(আজকে অনুষ্ঠিত) জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান (অফিস সহায়ক)

সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আজ আপনাদের ডিসি অফিস জামালপুর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্ন সমাধান ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনি জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান এর নিমিত্ত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের পরিপূর্ণ এবং নির্ভুল সমাধান উপস্থাপন করব। আপনি যদি ডিসি অফিস জামালপুরের অফিস সহায়ক লিখিত পরীক্ষার একজন প্রার্থী হয়ে থাকেন। তাহলে আপনি আজকে অনুষ্ঠিত অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান খুঁজছেন। যদি তাই খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা আমি এই পোস্টে আপনাদের কাঙ্খিত পরীক্ষার প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব।

(আজকে অনুষ্ঠিত) জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান (অফিস সহায়ক)
(আজকে অনুষ্ঠিত) জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান (অফিস সহায়ক)

জামালপুর ডিসি অফিস প্রশ্নপত্র:

জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান
জামালপুর ডিসি অফিস প্রশ্নপত্র

জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান (বাংলা):

বাংলা বিষয়ে জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান পাওয়ার আগে আমাদের কিছু ব্যাসিক ইনফরমেশন জানতে হবে। আজ ১৭ নভেম্বর ২০২৩ তারিখ রোজ শুক্রবার সকাল ১০-০০ ঘটিকা হতে বেলা ১১-০০ টা পর্যন্ত ১৬ হাজার ৭৭৩ জন প্রার্থীর জামালপুর ডিসি অফিসের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট ৮২ টি শূন্য পদের বিপরীতে ১৬ হাজার ৭৮৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।

আরো পড়ুন: [আপডেটেড] প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন 2023 যা ১০০% কমন পাবেন

এ জন্যই চাকরি প্রার্থীরা অনেক বেশি টেনশনে থাকেন এ পদের সঠিক সমাধান পেতে এবং পরীক্ষা শেষ হতে না হতেই জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান বাংলা পাওয়ার জন্য অনলাইনে ব্রাউজ করতে থাকেন। আজ পরীক্ষা অন্তে জানা যায় যে, প্রার্থীদের নিকট থেকে প্রশ্নপত্র সহ উত্তরগুলি জমা নেওয়া হয়েছে। যে কারণে চাইলেও একজন প্রার্থী প্রশ্ন সাথে উত্তরগুলি মিলিয়ে দেখতে পারে না। এজন্য আমি আপনাদের এখানে নির্ভুল উত্তর পেশ করব।

১। সন্ধি বিচ্ছেদ করুন:

(ক) গবেষণা- গো+ এষণা
(খ) অহর্নিশ- অহঃ+ নিশ
(গ) দুষ্প্রাপ্য- দুঃ+ প্রাপ্য
(ঘ) অন্তর্ধান- অন্ত+ ধান

২। শব্দগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

(ক) শতাব্দী- শত অব্দের সমাহার- দ্বিগু সমাস
(খ) বিষাদসিন্ধু- বিষাদ রুপ সিন্ধু- রুপক কর্মধারয় সমাস
(গ) মহাত্মা- মহান যে আত্না- কর্মধারয় সমাস

৩। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন:

(ক) পোয়াবারো- অহংকারী:- চাকরিটা পেয়ে তার পোয়াবারো হয়েছে।
(খ) হস্তীমূর্খ- বোকা:- রহিমের মতো হস্তীমূর্খ হলে সমাজে চলতে পারবেনা।
(গ) ধামাধরা- চাটুকারিতা বা তোষামোদ:- সবসময় ধামাধরলে অনেকেই সম্মান করবেনা।

৪। এক কথায় প্রকাশ করুন:

(ক) জয়সূচক উৎসব- জয়ন্তী
(খ) মাটি দিয়ে তৈরী- মৃন্ময়
(গ) হনন করার ইচ্ছা- জিঘাংসা

৫। গ্রন্থগুলো কোন ধরনের রচনা ও রচয়িতা কে?

(ক) অপরাজিত- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস।
(খ) রাশিয়ার চিঠি- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ।
(গ) শর্মিষ্ঠা- মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।

৬। বানান শুদ্ধ করে লিখুন:

(ক) সমিচিন- সমীচীন
(খ) মুমুর্ষু- মুমূর্ষু
(গ) দোষনীয়- দূষণীয়
(ঘ) দুরিভূত- দূরীভূত

৭ । বাক্যগুলির কারক ও বিভক্তি নির্ণয় করুন।

(ক) সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা- কর্মকারকে শূন্য বিভক্তি।
(খ) আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস- অধিকরণ কারকে ৭মী বিভক্তি
(গ) আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে- অপাদান কারকে সপ্তমী বিভক্তি
(ঘ) দেশের সেবা কর- সম্প্রদান কারকে ৬ষ্ঠী বিভক্তি

আরো দেখুন: এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, যোগ্যতা ও পদ্ধতি

জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান (ইংরেজি)

নিচে অফিস সহায়ক পদের জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান ইংরেজি বিষয়ে দেওয়া হল

মোট ৮০ নম্বরের মধ্যে প্রশ্ন প্রদান করা হয়েছিল যেখানে বাংলা -২০ ইংরেজি- ২০ গণিত- ২০ ও সাধারণ জ্ঞান- ২০ চারটি বিষয়ের উপর আজকের অফিস সহায়ক শূন্য পদের পরীক্ষায়।

৮। Write a paragraph on Dengue Fever

৯। Fill in the gap with appropriate preposition:

a) He does not adhere–any principle.

Right answer: to

b) John Smith is good…. Mathematics.

Right answer: at

c) The man died…..over eating.

Right answer: from

d) He has assured me….. safety.

Right answer: of

১০। Fill in the gap with the correct form of verb:

a) It is high time we (act) on the matter.

Right answer: acted

b) The police (be verb) informed yesterday.

Right answer: were

c) The Arabian Nights (be verb) still a great.

Right answer: is

d) My father (leave) before I came.

Right answer: had come

১১) Write the passive form of the sentences:

a) “Who has broken the Jug?”

Right answer: By whom the jug has been broken.

b) I know him.

Right answer: He is known to me.

c) Open the window.

Right answer: Let the window be opened.

১২। Write down the correct indirect form of the sentences:

a) She said, “I went home.”

Right answer: She said that she had gone home.

b) Rana said to me, “Let us go home.”

Right answer: Rana said to me that we should go home.

১৩। Translate into English:

a) সে গোল্লায় গেছে।

Right answer: He has gone to dogs.

৮) বজ্র আটুনি ফসকা গেরো।

Right answer: Penny wise, pound foolish.

c) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

Right answer: It has been raining cats and dogs since morning.

জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান (গণিত)

এখানে জামালপুর ডিস অফিস প্রশ্ন সমাধান এর গণিত বিষয়ে নির্ভুল উত্তর প্রদান করা হল

২৪। টাকায় ৩টি এবং ঢাকায় ৫টি দরে সমান সংখ্যক আম ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আম বিক্রয় করলেন।ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো।

২৫। একটি শাড়ি ৬২৫ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।

২৬। উৎপাদক নির্ণয় করুন: x²+x-(a+1)(a+2)

জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান (সাধারণ জ্ঞান)

নির্ভুল উত্তরের জন্য নিচে জামালপুর ডিসি অফিস প্রশ্ন সমাধান গণিত এর উপর দেওয়া হলো।

১৪। দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় কবে?

দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর ২০২২

১৫। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি ও কি কি?

স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি ৪ টি।
স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তিগুলো হলো Smart Government, Smart Citizen, Smart Economy, Smart Society.

১৬। মুজিব নগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
মুজিব নগরে ১০ এপ্রিল ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল।

১৭। ২০২৩-২৪ অর্থবছরে ঘোষিত বাজেট মোট জিডিপির কত শতাংশ?

২০২৩-২৪ অর্থবছরে ঘোষিত বাজেট মোট জিডিপির ১৫.২ শতাংশ।

১৮। ময়মনসিংহ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর।

১৯। প্রথম কোন সৌদি নারী নভোচারী মহাকাশে যাত্রা করেন?

প্রথম রায়ানাহ বার্নাবি সৌদি নারী নভোচারী মহাকাশে যাত্রা করেন।

২০। বিশ্বকাপ ফুটবল ২০২৬ সালে কোন কোন দেশে অনুষ্ঠিত হবে?

বিশ্বকাপ ফুটবল ২০২৬ সালে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

২১। SWIFT এর পূর্ণরূপ কী?

The Society for Worldwide Interbank Financial Telecommunication.

২২। SPARSO এর পূর্ণরূপ কী?

Bangladesh Space Research and Remote Sensing Organization.

২৩। a2i এর বর্তমান পূর্ণরূপ কী?

Access to information.

২৪। সায়রাত মহাল বলতে কি বোঝায়? কয়েকটি সায়রাত মহালের নাম লিখুন।

সরকারের যে সমস্ত ভূ-সম্পত্তি হতে ভূমি কর ব্যতীত অন্যান্য বিবিধ কর আদায় করা হয় সেগুলিকে সায়রাত মহাল বলা হয়। যেমন :- জলমহাল, হাট-বাজার, বালু মহাল, পাথর মহাল, বাঁশ মহাল, ফেরীঘাট/খেয়াঘাট, রাস্তা সংলগ্ন জমি, কাছারি প্রাঙ্গন ইত্যাদি।

২৫। ই-নামজারি বলতে কী বোঝায়?

বর্তমানে থাকা খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে নতুন একটি খতিয়ান তৈরি করাকেই ই-নামজারি বলে।

২৬। সিকস্তি ও পয়স্থি বলতে কী বোঝায়?

যদি কোনো জমি/ভূমি ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায় তবে তাকে সিকস্তি বলে।
অন্যদিকে নদীতে ভেঙ্গে যাওয়া জমি পুনরায় চরজমি হিসেবে উত্থিত হওয়াকেই পয়স্থি বলে।

২৭। খতিয়ান/পর্চা কী? খতিয়ানে কি কি বিষয় উল্লেখ থাকে?

মূলত জমির মালিকানা স্বত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্যা(অংশ), খাজনা ইত্যাদি বিবরণসহ যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে।

খতিয়ানে যে যে বিষয় থাকে:

খতিয়ানে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে সে সম্পর্কে রাষ্ট্রীয় অর্জন বিধিমালা ১৮ নম্বর বিধিতে বলা হয়েছে। এগুলো হলো-

১. প্রজা বা দখলদারের নাম, পিতার নাম ও ঠিকানা, তারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তাদের অধিকৃত জমির অবস্থান শ্রেণী পরিমাণ ও সীমানা।

২. প্রজার অথবা জমির মালিকের নাম, পিতার নাম ও ঠিকানা।

৩. খতিয়ান প্রস্তুতের সময় খাজনা এবং ২৮, ২৯, ৩০ বিধি অনুযায়ী নির্ধারিত খাজনা। যদি খাজনা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে তাহলে যে সময় ও যে যে পদ্ধক্ষেপে বৃদ্ধি পায় তার বিবরণ। যে পদ্ধতিতে খাজনা ধার্য হয়েছে তার বিবরণ।

৪. গোচরণ ভূমি, বনভূমি ও মৎস্য খামারের জন্য ধারণকৃত অর্থ। কৃষি কাজের উদ্দেশ্যে প্রজা কর্তৃক পানির ব্যবহার এবং পানি সরবরাহের জন্য যন্ত্রপাতি সংস্কার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত প্রজা ও জমির মালিকের বর্ণনা।

৫. নিজস্ব জমি হলে তার বিবরণ।

৬.পথ চলার অধিকার ও জমির সংলগ্ন অন্যান্য ইজমেন্টের অধিকার।

৭. খতিয়ান নম্বর, দাগ নম্বর, বাট্টা নম্বর, এরিয়া নম্বর, মৌজা নম্বর ও জে. এল নম্বর, জেলার নাম, উপজেলা/থানা/ইউনিয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।

 

Visited 223 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page