লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায়

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় জানতে অনেক প্রবাসী এবং বিদেশে যেতে ইচ্ছুক ভাইয়েরা অতি আগ্রহী। কারণ বর্তমানে কোরিয়া শ্রমবাজার ইউরোপের শ্রমবাজার থেকেও অনেক উত্তম বলা চলে। এর পিছনে রয়েছে উচ্চ বেতন, সামাজিক নিরাপত্তা, শক্তিশালী শ্রমচুক্তি, কোরিয়ানদের বাংলাদেশ প্রিতী ইত্যাদি। যার ফলে বাংলাদেশে দক্ষিণ কোরিয়া শ্রমবাজার হিসেবে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে।

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায়
লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায়

একটা সময় ছিল যখন লটারি ছাড়া কোরিয়া যাওয়ার কোন উপায় ছিল না। তবে বর্তমানে সময় পাল্টিয়েছে এখন লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় আছে। আজ আমরা আলোচনা করব কিভাবে লটারি ছাড়া কোরিয়া যেতে পারবেন এই সম্পর্কে। তাই লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় আছে কি

উত্তর হলো হ্যা লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় রয়েছে। কারণ বর্তমান সময়ে শুধুমাত্র লটারির উপর দক্ষিণ কোরিয়া শ্রমবাজার নির্ভর করে না লাটারি ছাড়াও দক্ষিণ কোরিয়া যাওয়া যায়। এই সম্পর্কে বাংলাদেশে সরকারি এজেন্সি বা এজেন্ট হিসেবে কাজ করে বোয়েসেলে। তাই আপনি যদি দক্ষিণ কোরিয়া লটারি ধরে লটারি না পান তবু্ও কোরিয়া কাজের জন্য যেতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় কি নিরাপদ

আমাদের কাছে আপনার অনেকেই জানতে চান ভাই আমি চাচ্ছি লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যেতে এটি কি আসলে নিরাপদ? উত্তর হলো হ্যা লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়া ১০০% নিরাপদ। তাই আপনি নিসন্দেহে লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যেতে পারবেন। সেই সাথে দক্ষিণ কোরিয়ার শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

লটারি ছাড়া কোরিয়া যেতে কি কি যোগ্যতা লাগে

লটারি ছাড়া কোরিয়া যেতে হলে আপনার যে সকল যোগ্যতা লাগবে তা নিচে উল্লেখ করা হলো,

  • আপনাকে সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে।
  • কালার ব্লাইন্ড হওয়া চলবে না অর্থাৎ, রং বুঝার সক্ষমতা থাকতে হবে।
  • আপনাকে মেডিকেল ফিট হতে হবে।
  • আপনাকে দক্ষিণ কোরিয়ার ভাষা জানতে হবে।
  • আপনাকে বৈধ বাংলাদেশি পাসপোর্টধারী হতে হবে।
  • আপনার নামে কোন ফৌজদারি মামলা থাকা চলবে না।

এই সমস্ত যোগ্যতা থাকলে আপনি লটারি ছাড়া কোরিয়া যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায়

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার দুইটি উপায় রয়েছে। সরকারিভাবে লটারি ছাড় দক্ষিণ কোরিয়া যাওয়া অথবা বেসরকারিভাবে লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়া। বেসরকারিভাবে অধিক খরচ হওয়ায় আজ আমরা আলোচনা করব সরকারিভাবে লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় সম্পর্কে।

সরকারিভাবে লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় হলো বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ভাষা পারদর্শী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করা এবং সফলতার সাথে পরীক্ষায় পাশ করে দক্ষিণ কোরিয়া গমন করা। এই প্রক্রিয়াটি নির্দিষ্ট কিছু নিয়ম অনুযায়ী সম্পন্ন হয় সেই নিয়মগুলো নিচে স্পেট বাই স্টেপ তুলে ধরা হলো,

  • প্রথমে বোয়েসেলে কর্তৃক কোরিয়া ভাষা পারদর্শী সার্কুলার প্রকাশ করা হলে এই সার্কুলারে আবেদন করা।
  • তারপর ভাষা পারদর্শী সার্কুলারের আবেদন ফি প্রদান করা আবেদন ফি ৩২৫০/- টাকা।
  • তারপর প্রবেশ পত্র প্রিন্ট করা রাখা।
  • এবার নির্দিষ্ট সময়ে ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণ করা।
  • তারপর যদি পরীক্ষায় রেজাল্ট আসে তাহলে স্কিল টেস্টের প্রস্তুতি নেওয়া।
  • তারপর নির্দিষ্ট সময়ে স্কিল টেস্টে অংশগ্রহণ করা।
  • স্কিল টেস্টের রেজাল্টে নাম আসলে পরবর্তীতে বোয়েসেলে তাদের কার্যক্রম শুরু করবে।
  • তারপর মেডিকেলট ফিট সার্টিফিকেট সংগ্রহ করা এবং জব অ্যাপলিকিশন জমা দেওয়া।
  • তারপরে রোস্টারে আপনার নাম আসলে অপেক্ষা করতে হবে ভিসা ইস্যু করার করার জন্য।
  • তারপর ভিসা ইস্যু হয়ে গেলে প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকা পয়সা বোয়েসেলে জমা দিতে হবে।
  • এবার বোয়েসেলে কর্তৃক ট্রেনিং গ্রহণ করতে হবে।
  • এই ধাপে সবশেষে দক্ষিণ কোরিয়া পাঠানোর জন্য বোয়েসেলে তাদের প্রদক্ষেপ গ্রহণ করবে।

মূলত এই নিয়ম অনুসরণ করে লটারি ছাড়া কোরিয়া যাওয়া যায়।

কোরিয়ান ভাষা পারদর্শী সার্কুলার কখন দেয়

কোরিয়ান ভাষা পারদর্শী সার্কুলার প্রতি বছর ১ বার দিয়ে থাকে আবার প্রয়োজনভেদে কোন কোন বছর কোরিয়ান ভাষা পারদর্শী সার্কুলার দুই দিয়ে থাকে। তবে প্রতি বছরের শুরুতে কোরিয়ান ভাষা পারদর্শী সার্কুলার বোয়েসেল এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া এইচআরডি প্রকাশ করে। তাই কোরিয়ার সার্কুলার সম্পর্কে সঠিক নিউজ জানতে বোয়েসেল এর ফেইসবুক পেইজ ফলো করতে পারেন।

Visited 268 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page