নির্মান খাতে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া যাওয়ার নিয়ম ২০২৩

নির্মান খাতে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া যাওয়ার নিয়ম ২০২৩ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আপনারা সবাই জানেন বর্তমানে বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে রাশিয়া কর্মী নিয়োগ চলেছে আর অল্প কিছু দিন আগে বোয়েসেল তাদের নিজস্ব ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজে রাশিয়ায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞাপ্তি প্রকাশ করেছিল আগের বিজ্ঞপ্তি টি এখানে ক্লিক করে দেখতে পারেন। তার ধারাবাহিকতায় সাম্প্রতি আবারও রশিয়ার নির্মান খাতে কর্মী নিয়োগের সার্কুলার প্রকাশ করেছে বোয়েসেল।

নির্মান খাতে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া যাওয়ার নিয়ম ২০২৩
নির্মান খাতে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া যাওয়ার নিয়ম ২০২৩

আজ আমরা আলোচনা করব নির্মান খাতে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া যাওয়ার নিয়ম ২০২৩ সম্পর্কে। তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

বোয়েসেল সার্কুলার 2023 রাশিয়া

বোয়েসেল আবার নতুন করে আজ রশিয়ার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাশিয়ার নির্মান খাতে জরুরি ভিত্তিতে এই নিয়োগটি প্রকাশ করা হয়। তাই আপনারা যারা বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে রাশিয়া যেতে ইচ্ছুক তারা আজকের প্রকাশিত সার্কুলারে আবেদন করতে পারেন। নিচে আজ প্রকাশিত সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

আজকের কুয়েত দিনার রেট কত ২০২৩ কুয়েত ১ দিনারে কত টাকা
আজকের কুয়েত দিনার রেট কত ২০২৩ কুয়েত ১ দিনারে কত টাকা

আরো পড়ুনঃ আজকের কুয়েত দিনার রেট কত ২০২৩ | কুয়েত ১ দিনারে কত টাকা

নির্মান খাতে বোয়েসেল রাশিয়া নিয়োগ ২০২৩

আজ ১৭ অক্টোবর রোজ মঙ্গলবার বোয়েসেলে তাদের ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেইসবুক পেইজের মাধ্যমে রাশিয়ার নির্মান খাতে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে। নির্মান খাতে মোট ১১ টি পদে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া। যে সকল পদে নির্মান খাতে লোক নিবে রাশিয়া নিচে তা উল্লেখ করা হলো,

  • Mould Operator ২৬০ জন
  • Concrete Worker ৮০ জন
  • Finishers ১৬০ জন
  • Carpenter ১০০ জন
  • Crane Operator ৩৬ জন
  • Electrical Worker ৮০ জন
  • Steel Fixer ১১০ জন
  • Welder ৭০ জন
  • Electrician ৩৫ জন
  • Instrumentaion Control ১০ জন
  • General Worker ২০ জন

মূলত এই পদ গুলোতে নির্মান খাতে রাশিয়াতে লোক নিয়োগ করা হবে। তবে সকল পদের ডিউটি ৮ ঘন্টা করে এবং আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হইতে হবে।

নির্মান খাতে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া যাওয়ার নিয়ম ২০২৩

নির্মান খাতে রাশিয়াতে যেতে হলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। যে নিয়মগুলো হলো,

  • রাশিয়া যেতে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ইংরেজি অথবা রাশিয়ান ভাষায় দক্ষ হতে হবে।
  • চাকরির চুক্তি ১ বছর তবে নবায়নযোগ্য।
  • শিক্ষানবিশকাল ৩ মাস।
  • প্রয়োজনীয় আসবাবপত্র এবং যাতায়াতের ব্যবস্থা কোম্পানি কর্তৃক বহন করবে।
  • কাজের সময় কোম্পানি থেকে দুইবার খাবার দেওয়া হবে।
  • প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি দিবে।
  • চাকরিতে যোগদানের সময় বিমান ভাড়া ও বাড়িতে আসার বিমান ভাড়া কোম্পানি দিবে।

অনান্য শর্তাবালী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী হবে।

নির্মান খাতে রাশিয়াতে বেতন কত

নির্মান খাতে রাশিয়াতে বাংলাদেশ থেকে গেলে ভাল পরিমাণ টাকা বেতন দেওয়া হবে। বর্তমানে বাংলাদেশি টাকা অনুযায়ী প্রতি পদের বিপরীতে পদ ভেদে সর্বচ্চো ৬৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। তাই আপনারা যারা রাশিয়াতে যেতে চান তারা আবেদন করতে পারেন।

নির্মান খাতে রাশিয়া যেতে কত টাকা লাগে?

নির্মান খাতে ২০২৩ সালে রাশিয়াতে যেতে খুব বেশি টাকা খরচ করতে হবে না যেহুত বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে রাশিয়াতে যাওয়া যাবে তাই অনেক কম খরচে রাশিয়া যেতে পারবেন আপনার। নির্মান খাতে রাশিয়াতে যেতে সর্বচ্চো খরচ হবে ৭০ হাজার টাকা এবং সর্বনিম্ন খরচ ৫৬ হাজার টাকা।

নির্মান খাতে রাশিয়াতে আবেদন করার নিয়ম

আপনি যদি নির্মান খাতে রাশিয়াতে কর্মী হিসেবে নিয়োগ পেতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। নিচে আবেদন করার নিয়ম আলোচনা করা হলো,

  • প্রথমে এই লিংকে ক্লিক করুন
  • তারপর আপনার পছন্দকৃত পদ সিলেক্ট করুন।
  • এবার আপনার নাম, পিতার নাম, লিঙ্গ, জন্মতারিখ, ২ টি মোবাইল নাম্বার, জেলার নাম দিন।
  • তারপর আপনার পাসপোর্ট নাম্বার টি দিন।
  • এখন আপনার পাসপোর্ট ইস্যুর তারিখ দিন।
  • তারপর Upload CV, Certificates & Passport in one pdf ফাইল আপলোড দিন।
  • সর্বশেষে Upload Experience certificates in pdf আপলোড দিন।
  • তারপর সাবমিটে ক্লিক করে আপনার আবেদনটি জমা দিয়ে দিন।

মূলত এই নিয়মে নির্মান খাতে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া যাওয়া যায়।

শেষকথা

আপনারা যারা রাশিয়া যেতে চান তারা অল্প খরচে উপরের নিয়ম গুলো মেনে রাশিয়া যেতে পারবেন। আর বর্তমানে সময়টি রাশিয়া যাওয়ার ভাল একটি সুযোগ রয়েছে তাই যারা রাশিয়া যেতে ইচ্ছুক তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন সংক্রান্ত কোন হেল্প লাগলে কমেন্টে আমাদের জানাতে পারেন।

Visited 258 times, 1 visit(s) today

4 thoughts on “নির্মান খাতে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া যাওয়ার নিয়ম ২০২৩”

  1. I am a service Technician of the photocopier,Machine printer,faxEtc,electronic iteam.for Sharp,Toshiba,Estudio,Canon,Ricoh. Expriance 21Years.

    Reply
  2. I am a service Technician of the photocopier,Machine printer,faxEtc,electronic iteam.for Sharp,Toshiba,Estudio,Canon,Ricoh. Expriance 21Years.

    Reply
  3. ভাই আমার পাসপোর্ট বয়স ৩৯ বছর ১০মাস আমি যেতে পারবো

    Reply

Leave a Comment

You cannot copy content of this page