[আপডেটেড] প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন 2023 যা ১০০% কমন পাবেন

প্রিয় চাকুরীপ্রার্থী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা? আগামী ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা। ইহা ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঘোষণা। এ পরীক্ষায় বাংলাদেশের হাজারো বেকার অংশগ্রহণ করবে। অনেকেই প্রাথমিকে প্রথম আবেদন করার জন্য কি কি বিষয় পড়তে হবে তা সম্পর্কে জানেন না। আবার অন্যদিকে যারা বিভিন্ন চাকরির পরীক্ষাতে অনেক বই পড়া সত্ত্বেও কমন পান না তাদের জন্য মূলত আপডেটেড এবং হাই ভোল্টেজ প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩ যেখান থেকে আপনি ১০০% কমন পাবেন।
[আপডেটেড] প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন যা ১০০% কমন পাবেন
[আপডেটেড] প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন যা ১০০% কমন পাবেন

প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন

অনেকেই অনেক ধরণের প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন পেয়ে থাকেন কিন্তু সেগুলো আপডেটেড না হওয়ায় সেখান থেকে কম পান না। তাই বেশিরভাগ পরীক্ষার্থী ফেইল করেন বা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না। ফলস্বরূপ তার চাকরিটা হাতছাড়া হয়ে যায়। সেসব পরীক্ষার্থীদের উদ্দেশ্যেই এখানে ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) এবং সাধারণ বিজ্ঞানের উপর ১০০% কমনপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩। 
(নভেম্বর মাসে অনুষ্ঠিত সম্মিলিত) ব্যাখ্যাসহ আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩
(নভেম্বর মাসে অনুষ্ঠিত সম্মিলিত) ব্যাখ্যাসহ আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া:

আপনারা সকলেই জেনে থাকবেন যে, প্রাথমিক পর্যায়ে অনলাইনে আবেদনের পর নির্ভুল আবেদনকারীদের বাছাইয়ের মাধ্যমে মোবাইলে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ক্ষুদে বার্তা প্রেরণ করা হয়। এরপর নির্ধারিত তারিখে প্রাইমারী সহকারী শিক্ষকের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। MCQ Type- ৮০ মার্কের এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে ৮০ টি MCQ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন ১ মার্ক ।
এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, যোগ্যতা ও পদ্ধতি
এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, যোগ্যতা ও পদ্ধতি
আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
ভাইভা থাকবে ২০ মার্কের। প্রথমে বাছাই পরীক্ষায় এমসিকিউ টাইপ এক্সাম হয় এরপর লিখিত পরীক্ষার জন্য যারা নির্বাচিত হোন তাদের নিয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের উপজেলাভিত্তিক মেধাতালিকা করে নিয়োগ প্রদান করা হয়।
বিসিএস পরীক্ষা পদ্ধতি সম্পর্কে গোপনীয় ট্রিক্স জানুন
বিসিএস পরীক্ষা পদ্ধতি সম্পর্কে গোপনীয় ট্রিক্স জানুন

ইংরেজি বিষয়ে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন:

এ পর্যায়ে ইংরেজিতে যেসব অধ্যায় না শেয়ার করলেই নয় সেসব অধ্যায় আমি এখানে শেয়ার করব। তাই আপনি যদি ইংরেজি বিষয়ে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন এর জন্য এই সাইটে এসে থাকেন তাহলে ভুল করেন নি। কারণ আমি আপনাদের জন্য সবচেয়ে বেশি কমনপ্রাপ্ত অধ্যায়গুলো নিয়ে এখানে আলোচনা করব।
বিসিএস পরীক্ষার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত হিডেন তথ্য জানুন
বিসিএস পরীক্ষার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত হিডেন তথ্য জানুন
সাধারণত ইংরেজি বিষয়ে অনেকেই দুর্বল হয়ে থাকেন। মানসম্মত সাজেশনের অভাবে তারা পরীক্ষায় ভাল করতে পারেন না। তাদের কথাই মাথায় রেখে এখানে ধারাবাহিকভাবে ইংরেজি বিষয়ের উপর সাজেশন সরবরাহ করা হচ্ছে। নিচে ইংরেজি বিষয়ে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩ দেখে নিন। ইংরেজিতে ২০ নম্বরে ভালো করতে হলে এই টপিকগুলো অবশ্যই দেখবেন।
  • 1. Parts of Speech: Parts of Speech থেকে সাধারণত কোন শব্দ কোন Parts of speech এসে থাকে। বিশেষ করে Noun, verb, Adjective, Pronoun, Conjunction থেকে বেশি আসে। 
  • 2. Synonym and Antonym: এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। 
  • 3. Correct Spelling: বানান শুদ্ধকরণ থেকে প্রতি পরীক্ষায় প্রশ্ন দেখা যায়।।
  • 4. Idioms & Phrases
  • 5. Correction in 4 options
  • 6. Preposition & Appropriate Preposition
  • 7. Subject-Verb Agreement
  • 8. Right form of Verbs
  • 9. Tense
  • 10. Voice Change
  • 11. Narration
  • 12. One Word Substitution
  • 13. Article
  • 14. Number & Gender
  • 15. Conditional Sentence
  • 16. Degree
  • 17. Translation & Proverbs
  • 18. Gender
শুধু ইংরেজি গ্রামার থেকেই যে প্রশ্ন আসবে তা বলা যাবেনা। নিচের থেকে দেখে নিন কোন কোন লেখকের ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসে।
William Shakespeare, G.B. Shaw, Charles Dickens, John Milton এর বিস্তারিত পড়লে ১০০% কমন পাওয়া যায় এবং এসাথে অন্যান্য সাহিত্যিকের গ্রন্থ ও উপাধি পড়া যেতে পারে।

বাংলা বিষয়ে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন:

প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পেতে হলে সর্বপ্রথম আপনাদের বাংলা বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। তাই বাংলায় ভালো করতে হলে ব্যাকরণ বেশি পড়তে হবে কারণ সাহিত্য থেকে ৩-৪ টার বেশি প্রশ্ন আসে না। ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সাহিত্য থেকে কম প্রশ্ন আসলেও তাকে হেলা করা যাবেনা। অনেকেই সাহিত্যকে পাত্তা না দেওয়ার কারণে প্রিলিমিনারি পরীক্ষায় মার্ক্স কম পেয়ে থাকেন। বাংলা ব্যাকরণ এবং সাহিত্য থেকে কোন কোন অধ্যায় পড়বেন, তাই এখানে বাংলা বিষয়ে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন সাজানো হয়েছে। নিম্নের অধ্যায়গুলি অধ্যয়ন করলে বাংলা বিষয়ে সম্পূর্ণ মার্ক্স পেতে পারেন। 
  • ১. সন্ধি
  • ২. বানান
  • ৩. সমার্থক ও বিপরীত শব্দ
  • ৪. শব্দের প্রকারভেদ
  • ৫. ধ্বনি, বর্ণ ও অক্ষর
  • ৬. পরিভাষা
  • ৭. উপসর্গ
  • ৮. কারক ও বিভক্তি
  • ৯. প্রত্যয় ও সমাস
  • ১০. বাক্য সংকোচন ও বাগধারা
  • ১১. পদ প্রকরণ, বিরাম চিহ্ন
তাছাড়া প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩ এর জন্য বাংলা সাহিত্য থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিগত বিসিএস, নন ক্যাডার ও প্রাইমারির প্রশ্ন থেকে। তবে ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত বাংলা বইয়ের লেখক পরিচিত থেকেও অনেক প্রশ্ন আসা দেখা যায়। চর্যাপদ থেকে একটা প্রশ্ন আসেই।
এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন গ্রন্থ থেকে প্রশ্ন আসে। মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটা গল্প, উপন্যাস ও নাটক থেকে ভালভাবে প্রস্তুতি নিলে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফলতা লাভ করবেন আবার সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি থেকে প্রাইমারী সহ অনেক চাকরির পরীক্ষায় প্রশ্ন আসা দেখা যায়।

গণিত থেকে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩:

গণিত থেকে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩ এর জন্য আপনাকে নিচের অধ্যায়গুলো পড়তে হবে। এখানে আমি আপনাদের জন্য পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেছি।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, পাটিগণিত থেকে ১০-১২ টা প্রশ্ন আসবে। বীজগণিত থেকে ৩-৪ টা প্রশ্ন আসবে এবং জ্যামিতি থেকে ৩-৪ টা প্রশ্ন আসবে।

পাটিগণিত:

পাড়িগণিতের যে যে অধ্যায় থেকে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩ বেশি বেশি প্রশ্ন আসে তা দেখে নিন।
  • ০১. সংখ্যা
  • ০২. শতকরা
  • ০৩. সুদকষা
  • ০৪. লাভ-ক্ষতি
  • ০৫. অনুপাত
  • ০৬. গড়
  • ০৭. ভগ্নাংশ
  • ০৮. বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়
  • ০৯. ল.সা.গু ও গ.সা.গু
  • ১০. বয়স
  • ১১. সময় ও দূরত্ব
  • ১২. কাজ ও সময়
  • ১৩. লোক ও খাদ্য
  • ১৪. পাশ/ফেল
  • ১৫. মিশ্রণ
  • ১৬. বিভিন্ন প্রকার দশমিকের গুণ ও ভাগ
  • ১৭. ঐকিক নিয়ম
  • ১৮. নৌকা ও স্রোতের বেগ
  • ১৯. নল ও চৌবাচ্চা
  • ২০. চক্রবৃদ্ধি
  • ২১. ট্রেন সম্পর্কিত গণিত

বীজগণিত:

গণিতের সবচেয়ে বেশি প্রশ্ন আসে বীজগণিত থেকে। নিচ থেকে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩ এর অধ্যায়গুলি দেখে নিন।
  • ১. বীজগণিতের মান নির্ণয়
  • ২. বীজগণিতের সমীকরণ
  • ৩. বীজগণিতের যোগ/ বিয়োগ/ গুণ/ভাগ
  • ৪. ধারা
  • ৫. উৎপাদক
  • ৬. লগারিদম
  • ৭. বীজগণিতের ল.সা.গু ও গ.সা.গু

জ্যামিতি:

জ্যামিতি থেকে নিচে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন দেওয়া হলো।
  • ১.বিভিন্ন প্রকার কোণ
  • ২. বিভিন্ন প্রকার ত্রিভুজ
  • ৩. আয়তক্ষেত্র ও সামন্তরিক
  • ৪.বর্গক্ষেত্র ও রম্বস
  • ৫. বৃত্ত

সাধারণ জ্ঞান বিষয়ে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন:

প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩ এ সাধারণ জ্ঞানের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলি নামে দুটি পার্ট থেকে প্রশ্ন আসে। বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলি থেকে ১৩-১৪ মার্ক এবং  আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ২-৩ মার্কের প্রশ্ন আসে। এর পাশাপাশি সাম্প্রতিক বিষয়াবলি থেকে ১-২ মার্কের প্রশ্ন আসে। নিচে দেখে নিন বাংলাদেশ বিষয়াবলির গুরুত্বপূর্ণ অধ্যায়।

বাংলাদেশ বিষয়াবলি:

  • ১. প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার জনপদ
  • ২.ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট ও ছয়দফা, মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার, ১৯৭০ সালের নির্বাচন
  • ৩. মুক্তিযুদ্ধের বিভিন্ন গ্রন্থ ও চলচ্চিত্র, মুক্তিযুদ্ধে বিদেশি পক্ষ-বিপক্ষশক্তি
  • ৪. মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব
  • ৫. বীরশ্রেষ্ঠ
  • ৬. বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও ভূ-প্রকৃতি
  • ৭. নদ-নদী ও নদ-নদীর উৎপত্তিস্থল
  • ৮. ঐতিহাসিক স্থান ও স্থাপনা
  • ৯. বাংলাদেশের প্রথম, জাতীয় বিষয়াবলি
  • ১০. বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি
  • ১১. বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
  • ১২. সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ও সংশােধনী
  • ১৩. উপমহাদেশে ব্রিটিশ শাসনামল, বঙ্গভঙ্গ
  • ১৪.ভারতবর্ষে মুসলিম শাসন, বাংলায় সুলতানি শাসনামল
  • ১৫. স্বাধীন বাংলা বেতারকেন্দ্র

১৬-৩০ টি অধ্যায় এখানেঃ

  • ১৬. আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
  • ১৭. বাংলাদেশের জাতীয় পতাকা, প্রতীক ও সংগীত
  • ১৮. উপজাতিও ক্ষুদ্র নৃ-গােষ্ঠী
  • ১৯. বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও অর্থনীতি
  • ২০. খেলাধুলা
  • ২১. বাংলাদেশের জাতীয় সংসদ
  • ২২. বাংলাদেশে সাংবিধানিক সংস্থা ও পদ
  • ২৩. মাৎস্যন্যায়, বাংলায় প্রথম রাজধানী স্থাপন
  • ২৪. বাংলাদেশের স্বীকৃতি
  • ২৫. বাংলাদেশের কৃষি, বনজ ও খনিজ সম্পদ
  • ২৬. বাংলাদেশের দ্বীপ, হাওর ও ঝর্ণা
  • ২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার বিভিন্ন পুরস্কার
  • ২৮. আবহাওয়া ও জলবায়ু, গুরুত্বপূর্ণ জাতীয় দিবস
  • ২৯. বাংলাদেশের শিক্ষা-ব্যবস্থা
  • ৩০. গুরুত্বপর্ণ সাম্প্রতিক

আন্তর্জাতিক বিষয়াবলিঃ

আন্তর্জাতিক বিষয়াবলি থেকে নিম্নের অধ্যায়গুলি অনেক গুরুত্বপূর্ণ।
  • ১. বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ আলোচনা
  • ২. জাতিসংঘ, ইউনেস্কো ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন
  • ৩. বিশ্বের ভৌগোলিক উপনাম, প্রণালী, বিশ্বের বিখ্যাত সীমারেখা
  • ৪. বিশ্বের বিখ্যাত স্থান, শহর ও দ্বীপ
  • ৫. বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও সদরদপ্তর
  • ৬ . SDG 3 SDG
  • ৭ . বিশ্বের প্রাচীন সভ্যতা
  • ৮ . বিশ্বের গুরুত্বপূর্ণ বিশেষ অঞ্চল।
  • ৯. বিশ্বের গুরুত্বপূর্ণ দিবসসমূহ
  • 0. বিশ্বের বিখ্যাত চিত্রকর্ম
  • ১১. বিশ্বের গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ
  • ১২ . বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা
  • ১৩ . বিশ্বের বিভিন্ন দেশের আইনসভাসমূহ
  • ১৪ . বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানী
  • ১৫ . বিশ্বের স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহ
  • ১৬. বিশ্বের দ্বীপ রাষ্ট্রসমূহ
  • ১৭ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠাতা
  • ১৮. বিশ্ব জলবায়ু ও পরিবেশ
  • ১৯. বিশ্বের বিখ্যাত গ্রন্থের নাম ও লেখকের নাম
  • ২০. নোবেল প্রাইজ, খেলাধুলা, ও গুরুত্বপর্ণ সাম্প্রতিক

সাধারণ বিজ্ঞান থেকে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন

সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যায় থেকেও প্রশ্ন আসে। এর পাশাপাশি কম্পিউটার থেকেও প্রশ্ন আসেবে। তাই আপনাদের জন্য এখানে সাধারণ বিজ্ঞান থেকে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩ পেশ করা হলো।
  • ০১. পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন
  • ২.মৌলিক পদার্থ
  • ৩. ধাতু ও অধাতু
  • ৪. চৌম্বক পদার্থ
  • ৫. তরঙ্গ ও শব্দ।
  • ৬. বিভিন্ন প্রকার গ্যাস ও জ্বালানি
  • ৭. নবায়নযোগ্য জ্বালানি
  • ৮. বায়ুমণ্ডল
  • ৯. গ্রিন হাউজ গ্যাস ও ইফেক্ট
  • ১০. জেনেটিক্স
  • ১১. মানবদেহ ও রক্ত
  • ১২. খাদ্য ও ভিটামিন
  • ১৩. বিভিন্ন ভিটামিন ও তাদের অভাবে রোগ
  • ১৪. পরমাণু ও পরমাণুর গঠন
  • ১৫. বিভিন্ন প্রকার কালচার (চাষ)
  • ১৬. বিভিন্ন প্রকার পরিমাপক যন্ত্র
  • ১৭. বিভিন্ন প্রকার শক্তি রূপান্তক যন্ত্র
  • ১৮. রূপান্তরিত পাতা/মূল/কাণ্ড
  • ১৯. বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একক
  • ২০. বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • ২১. আলো
  • ২২. উদ্ভিদ ও সালােকসংশ্লেষণ

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি:

  • ০১. কম্পিউটারের গুরুত্বপূর্ণ যা কিছু প্রথম
  • ০২. মেমরি, মডেম, কম্পিউটারের বৈশিষ্ট্য
  • ০৩. সিস্টেম ইউনিট, ইনপুট-আউটপুট ডিভাইস
  • ০৪. ইন্টারনেট, কম্পিউটার সফটওয়্যার
  • ০৫. বাংলা লেখার সফটওয়্যার, ই-মেইল
  • ০৬. অপটিক্যাল ফাইবার
  • ০৭. সামাজিক যোগাযোগ সাইট

এক নজরে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ সাজেশন:

এখানে আপনি এক নজরে সকল বিষয়ের প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ সাজেশন পাবেন

  • ২৫ -৪৫তম বিসিএস পর্যন্ত বার বার রিভিশন দিন ব্যাখ্যা সহ।
  • বিগত বছরের প্রাইমারি প্রশ্ন (২০১৮-২২) রিভিশন দিন।
  • বেসরকারি শিক্ষক নিবন্ধনের ১৪,১৫,১৬,১৭ তম বার বার রিভিশন দেন।
  • ২০২৩ সালে চাকরিতে আসা বিগত প্রশ্ন জব সলিউশন থেকে পড়ে ফেলুন।
  • মুক্তিযুদ্ধ সংক্রান্ত এ টু জেড পড়ুন।২-৩ মার্ক থাকেই।
  • বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক (রবীন্দ্রনাথ, নজরুল,মীর মোশাররফ হোসেন, বঙ্কিম, মধুসূদন,সৈয়দ শামসুল হক,ওয়ালীউল্লাহ,বেগম রোকেয়া,পঙক্তি, গুরুত্বপূর্ণ জন্মসাল) পড়ুন
  • ইংরেজি substitution, vocabulary বিগত বছরের ভালো করে পড়ুন।
  •  বাংলা ব্যাকরণ এ বানান, শুদ্ধিকরণ, বিভিন্ন প্রকার বিদেশী শব্দ, সন্ধি, কারক, সমাস, প্রত্যয়, শব্দ, ধ্বনি, অনুসর্গ, অনুবাদ ভালো করে দেখবেন।
  • আন্তর্জাতিক সংস্থা, গুরুত্বপূর্ণ ঘটনা দেখবেন।
  • সাম্প্রতিকের জন্য বেশি প্যারা নাই,পরিক্ষার আগে ২-৩ দিন পড়বেন গুরুত্বপূর্ণ গুলা।

এগুলো পড়া পড়া শেষ করে বেশি বেশি মডেল টেস্ট দিন।
ইনশাআল্লাহ ভালো করবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধনের জন্য সবচেয়ে কার্যকরী সাজেশন কোনটি?

উত্তর : ব্যাখ্যাসহ যেকোন কোম্পানির জব সলিউশন শেষ করা এবং বারবার রিভিশন দেওয়া।এখন প্রশ্ন হলো জব সলিউশন তো বিশাল বই। কিভাবে শেষ করবেন? প্রথমে বিসিএসের বিগত বছরের পড়বেন। তারপর শিক্ষক নিবন্ধনের প্রশ্ন পড়বেন। প্রাইমারির সাম্প্রতিক বছরের প্রশ্ন দেখবেন।২০২০ – ২০২৩ সালের গুলো দেখবেন।

এগুলো পড়া শেষ হলে প্রতিটি বিষয়ের নিবন্ধন সিলেবাস ভিত্তিক প্রতিটি অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ অংশ ও বিগত বছরের প্রশ্ন রিভিশন দিবেন।

শেষকথা:

উপরের আলোচনা অন্তে বলা যায় যে, আপনাদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান থেকে প্রাইমারী শিক্ষক নিয়োগ সাজেশন তুলে ধরেছি। উপরিউক্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Visited 160 times, 1 visit(s) today

InfoZoneBD Editor

এই ব্লগ সাইটের মাধ্যমে আপনি বিভিন্ন জানা ও অজানা সকল তথ্য জানতে পারবেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে, এই ওয়েবসাইটের প্রতিটি তথ্য আপনার দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করবে। এই সাইটের সমস্ত তথ্য বিশ্বস্ত সূত্রের মাধ্যমে সংগ্রহ করা হয়। তাই প্রতিদিন আমাদের বাংলার ব্লগস সাইটের প্রতিটি পোস্টে চোখ রাখুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page