার স্বামী উপলব্ধি করেন, সুখী ও সুন্দর সমাজ গঠনে নারীর স্বনির্ভরতা আবশ্যক।

ক. বহিপীরের বাড়ি কোন জেলায়? 

খ. ‘দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষাক্ষেত্র’- বহিপীর কেন এ কথা কেন বলেছিলেন? 

গ. উদ্দীপকের শীলা আর ‘বহিপীর’ নাটকের ‘তাহেরা’ চরিত্রের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর। 

ঘ. তাহেরার অনিশ্চিত জীবনযাত্রার সঙ্গে উদ্দীপকের শিলার প্রগতিশীল চেতনার যথার্থতা নিরুপণ কর। 

এসএসসি মডেল টেস্ট ২০২৪ (৩)

বাজারের সেরা এসএসসি মডেল টেস্ট ২০২৪ (৩) এ আপনি পাচ্ছেন গদ্য, কবিতা, উপন্যাস এবং নাটক থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যা অনুসরণ করলে পরীক্ষায় কমন পাবেন।  

ক অংশ-গদ্য থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

১. দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস।

সুখের সাথী মুখের পানে, যদি না চাহে ধৈর্য ধরে থাকিস।

রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস।

আকাশ যদি বা নিয়ে মাথায় পড়ে ভেঙে

ক. মমতাদির বাসার গলির নাম কী?

খ. কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন? – কথাটি বুঝিয়ে লেখ। 

গ. উদ্দীপকের বিষয়বস্তুতে মমতাদির যে চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে- ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের মূলভাব ও ‘মমতাদি’ গল্পের লেখকের চাওয়া একই সূত্রে গাঁথা। —- মন্তব্যটি বিশ্লেষণ কর । 

২। শিক্ষা বিষয়ক এক সেমিনারে জনৈক শিক্ষাবিদ বললেন, মুখস্থ বিদ্যা জীবনে কোনো কাজে আসে না। আসুন আমরা সবাই মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে চিন্তা- চেতনায় বুদ্ধিমত্তাকে কাজে লাগাই। চাকরিনির্ভর শিক্ষিত না হয়ে স্বশিক্ষিত হতে হবে। যে শিক্ষা আমাদেরকে উদ্যোক্তা ও উদ্ভাবক হতে সাহায্য করবে। ক. ‘ভাঁড়েও ভবানী’ অর্থ কী?

খ. মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ কেন?

গ. জনৈক শিক্ষাবিদের বক্তব্যে ‘বই পড়া’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর ।

ঘ. “ যে শিক্ষা আমাদের উদ্ভাবক হতে শিখাবে”- মন্তব্যটি ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।

৩. সাহিত্যের একটি জনপ্রিয় শাখা রয়েছে। যা আধুনিক কালের সৃষ্টি। এটি রচিত হয় গদ্য ভাষায়। এর প্রধান উপজীব্য হলো প্লট। এতে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেওয়া হয়।

ক. বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কী?

খ. মন্ময় প্রবন্ধ বলতে কী বোঝ। ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের বক্তব্যে ‘সাহিত্যের রূপ ও রীতি’ রচনার সাহিত্যের কোনো শাখার বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে বর্ণিত দিকটিই সাহিত্যের একমাত্র দিক নয়, বরং এর শাখা-প্রশাখা আর বিস্তৃত। ” মন্তব্যটি বিশ্লেষণ কর। 

৪. ঝিনাইদহের একজন শারীরিক প্রতিবন্ধী মেয়ে তামান্না ২০২১ সনের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে গেলে সে জানায় কারও ওপর নির্ভরশীল না হয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে শিক্ষকতাকে মহান পেশা হিসেবে গ্রহণ করতে চায়।

ক. ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?

খ. সে ভাষাবিশিষ্ট জীব’- কার সম্পর্কে, কোন প্রসঙ্গে বলা হয়েছে? 

গ. উদ্দীপকের ‘সুভা’ গল্পের কোন চিত্রকল্পটি ফুটে উঠেছে বর্ণনা কর। 

ঘ. “উদ্দীপকের তামান্নার পিতা-মাতার মতো ‘সুভা’ গল্পের পিতা- মাতা যদি সুভাকে পড়ালেখা শেখাত, তবে সুভার পরিণতি ভিন্ন হতো— মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।

খ অংশ—কবিতা থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

৫. নদীর নাম ভৈরব।

যেথায় কেটেছে মোর শৈশব।

কালের খেয়ায় আজ তুমি বহুদূরে

ভুলিনি, হয়েছি যে বহুবার স্নিগ্ধ তোমার জলে।

জীবনসায়াহ্নে যদি না তোমার সন্ধান

অনুরোধ কখনো ছিঁড় না মোদের হৃদয়ের বন্ধন।

ক. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ধরনের কবিতা?

খ. ‘আর কি হে হবে দেখা?’ কবির এরূপ মনে হওয়ার কারণ কী? 

গ. উদ্দীপকটি ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন দিকটিকে ধারণ করে? ব্যাখ্যা কর ।

ঘ. “উদ্দীপক ও ‘কপোতাক্ষ নদ’ কবিতার মূল সুর এক ও অভিন্ন”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

৬. ভাঙ্গাগড়া জগতের নিয়ম। ভাঙ্গাগড়ার এই খেলায় প্রকৃতির স্বাভাবিক গতি ও মানুষের জীবন থেমে থাকে না। বিচিত্র বিবর্তনের মধ্যেও সবকিছুর স্বাভাবিক গতি বজায় থাকে।

ক. লক্ষ্মীপেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়?

খ. ‘এশিরিয়া ধুলো আজ – বেবিলন ছাই হয়ে আছে’ বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের সাথে ‘সেইদিন এই মাঠ’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর । 

ঘ. ‘মানুষের মৃত্যু আছে কিন্তু সৌন্দর্য ও স্বপ্নের মৃত্যু নেই।’- উদ্দীপক ও ‘সেইদিন এই মাঠ’ কবিতার আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

৭. লক্ষ মানুষ বিলিয়ে দিয়ে

তোমায় পেলুম একটি নামে

স্বাধীনতা

তোমার শরীর রক্তে মাখা

চোখের জলে সিনান করে উঠে এলে রণপায়ে; দীপ্ত চোখে

তোমার বুকে মাথা রেখে ঘুমাই আমি পরম সুখে—

তুমি এলে রণ পায়ে, দীপ্ত চোখে, স্বাধীনতা।

ক. কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ আখ্যা দেয়? 

খ. মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কী বোঝানো হয়েছে- ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকটি ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতার কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকের মূলভাব যেন ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতার সংগ্রামী চেতনার ফলস্বরূপ।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

গ অংশ—উপন্যাস থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

৮. শৈশবেই রাজু মাকে হারিয়েছে। এজন্য ছোটবেলা থেকেই সে নিজের কাজ এবং খাবার তৈরি করতে অভ্যস্ত হয়ে গেছে। সে ছোট একটি হোটেলে কাজও পেয়ে যায়, কিন্তু হঠাৎ করেই হোটেল বন্ধ হয়ে যায়। সে জানতে পারে দেশে যুদ্ধ শুরু হয়েছে। বয়সে ছোট হওয়ায় সরাসরি যুদ্ধ করতে না পারলেও মুক্তিযোদ্ধাদের জন্য রান্নার দায়িত্ব নেয়। সে মনে করে এটাও দেশের জন্য কাজ।

ক. মুক্তিবাহিনীর কমান্ডার কে?

খ. লোহার টুপি ওদের মগজ খেয়েছে- এ উক্তিতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের রাজু ও ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধার কাজ ভিন্ন হলেও উদ্দেশ্য এক— ব্যাখ্যা কর ।

ঘ. উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের খণ্ডাংশমাত্র- মন্তব্যটি বিশ্লেষণ কর। 

৯. ধলেশ্বরী নদীর তীরে সোনাপুর গ্রাম। ৮ই জুলাই ১৯৭১, সকাল থেকেই গ্রামটি জনশূন্য হতে থাকে। কেউ কেউ ভীত হয়ে লিখিনিক ছুটছে। কোথাও কোথাও লাশ পড়ে আছে। গ্রামটিতে মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

ক. বুধাকে নোলক বুয়া কী নামে ডাকত?

খ. “কিন্তু আমরা তিনজন নই, একজন’- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের চিত্রকল্পটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার প্রতিফলন? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে বর্ণিত দিকটিই ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের একমাত্র দিক নয়। বিশ্লেষণ কর।

ঘ অংশ—নাটক থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

১০. নদীর একূল ভাঙে ওকূল গড়ে

এইতো ভবের খেলা

সকাল বেলা আমির রে তুই

ফকির সন্ধ্যা বেলা।

ক. ‘সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়?

খ. বহিপীরকে ‘বহিপীর’ বলা হয় কেন?

গ. উদ্দীপকের বক্তব্যের প্রতিফলন ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রে

দেখা যায়? ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকটি ‘বহিপীর’ নাটকের যথার্থ প্রতিচ্ছবি নয়।”- মন্তব্যটি মূল্যায়ন কর ।

১১. স্কুলছাত্রী রাহেলাকে তার পিতা এক ধনী বয়স্ক ব্যবসায়ীর সাথে বিয়ে ঠিক করে। কিন্তু রাহেলার বিয়েতে আপত্তি থাকা সত্ত্বেও তার বাবা অনড় থাকে। উপায়ন্তর না দেখে সে তার শিক্ষকের সহায়তায় আইনের আশ্রয় নিয়ে বিয়ে বন্ধ করে।

ক. হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

খ. ‘দুনিয়াটা সত্যিই কঠিন পরীক্ষাক্ষেত্র’- কথাটা কেন বলা হয়েছিল? 

গ. উদ্দীপকের রাহেলার সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. “সচেতন মানুষের সহযোগিতার মাধ্যমেই অসমবয়সী বিয়ে রোধ করা সম্ভব।”— মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

এসএসি মডেল টেস্ট ২০২৪ (৪)

আপনি যদি এসএসসি মডেল টেস্ট ২০২৪ (৪)  ফলো করেন তাহলে এখান থেকে আপনি পাবেন গদ্য, কবিতা, উপন্যাস এবং নাটক থেকে অনেক প্রশ্নের কমন।  

ক অংশ-গদ্য থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

১. অনাথ সুমি ঢাকায় থাকে। তার মনে কোনো শাস্তি নেই। কেউ তার সঙ্গে মেশে না, সে-ও কারও সঙ্গে মেশে না। প্রকৃতির সঙ্গেই তার সখ্য ও বন্ধুত্ব। পিতা-মাতা হারা সুমি চাচার বাড়িতে থাকলেও চাচি তাকে একেবারে সহ্য করতে পারেন না। এ জন্য নদী, গাছপালা, পাখি ইত্যাদির মাঝে সুমি নিজেকে আবিষ্কার করে সময় কাটায়।

ক. সুভার বাবার নাম কী?

খ. সুভাষিণী নামটি সার্থক হয়নি কেন? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের সুমির মাঝে ‘সুভা’ গল্পের সুভার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে- তা ব্যাখ্যা কর।

ঘ. ‘প্রকৃতি মানুষের অকৃত্রিম বন্ধু’- ‘সুভা’ গল্প ও উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর। 

২. বিনোদপুর গ্রামের কয়েকজন ছেলে মিলে একটি পাঠাগার প্রতিষ্ঠা করে। নিজেদের জমানো টাকা নিয়ে বিভিন্ন ধরনের বই কিনে পাঠাগার সবার পড়ার জন্য উন্মুক্ত করে দেয়। প্রতিদিন বিকেলবেলায় পাঠাগারে বই পড়ার জন্য অনেক লোকের ভিড় জমে যায়। আগে যারা অলসভাবে সময় কাটাত, তারা এখন পাঠাগারে বই পড়ে সময় কাটায়। একটি পাঠাগার যেন গ্রামের দুরন্ত ছেলেদের মানসিক পরিবর্তন এনে দিয়েছে। 

ক. শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কী?

খ. প্রমথ চৌধুরী লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন কেন? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে বিনোদপুর গ্রামের ছেলেদের দৃষ্টিভঙ্গি ‘বই পড়া’ প্রবন্ধের কোন দিকটি ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।

ঘ. ‘একটি পাঠাগার যেন গ্রামের দুরন্ত ছেলেদের মানসিক পরিবর্তন এনে দিয়েছে’— উক্তিটি ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর। 

৩. এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়

কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে।

এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। 

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।

ক. অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন?

খ. ‘প্রবাস বন্ধু’ প্রবন্ধে আবদুর রহমানকে ‘নরদানব’ বলা হয়েছে কেন?

গ. উদ্দীপকে ‘প্রবাস বন্ধু” গল্পের আবদুর রহমানের চেতনার যে নিকটিকে ধারণ করে তা ব্যাখ্যা কর।

ঘ. “বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য।”- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 

৪. স্ত্রীর দেওয়া বিষপানে মৃত্যুকালে ইমাম হাসান তাঁর বিষদাতার পরিচয় জানতে পেরেও তাকে উদ্দেশ্য করে বলেন, “তোমাকে বড়ই ভালোবাসিতাম, স্নেহ করিতাম, তাহার উপযুক্ত কার্যই তুমি করিয়াছ। তোমার চক্ষু হইতে হাসান চিরতরে বিদায় হইতেছে। সুখে থাকো— তোমাকে আমি ক্ষমা করিলাম।

ক. মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

খ. তাঁহার ললাট সামান্য কৃষ্ণিত হইল – কেন? ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকে ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে- তা ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে প্রতিফলিত নিকটি ছাড়াও হযরত মুহম্মদ (স.) অন্যাगा গুণে গুণান্বিত ছিলেন। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।

খ অংশ—কবিতা থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

৫. স্বামীহারা মনিরা বেগম নির্মাণ শ্রমিক হিসেবে অক্লান্ত পরিশ্রম করে একমাত্র সন্তান শিপুকে লেখাপড়া শেখান। তিনি স্নেহবাৎসল্য থাকলেও তা অন্তরে ধারণ করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। ক. ঘরের চালে কী ডাকে?

খ. মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানেন কেন? ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকের মনিরা বেগমের মধ্যে পল্লিজননীর যে গুণের প্রতিফলন হয়েছে তা ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে ‘পল্লিজননী’ কবিতার মমতাময়ী মায়ের চেতনার সামগ্রিক দিক ফুটে ওঠেনি— উক্তিটি মূল্যায়ন কর।

৬। মোরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু-মুসলমান

মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ।

এক সে আকাশ মায়ের কোলে,

যেন রবি-শশী দোলে,

এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান।

ক. গো-ভাগাড় মানে কী?

খ. “তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি।’- চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীকের ভাবনার সাথে ‘মানুষ’ কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা কর। 

ঘ. “উদ্দীপকের চেতনাই ‘মানুষ’ কবিতার মূল প্রতিপাদ্য। “বিশ্লেষণ কর।

৭. আজাদ সাহেব একজন বিশিষ্ট ভাষাবিদ। সাহিত্য মনোজ্ঞ এই ব্যক্তির কবিতা আবৃত্তি অসাধারণ। অন্তর্মুখী এই মানুষটি বন্ধু-বান্ধবের অনুরোধে শেষ পর্যন্ত বটতলায় বসাল কবিতার আসর। কবিতা শোনার জন্য সকাল থেকেই বটতলায় জড়ো হয়েছে হাজার হাজার কবিতাপ্রেমী। সবাই উদ্‌গ্রীব কবিতা শোনার জন্য। কখন আসবেন কবি? সবাই প্রতীক্ষায় আছে।

ক. কবি কাদের আগামী দিনের কবি বলেছেন?

খ. জনসমুদ্রে জাগিল জোয়ার’- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? 

গ. উদ্দীপকের সঙ্গে ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতার সাদৃশ্য ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকটি আলোচ্য কবিতার মূলভাব ধারণে ব্যর্থ হয়েছে বলে তুমি মনে কর কি? যুক্তি দাও ।

৮. নানামুখী প্রতিকূলতার জন্য পাঁচবার বিএ পরীক্ষায় অবতীর্ণ হতে পারেনি কাশেম। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের তিরস্কারে কাশেম কিছুটা বিচলিত হয়। এমন পরিস্থিতিতে কাশেম তার গ্রামের একজন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ষষ্ঠ বারের মতো দৃঢ় মনোবল সহকারে পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে কৃতকার্য হয়।

ক. জীবনের উদ্দেশ্য কী নয়?

খ. আমাদের জীবন নিছক স্বপ্ন নয় কেন? ব্যাখ্যা কর ।

গ. উদ্দীপকে ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকটি ‘জীবন-সঙ্গীত’ কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।”- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

গ অংশ—উপন্যাস থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

জয় বাংলা বাংলার জয়।

হবে হবে হবে

হবে নিশ্চয়।

কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে 

নতুন সূর্য ওঠার এই তো সময়…. 

ক. উপন্যাসের প্রধান উপাদান কোনটি? 

খ. বুধা গ্রাম ছেড়ে পালায় না কেন?

গ. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া উপন্যাসের বাস্তবতা কতটুকু ফুটে উঠেছে? আলোচনা কর।

ঘ. “উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের ভয়াবহতা ও নিষ্ঠুরতা তুলে ধরেনি”— আলোচনা করে বুঝিয়ে দাও ।

ঘ অংশ নাটক থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

১০. গ্রামের মেয়ে মালা বাইসাইকেল চালিয়ে এনজিওতে কাজ করতে যায়। মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষের মতো সাইকেল চালানোটা গ্রামবাসীরা ভালো চোখে দেখে না। কিন্তু গ্রামের শিক্ষিত তরুণ কায়েস প্রতিবাদ করে বলে— দিন বদলেছে, আমাদের চিন্তাচেতনায়ও পরিবর্তন দরকার। 

ক. সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়?

খ. শুনেই আমার বুকের ভেতরটা কাঁপে – খোদেজা কেন এ কথা বলেছেন? 

গ. উদ্দীপকের গ্রামের লোকের চিন্তায় ‘বহিপীর’ নাটকে ফুটে ওঠা কোন চেতনার প্রতিফলন লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকের কায়েসের দিনবদলের ভাবনায় ‘বহিপীর’ নাটকের সকল চরিত্র প্রভাবিত নয়।”- উক্তিটি মূল্যায়ন কর।

১১. নদীর এ কূল ভাঙে ও কূল গড়ে

এই তো নদীর খেলা,

সকাল বেলা আমির ৱে তুই

ফকির সন্ধ্যাবেলা।

ক. বহিপীরের বাড়ি কোন জেলায়?

খ. তাহেরা বাড়ি থেকে পালিয়েছিল কেন? ব্যাখ্যা কর ।

গ. উদ্দীপকের বক্তব্যের প্রতিফলন ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রে দেখা যায়? ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকটি ‘বহিপীর’ নাটকের যথার্থ প্রতিচ্ছবি নয়।”— মন্তব্যটি মূল্যায়ন কর ।

এসএসসি মডেল টেস্ট ২০২৪- (৫)

এসএসসি মডেল টেস্ট ২০২৪ (৫) থেকেই অনেক প্রশ্ন কমন আসে। আপনি পাচ্ছেন গদ্য, কবিতা, উপন্যাস এবং নাটক থেকে সবচেয়ে কমনপ্রাপ্ত প্রশ্নাবলী। তাই বাছাই করা প্রশ্ন থেকে কমন পেতে চাইলে এই মডেল টেস্টটি দেখুন।

ক অংশ-গদ্য থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

১. জন্মান্ধ হলেও কুসুমপুরের কলি আজ সংগীত জগতের এক উজ্জ্বল তারকা। আর তা সম্ভব হয়েছে তার মায়ের কারণে। অন্ধত্বের বিষয়টি জানার পরও তিনি হতাশ হননি, বরং অন্য সন্তানদের চেয়ে কলির প্রতি বিশেষ যত্ন ও আদরে তাকে লেখাপড়া ও গান শেখাতে শুরু করেন। তার চেষ্টা আজ সফল হয়েছে। তিনি কলির জন্য আজ গর্বিত মা । 

ক. সুভার বাবা সুভার নাম কেন সুভাষিণী রাখেন?

খ. অকর্মণ্য লোকেরা কীভাবে নিঃসম্পর্ক মানুষের প্রিয়পাত্র হয়? ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকের বক্তব্যে ‘সুভা’ গল্পের যে বৈপরীত্য লক্ষণীয় তা ব্যাখ্যা কর। 

ঘ. উপযুক্ত পরিবেশ ও পরিচর্যা পেলে সুভাও কলির মতো হয়ে উঠত— বিশ্লেষণ কর।

২। “তরুলতা সহজেই তরুলতা পশুপাখি সহজেই পশুপাখি

কিন্তু মানুষ আপ্রাণ চেষ্টায় তবে মানুষ

ক. আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন?

খ. “অর্থ সাধনাই জীবন সাধনা নয়”- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন নিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. ‘মানুষ আপ্রাণ চেষ্টায় তবে মানুষ’– “শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

৩। বাড়ির বড় বউ সোনিয়া। বিয়ে হয়ে আসার পর থেকে সে সংসারে আষ্টেপৃষ্ঠে বেঁধে আছে। প্রতিনিয়ত সবার সব ধরনের চাহিদা পূরণ করে চলেছে। কিন্তু তার ভেতরেও যে সুপ্ত প্রতিভা আছে, সে খবর কেউ কোনোদিন রাখেনি। এমনকি তার সামান্য যত্নের ব্যাপারেও কেউ খোঁজ নেয় না।

ক. বনফুল কিসের মাধ্যমে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন?

খ. নিম্নগাছটি কেন নতুন লোকটির সাথে চলে যেতে চাইল? ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকে সোনিয়ার সাথে ‘নিমগাছ’ গল্পের যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকের সোনিয়ার অবস্থা আর ‘নিমগাছ’ গল্পে লক্ষ্মীবউয়ের অবস্থা সম্পূর্ণভাবে তৎকালীন সমাজে চেতনারই প্রতিফলন।- তোমার মতামতের আলোকে বিশ্লেষণ কর।

৪। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম গেরিলা যোদ্ধা আজাদ ১৯৭১ সালের ৩০ আগস্ট মিলিটারির হাতে ধরা পড়লে তথ্য আদায়ের জন্য তার উপর অনেক অত্যাচার করা হয়। তাঁর মা সাফিয়া বেগম রমনা থানায় ছেলের সাথে দেখা করতে এসে অত্যাচারের কথা জানতে পেরে ছেলেকে বলেন— শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না। ছেলে বলে, মা কত দিন ভাত খাইনি। আমার জন্য ভাত নিয়ে এসো। পরদিন মা যত্ন করে ভাত রেঁধে নিয়ে যান। ছেলে আর ফিরে আসেনি। তিনি মনে করতেন ছেলে ফিরে আসবে। এই মা যতদিন জীবিত ছিলেন, আর ভাত খাননি। মৃত্যুর আগে (১৯৮৫ সালে) মা বলে যান, হেলে আসলেই ৭১ সালে শহীদ হয়েছেন। ঢাকার জুরাইনে মায়ের ইচ্ছানুযায়ী কবরের পাশে লেখা “শহিল আজাদের মা।

ক. ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল কী বার ছিল?

খ. দুপুর থেকে সারা শহরে চাফল্য ও উত্তেজনা কেন? ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকে ‘একাত্তরের দিনগুলি’ রচনার প্রতিফলিত নিকটি ব্যাখ্যা কর। 

ঘ. ‘একাত্তরের দিনগুলি’র লেখিকার ছেলে হারানো এবং উদ্দীপকের শহিদ আজাদের মায়ের ছেলে হারানোর হাহাকার একই সূত্রে গাঁথা। উক্তটি মূল্যায়ন কর।

খ অংশ-পদ্য থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

৫. দূর প্রবাসে খোকন সোনা মানে না মায়ের প্রাণ

কেমন করে কাটায় বাহা মন করে আনচান । মুখেতে তার অম্ল রোচে না চোখে আসে জল ভরে স্নেহের ধারা চোখ হতে তার ফোঁটায় ফোঁটায় পড়ে। আসবে কবে খোকন সোনা ফিরে তার কোলে প্রাণখানা তার জুড়িয়ে যাবে জাদুর মুখের বোলে।

ক. কানা কুয়ো কোথায় বসে ডাকে?

খ. “বিরহী মায়ের একেলা পরাণ দোলে’- কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকে ‘পল্লিজননী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?

ঘ. উদ্দীপকে ‘পল্লিজননী’ কবিতার একটি বিশেষ দিক অনুপস্থিত— বিশ্লেষণ কর ।

৬. আমি চলে যাব একদিন

তাই বলে কি সকাল হবে না?

মাঠে সবুজ ধানগুলো

বাতাসে ঢেউ খেলবে না?

শিশিরে ভিজবে না সবুজ ঘাসগুলো,

ভোরের আলোতে বিন্দু বিন্দু শিশিরগুলোকে

মনে হবে মুক্তোর মতো?

ক. কবি জীবনানন্দ দাশ কিসে নিমগ্ন চিত্ত?

খ. পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল- বলতে কী বোঝানো হয়েছে? 

গ. ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন নিকটি উদ্দীপকে অনুপস্থিত? তোমার উত্তরের সুপক্ষে যুক্তি দাও।

ঘ. উদ্দীপক ও ‘সেইদিন এই মাঠ’ কবিতার মূলভাব এক উক্তিটির যথার্থতা বিচার কর।

৭. বাঙালির সম্ভা

বুকের তাজা রক্ত দিয়েছে, দেয়নিকো সম্মান।

ইংরেজদেরও ভয় পায়নি, করেছে ওদের মেল্লা

বাঙালির কাছের হার মেনেছে আইউব খান আর জিন্নাহ।

বায়ান্নোয়ে রক্ত দিয়ে হয়েছে বঙ্গভাষী

একাত্তরে জীবন নিয়ে এনেছে বিজয়ের হাসি।

ক. মহুয়ার পালা কী?

খ. “আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে” বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকে ‘আমার পরিচয়’ কবিতার কোন নিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর ।

ঘ. “আমার পরিচয়’ কবিতার বক্তব্য বিষয় আরও অনেক ব্যাপক ও বিস্তৃত বিশ্লেষণ কর।

গ অংশ—উপন্যাস থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

৮। কলেজ পড়ুয়া ছাত্র আশিক। মুক্তিযুদ্ধ শুরু হলে বাড়িতে কাউকে কিছু না বলে সে সীমানা পেরিয়ে ভারত চলে যায় এবং সেখানে প্রশিক্ষণ নিয়ে আবার নিজের দেশে এসে তার গ্রামের চেয়ারম্যান, রাজাকার আরজ আলির বিরুদ্ধ প্রতিবাদী হয়ে ওঠে। যুদ্ধের এক পর্যায়ে সুযোগ পেয়ে আশিক বাংকারে ঢুকে ক্রমাগত গুলি করে পাকবাহিনীর ক্যাম্প উড়িয়ে দেয়। শুধু তাই নয়, এক রাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং পাকসেনাসহ কয়েকজনকে হত্যা করে প্রতিশোধ নেয়।

ক. ভয় বুধাকে কাবু করে না কেন?

খ. “যেদিকে চোখ যায়, সেদিকেই ওর জন্যে রাস্তা খোলা।”– কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের আশিক ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা চরিত্রের সাথে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর ।

ঘ. উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া উপন্যাসের সমগ্রভাবকে তুলে ধরেনি— উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।

৯। একাত্তরের পাক হানাদার,

মানুষ ছিল না ওরা, ছিল বুনো জানোয়ার। ভাইয়ের সামনে বোনকে মেরেছে,

মায়ের কোলে শিশু।

ওদের কাছে হার মেনেছে,

বনের হিয়ে পশু।

ক. মিলিটারি আক্রমণের কত দিন পর পালিয়ে যাওয়া গ্রামবাসী ফিরে আসে? 

খ. ‘স্বাধীনতা ভীষণ আনন্দের। স্বাধীনতা খুব দরকার’- উক্তিটি ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন দিকট লক্ষণীয়? ব্যাখ্যা কর। 

ঘ. উদ্দীপকটি উপন্যাসের খণ্ডাংশের বর্ণনা মাত্র, পূর্ণ রূপ নয়- উদ্দীপক ও উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।

ঘ অংশ—নাটক থেকে এসএসসি মডেল টেস্ট ২০২৪

১০। বুড়ো মকবুলের দ্বিতীয় স্ত্রী টুনি মারা গেলে প্রতিবেশী রমিছের অনাথ কিশোরী ভাগনী রাহেলাক বিয়ের প্রস্তাব দিলে রমিছ কিছুতেই বিয়েতে রাজি হয় না। মকবুল রাহেলাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য সবরকম চেষ্টা করেও ব্যর্থ হলে রমিছকে জমিজমা ও টাকা-পয়সার লোভ দেখায়। কিন্তু রমিছ সরাসরি জানিয়ে দেয় সম্পদের লোভে নিজের বিবেকের সাথ সে কোনোভাবেই প্রতারণা করবে না।

ক. বজরা কোন ঘাটে থেমে ছিল?

খ. “আমি যেন কোরবানির বকরি – কথাটি ব্যাখ্যা কর ।

গ. উদ্দীপকের বুড়ো মকবুল ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের রমিছকে হাতেম আলির প্রতিরূপ বলা যায় কি? বিশ্লেষণ কর। 

১১. বিদুর বয়স তের। দেখতে সুন্দরী হওয়ায় গ্রামের অনেক ছেলেই তাকে বিয়ে করতে চায়। যৌতুক ছাড়া বিয়ের প্রস্তাব আসলে তার বাবা রাজিও হয়। কিন্তু বিনু পড়ালেখা করে সংসারের দায়িত্বভার নিতে পারবে এবং অভাবের সংসারে সচ্ছলতা আসবে এ কথা বোঝাতে সক্ষম হলে বিনুর বাবা তার সিদ্ধান্ত বদল করে এবং বিয়ে ভেঙ্গে দেয়।

ক. সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম গল্পগ্রন্থ কোনটি?

খ. বিয়ের রাতে তাহেরা পালিয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকে বিনুর বিয়ে ‘বহিপীর’ নাটকের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর ।

ঘ “তাহেরা যদি উদ্দীপকের বিদুর পথ অবলম্বন করত তাহলে ‘বহিপীর’ নাটকের পরিণতি অন্য রকম হতে পারত”- যৌক্তিক বিশ্লেষণ কর। 

উপসংহার:

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, এখানে শুধু লিখিত প্রশ্নের এসএসসি মডেল টেস্ট ২০২৪ উপস্থাপন করা হয়েছে। 

Visited 316 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page