(নভেম্বর মাসে অনুষ্ঠিত সম্মিলিত) ব্যাখ্যাসহ আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩

সুপ্রিয় চাকরিপ্রার্থী, সবাই কেমন আছেন? আজকে ১০ নভেম্বর ২০২৩ তারিখ অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্যাংকের সম্মিলিত সিনিয়র অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষা। তাই আপনাদের জন্য এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তির উপর আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো

(নভেম্বর মাসে অনুষ্ঠিত সম্মিলিত) ব্যাখ্যাসহ আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩
(নভেম্বর মাসে অনুষ্ঠিত সম্মিলিত) ব্যাখ্যাসহ আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩

আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩

আপনি যদি আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ পেতে চান তাহলে নিম্নে দেওয়া প্রশ্নের সমাধান দেওয়া হলো তা চেক করে পড়তে হবে।

আরো পড়ুন: পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান ১০০% নির্ভুল

আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ বাংলা

এখানে আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ এর বাংলা বিষয়ে বিস্তারিত সমাধান দেওয়া হলো।

১. ব্যাকরণের আলোচ্য বিষয়-
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
ঘ. সবগুলোই

সঠিক উত্তর: ঘ. সবগুলোই

২. ‘চির’ ও ‘চীর’ শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

ক. চূর্ণ ও নেশাগ্রস্ত
গ. দীর্ঘ ও ছিন্নবস্ত্র
খ. চুরি ও স্বাভাবিক
ঘ. ছিন্নবস্ত্র ও দীর্ঘ

সঠিক উত্তর: গ

৩. কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?

ক. পাল ও কুণ্ড
খ. যূদ্ধ ও মালা
গ. নিকর ও রাজি
ঘ. পাল ও যূথ

সঠিক উত্তর: ঘ

এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন: এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, যোগ্যতা ও পদ্ধতি

৪. নিচের কোনটি দেশি শব্দ?

ক. চন্দ্ৰ
খ. ডাব
গ. হরতাল
ঘ. চিনি

সঠিক উত্তর: খ

৫. লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন। বাক্যটির প্রত্যক্ষ উক্তি হলো-
ক. লোকটি আমাকে বললেন, “আগে আসুন সামনে বসুন।”
খ. লোকটি আমাকে বললেন, “আপনি সামনের আসনে
বসুন। ”
গ. লোকটি আমাকে বললেন, “অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।”
ঘ. লোকটি আমাকে বললেন, “অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন।”

সঠিক উত্তর: গ

৬. সারারাত বৃষ্টি হয়েছে। এখানে ‘সারারাত’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য
খ. কর্তায় শূন্য
গ. অধিকরণে শূন্য
ঘ. অপাদানে শূন্য

সঠিক উত্তর: গ

৭. ধৃষ্ট’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. নম্র
খ. মৌন
গ. সদয়
ঘ. সজীব

সঠিক উত্তর: ক

৮. বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কোন দোষ ঘটে?

ক. গুরুচণ্ডালী দোষ
খ. দুর্বোধ্যতা
গ. উপমার ভুল প্রয়োগ
ঘ. বাহুল্য দোষ

সঠিক উত্তর: ঘ

৯. কোনটি শুদ্ধ বানান?

ক. অনাবাদী
খ. অব্যার্থ
গ. অপদস্ত
ঘ. অভাগিনি

সঠিক উত্তর: ক

১০. “কি হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া’। এখানে ‘হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?

ক. নিমিত্ত
খ. প্রার্থনা
গ. ব্যাপার
ঘ. প্রসঙ্গ

সঠিক উত্তর: ক

১১. ‘মহাজ্ঞান’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মহান যে জ্ঞান
খ. মহা যে জ্ঞান
গ. মহৎ যে জা
ঘ. মহতী যে জ্ঞান

সঠিক উত্তর: গ

১২. ‘সপ্তাহ’ কোন ধরনের শব্দ?
ক. অন্তবাচক
খ. তারিখবাচক
গ. পরিমাণবাচক
ঘ. পূরণবাচক

সঠিক উত্তর: গ

১৩. “ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কী?

ক. পার্থক্য
খ. পক্ষপাতিত্ব
গ. ভালো-মন্দ
ঘ. গুরুত্বহীন

সঠিক উত্তর: ক

১৪. কোন বাগধারাটি ভিন্নার্থক?

ক. দুধের মাছি
খ. সুখের পায়রা
গ. শরতের শিশির
ঘ. লক্ষ্মীর বরযাত্রী

সঠিক উত্তর: গ

১৫. ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক. ফনী
খ. শৈল
গ. ভুজ
ঘ. সবিতা

সঠিক উত্তর: ঘ

১৬. ‘পথের শেষ কোথায়’ গ্রন্থটি কার লেখা?

ক. বুদ্ধদেব বসু
খ. আবদুল্লাহ আবু সায়ীদ
গ. আবু সায়ীদ আইয়ুব
ঘ. প্রমথ চৌধুরী

সঠিক উত্তর: গ

১৭. বিপরীত শব্দ গঠনে কোন উপসর্গগুলো ব্যবহৃত হয়?
ক. উপ, বর
খ. অপ, অনা
গ. নিম, ভর
ঘ. দর, উৎ

সঠিক উত্তর: খ

১৮. ‘অনু’ এবং ‘অণু’ এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?

ক. বানানে
খ. উচ্চারণে
গ. অর্থে
ঘ. বানানে ও অর্থে

সঠিক উত্তর: ঘ

১৯. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয়-
ক. বিবর্তিত ভাষা
খ. উপভাষা
গ. ভাষা লিপি
ঘ. শাখাভাষা

সঠিক উত্তর: খ

২০.’রতন’ রবীন্দ্রনাথের কোন গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র?

ক. অতিথি
খ. রবিবার
গ. ছুটি
ঘ. পোস্টমাস্টার

সঠিক উত্তর: ঘ

২১. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?

ক. আত্মচরিত
খ. আত্মকথা
গ. আত্মজিজ্ঞাসা
ঘ. আমার কথা

সঠিক উত্তর: ক

২২. ‘অয়ন’ শব্দের অর্থ কী?

ক. সাপ
গ. পথ
খ. চাঁদ
ঘ. তরঙ্গ

সঠিক উত্তর: গ

২৩. ‘সদ্যোজাত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সৎ+জাত
গ. সদ্যঃ+জাত
খ. সদ্যো+জাত
ঘ. সদ্য+জাত

সঠিক উত্তর: গ

২৪.কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?

ক. আষাঢ়
গ. আয়না
খ. আঘাটা
ঘ. আনন

সঠিক উত্তর: খ ও ঘ

২৫.বাংলা ভাষার কবি নন?

ক. জ্ঞানদাস
গ. মুকুন্দরাম
খ. জয়দেব
ঘ. চণ্ডীদাস

সঠিক উত্তর: খ

আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ ইংরেজি

আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ ইংরেজিতে নির্ভুল উত্তর পেতে নিম্নের দেওয়া সমাধান পড়ুন।

২৬. To show the white feather

ক. To show signs of cowardice
খ. To seek peace
গ. To show arrogance
ঘ. To become polite

সঠিক উত্তর: ক

২৭. Swan-song

ক. Music as sweet as a song of birds
খ. A melodious song in praise of someone
গ. Praise of a woman by her lover
ঘ. Last work of a poet or musician before death

সঠিক উত্তর: ঘ

২৮. Don’t stick your neck out

ক. Interfere
খ. Look outside
গ. Invite trouble unnecessary
ঘ. Move

সঠিক উত্তর: ঘ

২৯. To look down one’s nose at

ক. To backbite
খ. To show anger
গ. To insult in the presence of others
ঘ. To regard with half-hidden displeasure or contempt

সঠিক উত্তর: গ

৩০. Hush money
ক. Money Overdue
খ. Easy money
গ. Money Earned by easy means
ঘ. Bribe paid to secure silence

সঠিক উত্তর: ঘ

##. In each of the following questions, a sentence has been given in Active (or Passive) voice. Out of the four alternatives suggested select the one which best expresses the same sentence in Passive (or Active) voice. (Qs. 31-35)

৩১. One should keep one’s promise.

ক. One’s promise should be kept by us.
খ. One’s promise has to be kept.
গ. A promise should be keeping.
ঘ.A promise should be kept.

সঠিক উত্তর: ঘ

৩২. You will have finished this work by tomorrow.

ক. This work will have been finished tomorrow.
খ.This work will be finished by tomorrow.
গ. This work will finished tomorrow.
ঘ. This work will have been finished by tomorrow.

সঠিক উত্তর: ঘ

৩৩. The manager (a. asked) the worker why (b. was he) (c. again disturbing) the schedule (d. of production).

সঠিক উত্তর: B.

৩৪. (a. Unless) two or more members object to (b. him joining) accept the club, we shall have (c. accept) his application (d. for) membership.

সঠিক উত্তর: B

৩৫. Please help me.

ক. You were requested to help me. খ. You are being requested to help me.
গ. You are requested to help me.
ঘ. You have been requested to help me.

সঠিক উত্তর: গ

৩৬. My uncle promised me a present.

ক. A present was promised by my uncle to me.
খ. I was promised a present by my uncle.
গ. I had been promised a present by my uncle.
ঘ. I was promised by my uncle a present.

সঠিক উত্তর: খ

৩৭. Why do you waste time?

ক. Why is time wasted by you?
খ. Why is time been wasted by you? গ. Why has time been wasted by you?
ঘ. Why is time being wasted by you?

সঠিক উত্তর: ক

iii. In each of the following questions, choose the most suitable ‘one word’ for the given expressions. (Qs. 36-40)

৩৮. One who has suddenly gained new wealth, power or professionally.
ক. Aristocrat
খ. Maverick
গ. Affluent
ঘ. Parvenu

সঠিক উত্তর: ঘ

৩৯. One who plays a game for pleasure and not professionally.

ক. Veteran
খ. Connoisser
গ. Player
ঘ. Amateur

সঠিক উত্তর: ঘ

৪০. The conclusions derived
from experiments showed deviation from the common rule.

ক. Heterogeneity.
খ. Anomaly
গ. Anonymity
ঘ. Strange

সঠিক উত্তর: খ

৪১. A person who pretends to have more knowledge or skill than he really has.

ক. Renegade
খ. Charlatan
গ. Apostle
ঘ. Apotheosis

সঠিক উত্তর: খ

৪২. A person’s first speech.

ক. Preface
খ. Opener
গ. Maiden
ঘ. Extempore

সঠিক উত্তর: গ

Iv. In each of the following questions, a word has been written in four different ways out of which only one is correctly spelt. Find out the correctly spelt word. (Qs. 41-45)

৪৩. ক. Tariff
খ. Tarif
গ. Tarriff
ঘ. Tarrif

সঠিক উত্তর: ক

৪৪. ক. Sattellite
খ. Sattelite.
গ. Satellite
ঘ. Satelite

সঠিক উত্তর: গ

৪৫. ক. Sovereignty
খ. Soveriegnty
গ. Sovereignnity.
ঘ. Soveriegnnity

সঠিক উত্তর: ক

৪৬. ক. Commission
খ. Commision
গ. Commisson
ঘ. Comission

সঠিক উত্তর: ক

৪৭. ক. Incumbant
খ. Incumbent
গ. Incambant
ঘ. Incambent

সঠিক উত্তর: ক

V. Each sentence has four underlined parts having words or phrases marked (a), (b), (c), (d). Identify one of the underlined parts that must be changed to make the sentence correct. (Qs, 46-50)

৪৮. (a. Sooner than he had arrived)
his friends (b. arranged) a reception (c. in his honor in) (d. the best) hotel in town.

সঠিক উত্তর: A

৪৯. The (a. price of) (b. great) crude oil used to be a (c. lower) deal than now, (d. wasn’t it)?

সঠিক উত্তর: D

৫০. If the streets (a. would have) been
(b. clearly) marked it (c. would not have
taken us (d. so long to find his house).

সঠিক উত্তর: A

আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান নিয়ে আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ নিচে দেওয়া হলো।

৫১. Bangladesh became a member of the United Nations in-

ক. 1972
খ. 1974
গ. 1973
ঘ. 1976

সঠিক উত্তর: গ

৫২. The world’s largest international organization and a successor to the League of Nations is-

ক. UNESCO
খ. UNICEF
গ. UNO
ঘ. None of these

সঠিক উত্তর: গ

৫৩. The headquarter of the UNESCO is at-

ক. Rome
খ. New York
গ. Geneva
ঘ. Paris

সঠিক উত্তর: ঘ

৫৪. The ‘Matarbari Island’ is in-

ক. Maheshkhali
খ. Khulna
গ. Sandwip
ঘ. Barisal

সঠিক উত্তর: ক

৫৫. The instrument used to measure electric current is-

ক. Ammeter
খ. Galvanometer
গ. Electrometer
ঘ. Spectrometer

সঠিক উত্তর: ক

৫৬. The name of a submersible belonging to U. S. Company Ocean Gate has recently missed in the Atlantic Ocean during an expedition to view the shipwreck of the Titanic is-

ক. Diane
খ. Berenice
গ. Titanic
ঘ. The Titan

সঠিক উত্তর: ঘ

৫৭. Bangladesh Bank has approved the Digital Bank guideline keeping provision for paid-up capital at-

ক. Tk. 500 crore
খ.Tk. 125 crore
গ. Tk. 100 crore
ঘ. None

সঠিক উত্তর: খ

৫৮. The 8th five year plan of Bangladesh has been formulated for the period of-

ক. 2019-2024
খ. 2021-2026
গ. 2020-2024
ঘ. 2020-2025

সঠিক উত্তর: ঘ

৫৯. Secured Overnight Financing Rate (SOFR) is a benchmark interest rate for-

ক. Dollar-denominated derivatives
খ. Dollar-denominated loans.
গ. Dollar-denominated investments
ঘ. Both ক&খ

সঠিক উত্তর: ঘ

৬০. Name of the National Professor of Bangladesh is-

ক. Prof A K Azad Khan
খ. Prof. Alamgir Mohammad Sirajuddin
গ. Professor Mahmud Hassan
ঘ. All of them

সঠিক উত্তর: ঘ

৬১. The famous book titled ‘Jaddapi Amar  was written by-

ক. Rangalal Sen
খ. Abdur Razzaq
গ. Humayun Ahmed
ঘ. Ahmed Sofa

সঠিক উত্তর: ঘ

৬২. The 2023 FIFA Women’s World Cup took place from 20 July to 20 August 2023, was jointly hosted by-

ক. Australia and New Zealand খ. Australia and France
গ. France and Germany
ঘ. France and New Zealand

সঠিক উত্তর: ক

৬৩. The 2023 ICC Cricket World Cup is an international cricket tournament which is hosted by India. This is-

ক. 11 edition of World Cup Cricket . খ. 12th edition of World Cup Cricket গ. 13th edition of World Cup Cricket ঘ. 14th edition of World Cup Cricket

সঠিক উত্তর: গ

৬৪. The name of Asia’s fastest male and female athlete as per Asian Games 2023 is-

ক. China’s Xie Zhenye and GE Manqi
খ. China’s Xie Zhenye and Sri Lankan Devindya Oshini Gunawardene
গ. China’s Xie Zhenye and Indian Dhanalakshmi
ঘ. None of them

সঠিক উত্তর: ক

আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যুগে আমরা যেহেতু বাস করছি তাই এ পরীক্ষাতেও আমরা কম্পিউটার থেকে খুব বেশি কঠিন প্রশ্ন পড়েনি। সচরাচর যেসব প্রশ্ন চাকরির পরীক্ষায় পড়ে সেই প্রশ্নগুলো এখানে এসেছে। তাই নিচে আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পেশ করা হলো।

৬৫. One horse power is equal to-

ক. 746 watts
খ. 756 watts
গ. 748 watts
ঘ. 736 watts

সঠিক উত্তর: ক

৬৬. Which of the following computer language is written in Binary Codes
Only?

ক. Pascal
খ. Machine language
গ. C+
ঘ. C

সঠিক উত্তর: খ

৬৭. Which of the following is the device used for converting maps, pictures and drawing into digital form for storage in computers?

ক. Image scanner.
খ. Digitizer
গ. MICR
ঘ. Scanner

সঠিক উত্তর: খ

৬৮. What is the decimal equivalent of the binary number of 10111?

ক. 21
খ. 42
গ. 39
ঘ. 23

সঠিক উত্তর: ঘ

৬৯. The computer command of ‘Ctrl + Alt + Delete’ is applied to-

ক. Copy text
খ. Change a password
গ. Copy and paste text
ঘ. Shut down the computer

সঠিক উত্তর: খ

৭০…. is not a form of data storage media.

ক. Magnetic tape
খ. Magnetic disc
গ. Optical disc
ঘ. A database

সঠিক উত্তর: ঘ

৭১. A harddisk drive can be directly
connected to a PC via a-

ক. SCSI interface
খ. Parallel interface
গ. WAN interface
ঘ. USB interface

সঠিক উত্তর: ক

৭২. RAM is also called as-

ক. Virtual memory
খ. Volatile memory
গ. Non-volatile memory
ঘ. Cache memory

সঠিক উত্তর: খ

উপসংহার:

উপরে আমি আজকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এ সমাধানে যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

Visited 142 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page