(UPDATED) সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর’২৩)

প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর’ ২০২৩) সংক্রান্ত সকল সাধারণ জ্ঞান আলোচনা করব। এখানে আপনি পাবেন সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩ এর সকল বাংলাদেশের প্রশ্নোত্তর, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ মার্চএর সকল প্রশ্ন ও উত্তর, আপনি চাইলে সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী ২০২৩ pdf অনুসারে এখান থেকে সংগ্রহ করতে পারেন, ২০২৩ সালে অনুষ্ঠিত সরকারি চাকরির সাধারণ জ্ঞান ২০২৩, সকল সরকারি চাকরি পরীক্ষায় আসা সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বই থেকে কমনপ্রাপ্ত প্রশ্নোত্তর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান জুলাই ২০২৩ সালের সকল আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলী, লিখিত পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ এমসিকিউ সংক্রান্ত উত্তরমালা এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ জানুয়ারি pdf থেকে প্রশ্নোত্তর। 
সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর'২৩)
সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর’২৩)

সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩

নিম্নে ১-৩০ পর্যন্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ রয়েছে এবং এ সাথে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩ এর সকল বাংলাদেশের প্রশ্নোত্তর পাবেন।

100% নির্ভুল সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান (আজকের পরীক্ষা
100% নির্ভুল সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান (আজকের পরীক্ষা
  1. বিশ্ব ডিম দিবস উদযাপিত হয় কত তারিখে?

উত্তরঃ প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবারে বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়।

  1. সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সড়কে সর্বোচ্চ কত সিসি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি নিয়েছে?

উত্তরঃ ৫ সিসি।

  1. ২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় কোন দেশে?

উত্তরঃ ব্রাজিল (সবচেয়ে বেশি মানুষ মারা যায়- বাংলাদেশে)।

  1. ‘বাঙ্গালির চিতামূলক রচনা সংগ্রহ কয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে?

উত্তরা ১৬টি।

  1. বাঙ্গালির ২০০ বছরের ভাবনাকে একত্র করার উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে প্রকাশিত হতে যাওয়া অতিকায় আকরিক গ্রন্থমালার নাম

উত্তরঃ বাঙ্গালির চিন্তামূলক রচনা সংগ্রহ।

  1. ডিম উৎপাদন বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ১১তম (শীর্ষ চীন)

  1. ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন কে?

উত্তরঃ আরিফিন শুভ

৪. বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী?

উত্তরা মুজিব: একটি জাতির রূপকার (Mujib The Making of a Nation)

  1. দোহাজারী-কক্সবাজার রেলপথ করে উদ্বোধন করা হবে?

উত্তরা ১২ নভেম্বর,২০২৩

  1. বর্তমানে দেশে মোট কয় ধরনের ‘সামাজিক সুরক্ষা কার্যক্রম চলছে? 

উত্তরঃ ১১৩।

  1. কোন দেশ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেছে?

উত্তরঃ ভেনিজুয়েলা

  1. সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সামরিক প্ল্যাটফর্মে যুক্ত হয়।

উত্তরঃ জাপান (Official Security Assistance).

  1. বাংলাদেশে টিকা উৎপাদন কারখানা বানানোর জন্য এডিবি কী পরিমাণ ঋণ দেয়?

উত্তরঃ ৩৪ কোটি ডলার।

  1. দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন হবে কবে?

উত্তরঃ ১২ নভেম্বর

  1. সরকারের ‘পার্টনার’ নামক মেগা প্রকল্পের মাধ্যমে কতজন কৃষককে স্মার্ট কার্ড দেওয়া হবে? 

উত্তরঃ ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার ৩২১ জন।

  1. চীনকে মোকাবিলায় তাইওয়ানের তৈরি নতুন সাবমেরিন-

উত্তরঃ হাইকুন (Haikun )

  1. রামাল্লাহ্ (Ramallah) কোন দেশের শহর ?

উত্তরঃ ফিলিস্তিন

  1. ইলিশ মাছের প্রজনন মৌসুম কখন?

উত্তরঃ সেপ্টেম্বর-অক্টোবর (সর্বোচ্চ প্রজনন) ও জানুয়ারি-ফেব্রুয়ারি (দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন)

  1. এ পর্যন্ত কয়টি আরব-ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছে?

উত্তরঃ ৪টি

  1. বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার তৈরি করেছে কোন কোম্পানি?

উত্তরঃ এইচপি ব্রান্ড

  1. বিশ্বব্যাপী আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়-

উত্তরঃ ১১ অক্টোবর

  1. ২০২৮ সালের অলিম্পিক গেম্স কোন শহরে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

  1. সার্চ জায়ান্ট গুগলের মূল মালিকানা কোন প্রতিষ্ঠানের?

উত্তরঃ অ্যালফাবেট ইনকর্পোরেশন

  1. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোথায় নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়?

উত্তরঃ লাঠিটিলা, মৌলভীবাজার

  1. অর্থনীতিতে নোবেল প্রাপ্ত ৩ জন নারীর নাম কী?

উত্তরঃ এলিনর অস্ট্রম (USA, ২০০৯), এথার ডুফ্লো (France, ২০১৯ ) এবং ক্লাডিয়া গোল্ডিন (USA, ২০২৩ )

  1. বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে কী পরিমাণ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়?

উত্তরঃ ৩০০ বিলিয়ন মার্কিন ডলার

  1. ‘বাংলাদেশ ব্যাংক লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ (এলটিএফএফ) থেকে মার্কিন ডলারে অর্থায়ন সুবিধা পাবে কতটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক?

উত্তরঃ ১৮টি

  1. আইএমএফ-এর বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধি কত হতে পারে?

উত্তরঃ ৬ শতাংশ

  1. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (১০ অক্টোবর)- ২০২৩ এর প্রতিপাদ্য কী?

উত্তরঃ মানুষের স্বাস্থ্য একটি সর্বজনীন অধিকার

  1. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (১০ অক্টোবর)-২০২৩ এর প্রতিপাদ্য-

উত্তরঃ ‘মানসিক স্বাস্থ্য একটি সর্বজনীন অধিকার’

৩১-৬০ সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩

বিশেষ করে এখানে ৩১-৬০ পর্যন্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ মার্চ মাসের প্রশ্নোত্তর পাবেন। 
[আপডেটেড] প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন যা ১০০% কমন পাবেন
[আপডেটেড] প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন যা ১০০% কমন পাবেন
  1. মার্কিন অধ্যাপক ‘ক্লাডিয়া গোল্ডিন’ কততম নারী হিসেবে অর্থনীতিতে নোবেল পেয়েছেন?

উত্তরঃ ৩য়

  1. সম্প্রতি এক ঋণ কর্মসূচিতে ‘আইএমএফ’ বাংলাদেশের কতটি আইনের সংশোধন চেয়েছে? 

উত্তরঃ ৫টি

  1. ‘বিশ্ব ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস’ পালিত হয় কবে?

উত্তরঃ ১০ অক্টোবর

  1. ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত হয় কবে?

উত্তরঃ ১০ অক্টোবর

  1. পদ্মা রেল সংযোগ প্রকল্পের মোট ব্যায় কত?

উত্তরঃ ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা

  1. সিআরসি এর তথ্যমতে, ২০৩০ সাল নাগাদ ঢাকা-ভাঙ্গা রেলপথে দৈনিক কতটি রেল চলবে?

উত্তরঃ দৈনিক ১৩ জোড়া

  1. পদ্মা রেল সংযোগের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কী?

উত্তরঃ চায়না রেলওয়ে গ্রুপ (সিআরসি)

  1. বাংলাদেশের মোট কতটি জেলায় রেলপথ রয়েছে?

উত্তরঃ ৪৩টি জেলায়

  1. কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ এবং চিত্রশিল্পী এস.এম. সুলতানের মৃত্যুবার্ষিকী কবে পালন করা হয়? 

উত্তরঃ ১০ অক্টোবর

  1. বাংলাদেশের একমাত্র মুভিং ওয়াকওয়ে রয়েছে কোন বিমানবন্দরে?

উত্তরঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে।

  1. সম্প্রতি অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ কয়টি পদক জয় করেছে? 

উত্তরঃ ২টি (৩৭তম, ৪১ দেশের মধ্যে)

  1. এশিয়ান গেমস ২০২৩-এ সর্বোচ্চ পদকজয়ী দেশ কোনটি? 

উত্তরঃ চীন (৩৮৩ পদক, ২০১ স্বর্ণ)

  1. রসায়নে নোবেল-২০২৩, পুরস্কার পেয়েছেন কে ?

উত্তরঃ মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)

  1. সম্প্রতি ২৬৮ জন যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়া বাংলাদেশি বিমানের নাম কী ?

উত্তরঃ বিজি-৩৪৮

  1. বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কে ?

উত্তরঃ এইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকা।

  1. অক্টোবর,২০২৩ পর্যন্ত করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশ কোনটি ?

উত্তরঃ যুক্তরাষ্ট্র।

  1. ‘প্রজেক্ট কুইপার’ কোন রকেটে করে উৎক্ষেপণ করা হয়?

উত্তরঃ অ্যাটলাস-৫।

  1. স্টারলিঙ্ককে(ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) টেক্কা দেওয়ার জন্য জেফ বেজোস কোন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে?

উত্তরঃ প্রজেক্ট কুইপার

  1. ক্রিকেট বিশ্বকাপের ২০০তম সেঞ্চুরি করেছেন কোন খেলোয়াড়?

উত্তরঃ ভন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)।

  1. বিশ্ব ডাক দিবস কবে পালিত করা হয়?

উত্তরঃ ৯ অক্টোবর।

  1. ইউরোপ ও আমেরিকার জন্য কোন রোগটি বড় হুমকিস্বরূপ হতে পারে?

উত্তরঃ ডেঙ্গু।

  1. সম্প্রতি এনআইডি তথ্য হাতিয়ে নেওয়া টেলিগ্রাম সফটওয়্যারের নাম কি?

উত্তরঃ ‘বট’ নামক সফটওয়্যার

  1. আইএমএফের হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশের রিজার্ভ কত কোটি ডলার? উত্তরঃ ২,০৯০ কোটি ডলার।
  2. বাংলাদেশ নতুন পারমানবিক ক্লাবের কততম গর্বিত সদস্য ?

উত্তরঃ ৩৩ তম

  1. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জিডিপিতে কত শতাংশ অবদান রাখবে?

উত্তরঃ ২ শতাংশ

  1. দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি?

উত্তরঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

  1. প্রতিবছর কত তারিখে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হয়?

উত্তরঃ ৫ অক্টোবর

  1. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশসমূহকে একত্রে কী বলা হয়?

উত্তরঃ নিউক্লিয়ার ক্লাব বা পারমাণবিক ক্লাব

  1. বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোন দুটি দেশ মুখোমুখি হবে ?

উত্তরঃ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

  1. সম্প্রতি চীন কোন নিউজ পোর্টালের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করেছে ? 

উত্তরঃ নিউজক্লিক

৬১-৯০ সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩

আপনাদের জন্য এখানে সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী ২০২৩ pdf এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ পেশ করা হলো। 
আরো দেখুনঃ
  1. সম্প্রতি ভারতের কোন রাজ্যে আকস্মিক বন্যায় ২৩ সেনা সদস্য নিখোঁজ হয়েছে ? উত্তরঃ সিকিম রাজ্যে
  2. নতুন জরিপ অনুযায়ী দেশে বাল্যবিবাহের হার কত ?

উত্তরঃ ৫০% শতাংশ ( সবচেয়ে বেশি পিরোজপুর – ৭৩%)

  1. সম্প্রতি এনআইডি তথ্য হাতিয়ে নেয়া টেলিগ্রাম সফটওয়্যারের নাম কি ? 

উত্তরঃ ” বট ” নামক সফটওয়্যার

  1. কতসালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিজ্যিক উৎপাদনে যাবে?

উত্তরঃ ২০২৫ সালে

  1. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের কোন স্পিকারকে অপসারণ করা হয়?

উত্তরঃ কেভিন ম্যাকার্থি

  1. কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্স’-এর প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন কে?

উত্তরঃ গ্রেগ ফার্গুস

  1. বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি-২০২৩ প্রতিবেদন অনুযায়ী, এশিয়ায় বাল্যবিবাহের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তরঃ ১ম

  1. পায়রা বন্দরের ‘রাবনাবাদ চ্যানেল’ খননকাজ বাস্তবায়ন করে কোন কোম্পানি?

উত্তরঃ জান ডি নাল (বেলজিয়াম )

  1. সম্প্রতি আফগান ট্রানজিট ট্রেড চুক্তির অধীনে পণ্য আমদানির উপর পাকিস্তান কত শতাংশ ‘প্রসেসিং ফি’ আরোপ করেছে?

উত্তরঃ ১০ শতাংশ

  1. ইসরাইলের কোনো মন্ত্রী হিসাবে প্রথমবারের মতো সৌদি সফর করেন কে?

উত্তরঃ হাইম কাজ (পর্যটন মন্ত্রী)

  1. যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন কে?

উত্তরঃ গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ

  1. চিকিৎসা বিজ্ঞানের কোন ক্ষেত্রে অবদান রাখার জন্য এই বছরের নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে? 

উত্তরঃ করোনা ভাইরাসের mrna টিকা তৈরি

  1. ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে ?

উত্তরঃ পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেন্স ক্রাউজ (হাঙ্গেরি) ও অ্যান এল’হুইলিয়ার (ফ্রান্স)

  1. বায়ু দূষণ রোধে বৈশ্বিক তহবিল প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তরঃ তৃতীয়

  1. ম্যালেরিয়ার জন্য বিশ্ব স্বাস্থ সংস্থার অনুমোদিত ২য় টিকার নাম কী ?

উত্তরঃ আর২১

  1. বর্তমানে বিশ্বের তেল রপ্তানিকার শীর্ষ দুই দেশ যথাক্রমে-

উত্তরঃ ১. সৌদি আরব ২. রাশিয়া

  1. ২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির হার কত?

উত্তরঃ ১৪.৪৬ শতাংশ

  1. সম্প্রতি বিশ্বের কোন রাজনৈতিক নেতা ‘তারবার্তা ফাঁস’ মামলায় অভিযুক্ত হয়েছেন? 

উত্তরঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

  1. দেশের নতুন আয়কর আইন অনুযায়ী জীবনযাত্রার বিবরণীতে কয় ধরনের তথ্য দিতে হবে?

উত্তরঃ ৯ ধরনের

৪০. বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুয়ায়ী, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে-

উত্তরঃ ৫.৬ শতাংশ

  1. মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর রাজনৈতিক দলের নাম কী?

উত্তরঃ প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপ (PPM)

  1. সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সামরিক প্লাটফর্মে যুক্ত হয়?

উত্তরঃ জাপান (Official Security Assistance) (OSA )

  1. Which venue has been selected for the upcoming 13h ODI world cup’s final match ?

উত্তরঃ Narendra Modi Stadium (Ahmedabad)

  1. Who is the highest goal scorer of Brazil football team ?

উত্তরঃ Neymar Junior

  1. Recently, which Bangladeshi umpire has been appointed to officiate Men’s one day International World Cup ? 

উত্তরঃ Sharfuddoula Ibne Shahid Saikot.

  1. Where does hold Asian Games 2023?

উত্তরঃ China

  1. Who is the champion of Asia Cup Cricket ?

উত্তরঃ India

  1. Who has won the US open tennis and achieved his 24th Grand Slam?

উত্তরঃ Novak Djokovic

  1. US Open 2023-এ নারী এককে চ্যাম্পিয়ন কে ?

উত্তরঃ কোকো গফ

  1. US Open 2023-এ পুরুষ এককে চ্যাম্পিয়ন কে ?

উত্তরঃ নোভাক জোকোভিচ

৯১-১২০ সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩

নিম্নে ৯১-১২০ চাকরির সাধারণ জ্ঞান ২০২৩ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
  1. ২০২২-২৩ মৌসুমের উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে?

উত্তরঃ আর্নিং হল্যান্ড

  1. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে? 

উত্তরঃ কুলদীপ যাদব

  1. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তরঃ ভারত

  1. বাংলাদেশ থেকে কতজন ব্যক্তি ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন ?

উত্তরঃ ১৩ জন

  1. ২০২৩ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? 

উত্তরঃ করভি রাকসান্দ

  1. ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে বাংলাদেশের অবস্থান কততম ? 

উত্তরঃ ৮২তম

  1. ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তরঃ ইয়েমেন

৭৪. ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে শীর্ষ দেশ কোনটি ?

উত্তরঃ ফ্রান্স

  1. 9 ২০২৩ সালের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের বায়ু দূষণে শীর্ষ জেলা কোনটি?

উত্তরঃ গাজীপুর

  1. ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস কত তারিখে পালিত হয়?

উত্তরঃ ১ অক্টোবর

  1. ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ প্যারিস, ফ্রান্স

  1. গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১ অক্টোবর, ১৯৪৯

  1. ‘অক্টোবর বিপ্লব’ কোন দেশে সংঘটিত হয়েছিল?

উত্তরঃ রাশিয়া

  1. ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের মাসকটের নাম কী ?

উত্তরঃ ব্লেইজ এবং টঙ্ক

  1. দেশে উৎপাদিত মোট গ্যাসের কত শতাংশ যোগান দেয় এলএনজি গ্যাস ?

উত্তরঃ ২৪% শতাংশ

  1. ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক বসবে কোন দেশে ?

উত্তরঃ ফ্রান্সের প্যারিসে

  1. স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে সেপ্টেম্বর মাসে রেকর্ড সংখ্যক কতজন ডেঙ্গুতে মারা গিয়েছে ?

উত্তরঃ ৩৯৬ জন

  1. ইউক্রেনের কতটি অঞ্চল রাশিয়ায় যোগদান করার জন্য সম্মতি দিয়েছে? 

উত্তরঃ ৪টি অঞ্চল ( দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অজল )

  1. সম্প্রতি কোন দেশ সমুদ্রের উপর দিয়ে বুলেট ট্রেন লাইন চালু করেছে? 

উত্তরঃ চীন (দৈর্ঘ্য ১৭২ মাইল)

  1. জাপানে প্রথমবারের মতো বুলেট ট্রেন চালু হয় কবে?

উত্তরঃ ১৯৬৪ সালের ১ অক্টোবর

  1. মালদ্বীপের নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম কী?

উত্তরঃ মোহামেদ মইজু ( রাজনেতিক দল পিএনএস )

  1. ‘বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৩’ এ বাংলাদেশের অবস্থান কততম?

উত্তরঃ ১০৫তম

  1. ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক বসবে কোন দেশে?

উত্তরঃ ফ্রান্সের প্যারিসে

  1. মার্কিন সরকার শাটডাউনের পথে গিয়েছিল কোন বিষয়কে কেন্দ্র করে?

উত্তরঃ অর্থ বিল

  1. কোন ভারতীয় প্রতিষ্ঠান সম্প্রতি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে?

উত্তরঃ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC) ব্যাঙ্গালোর

  1. বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে সর্বশেষ সংস্করণে কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে?

উত্তরঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

  1. এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে?

উত্তরঃ উপরের সবগুলো ( ভারতের সরবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা।) 

  1. ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপ ক্রিকেটে মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা কত?

উত্তরঃ ১০টি

  1. ইউনেস্কো কখন মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়?

উত্তরঃ ৩০ নভেম্বর, ২০১৬

  1. চীন ও নেপালের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারক মোতাবেক হিলসা-সিমটক সড়কটি নেপালকে সীমান্তবর্তী চীনের কোন প্রদেশের সঙ্গে যুক্ত করবে?

উত্তরঃ তিব্বত।

১২১-১৬০ সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩

এখানে ১২১-১৬০ টি সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বই থেকে বাছাইকৃত প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো। 

  1. সম্প্রতি চীন ও নেপাল বাণিজ্য, সড়ক সংযোগসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

উত্তরঃ ১২ টি (৭টি সমঝোতা স্মারকসহ)।

  1. সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে কোন কারাগারে রাখা হয়েছে?

উত্তরঃ আদিয়ালা কারাগার

  1. ফিচ রেটিং কি?

উত্তরঃ আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা

  1. যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশ বছরে কত ডলারের পণ্য আমদানি করে ?

উত্তরঃ ৩.৩ ট্রিলিয়ন ডলার

  1. অত্যাধুনিক ট্যাংক ‘আব্রাহমস ট্যাংক’ কোন দেশের তৈরি?

উত্তরঃ যুক্তরাস্ট্রের তৈরি

  1. আন্তর্জাতিক আপরাধ আদালতের প্রেসিডেন্টের নাম কী?

উত্তরঃ পিওতর হফমানস্কি

  1. সম্প্রতি রেলপথে আয় বাড়ানোর জন্য আন্তঃনগর ট্রেনের সাথে কি সংযোগ করা হয়েছে?

উত্তরঃ লাগেজ ভ্যান

  1. বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রিয় বনভূমি আছে ?

উত্তরঃ ৩৫টি জেলায়

  1. বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শপথ নেন কবে?

উত্তরঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩

  1. সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের বয়স ৬৭ বছর করা হয়েছিল? উত্তরঃ ৯৬নং অনুচ্ছেদ অনুযায়ী
  2. ভারতের কাছে বাংলাদেশের ট্রানজিট সুবিধা চাওয়ার লক্ষ্য কোন কোন দেশ? উত্তরঃ চীন, পাকিস্তান ও আফগানিস্তানে পণ্য পরিবহন
  3. অত্যাধুনিক ‘আব্রামস ট্যাংক’ কোন দেশের তৈরি?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের তৈরি

  1. আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টের নাম কি?

উত্তরঃ পিওতর হফমানস্কি

  1. চতুর্থ প্রজন্মের ‘এফ-১৬ যুদ্ধবিমান’ কোন দেশের তৈরি?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র

  1. রাশিয়া কবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটের জন্য ইউরেনিয়াম হস্তান্তর করবে?

উত্তরঃ ৫ অক্টোবর

  1. সম্প্রতি রেলপথে আয় বাড়ানোর জন্য আন্ত:নগর ট্রেনের সাথে কি সংযোগ করা হয়েছে?

উত্তরঃ লাগেজ ভ্যান

  1. বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শপথ নেন কবে?

উত্তরঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৩

  1. ‘বিশ্ব ফুসফুস দিবস’ পালিত হয় কবে?

উত্তরঃ ২৫ সেপ্টেম্বর

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কবে?

উত্তরঃ ২৬ সেপ্টেম্বর ১৮২০

  1. প্রত্নতাত্ত্বিক স্থান ‘সোমপুর বিহার’ কোথায় অবস্থিত?

উত্তরঃ পাহাড়পুর, নওগাঁ

  1. বাংলাদেশ কোন সালে OIC এর সদস্যপদ লাভ করে?

উত্তরঃ ১৯৭৪ সালে

  1. ‘খাইবার গিরিপথ ( Khyber Pass) ‘ কোন দুটি দেশকে যুক্ত করেছে?

উত্তরঃ পাকিস্তান-আফগানিস্তান

  1. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

  1. এশিয়ান গেমস-২০২৩ টুর্নামেন্টের কোন্ ইভেন্ট থেকে বাংলাদেশ প্রথম পদকটি লাভ করে?

উত্তরঃ ক্রিকেট (নারী)

  1. বঙ্গবন্ধুর কিশোর জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কী ?

উত্তরঃ দুঃসাহসী খোকা (পরিচালক – মুশফিকুর রহমান গুলজার)

  1. দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কে?

উত্তরঃ ওবায়দুল হাসান

  1. বেন্নু গ্রহাণু কত সালে উৎক্ষেপণ করা হয়?

উত্তরঃ ৮ সেপ্টেম্বর ২০১৬

  1. 1 সম্প্রতি নাসার মহাকাশ ক্যাপসুল কোন গ্রহাণু হতে নমুনা নিয়ে এসেছে?

উত্তরঃ বেনু গ্রহাণু

  1. সাবেক পাকিস্তানী প্রধানমন্ত্রী ইমরান খানকে কোন কারাগারে রাখা হয়? 

উত্তরঃ আদিয়ালা কারাগার

  1. আব্রামস ট্যাংক কোন দেশের তৈরী?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র

  1. কিউবার প্রেসিডেন্টের নাম কি?

উত্তরঃ মিগুয়েল দিয়াজ ক্যানেল

  1. ফিচ রেটিং কি?

উত্তরঃ আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা

  1. যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশ বছরে কত ডলারের পণ্য আমদানি করে?

উত্তরঃ ৩.৩ ট্রিলিয়ন ডলার

  1. সম্প্রতি যুক্তরাষ্ট্র বহুল আলোচিত ভিসা নীতি ঘোষণা করে কত তারিখে?

উত্তরঃ ২৪ মে, 2023

  1. খালিস্তান বিদ্রোহীরা কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন?

উত্তরঃ ভারত

  1. সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের বয়স ৬৭ বছর করা হয়েছিল?

উত্তরঃ ৯৬ নং অনুচ্ছেদ

  1. ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী দ্বারা ভারতীয় সেনাবাহিনী কর্তৃক শিখ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ‘হরমন্দির সাহিব’-এ পরিচালিত সামরিক অভিযানটি কী নামে পরিচিত?

উত্তরঃ অপারেশন ব্লু-স্টার

  1. প্রতিবছর কোন মাসকে বিশ্বব্যাপী ডিমেনশিয়া ও অ্যালঝেইমার্স সচেতনতার মাস হিসাবে পালন করা হয়?

উত্তরঃ সেপ্টেম্বর

  1. জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কোন টিকা দেওয়া হয় ?

উত্তরঃ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)

  1. দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম উপগ্রহের নাম কী?

উত্তরঃ ল্যান্ডসেট-১

১৬১-১৯০ টি সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩

নিম্নে সাম্প্রতিক সাধারণ জ্ঞান জুলাই ২০২৩ সহ সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ দেওয়া হলো।
  1. ভারতীয় উপমহাদেশে কত সালে প্রথম সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়?

উত্তরঃ ১৯০৪ সালে

  1. আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৪ সালে জাতিসংঘের ১৯৭৪ সা কোন সহযোগী সংস্থার উদ্যোগে ‘এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) গঠিত হয়?

উত্তরঃ এসকাপ

  1. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বেন্নু গ্রহাণুর কত সময় লাগে ?

উত্তরঃ প্রায় ১.২ বছর

  1. ফিরে আসা ক্যাপসুলটি কোথায় অবতরণ করে ?

উত্তরঃ উটাহ মরুভূমি, যুক্তরাষ্ট্র

  1. পৃথিবীতে ফিরে আসা নাসা কর্তৃক প্রেরিত ক্যাপসুলটি উৎক্ষেপণে বহনকারী মহাকাশযানটির নাম কী?

উত্তরঃ ওসিরিস-রেক্স

  1. সাত বছর পর পৃথিবীতে ফিরে আসা নাসা কর্তৃক প্রেরিত ক্যাপসুলটি কোন গ্রহাণু থেকে নমুনা বয়ে এনেছে?

উত্তরঃ বেনু

  1. যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি)’ প্রকাশিত প্রতিবেদনে, বিশ্বের সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ ৫০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

উত্তরঃ ২২তম (শীর্ষ- মিয়ানমার)

  1. যুক্তরাষ্ট্রের বার্ষিক অর্থবছর শুরু হয় কত তারিখে?

উত্তরঃ ১ অক্টোবর

  1. টএট্রোপিক রাইনাইটিস’ রোগটি মানবদেহের কোন অঙ্গের সাথে জড়িত?

উত্তরঃ নাক

  1. ‘যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা (ইউএসআইডি)’ প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৬১ সালে

  1. বর্তমানে বিশ্বের মোট চিংড়ির কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়?

উত্তরঃ ২.৫%

  1. চীনের সরকারি বিভাগীয় প্রধানদের চীনা প্রশাসনিক ভাষায় কী বলে?

উত্তরঃ ঝেং চু

  1. ৭৮তম অধিবেশনে পশ্চিমা বিশ্বকে ‘মিথ্যার সাম্রাজ্য’ বলে অভিহিত করেন কে?

উত্তরঃ সের্গেই লাভরভ (রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী)

  1. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনেস্কি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে কয় দফা প্রস্তাব দেন?

উত্তরঃ ১০ দফা

  1. যক্ষা রোগীদের এনটিপিতে অন্তর্ভুক্ত করতে ইউএসএআইডির সহায়তায় ‘জানাও’ অ্যাপটি প্রস্তুত করা হয় কত সালে?

উত্তরঃ ২০১৮ সালে

  1. বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কতটি?

উত্তরঃ ২৯০টি

  1. যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ACLED -এর তথ্যমতে বিশ্বের শীর্ষ সহিংসতা প্রবণ দেশ কোনটি ?

উত্তরঃ মিয়ানমার

  1. পরবর্তী জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত

  1. ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত প্রস্তাবিত রেলপথের দৈর্ঘ্য কত কি.মি.?

উত্তরঃ ২১৫ কি.মি.

  1. নদী রক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী, সর্বাধিক নদী রয়েছে কোন জেলায়?

উত্তরঃ সুনামগঞ্জে

  1. নদী রক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী, দেশের ক্ষুদ্রতম নদী কোনটি?

উত্তরঃ গাঙ্গিনা নদী (ময়মনসিংহ)

  1. ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের নতুন তালিকায় স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের- 

উত্তরঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

  1. রুয়ান্ডার টুটসি গোষ্ঠীর মানুয়ের গণহত্যা সংঘটিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৯৪ সালে

  1. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত মুসলিম জনগোষ্ঠীর নাম কী?

উত্তরঃ উইঘুর

  1. আমাজান রেইনফরেস্ট কতটি দেশ জুড়ে বিস্তৃত?

উত্তরঃ ৯টি দেশ

  1. ‘ফাইভ আইস’ কী?

উত্তরঃ ইন্টারন্যাশনাল ইনটেলিজেন্সের একটি গোষ্ঠী।

  1. যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ACLED-এর তথ্যমতে বিশ্বের শীর্ষ সহিংসতা প্রবণ দেশ কোনটি?

উত্তরঃ মিয়ানমার। (২য় সিরিয়া, ৩য় মেক্সিকো)

  1. জলাতঙ্ক রোগের টীকা আবিষ্কার করেন কে?

উত্তরঃ বিজ্ঞানী লুই পাস্তুর

  1. বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কতটি?

উত্তরঃ ২৯০টি

  1. কালবৈশাখী ঝড় কত কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে?

উত্তরঃ সর্বোচ্চ ২০ কিলোমিটার

১৯১-২২০ টি সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩

নিম্নে আপনাদের জন্য বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ দেওয়া হলো।
  1. দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক (CGA) কে?

উত্তরঃ ফাহমিদা ইসলাম

  1. জাতীয় কন্যাশিশু দিবস কবে?

উত্তরঃ ৩০ সেপ্টেম্বর

  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে?

উত্তরঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯তম অধিবেশন)

  1. সম্প্রতি যক্ষা রোগীদের খোঁজ দিচ্ছে কোন অ্যাপ ?

উত্তরঃ জানাও অ্যাপ (২০১৮ সালে তৈরী)

  1. শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের নাম কী ?

উত্তরঃ সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা

  1. দেশে বর্তমানে ফায়ার সাভির্সের সংখ্যা কতটি ?

উত্তরঃ ৪৯৫টি

  1. সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের জন্য কয়দফা প্রস্তাব পেশ করেন ?

উত্তরঃ ১০ দফা প্রস্তাব

  1. ‘ফাইভ আইজ পার্টনার’ কী ?

উত্তরঃ একটি গোয়েন্দা জোট

  1. রেলপথে আয় বাড়াতে আন্ত:নগর ট্রেনের সাথে কী যুক্ত করা হয়েছে?

উত্তরঃ লাগেজ ভ্যান

  1. সম্প্রতি রাষ্ট্রের কোন বেসামরিক বাহিনী স্বাধীনতা পুরষ্কার ২০২৩ পান ?

উত্তরঃ ফায়ার সার্ভিস

  1. রাশিয়া কবে বাংলাদেশের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম হস্তান্তর করবে ?

উত্তরঃ ৫ অক্টোবর

  1. সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ে নদী রক্ষা কমিশন থেকে কতটি নদী স্বীকৃতি পেয়েছে ?

উত্তরঃ ১০০৮টি

  1. সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দেন ?

উত্তরঃ ৭৮তম

  1. বাংলাদেশে স্বীকৃত আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি?

উত্তরঃ ৫৭টি

  1. 2 ব্রিটিশ-বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার কোথায় আত্মাহুতি দিয়েছিলেন? 

উত্তরঃ পাহাড়তলী, চট্টগ্রাম

  1. টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল কততম ম্যাচে প্রথম জয় পায় ?

উত্তরঃ ৩৫তম

  1. 2 কমনওয়েলথে যোগদানকারী সর্বশেষ রাষ্ট্র-

উত্তরঃ গ্যাবন ও টোগো (৫৫ ও ৫৬তম সদস্য দেশ)

  1. বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন?

উত্তরঃ ২৫ সেপ্টেম্বর ১৯৭৪

  1. বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান-

উত্তরঃ ২২তম (দক্ষিণ এশিয়ায় চতুর্থ)

  1. যুক্তরাষ্ট্রের সংস্থা ACLED এর সাম্প্রতিক গবেষণা অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ সংঘাতপ্রবণ দেশ কোনটি?

উত্তরঃ মিয়ানমার

  1. মারমারা গ্রামের প্রধানকে কী বলে?

উত্তরঃ রোয়াজা

  1. বাংলাদেশ থেকে ভারতে প্রবাহিত নদীর সংখ্যা কয়টি?

উত্তরঃ ১ টি (কুলিক নদী)

  1. বাংলাদেশে স্বীকৃত আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি?

উত্তরঃ ৫৭টি

  1. ‘গ্লোব এন্ড মেইল’ কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?

উত্তরঃ কানাডা

  1. কানাডার প্রেসিডেন্ট, গভর্নর জেনারেল বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বহনকারী উড়োজাহাজ কী নামে পরিচিত? 

উত্তরঃ কানফোর্সওয়ান

  1. কানাডার প্রেসিডেন্ট, গভর্নর জেনারেল বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বহনকারী উড়োজাহাজ কী নামে পরিচিত?

উত্তরঃ কানফোর্সওয়ান

  1. প্রতি বছর ‘বিশ্ব নদী দিবস’ পালিত হয় কবে?

উত্তরঃ সেপ্টেম্বর মাসের শেষ রবিবার

  1. রংপুর বিভাগে ভারত-বাংলাদেশ আন্তসীমান্ত নদীর সংখ্যা কয়টি?

উত্তরঃ ১৮ টি

  1. নতুন আয়কর আইনের কত ধারায় করদাতার কর নথির নিরীক্ষা কার্যক্রম প্রক্রিয়ার কথা উল্লেখ রয়েছে?

উত্তরঃ ১৮২ ধারায়

  1. নতুন আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার কর নথির ফাঁকি খুঁজতে অন্তত কতজন কর কর্মকর্তা সম্পৃক্ত হবে?

উত্তরঃ ৭ জন

২২১-২৬০ টি সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩

নিম্নে আপনাদের জন্য বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ দেওয়া হলো।
  1. ‘এটিএসিএমএস’ ক্ষেপানাস্ত্র কত দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম?

উত্তরঃ ১৯০ মাইল বা ৩০৬ কিলোমিটার

  1. ‘এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম)’ কোন দেশের তৈরিকৃত ক্ষেপনাস্ত্র?

উত্তরঃ যুক্তরাষ্ট্র

  1. অত্যাধুনিক ‘এম-১ আব্রামস’ ট্যাংক কোন দেশের তৈরি?

উত্তরঃ যুক্তরাষ্ট্র

  1. যমুনা নদীর ভাঙ্গন রোধে বাংলাদেশকে ঋণ দিতে যাচ্ছে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান?

উত্তরঃ বিশ্বব্যাংক

  1. কাশ্মীরের ‘শাখসগাম ভ্যালী’ কোন দেশের মালিকানা?

উত্তরঃ চীন

  1. ‘আন্তর্জাতিক শান্তি দিবস’ পালিত হয় কত তারিখে?

উত্তরঃ ২১ সেপ্টেম্বর।

  1. ‘দকমান্দা’ কোন ক্ষুদ্রনৃগোষ্ঠীর মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক? 

উত্তরঃ গারো

  1. ‘দকমান্দা’ কোন ক্ষুদ্রনৃগোষ্ঠীর মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক?

উত্তরঃ গারো

  1. ‘ইকো টাউন’ কীসের সাথে সম্পর্কিত?

উত্তরঃ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ এর আপডেট এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

  1. আবুল মনসুর আহমদ কোন পত্রিকায় কাজ করার মাধ্যমে তার সাংবাদিক জীবনের সূচনা করেছিলেন?

উত্তরঃ মুসলিম জগৎ ও সুলতান

  1. ‘কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি’ স্বাক্ষরিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৯৬ সালে

  1. পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আন্দোলন শুরু হয়েছিল কত সালে?

উত্তরঃ ১৯৪৫ সালে

  1. রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ সেভাস্তোপোল

  1. বিশ্বের প্রথম সাগরতলে মসজিদ নির্মান করতে যাচ্ছে কোন দেশ?

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত

  1. প্রথম মণিপুরি চলচ্চিত্রের নাম কী ?

উত্তরঃ মতমগী মণিপুর

  1. ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’ কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?

উত্তরঃ পাকিস্তান

  1. ‘ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)’ কোন দেশভিত্তিক দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান? 

উত্তরঃ পাকিস্তান

  1. সদ্য প্রকাশিত ‘দ্য উইন্ড নোজ মাই নেম’ উপন্যাসটির রচয়িতার কে?

উত্তরঃ ইসাবেল আলেন্দ, চিলি

  1. রাখাইনদের ঐতিহ্যের প্রতীক কোনটি?

উত্তরঃ পাগড়ি

  1. পানি থেকে বিদ্যুৎ তৈরি ও বণ্টন কোন শিল্পের অন্তর্ভুক্ত?

উত্তরঃ সেবা

  1. বাংলা সাহিত্যে মুসলিম নাট্যকার কর্তৃক রচিত প্রথম নাটক কোনটি?

উত্তরঃ বসন্তকুমারী (মীর মশাররফ হোসেন)

  1. চীনের কোন প্রদেশ উত্তর-পূর্বাঞ্চলের রুটির ঝুড়ি হিসাবে খ্যাত? 

উত্তরঃ হেইলংজিয়াং

  1. নতুন আয়কর আইনে ট্রাস্ট ও তহবিল আয়ের উপর প্রতি বছর কত শতাংশ হারে কর্পোরেট কর বসানোর বিধান করা হয়েছে?

উত্তরঃ ২৭ শতাংশ

  1. যে বাজার মডেলে কোনো একটি সময়ে একটি দ্রব্যের চাহিদা ঐ সময়ের বাজার দামের উপর নির্ভরশীল এবং দ্রব্যটির যোগান পূর্ববর্তী দামের উপর নির্ভরশীল হয়, তাকে কী বলে?

উত্তরঃ কবওয়েব মডেল

  1. সরকার কর্তৃক নিত্যপণ্যের দাম বা মূল্য নির্ধারণ করে দেওয়াকে কী বলে?

উত্তরঃ সিলিং

  1. ২০২৩ সালে বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট কে?

উত্তরঃ শ্রীধারণ শ্রীরাম

  1. জাতিসংঘের ৭৮তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ দেন কবে?

উত্তরঃ ২২ সেপ্টেম্বর, ২০২৩

  1. এশিয়ান গেমস ২০২৩ এর মাস্কটের নাম কী?

উত্তরঃ কংকং, লিয়ানলিয়ান এবং চেনচেন (৩টি রোবট)

  1. চীনের হ্যাংঝু শহরে এশিয়ান গেমসের কততম আসর অনুষ্ঠিত হচ্ছে?

উত্তরঃ ১৯তম

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ পেশ করা হলো।

  1. ‘ইয়েরেভান (YEREVAN)’ কোন দেশের রাজধানী ? 

উত্তরঃ আর্মেনিয়া

  1. শান্তির ঘণ্টা (The Peace Bell) কোথায় অবস্থিত?

উত্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র (জাতিসংঘের সদর দপ্তরে)

  1. জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর কত তারিখে “বিশ্ব শান্তি দিবস (International Day of Peace)’ পালিত হয়?

উত্তরঃ ২১ সেপ্টেম্বর

  1. CVF এর বর্তমান সভাপতি দেশ কোনটি?

উত্তরঃ ঘানা (বাংলাদেশ ২০২০-২০২২ সাল পর্যন্ত সভাপতি ছিল)

  1. জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ দেশসমূহের জোট Climate Vulnerable Forum (CVF) এর সদস্য দেশ কয়টি?

উত্তরঃ ৫৮টি

  1. এশিয়ান গেমস-২০২৩ এর মাস্কটের নাম কী?

উত্তরঃ কংকং, লিয়ানলিয়ান এবং চেনচেন (৩টি রোবট)

  1. চীনের হ্যাংঝু শহরে এশিয়ান গেমসের কততম আসর অনুষ্ঠিত হচ্ছে?

উত্তরঃ ১৯তম

  1. ‘ইয়েরেভান (YEREVAN)’ কোন দেশের রাজধানী ?

উত্তরঃ আর্মেনিয়া

  1. ‘শান্তির ঘণ্টা (The Peace Bell) ‘ কোথায় অবস্থিত?

উত্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র (জাতিসংঘের সদর দপ্তরে)

  1. জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর কত তারিখে “বিশ্ব শান্তি দিবস (International Day of Peace)’ পালিত হয়? 

উত্তরঃ ২১ সেপ্টেম্বর

  1. CVF এর বর্তমান সভাপতি দেশ কোনটি?

উত্তরঃ ঘানা (বাংলাদেশ ২০২০-২০২২ সাল পর্যন্ত সভাপতি ছিল)

  1. জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ দেশসমূহের জোট Climate Vulnerable Forum (CVF) এর সদস্য দেশ কয়টি? 

উত্তরঃ ৫৮টি

  1. কোনটিকে বিশ্বের ‘আইন পরিষদ’ হিসেবে আখ্যায়িত করা হয়?

উত্তরঃ জাতিসংঘের সাধারণ পরিষদকে

  1. পোল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তরঃ মাতেউস মোরাউইকি

  1. সম্প্রতি কোন বিষয়কে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কের ফাটল ধরেছে?

উত্তরঃ খালিস্তানি আন্দোলন

  1. সম্প্রতি কোন দেশের নাগরিকদের জন্য ভারত ভিসা সেবা বন্ধ করেছে?

উত্তরঃ কানাডা

  1. সম্প্রতি আফগানিস্তানকে ১৫ কোটি ডলারের সহায়তা দিচ্ছে কোন সংস্থা? 

উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন

সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২৩ আপডেট

নিম্নে সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২৩ আপডেট এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ উল্লেখ করা হলো।

  1. জাতিসংঘের ৭৮তম অধিবেশনের সভাপতি কে?

উত্তরঃ ডেনিস ফ্রান্সিস। (ত্রিনিদাদ এন্ড টোবাগো)

  1. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত নতুন জাতের কাঁঠালের নাম কী? 

উত্তরঃ বারি কাঁঠাল-৬

  1. জাতিসংঘের কততম সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ দেন?

উত্তরঃ ২৯তম

  1. জাতিসংঘের ৭৮তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ দেন কবে?

উত্তরঃ ২২ সেপ্টেম্বর, ২০২৩

  1. বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক ২০২৩ পেলেন- 

উত্তরঃ প্রায়ত বেবী মওদুদ

  1. বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের নাম কী?

উত্তরঃ এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান

  1. ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য চালুর জন্য এখন পর্যন্ত কতটি ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক?

উত্তরঃ চারটি

  1. ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য চাল হয় কবে?

উত্তরঃ ১১ জুলাই ২০২৩

  1. জি-৭৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে?

উত্তরঃ হাভানা, কিউবা

  1. ‘সোহরাই ও বাহা’ কোন সম্প্রদায়ের নিজস্ব উৎসব?

উত্তরঃ সাঁওতাল

  1. ‘তার্কিস হাউস’ কোথায় অবস্থিত?

উত্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

  1. এশিয়ান গেমস ২০২৩ এর মাস্কট-

উত্তরঃ কংকং, লিয়ানলিয়ান এবং চেনচেন (৩টি রোবট)

  1. জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ দেশসমূহের জোট Climate Vulnerable Forum (CVF) এর সদস্য দেশ কতটি? 

উত্তরঃ ৫৮টি দেশ

  1. সম্প্রতি কোন দেশ ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেয়ার ঘোষণা দিয়েছে?

উত্তরঃ পোল্যান্ড

  1. ২০২৩ সালে বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট কে?

উত্তরঃ শ্রীধরণ শ্রীরাম

  1. সম্প্রতি ভারত কোন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে?

উত্তরঃ কানাডা

  1. কর আদায় বাড়াতে সরকার নতুন করে কতটি কর অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে ?

উত্তরঃ ২৮ টি

  1. খালিস্তানি শিখ জাতিগোত্র কোন দেশের?

উত্তরঃ ভারতের

বাংলাদেশ থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর

১. সার্কের নবনিযুক্ত বা বর্তমান মহাসচিবের নাম কী এবং উনি কোন দেশের?

উত্তর: মো. গোলাম সারোয়ার এবং তিনি বাংলাদেশের।

২. বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত হয়?

উত্তর: ৭ জানুয়ারী ২০২৪।

৩. কোন দেশ সম্প্রতি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে?

উত্তর: ওমান।

৪. জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্র?

উত্তর: পরান এবং কুড়া পক্ষীর শূন্যে উড়া।

৫. জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার লাভ করেন?

উত্তর: অভিনেতা: চঞ্চল চৌধুরী, অভিনেত্রী: জয়া আহসান এবং রিকিতা নন্দিনী শিমু।

৬. সম্প্রতিক সময়ে বিবিসি এর ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশির নাম কী?

উত্তর: জান্নাতুল ফেরদৌস।

৭. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি বাংলাদেশকে কোন কোন রোগমুক্ত ঘোষণা করেছে?

উত্তর: পোলিও, কালাজ্বর, ফাইলেরিয়া।

৮. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পায়? উত্তর: প্রথম।

৯. সাম্প্রতিক কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ মরণোত্তর ডিগ্রী প্রদান করে?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়।

১০. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কী?

উত্তর: কাজী হাবিবুল আউয়াল।

১১. বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে?

উত্তর: ৭ই জানুয়ারি, ২০২৪ (১২তম জাতীয় সংসদ নির্বাচন)

১২. সম্প্রতি বাংলাদেশের আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়?

উত্তর: লক্ষ্মীপুরের রামগঞ্জ (মাত্রা: ৫.৬) (আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে)।

১৩. দেশের সর্ববৃহৎ সার কারখানার নাম কী?

উত্তর: ঘোড়াশাল পটাশ ইউরিয়া সার কারখানা।

১৪. WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন কে?

উত্তর: সায়মা ওয়াজেদ পুতুল।

১৫. ভিসা ও মাস্টারকার্ডের মতো আর্ন্তজাতিক কার্ডের উপর নির্ভরতা কমাতে বাংলাদেশের প্রথম নিজস্ব স্থানীয় মুদ্রা কার্ডের নাম কী?

উত্তর: টাকাপে।

১৬. বাংলাদেশে প্রথমবারের মতো যে ডেঙ্গুর টিকার সফল পরীক্ষা করা হয়েছে তার নাম কী?

উত্তর: টিভি-০০৫

১৭. বাংলাদেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু করেছে যে বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয়ের নাম কী?

উত্তর: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

১৮. ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির পরিচালক কে?

উত্তর: শ্যাম বেনেগাল (মুক্তি লাভ: ১৩ অক্টোবর, ২০২৩)

১৯. ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন কে?

উত্তর: আরিফিন শুভ।

২০. বাংলাদেশের নবনিযুক্ত ২৪তম প্রধান বিচারপতির নাম কী?

উত্তর: ওবায়দুল হাসান।

২১. বাংলাদেশের নতুন উদ্ভাবিত বারোমাসি আঁঠাবিহীন কাঁঠালের জাতের নাম কী?

উত্তর: বারি কাঁঠাল-৬

২২. বাংলাদেশের প্রথম প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটির নাম কী?

উত্তর: সহায় প্রেগন্যান্সি।

২৩. ২০২৪ সালের ৯৬তম অস্কারে মনোনয়ন পাওয়া বাংলাদেশি চলচ্চিত্রের নাম কী?

উত্তর: পায়ের তলায় মাটি নাই।

২৪. কোন দেশের সহায়তায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণ করা হবে?

উত্তর: ফ্রান্সের।

২৫. দেশের কোন সরকারি হাসপাতালে সর্বপ্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়?

উত্তর: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

২৬. বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর? উত্তর: ৬০ বছর।

২৭. জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কত?

উত্তর: ১,০০৮টি।

২৮. জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে বর্তমানে দেশের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: পদ্মা।

২৯. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ মূলত কোন ধরনের স্যাটেলাইট?

উত্তর: আর্থ অবজারভেটরি স্যাটেলাইট।

৩০. যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর কোনটি?

উত্তর: ঢাকা।

৩১. Digital Security Act-2018-এর বতর্মান নাম কী?

উত্তর: Cyber Security Act-2023

৩২. ২০২৩ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?

উত্তর: করভি রাকসান্দ।

৩৩. বাংলাদেশের বর্তমান অর্থসচিবের নাম কী?

উত্তর: মো: খায়রুজ্জামন মজুমদার।

৩৪. শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?

উত্তর: বঙ্গমাতা।

৩৫. দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্রের নাম কী?

উত্তর: তিস্তা সোলার লিমিটেড।

৩৬. দেশের প্রথম সৌর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: কাপ্তাই রাঙ্গামাটি।

৩৭. ‘স্মাট বাংলাদেশ’ দিবস কত তারিখে পালিত হবে?

উত্তর: ১২ ডিসেম্বর।

৩৮. ডিজিটাল বাংলাদেশ দিবসের বর্তমান নাম কী?

উত্তর: স্মার্ট বাংলাদেশ দিবস।

৩৯. বাংলাদেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক (CGA) কের নাম কী?

উত্তর: ফাহমিদা ইসলাম।

৪০. বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন নাম কী?

উত্তর: সাইবার নিরাপত্তা আইন।

৪১. বাংলাদেশের ১৭তম বা সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্যের নাম কী?

উত্তর: নাটোরের কাঁচাগোল্লা।

৪২. নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার মূল কারিগরের নাম কী?

উত্তর: মধুসূদন পাল।

৪৩. বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্রের নাম কী?

উত্তর: তিস্তা সোলার লিমিটেড।

৪৪. জনতা ব্যাংক লিমিটেডের নতুন নাম কী?

উত্তর: জনতা ব্যাংক পিএলসি।

৪৫. এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৩ পেয়েছে কোন বাংলাদেশী? (জনতা ব্যাংক আরসি-২০২৩)

উত্তর: করভি রাখসান্দ।

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২: চূড়ান্ত প্রতিবেদন

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২: চূড়ান্ত প্রতিবেদন থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩

১. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে দেশের গণনাকৃত জনসংখ্যা কত?

উত্তর: ১৬,৫১,৫৮,৬১৬ জন।

২. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে বর্তমানে দেশে ইউনিয়নের সংখ্যা কতটি?

উত্তর: ৪৫৯৬ টি।

৩. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তর: ১,১১৯ জন।

৪. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে বেশি?

উত্তর: ঢাকা জেলার (৮৪.৮৮%)

৫. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি?

উত্তর: সাভার, ঢাকা।

৬. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে জনসংখ্যা বৃদ্ধিও হার সর্বোচ্চ কোন জেলায়?

উত্তর: গাজীপুর (সর্বনিম্ন হার: ঝালকাঠি)

প্রকল্প এবং উদ্বোধন

বাংলাদেশের বিভিন্ন প্রকল্প এবং উদ্বোধন থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩.

১. বাংলাদেশের তৃতীয় মেট্রোরেল হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন-৫-এর কাজের উদ্বোধন করা হয় কত তারিখে?

উত্তর: ৪ নভেম্বর ২০২৩।

২. শেখ হাসিনা সরণি বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে কত লেন বিশিষ্ট?

উত্তর: ১৪ লেন বিশিষ্ট।

৩. পূর্বাচল এক্সপ্রেসওয়ে অপর নাম কী?

উত্তর: শেখ হাসিনা সরণি।

৪. দেশের দীর্ঘতম উড়াল সড়কের নাম কী?

উত্তর: এ বি এম মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার, চট্টগ্রাম।

৫. এশিয়ার বৃহত্তম আইকনিক রেলস্টেশন কোন জেলায় অবস্থিত?

উত্তর: ঝিলংজা, কক্সবাজার (নকশাকার: মো. ফয়েজ উল্লাহ)।

৬. এশিয়ার বৃহত্তম আইকনিক রেলস্টেশনের আকৃতি কেমন?

উত্তর: ঝিনুক আকৃতি

৭. মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় তারিখে?

উত্তর: ১১ নভেম্বর ২০২৩।

৮. মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?

উত্তর: ১২০০ মেগাওয়াট।

৯. দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?

উত্তর: চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

১০. এখনো পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসে?

উত্তর: ৪৮টি (৪৮তম জেলা: কক্সবাজার)

১১. মেট্রোরেলের আগাঁরগাও-মতিঝিল অংশ কত তারিখে উদ্বোধন করা হয়?

উত্তর: ৪ নভেম্বর, ২০২৩।

১২. মেট্রোরেলের উত্তরা-মতিঝিল অংশের দৈর্ঘ্য কত?

উত্তর: ২১.২৬ কিলোমিটার।

১৩. বাংলাদেশের প্রথম পাথরবিহীন রেলওয়ের নাম কী? উত্তর: ঢাকা-ভাঙ্গা রেলওয়ে (৩০ কিলোমিটার পাথরবিহীন)

১৪. পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেলওয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কত তারিখে?

উত্তর: ১ নভেম্বর, ২০২৩।

১৫. পদ্মা রেল সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন চলাচল কত তারিখে উদ্বোধন করা হয়?

উত্তর: ১০ অক্টোবর ২০২৩।

১৬. বাংলাদেশের প্রথম টানেলের নাম কী?

উত্তর: কর্ণফুলী টানেল/বঙ্গবন্ধু টানেল।

১৭. বঙ্গবন্ধু টানেল/কর্ণফুলী টানেল কত তারিখে উদ্বোধন করা হয়?

উত্তর: ২৮ অক্টোবর ২০২৩।

১৮. বঙ্গবন্ধু টানেল/ কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত?

উত্তর: ৩.৩২ কিমি।

১৯. বঙ্গবন্ধু বা কর্ণফুলী টানেলের ভূমিকম্পের সহনীয় মাত্রা কত?

উত্তর: ৭.৫ রিখটার স্কেল।

২০. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল কবে উদ্বোধন হয় কবে?

উত্তর: ৭ অক্টোবর ২০২৩।

২১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৩য় টার্মিনালের নকশাকার কে? (জনতা ব্যাংক আরসি-২০২৩)

উত্তর: রোহানি বাহারিন (সিঙ্গাপুর)।

২২. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৩য় টার্মিনালের আয়তন কত?

উত্তর: ২ লাখ ৩০ হাজার বর্গমিটার।

২৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হয়?

উত্তর: ৩৩ তম।

২৪. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্ধোধন হয় কত তারিখে?

উত্তর: ২ সেপ্টেম্বর ২০২৩।

২৫. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর-ফার্মগেট অংশের দৈর্ঘ্য কত?

উত্তর: ১১.৫ কিলোমিটার।

সর্বজনীন পেনশন ব্যবস্থা

সর্বজনীন পেনশন ব্যবস্থা থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩.

১. বাংলাদেশে কত তারিখে সর্বজনীন পেনশন ব্যবস্থা কবে উদ্ধোধন করা হয়?

উত্তর: ১৭ আগষ্ট ২০২৩।

২. সর্বজনীন পেনশন ব্যবস্থায় কয়টা স্কীম?

উত্তর: ৪টি (প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাস)

৩. প্রবাসীদের জন্য চালুকৃত পেনশন স্কীমের নাম কী?

উত্তর: প্রবাস পেনশন স্কীম।

৪. সর্বজনীন পেনশন ব্যবস্থায় কাদের জন্য কোনো পেনশনের ব্যবস্থা রাখা হয়নি?

উত্তর: সরকারি চাকরিজীবীদের জন্য। আর্ন্তজাতিক

১. ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-28) কবে অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর ২০২৩।

২. ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-28) কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

৩. ৩০তম APEC শীর্ষ সম্মেলন-২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: সানফ্রানিন্সসকো, যুক্তরাষ্ট্র।

৪. মালয়েশিয়ার নবনিযুক্ত রাজার নাম কী?

উত্তর: ইব্রাহিম সুলতান ইস্কান্দার।

৫. আর্ন্তজাতিক অপরাধ আদালত এর বর্তমান সদস্য কত?

উত্তর: ১২৪ টি (১২৪ তম সদস্য দেশ: আর্মেনিয়া)

৬. সম্প্রতি কোন দেশ সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে?

উত্তর: রাশিয়া।

৭. সম্প্রতি গাজায় পরিচালিত ইসরায়েলের স্থলাভিযানের নাম কী?

উত্তর: অপারেশন আয়রন সোর্ড।

৮. সাম্প্রতিক মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে পরিচালিত গেরিলা দলের হামলার নাম কী?

উত্তর: অপারেশন ১০২৭।

৯. ২০২৩ সালের আর্ন্তজাতিক বুকার পুরস্কার লাভ কারী ব্যক্তির নাম কী?

উত্তর: আয়ারল্যান্ডের পল লিঞ্চ।

১০. যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (FDA) সম্প্রতি কোন রোগের টিকার অনুমোদন দিয়েছে?

উত্তর: চিকুনগুনিয়া।

১১. ইউনেস্কো কর্তৃক ঘোষিত যে ব্যক্তি বিশ্বের সেরা শিক্ষক-২০২৩ নির্বাচিত হয়েছেন তা নাম কী?

উত্তর: পাকিস্থানি অধিবাসী সিস্টার জেফ।

১২. সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে যে দেশ সে দেশের নাম কী?

উত্তর: বলিভিয়া।

১৩. যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

উত্তর: ডেভিড ক্যামেরন।

১৪. বর্তমানে বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন।

১৫. সম্প্রতি মিস ইউনিভার্স ২০২৩ নির্বাচিত হন কে?

উত্তর: নিকারাগুয়ার শেনিস পালাসিওস।

১৬. সম্প্রতি রাশিয়া প্রথমবারের মতো যে পারমাণরিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় তার নাম কী?

উত্তর: বুরভেস্টনিক।

১৭. মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: মোহাম্মদ মুইজু।

১৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক অনুমোদনকৃত ডেঙ্গু টিকার নাম কী?

উত্তর: কিউডেঙ্গা।

১৯. সম্প্রতি ইসরায়েলে হামাস পরিচালিত অভিযানের নাম কী?

উত্তর: অপারেশন আল-আকসা ফ্লাড।

২০. সূর্যে গবেষণার জন্য পাঠানো ভারতের মহাকাশযানের নাম কী?

উত্তর: আদিত্য এল-১

২১. ‘গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ এর তথ্যানুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা কে?

উত্তর: নরেন্দ্র মোদি।

২২. জি-২০ এর সর্বশেষ সদস্য কে?

উত্তর: আফ্রিকান ইউনিয়ন (২১তম সদস্য)

২৩. জি-২০ এর ২০২৩ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: নয়া দিল্লী, ভারত।

২৪. জি-২০এর ২০২৪ সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: রিউও জেনেরিও, ব্রাজিল।

২৫. ইউনেস্কো ঘোষিত ভারতের বিশ্ব ঐতিত্যের স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ প্রতিষ্ঠানের নাম কী?

উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন

২৬. আর এস-৮ সারামাত কোন দেশের ক্ষেপণাস্ত্র?

উত্তর: রাশিয়া।

২৭. ইসরাইলে আঘাত হানতে সক্ষম ইরানের উম্মোচনকৃত নতুন ড্রোনের নাম কী?

উত্তর: মোহাজের ১০।

২৮. ১৫ তম BRICS কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।

২৯. চাঁদের বুকে অবতরণের সময় ধ্বংস প্রাপ্ত রাশিয়ার মহাকাশযানের নাম কী?

উত্তর: লুনা ২৫।

৩০. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুযায়ী তৈরি পোশাক রপ্তনিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন।

৩১. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ২য়।

৩২. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুয়ায়ী রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন (আমদানিতে যুক্তরাষ্ট্র)

৩৩. থাইল্যান্ডের নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: স্লেথা থাভিসিন।

চন্দ্রযান-৩

১. চাঁদের বুকে সফলভাবে অবতরণকৃত ভারতীয় মহাকাশযানের নাম কী?

উত্তর: চন্দ্রযান ৩।

২. চন্দ্রযান কত তারিখে চাঁদের বুকে অবতরণ কবে?

উত্তর: ২৩ আগষ্ট ২০২৩।

৩. ভারতের চন্দ্রযান-৩ চাঁদের কোন মেরুতে অবতরণ করে?

উত্তর: দক্ষিণ মেরুতে।

৪. কততম দেশ হিসেবে ভারতের মহাকশযান চাঁদের মাটি স্পর্শ করে?

উত্তর: চতুর্থ (রাশিয়া, আমেরিকা, চীনের পর)।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ পেশ করা হলো।

১. বিশ্বকাপ ক্রিকেটে-২০২৩ আয়োজক দেশ?

উত্তর: ভারত (অংশগ্রহণকারী দেশের সংখ্যা-১০, মোট ম্যাচ: ৪৮, মোট স্ট্রেডিয়াম: ১০টি)।

২. বিশ্বকাপ ক্রিকেট-২০২৩-এর লোগোর নাম কী?

উত্তর: নভরাসা।

৩. বিশ্বকাপ ক্রিকেট-২০২৩-এর মাসকট এর নাম?

উত্তর: ছেলে মাসকট ‘টঙ্ক’ মেয়ে মাসকট ‘ব্লেজ’

৪. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এর অফিসিয়াল থিমসং কী?

উত্তর: দিল জশন বোলে।

৫. বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?

উত্তর: আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (৫অক্টোবর ২০২৩)

৬. প্রথম বাংলাদেশি হিসেবে ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের কোন অ্যাম্পায়ার?

উত্তর: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

৭. বিশ্বকাপ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক কে?

উত্তর: গ্লান ম্যাক্সওয়েল (৪০ বলে), অস্ট্রেলিয়া।

৮. বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতা দলের নাম কী?

উত্তর: পাকিস্থান ৩৪৪ রান (বিপক্ষ শ্রীলংকা)।

৯. ২০২৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম এবং একমাত্র সেঞ্চুরি করেন কে?

উত্তর: মাহমুদুল্লাহ রিয়াদ।

১০. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক খেলোয়াড় কে?

উত্তর: মাহমুদউল্লাহ রিয়াদ (৩২৮ রান)।

১১. ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান কে?

উত্তর: গ্লান ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া।

১২. বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান কত?

উত্তর: ৪২৮ রান, দক্ষিণ আফ্রিকা।

১৩. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ সর্বনিম্ন দলীয় স্কোর কত?

উত্তর: ৫৫ (শ্রীলংকা)।

১৪. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ সবচেয়ে বেশি রান সংগ্রাহক কোন খেলোয়াড়? উত্তর: বিরাট কোহলি, ৭৬৫ রান।

১৫. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক কোন খেলোয়াড়?

উত্তর: মোহাম্মদ সামি (২৪ উইকেট)

১৬. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ কত তারিখে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৯ নভেম্বর ২০২৩।

১৭. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচে সেঞ্চুরি কারী ব্যাটারের নাম কী?

উত্তর: ট্রাভিস হেড।

১৮. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ টুনামেন্ট সেরা খেলোয়াড় কে?

উত্তর: বিরাট কোহলি।

১৯. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ চ্যাম্পিয়ান দল কোনটি?

উত্তর: অস্ট্রেলিয়া (রানার্স-আপ-ভারত)

২০. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ চ্যাম্পিয়ান টিমের পুরস্কার প্রাপ্তি?

উত্তর: ট্রফি এবং ৪ মিলিয়ন ডলার (রানার্স-আপ-ট্রফি এবং ২ মিলিয়ন ডলার)

২১. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এর ফাইনালে ম্যাচ অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচে ম্যাচসেরা খেলোয়াড়?

উত্তর: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) (১৩৭ রান এবং এক ক্যাচের জন্য নির্বাচিত)

২২. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সবোর্চ্চ ব্যক্তিগত স্কোর কত?

উত্তর: ২০১ রান (গ্লান ম্যাক্সওয়েলের আফগানিস্থানের বিপক্ষে)।

২৩. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ সেরা বোলিং ফিগার কার?

উত্তর: মোহাম্মদ সামি (৫৭ রান দিয়ে ৭ উইকেট)।

২৪. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ সবচেয়ে বেশি ছক্কা মারেন কোন খেলোয়াড়?

উত্তর: রোহিত শর্মা (৩১টি)।

২৫. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ রাউন্ড রবিন লিগে একমাত্র অপরাজিত দেশ কোনটি?

উত্তর: ভারত।

২৬. অস্ট্রেলিয়ার ২০২৩ সালের বিশ্বকাপ জয় কততম বিশ্বকাপ জয়? উত্তর: ৬ষ্ঠ।

২৭. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে?

উত্তর: আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (বিশ্বের সবচেয়ে বড় স্ট্রেডিয়াম)

আগামীর খেলাধুলা

আগামীতে কোন খেলা কখন হবে এ সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ জেনে নিন।

১. ২০২৪ সালে টি-২০ পুরুষ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ (অংশগ্রহণকারী দেশের সংখ্যা: ২০)।

২. আফ্রিকা অঞ্চল থেকে ২০২৪ সালে টি-২০ পুরুষ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাসহ কোন দুটি দল অংশগ্রহণ করবে?

উত্তর: নামিবিয়া এবং উগান্ডা।

৩. ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: পাকিস্তান (অংশগ্রহণকারী দেশের সংখ্যা: ৮টি)।

৪. ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো (অংশগ্রহণকারী দেশের সংখ্যা: ৪৮)

৭. ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: মরক্কো, স্পেন এবং পর্তুগাল।

৮. ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: সৌদি আরবে।

৯. ২০২৭ সালে পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে।

১০. ২০৩১ সালে পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ?

উত্তর: যৌথভাবে ভারত এবং বাংলাদেশ।

১১. ২০২৫ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: পাকিস্থানে, অংশগ্রহণকারী ক্রিকেট দেশের সংখ্যা আটটি।

১২. ২০২৭ সালে পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে।

খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক সাধারণ জ্ঞান

১. আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল সম্প্রতি কোন দেশের সদস্যপদ স্থগিত করেছে?

উত্তর: শ্রীলংকার।

২. ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০ টি সেঞ্চুরি করেন কে?

উত্তর: বিরাট কোহলি।

৩. কোন খেলোয়াড়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম টেস্টেই জয়লাভ করে বাংলাদেশ?

উত্তর: নাজমুল হোসাইন শান্ত।

৪. প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করে কোন খেলোয়াড়?

উত্তর: নাজমুল হোসাইন শান্ত। ৫. ব্যালন ডিঅর ২০২৩-এর বিজয়ী খেলোয়াড়ের নাম কী?

উত্তর: লিওনেল মেসি (৮ বার)।

৬. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস কোন দলের?

উত্তর: নেপাল ৩২৪ রান (মঙ্গোলিয়ার বিপক্ষে)।

৭. আর্ন্তজাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন কে?

উত্তর: দীপেন্দ্র সিং (৯ বলে)।

৮. আর্ন্তজাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক কে?

উত্তর: কুশাল মাল্লা (৩৪ বলে)।

৯. ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়?

উত্তর: সুনীল নারাইন।

১০. ইউএস ওপেন ২০২৩-এ পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?

উত্তর: নোভাক জোকোভিচ।

১১. ইউএস ওপেন ২০২৩-এ নারী এককে চ্যাম্পিয়ন কে?

উত্তর: কোকো গফ।

১২. ১৯তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর: চীনে।

নারী বিশ্বকাপ ফুটবল- ২০২৩

নারী বিশ্বকাপ ফুটবল- ২০২৩ থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩

১. ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।

২. ২০২৩ সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তর: স্পেন (ইংল্যান্ডকে হারিয়ে)।

৩. ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ এ গোল্ডেন বল লাভ করে কোন খেলোয়াড়?

উত্তর: আইতানা বোনমাতি (স্পেন)।

এশিয়া কাপ ক্রিকেট- ২০২৩

এশিয়া কাপ ক্রিকেট- ২০২৩ থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ এখান থেকে জানুন।

১. এশিয়া কাপ ক্রিকেট আয়োজক দেশের নাম কী?

উত্তর: পাকিস্থান এবং শ্রীলংকা।

২. এশিয়া কাপে সর্বপ্রথম অংশগ্রহণকারী দেশের নাম কী?

উত্তর: নেপাল।

৩. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তর: ভারত (শ্রীলংকাকে ১০ উইকেটে হারিয়ে)।

৪. এশিয়া কাপের ১৬তম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?

উত্তর: কুলদীপ যাদব (ভারত)।

নোবেলনামা ২০২৩

নোবেল পুরষ্কার ২০২৩ এখানে আলোচনা করা হলো।

১. ২০২৩ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর: ১১ ব্যক্তিকে।

২. ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?

উত্তর: ক্লভিয়া গোল্ডেন (ইউএসএ)।

৩. অর্থনীতিতে ক্লভিয়া গোল্ডেন নোবেল পুরস্কার পান কোন বিষয়য়ে ভূমিকা পালনের জন্য?

উত্তর: শ্রমবাজারে নারীর ভূমিকা।

৪. ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?

উত্তর: ক্যাটালিন কারিকো (হাঙ্গেরি) এবং ড্র উইসম্যান (ইউএসএ)।

৫. চিকিৎসাশাস্ত্রে কোন বিষয়ের সাথে অবদানের জন্য তারা নোবেল পুরস্কার পান?

উত্তর: কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন বিকাশের জন্য।

৬. ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?

উত্তর: মৌঙ্গি জি বাওয়েন্দি, লুইস এস ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ (তিনজনই ইউএসএর নাগরিক)।

৭. কোন বিষয়ে অবদানের জন্য তারা রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন? (জনতা ব্যাংক আরসি-২০২৩)

উত্তর: ন্যানোপ্রযুক্তিতে মৌলিক অবদান রাখার জন্য।

৮. ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?

উত্তর: জন ওলাভ ফসে/ জন ফসে (নরওয়ে)।

৯. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী এবং তিনি কোন দেশের নাগরিক?

উত্তর: নার্গিস মোহাম্মদী এবং তিনি ইরানের নাগরিক।

১০. নার্গিস মোহাম্মদীকে কোন বিষয়ে অবদানের জন্য ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়?

উত্তর: ইরানের নারীদের এবং মানবাধিকার পক্ষে সোচ্চার থাকার জন্য।

১১. ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?

উত্তর: পিয়েরে অ্যাগোস্টিনি (মার্কিন যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল’হুইলিয়ার (সুইডেন)।

নোবেল পুরস্কার থেকে পরীক্ষায় আসার মতো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. নোবেল পুরস্কারের প্রবর্তকের নাম কী?

উত্তর: আলফ্রেড নোবেল।

২. সর্বপ্রথম কত সালে নোবেল পুরস্কার প্রদান কারা হয়?

উত্তর: ১৯০১ সালে।

৩. ১৯০১ সালে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়?

উত্তর: পাঁচটি বিষয়ের উপর।

৪. অর্থনীতিকে কত সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়?

উত্তর: ১৯৬৯ সালে।

৫. বর্তমানে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়?

উত্তর: ৬টি।

৬. শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি?

উত্তর: নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট।

৭. পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি?

উত্তর: রয়েল সুইডশ একাডেমি অব সাইন্সেস।

৮. সাহেত্যে নোবেল পুরস্কার ঘোষাণা করে কোন কমিটি?

উত্তর: সুইডিশ একাডেমি।

৯. শান্তিতে সর্বাধিক তিন বার নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা?

উত্তর: রেড ক্রস।

১০. নোবেল পুরস্কারের অর্থ মূল্য কত?

উত্তর: ১ কোটি ১০ লাখ ক্রোনার।

Visited 24,531 times, 24 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page