বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ ২০২৩, আবেদন করবেন যেভাবে

বোয়েসেলে এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। আজ ৯ অক্টোবর বোয়েসেল তাদের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজে জরুরি ভিত্তিতে রাশিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করে। রাশিয়া তাদের অভ্যান্তরীন কাজের জন্য বাংলাদেশ থেকে সরাসরি লোক নিয়োগ করবে। গত সাপ্তাহে এই নিয়ে বোয়েসেল এবং রশিয়ার শ্রম মন্ত্রণালয়ের মধ্যে আলাপ আলোচনা হয়। যার ফলশ্রুতিতে আজ ৯ অক্টোবর রাশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ ২০২৩
বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ ২০২৩

বাংলাদেশ থেকে অনকেটা সহজ শর্তে সল্প খরচে লোকবল নিচ্ছে রাশিয়া। কারণ সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে রাশিয়া যেতে সর্বচ্চো খরচ হবে ৭৫ হাজার টাকা। তাছাড়া বিভিন্ন ধরণের সুবিধা পাওয়া যাবে। এর আগে ২০২২ সালে রাশিয়া বোয়েসেলের মাধ্যমে লোকবল নিয়েছিল। আজ আমরা আলোচনা করব বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ ২০২৩, আবেদন করবেন যেভাবে সেই সম্পর্কে। এই সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে যেতে কত টাকা লাগবে?

বোয়েসেল তিন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে রাশিয়ায় লোক পাঠাবে সেক্ষেত্রে সর্বনিম্ন ৩৫০০০ টাকা, ৫৬০০০ টাকা এবং সর্বচ্চো ৭০০০০ টাকা খরচ হবে। এর বাহিরে বোয়েসেলের মাধ্যমে রাশিয়া যাওয়ার জন্য বাড়তি কোন খরচ বহন করতে হবে। সকল খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে যাওয়ার সুবিধা কি?

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে গেলে যে সকল সুবিধা আপনারা পাবেন নিচে তা উল্লেখ করা হলো,

  • সল্প খরচে রাশিয়ায় কাজের উদ্দ্যেশে যেতে পারবেন।
  • প্রয়োজনীয় আসবাপত্র এবং থাকার ব্যবস্থা কোম্পানি করবে।
  • কোম্পানিতে যাতায়াত করার জন্য পরিবহন ব্যবস্থা কোম্পানি করবে।
  • কোম্পানি কর্তৃক খাবার দেওয়া হবে।
  • চাকরিতে যোগদান এবং চাকরি শেষে বাড়ি ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
  • তাছাড়া রাশিয়ার শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে গেলে বেতন কত?

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে গেলে আপনাকে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। আবার অনেক কোম্পানিতে সাপ্তাহে ৫ দিন কাজ করা লাগে। বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে গেলে আপনাকে ক্যাটাগরি অনুযায়ী বেতন দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনার বেসিক সেলারি হবে সর্বনিম্ন ৩৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫৭ হাজার টাকা। তাছাড়া ওভারটাইমের মাধ্যমে অতিরিক্ত আয় করার সুযোগ আছে। তবে রাশিয়াতে কাজ করলে থাকা খাওয়া কোম্পানি কর্তৃক প্রদান করে যার ফলে আপনি যা বেতন পাবেন সব থাকবে।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে আবেদন করার যোগ্যতা কি?

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে যাওয়ার জন্য পদ অনুযায়ী বিভিন্ন ধরনের যোগ্যতা চাওয়া হয়ে থাকে,

  • কিছু পদের জন্য অনার্স বা ডিগ্রী পাশ চাওয়া হতে পারে।
  • আবার অনেক পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না।
  • মহিলা এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।
  • বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।

এই সকল যোগ্যতা থাকলে আপনি বোয়েসেলের মাধ্যমে রাশিয়াতে আবেদন করতে পারবেন।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে যাওয়ার শর্তাবলি

  • আবেদন কারীর বয়স ১৯-৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • প্রার্থীর ইংরেজি বলার দক্ষতা থাকতে হবে।
  • চাকরির চুক্তি ১ বছর তবে ১ বছর পর চাকুরি নবায়ন করা যায়।
  • শিক্ষানবিশকাল ৩ মাস।
  • কাজের সময় প্রতি সাপ্তাহে ৬ দিন। ৮ ঘন্টা বেসিক ডিউটি।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ ২০২৩

দ্বিতীয় ধাপে আবারও রাশিয়ার নিয়োগ দেওয়া হয়েছে ক্লিক করে দেখে নিন 

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে। যে সকল পদে রাশিয়তে লোক নিবে তা নিচে উল্লেখ করা হলো।

স্টোর কিপার ৬০ জন
মহিলা গৃহকর্মী ৫ জন
কাপর পরিষ্কারকারী মহিল ২ জন
সাধারণ কর্মী ৩ জন
পরিচ্ছন্নতা কর্মী মহিলা ২ জন
লোডার ১৮ জন
প্যাকেজ পরিমাপক ১২ জন
শকূর খামার অপারেটর ১০ জন
শষ্য প্রক্রীয়াকরণ অপারেটর ২২ জন
সল্পদক্ষ শ্রমিক উৎপাদন ১৫ জন
সল্পদক্ষ শ্রমিক চিনি শিল্প ১০ জন
লোডার রেল বিভাগ ৪ জন
লোডার প্যাকেজিং বিভাগ ১৬ জন
সাধারণ শ্রমিক ৫ জন

এই সকল পদে রাশিয়াতে বোয়েসেলের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ ২০২৩ ছবি

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর ছবি নিচে দেওয়া হলো।

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ ছবি
বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ ছবি

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে আবেদন করবেন যেভাবে

বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে যাওয়ার জন্য আবেদন করতে হবে Google docs এর মাধ্যমে নিয়ে বোয়েসেলের মাধ্যমে রাশিয়তে আবেদন করার নিয়ম আলোচনা করা হলো,

  • প্রথমে https://docs.google.com/forms/u/0/d/e/1FAIpQLScaI8uqIsAZrj0oZCbPIMuqCk6Z72-ZCLZ6-UBQNz6o7s_0OA/viewform?usp=send_form&pli=1 এই লিংকে প্রবেশ করুন।
  • তারপর যে পদে আবেদন করবেন তা সিলেক্ট করুন এবং স্ক্রল ডাউন করে নিচে আসুন।
  • এখন আপনার নাম, পিতার নাম, জন্মতারিখ প্রদান করুন।
  • তারপর আপনার ফোন নাম্বার দিন।
  • এবার আপনারা জেলার নাম লিখুন।
  • তারপর আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
  • এখন আপনাকে নিচের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে।
  • Upload CV, Certificates, & Passport
  • তারপর আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে তা আপলোড করতে হবে Upload Experience certificates in pdf।
  • সবশেষে সাবমিটে ক্লিক করুন।

এই নিয়মে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে যাওয়ার জন্য আবেদন করতে হয়। সবকিছু ঠিকঠাক থাকলে বোয়েসেল আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে।

Visited 479 times, 1 visit(s) today

4 thoughts on “বোয়েসেল এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ ২০২৩, আবেদন করবেন যেভাবে”

  1. আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে আমি বিদেশে যাইতাম চাইতেছি আমি একজন ওয়ালডার এবং ড্রাইভার বুঝছেন

    Reply
  2. আমি যেতে আগ্রহী কিন্তু আমার কোন পাসপোর্ট নেই তাহলে আমি কি আবেদন করতে পারবে?

    Reply

Leave a Comment

You cannot copy content of this page