100% নির্ভুল সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান (আজকের পরীক্ষা

হ্যালো ভবিষ্যতের নার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজকে সিনিয়র স্টাফ নার্স প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় হাসপাতালের নার্স সংক্রান্ত অর্থাৎ টেকনিক্যাল প্রশ্ন এসেছে এবং এসাথে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, কম্পিউটার এবং গণিত থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এসেছে। তাই আজ আপনাদের জন্য এখানে উপরিউক্ত সকল বিষয়ের সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব।

 

100% নির্ভুল সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান (আজকের পরীক্ষা
100% নির্ভুল সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান (আজকের পরীক্ষা

সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান

২০২৩ সালে অনুষ্ঠিত সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান পেতে নিম্নের প্রতিটি প্রশ্নোত্তর ভালভাবে দেখে নিন। এখানে আপনি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত থেকে ১০০% নির্ভুল উত্তর উপস্থাপন করা হয়েছে।

আরো পড়ুন: (আজকে অনুষ্ঠিত) জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান (অফিস সহায়ক)

সাধারণ জ্ঞানের সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান

এ পর্যায়ে টেকনিক্যাল প্রশ্ন ব্যতীত আপনি এখানে প্রশ্নপত্রে উল্লিখিত সিরিয়াল অনুযায়ী ৬১ থেকে সাধারণ জ্ঞানের সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান দেওয়া হলো।

৬১. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিলো?

ক. ১ নং

খ. ৭ নং

গ. ২ নং

ঘ. ১১ নং

উ. গ

৬২. পদ্মা সেতুর উদ্বোধন তারিখ কোনটি?

ক. ২৬ সেপ্টেম্বর, ২০২১

খ. ২৬ মার্চ, ২০২১

গ. ২৫ জুন, ২০২১

ঘ. ২৫ জুন, ২০২২

উ. ঘ

৬৩. মুজিবনগর সরকারের অস্থায়ী কার্যালয় কোথায় অবস্থিত ছিলো?

ক. মেহেরপুর

খ. কলকাতা

গ. ঢাকা

ঘ. আগরতলা

উ. খ

৬৪. সুয়েজ খাল কোন দেশের অধীনে?

ক. মিশর

গ. ইয়েমেন

খ. জর্ডান

ঘ. সৌদি আরব

উ. ক

৬৫. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?

ক. যমুনা

খ. তিস্তা

গ. করতোয়া

ঘ. পদ্মা

উ. ঘ

৬৬. ইদ্রাকপুর কেল্লা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক. নোয়াখালী

খ. নারায়ণগঞ্জ

গ. ঢাকা

ঘ. মুন্সীগঞ্জ

উ. ঘ

৬৭. ফিলিস্তিন ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং এর নাম কী?

ক. খাইবার

খ. রাফা

গ. রামাল্লা

ঘ. পাখতুনা

উ. খ

৬৮. অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি?

ক. ব্রিসবেন

খ. মেলবোর্ন

গ. সিডনী

ঘ. কোনটিই নয়

উ. খ

৬৯. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সনে প্রতিষ্ঠিত হয়েছিলো?

ক. ১৮২১

খ. ১৯২১

গ. ১৯২৩

ঘ. ১৮২৩

উ. খ

৭০. ঐতিহাসিক ছয় দফা দাবী কত সালে পেশ করা হয়?

ক. ১৯৬৯

খ. ১৯৫২

গ. ১৯৪৭

ঘ. ১৯৬৬

উ. ঘ

৭১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কোনটি?

ক. ১৯২১

খ. ১৯২০

গ. ১৯২৫

ঘ. ১৯২৩

উ. খ

৭২. সর্বশেষ কোন দেশের নভোযান চাঁদে অবতরণ করেছে?

ক. চীন

গ. যুক্তরাষ্ট্র

খ. রাশিয়া

ঘ. ভারত

উ. ঘ

বাংলা বিষয়ে সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান

বাংলা বিষয়ে বিশেষ করে ব্যাকরণ এবং বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এসে থাকে। অনেকেই পর্যাপ্ত অনুশীলন না করায় কমন পান না। তাই এখানে বাংলার জন্য সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান পেশ করা হলো

৭৩. সত্য-মিথ্যা কোন সমাসের উদাহরণ?

ক. দ্বন্দ্ব

খ. তৎপুরুষ

গ. কর্মধারয়

ঘ. দ্বিগু

উ. ক

৭৪. ‘গবেষণা’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. গর+এষণা

খ. গোঃ+এষণা

গ. গো+এষণা

ঘ. কোনটিই নয়

উ. গ

৭৫. এক কথায় প্রকাশ কর: যা চাওয়া হয়েছে-

ক. চাহিত

খ. চাহিদা

গ. যাচিত

ঘ. দাবি

উ. গ

৭৬. ছেলেরা বল খেলে- এটি কোন কারকের অন্তর্ভুক্ত?

ক. করণ

খ. কর্ম

গ, সম্প্রদান

ঘ. অপাদান

উ. ক

৭৭. ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

ক. ক+শ+ম

খ. ষ+ম

গ. হ+ম

ঘ. ক্ষ+ম

উ. গ

৭৮. Drizzling শব্দের বাংলা কোনটি?

ক. মুষলধারে বৃষ্টি

খ. ঝিরিঝিরি বৃষ্টি

গ. দমকা বৃষ্টি

ঘ. শিলা বৃষ্টি

উ. খ

৭৯. নিচের কোনটি অনুজ্ঞা ক্রিয়ার উদাহরণ?

ক. যাও

গ. লিখে

খ. খায়

ঘ. গিয়েছিলেন

উ. ক

ইংরেজি বিষয়ে সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান

বরাবরের মতই ইংরেজিতে অনেক শিক্ষার্থী দুর্বল হয়ে থাকে। অথচ, ইংলিশে ভাল প্রস্তুতিসহ ভালভাবে অনুশীলন করলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। এই সাইটে আপনি অনেক বিষয়ের উপর প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর পাবেন। সেগুলো দেখে প্রস্তুতি নিতে পারেন। এখানে আপনি সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান এর ইংরেজির উত্তর পাবেন।

৮০. What is the past form of “Put”?

ক. Putted

খ. Puted

গ. পুত

ঘ. Puten

উ. গ

৮১. Who is the writer of Gulliver’s Travel?

ক. Jonathan Swift

খ. J.K Rowling

গ. Shakespeare

ঘ. Wordsworth

উ. ক

৮২. What is the passive form of ‘I know him’?

ক. He is known to me .

খ. He knows me

গ. He known by me .

গ. None

উ. ক

৮৩. Fill in the blank: I am waiting for…. hour.

ক. a

খ. an

গ. the

ঘ. none

উ. খ

৮৪. What is the translation of ‘Money begets money.

ক. টাকায় টাকা আনে

খ. অর্থই সকল অনর্থের মূল

গ. টাকায়ই সর্বসুখ

ঘ. কোনটিই নয়

উ. ক

৮৫. Which one is the correct spelling?

ক. Believe

গ. Nife

খ. Received

ঘ. কওখ

উ. ঘ
৮৬. Which one is the plural form?

ক. Furniture

খ. Datum

গ. Economics

ঘ. Politics

ব্যাখ্যা: অপশনের সবগুলোই singular.

কম্পিউটার বিষয়ে সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান

বর্তমান যুগ কম্পিউটারের যুগ। কম্পিউটারে ভালভাবে প্রস্তুতি নিতে হলে এ বিষয়ের উপর সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান পড়লে আগামীর যেকোন চাকরির পরীক্ষায় কমন পাবেন নিশ্চিত।

৮৭. কম্পিউটার কী বোর্ড কীসের কাজ করে?

ক. ইনপুট

খ. শর্টপুট

গ. আউপুট

ঘ. প্রসেসিং ইউনিট

উ. ক

৮৮. বোল্ড করতে হলে কোন শর্টকাট ব্যবহার করা হয়?

ক. shift + B

খ. Esc + B

গ. alt+B

ঘ. ctrl + B

উ. ঘ

৮৯. Ctrl + X শর্টকাট কমান্ড কী কাজ করে?

ক. Copy

খ. Cut

গ. Paste

ঘ. Delete

উ. খ

৯০. html কী?

ক. ওয়েব পেজ

খ. ল্যাংগুয়েজ

গ. ডিভাইস

ঘ. এ্যাপ

উ. খ

৯১. Email এর পূর্ণরূপ কোনটি?

ক. Express mail

খ. Elevated Mail

গ. Electronic Mail.

ঘ. Electric Mail

উ. গ

১২. WAN কি?

ক. Wireless Area Network

খ. Wide Area Network

গ. Wired Area Network

ঘ. Wireless Access Network

উ. খ

৯৩. নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয়?

ক. RAM

খ. Mouse

গ. Ms Word

ঘ. Graphics Card

উ. গ

গণিত বিষয়ে সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান

নিম্নে গণিতের উপর সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান দেওয়া হলো। আপনি যদি এখানে গণিতের উপর সমাধান নিয়ে প্রস্তুতি শুরু করেন তাহলে আপনি অনেক চাকরির পরীক্ষায় গণিতে ভাল ফল পাবেন আশা করি।

৯৪. অতিভুজের বিপরীত কোণের মান কত?

ক. ৯০ ডিগ্রি

খ. ৪৫ ডিগ্রি

গ. ১৮০ ডিগ্রি

ঘ. ৬০ ডিগ্রি

উ. ক

৯৫. সমকোণী ত্রিভুজের ৩টি বাহু যথাক্রমে a,b,c এবং c অতিভুজ। সেক্ষেত্রে a² + b² = c² এটি কার উদ্ভাবিত
সূত্র?

ক. পীথাগোরাস

খ. আল-জাবের

গ. আল-কেমী

ঘ. কেউ নয়

উ. ক

৯৬. ১০ টাকার ২৫% কত?

ক. ০৪ টাকা

খ. ৪০ টাকা

গ. ২.৫০ টাকা

ঘ. ২.০০ টাকা

উ. গ

৯৭.২০০ টাকার একটি পণ্য ০৫% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয়মূল্য কত?

ক. ৯৫ টাকা

খ. ১৯৫ টাকা

গ. ১৯০ টাকা

ঘ. ১৮০ টাকা

উ. গ

৯৮. -5 × a × – c × 0=?

ক. -5ac

খ. Sac

গ. 0

ঘ. 05ac

উ. গ

৯৯. সর্বশেষ বিশ্বকাপ ফুটবল এর আয়োজক দেশ কোনটি?

ক. কলম্বিয়া

খ. ভেনিজুয়েলা

গ. ভারত

ঘ. কাতার

উ. ঘ

১০০. টাইমড আউট কোন খেলার নীতিভুক্ত পদ্ধতি?

ক. কাবাডি

খ. কারাতে

গ. কৃষ্ণি

ঘ. ক্রিকেট

উ. ঘ

উপসংহার:

পরিশেষে বলতে পারি যে, একজন দক্ষ নার্স হতে গেলে উপরিউক্ত সকল বিষয়ের সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান পড়ার গুরুত্ব অপরিসীম। তাই আমি আপনাদের জন্য টেকনিক্যাল ব্যতীত সকল বিষয়ের সমাধান দিলাম। ধন্যবাদ

Visited 301 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page