(আপডেট) নৈপুণ্য অ্যাপ ব্যবহারের নিয়ম ২০২৩ | রেজিস্ট্রেশন ও লগিন প্রক্রিয়া

নৈপুণ্য অ্যাপ আগামী ০৪ নভেম্বর ২০২৩, সকাল ১০ টা থেকে উন্মুক্ত করা হবে। উক্ত ‘নৈপুণ্য” অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত একটি গাইডলাইন বা নির্দেশনা তৈরি করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ০৪/১১/২০১৩ থেকে ০৮/১১/২০২৩ তারিখের মধ্যে নৈপুণ্য অ্যাপ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত গাইডলাইন বা নির্দেশনা অনুযায়ী আগামী ০৪/১১/২০১৩ থেকে ০৮/১১/২০২৩ তারিখের মধ্যে নৈপুণ্য’ অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এক্ষণে এই পোস্টে নৈপুণ্য অ্যাপ ব্যবহারের নিয়ম ২০২৩ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাব।

 

নৈপুণ্য অ্যাপ ব্যবহারের নিয়ম ২০২৩ | রেজিস্ট্রেশন ও লগিন প্রক্রিয়া
নৈপুণ্য অ্যাপ ব্যবহারের নিয়ম ২০২৩ | রেজিস্ট্রেশন ও লগিন প্রক্রিয়া

নৈপুণ্য অ্যাপ কি?

জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালুকৃত মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে ‘এটুআই’ এর কারিগরী সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নৈপুণ্য অ্যাপ উন্নয়ন করা হয়েছে।

আরো পড়ুন: অনলাইনে ইনকাম ২০২৪ এ আয় করার সেরা কয়েকটি উপায়

অনলাইনে ইনকাম ২০২৪ এ আয় করার সেরা কয়েকটি উপায়
অনলাইনে ইনকাম ২০২৪ এ আয় করার সেরা কয়েকটি উপায়

নৈপুণ্য অ্যাপ ব্যবহারে প্রতিষ্ঠান প্রধানের জন্য করণীয়:

ইআইআইএন (EIIN) ধারী স্কুলের নৈপুণ্য অ্যাপ এ লগইন প্রক্রিয়া

নৈপুণ্য এপস এ লগিন
নৈপুণ্য অ্যাপ এ লগিন
  • তথ্য-প্রযুক্তিভিত্তিক মূল্যায়ন বিষয়ক নৈপুণ্য অ্যাপ ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd ব্রাউজ করুন।
  • প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে প্রাপ্ত ইউজার আইডি’ ও ‘পিনা ব্যবহার করে প্রথমে ‘লগইন’ করুন।
  • প্রথমবার লগইন করার সময় পূর্বের পিন নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের ‘পিন নম্বর সেট করে নিন

ইআইআইএন (EIIN)বিহীন স্কুলের লগইন প্রক্রিয়া:

  • তথ্য-প্রযুক্তিভিত্তিক মূল্যায়ন বিষয়ক নৈপুণ্য অ্যাপ ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd ব্রাউজ করুন।
  •  যে সকল প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর নেই, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘লগইন’ পেজের ‘রেজিস্ট্রেশন’ অপশন ক্লিক করুন।
  • ক্লিকের পর ‘রেজিস্ট্রেশন ফর্মটি দেখতে পাবেন। যথাযথ তথ্য নিয়ে ‘রেজিস্ট্রেশন’ ফর্মটি সাবমিট করলে তা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইমেইলে পৌঁছে যাবে।
  • উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তখন আবেদনটি অনুমোদন করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদনের পর প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে একটি সিস্টেম জেনারেটেড নাম্বার (SGN*****), একটি ‘ইউজার আইডি’ ও ‘পিন’ নম্বর যাবে। প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে প্রাপ্ত সিস্টেম জেনারেটেড নাম্বার (SGN*****), ‘ইউজার আইডি’ ও ‘পিন’ ব্যবহার করে প্রথমে লগইন করুন।
  • প্রথমবার ‘লগইন’ করার সময় পূর্বের ‘পিন নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের ‘পিন নম্বর সেট করে নিন

সেমিফাইনালের ম্যাচ দেখুনঃ ভারত বনাম নিউজিল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান (ট্রেন্ডিং নিউজ)

ভারত বনাম নিউজিল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান (ট্রেন্ডিং নিউজ)
ভারত বনাম নিউজিল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান (ট্রেন্ডিং নিউজ)

(বিশেষ দ্রষ্টব্য: ‘লগইন’ করতে কোনো সমস্যা হলে ‘09638600700’ হেল্পলাইনে ফোন করুন।)

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যদি বিসিএস পরীক্ষা সম্পর্কে জানতে চান তাহলে নিম্নের পোস্টগুলি ফলো করতে পারেন।

নৈপুণ্য অ্যাপ এ লগইন পরবর্তী করণীয়:

লগইন শেষে ‘হোম পেজে আপনি বিদ্যালয়সংশ্লিষ্ট সাত (৭)টি ব্যবস্থাপনা দেখতে পাবেন। উক্ত ব্যবস্থাপনাগুলো “ব্যবস্থাপনা” ট্যাবের ড্রপ-ডাউনেও দেখতে পাবেন। এই ব্যবস্থাপনাগুলো প্রতিষ্ঠান প্রধানের আইডি থেকে সম্পন্ন করতে হবে।

আরো পড়ুনঃ কিভাবে ৪৬ তম বিসিএস ক্যাডার চয়েস করবেন | সুবিধা ও অসুবিধা

কিভাবে ৪৬ তম বিসিএস ক্যাডার চয়েস করবেন সুবিধা ও অসুবিধা
কিভাবে ৪৬ তম বিসিএস ক্যাডার চয়েস করবেন সুবিধা ও অসুবিধা

ব্রাঞ্চ ব্যবস্থাপনা:

অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের ‘ব্রাঞ্চ’ সংশ্লিষ্ট তথ্য যুক্ত করুন এবং ব্রাঞ্চ প্রধানের নাম নির্বাচন করে ব্রাঞ্চ তৈরি করুন।

বিসিএস প্রস্তুতির জন্য এই পোস্ট পড়ুনঃ অনার্স থেকে বিসিএস প্রস্তুতি কিভাবে নেওয়া যায়?

অনার্স থেকে বিসিএস প্রস্তুতি কিভাবে নেওয়া যায়
অনার্স থেকে বিসিএস প্রস্তুতি কিভাবে নেওয়া যায়

শিফট ব্যবস্থাপনা:

মেনু থেকে ‘শিফট ব্যবস্থাপনা অপশনে ক্লিক করুন। ‘শিফট ব্যবস্থাপনা’ অংশে প্রতিষ্ঠানের শিফট সংক্রান্ত তথ্য দিন, সময় নির্ধারণ করুন এবং ব্রাঞ্চ নির্বাচন করুন।

দেখুনঃ দক্ষ টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | বোয়েসেল এর মাধ্যমে কুয়েতে

দক্ষ টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | বোয়েসেল এর মাধ্যমে কুয়েতে
দক্ষ টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | বোয়েসেল এর মাধ্যমে কুয়েতে

ভার্সন ব্যবস্থাপনা:

মেনু থেকে “ভার্সন ব্যবস্থাপনা অপশনে ক্লিক করে ব্রাঞ্চ অনুসারে বাংলা / ইংরেজি ভার্সন তৈরি করুন।

সেকশন যোগ করুন:

মেনু থেকে ‘সেকশন যোগ করুন’ অপশনে ক্লিক করুন। যথাযথ তথ্য প্রদান করে। সেকশন তৈরির কাজ সম্পন্ন করুন।

শিক্ষক ব্যবস্থাপনা:

আপনার প্রতিষ্ঠানের আওতাভুক্ত শিক্ষকদের তথ্য সিস্টেমে যুক্ত করুন। যদি শিক্ষকের ‘PDS ID’ থাকে সেক্ষেত্রে ডান পাশের তালিকা থেকে শিক্ষকদের তথ্য নির্বাচন করুন ও শিক্ষক যুক্ত করে হালনাগাদ করুন। যদি কোনো শিক্ষকের নাম পিডিএস তালিকায় না থাকে, তাহলে ‘শিক্ষক যুক্ত করুন’ অপশনে ক্লিক করুন। যেখানে ড্রপ-ডাউনে পিডিএস বিহীন শিক্ষক’ অথবা ‘খন্ডকালীন শিক্ষক’ অপশন থেকে প্রযোজ্য অপশনটি সিলেক্ট করুন। এভাবে সকল শিক্ষককে বিদ্যালয়ের সাথে যুক্ত করুন।

এই পোস্ট আপনার জন্যঃ পদ্মা সেতু রচনা পিডিএফ ডাউনলোড ২০২৩ | ২০০০+ শব্দ

শিক্ষার্থী ব্যবস্থাপনা:

এই অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য তালিকা থেকে নির্বাচন করে সেকশনভিত্তিক শিক্ষার্থীদের এককভাবে যোগ করুন। আপনি চাইলে নির্ধারিত ফরমেটে এক্সেল ফাইলে তথ্য আপলোড করার মাধ্যমে একাধিক শিক্ষার্থীর তথ্য একসাথে বিদ্যালয়ে যুক্ত করতে পারবেন।

বিষয় শিক্ষক নির্বাচন:

এরপর প্রতিটি বিষয়ের জন্য ‘বিষয় শিক্ষক’ নির্বাচন করুন। সবকিছু নির্বাচন করা হয়ে গেলে ‘তথ্য সংরক্ষণ করুন’ বাটনে চাপ দিন। আপনি চাইলে ‘এডিট’ অপশনে গিয়ে পুনরায় সেকশনের শিক্ষক সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে কোনো শিক্ষককে একের অধিক বিষয়ের জন্যও নির্বাচন বা সিলেক্ট করতে পারবেন।

নৈপুন্য অ্যাপ সম্পর্কিত আপডেট:

মূল্যায়ন এর জন্যে সকল বিষয় শিক্ষক মোবাইল অ্যাপ ব্যাবহার করে আগামীকাল থেকে ইনশাল্লাহ কাজ করতে পারবেন।
সকল শিক্ষক user id এবং পিন পাবেন লগইন করার জন্যে। আজ বা আগামীকাল পাবেন।

নৈপুণ্য অ্যাপ ডাউনলোড:

নৈপুণ্য মোবাইল অ্যাপ প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন।
লিংক: https://play.google.com/store/apps/details?id=bd.gov.noipunno
যারা ইতিমধ্যে আইডি ও পিন পেয়েছেন তারা লগইন করে নিজের ড্যাশবোর্ড দেখতে পারবেন।

উপসংহার:

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বর্তমান সরকারের সাফল্যের ধারাবাহিকতায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য গড়ে তোলা নৈপুণ্য অ্যাপ এর বিকল্প নেই। এই অ্যাপটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। ধন্যবাদ

Visited 6,604 times, 29 visit(s) today

InfoZoneBD Editor

এই ব্লগ সাইটের মাধ্যমে আপনি বিভিন্ন জানা ও অজানা সকল তথ্য জানতে পারবেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে, এই ওয়েবসাইটের প্রতিটি তথ্য আপনার দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করবে। এই সাইটের সমস্ত তথ্য বিশ্বস্ত সূত্রের মাধ্যমে সংগ্রহ করা হয়। তাই প্রতিদিন আমাদের বাংলার ব্লগস সাইটের প্রতিটি পোস্টে চোখ রাখুন।

Related Posts

8 Comments

  1. .১।পিন পরিবর্তন কিভাবে হবে।
    ২।যে সকল প্রতিষ্ঠানের ব্রাঞ্ছ নাই তারা কি এটা পূরণ করবে
    ৩।যে প্রতিষ্ঠনের শিফট নাই তাদের কি এটা পূরণ করতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page