হজযাত্রী নিবন্ধন ২০২৪ | বিজ্ঞপ্তি | অনলাইনে হজযাত্রী নিবন্ধনের নিয়ম

হজযাত্রী নিবন্ধন ২০২৪ এর জন্য আপনাকে প্রথমত সরকারি এবং হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধনের অর্থ প্রদান করতে হবে। এ জন্য অর্থ জমা প্রদানের সময়সীমা জানা প্রয়োজন। 

নিবন্ধনের অর্থ জমা প্রদানের সময়সীমা

  • সরকারি মাধ্যমঃ সরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধন ২০২৪ এ অর্থ জমা প্রদানের সময়সীমা হলো ১৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। এবং প্রাক-নিবন্ধনের ক্রমিক নম্বর হলো ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত প্রাক-নিবন্ধিত সকল হজযাত্রী। 
  • হজ এজেন্সি মাধ্যমঃএজেন্সির মাধ্যমে নিবন্ধনের অর্থ জমা প্রদানের সময়সীমা হলো ১৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। প্রাক-নিবন্ধনের ক্রমিক নম্বর হলো প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্ৰমিক ৯১০০৯৬ পর্যন্ত।

আরো পড়ুনঃ সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর’২৩)

সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর'২৩)
সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর’২৩)

২০২৪ সালে বাংলাদেশ থেকে হজ করতে কত টাকা লাগে

২০২৪ সালে বাংলাদেশ থেকে হজ করতে সাধারণ প্যাকেজে সর্বোচ্চ ৬ সিটের রুমে =৫,৭৮,৮৪০/- টাকা লাগে। যেখানে বাড়ি/হোটেলে সর্বোচ্চ ৬ সিটের রুম থাকবে। আবার অন্যদিকে বিশেষ হজ প্যাকেযে বাড়ি/ হোটেলে সর্বোচ্চ ৪ সিটের রুমে =৯,৩৬,৩২০/- টাকা লাগবে। 

প্যাকেজ আপগ্রেডেশন:

সরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজের হজযাত্রীদের নিবন্ধনকালীন পরিশোধযোগ্য অর্থের পরিমাণ নিম্নে আলোচিত হলোঃ 

প্যাকেজের ধরণ

সাধারণ প্যাকেজঃ

প্যাকেজের মূল্য জনপ্রতি: ৫,৭৮,৮৪০/- টাকা

  • প্রাক নিবন্ধন অগ্রিম সমন্বয়: ২৯,০০০/-
  • নিবন্ধনকালীন প্রদেয় অর্থ: ৫,৪৯,৮৪০/-

সাধারণ প্যাকেজ (ট্রেনসহ): 

প্যাকেজের মূল্য জনপ্রতি: ৫,৮৭,৩৯০/- টাকা

  • প্রাক নিবন্ধন অগ্রিম সমন্বয়: ২৯,০০০/-
  • নিবন্ধনকালীন প্রদেয় অর্থ: ৫,৫৮,৩৯০/-

সাধারণ প্যাকেজ (২ সিটের রুম): 

প্যাকেজের মূল্য জনপ্রতি: ৮,৬১,১৯২/- টাকা

  • প্রাক নিবন্ধন অগ্রিম সমন্বয়: ২৯,০০০/-
  • নিবন্ধনকালীন প্রদেয় অর্থ: ৮,৩২,১৯২/-

সাধারণ প্যাকেজ (ট্রেনসহ ২ সিটের রুম): 

প্যাকেজের মূল্য জনপ্রতি: ৮,৬৯,৭৪২/- টাকা

  • প্রাক নিবন্ধন অগ্রিম সমন্বয়: ২৯,০০০/-
  • নিবন্ধনকালীন প্রদেয় অর্থ: ৮,৪০,৭৪২/-

সাধারণ প্যাকেজ (৩ সিটের রুম):

প্যাকেজের মূল্য জনপ্রতি: ৭,২০,০১৬/- টাকা

  • প্রাক নিবন্ধন অগ্রিম সমন্বয়: ২৯,০০০/-
  • নিবন্ধনকালীন প্রদেয় অর্থ: ৬,৯১,০১৬/-

সাধারণ প্যাকেজ (ট্রেনসহ ৩ সিটের রুম)

প্যাকেজের মূল্য জনপ্রতি: ৭,২৮,৫৬৬/- টাকা

  • প্রাক নিবন্ধন অগ্রিম সমন্বয়: ২৯,০০০/-
  • নিবন্ধনকালীন প্রদেয় অর্থ: ৬,৯৯,৫৬৬/-

প্যাকেজ আপগ্রেডেশন করার কিছু লক্ষণীয় বিষয়সমূহঃ

  • সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজে মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলে প্রতিরুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে মক্কায় ২ ও ৩ সিটের রুম সুবিধা গ্রহণ করা যাবে।
  • সাধারণ প্যাকেজের হজযাত্রীগণ মিনায় ‘ডি’ ক্যাটাগরীর তাঁবুতে অবস্থান এবং মিনা-আরাফাহ-মুযদালিফাহ-মিনায় ট্রেন/বাসে যাতায়াত করবেন।
  • বাড়ি/হোটেল: মক্কায় মসজিদুল হারাম এর চত্ত্বরের বহি:প্রান্ত হতে সর্বোচ্চ ২০০০ মিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১৫০০ মিটারের মধ্যে আবাসন।

আরো পড়ুনঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য, চ্যালেঞ্জ উত্তরণের উপায় 2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য, চ্যালেঞ্জ উত্তরণের উপায় 2024
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য, চ্যালেঞ্জ উত্তরণের উপায় 2024

বিশেষ প্যাকেজে মক্কায় রুম আপগ্রেডেশন :

সরকারি মাধ্যমের বিশেষ প্যাকেজের হজযাত্রীদের নিবন্ধনকালীন পরিশোধযোগ্য অর্থের পরিমাণ নিম্নে উল্লেখ করা হলো।

প্যাকেজের ধরণ

বিশেষ প্যাকেজঃ

প্যাকেজের মূল্য জনপ্রতি: ৯,৩৬,৩২০/- টাকা

  • প্রাক নিবন্ধন অগ্রিম সমন্বয় টাকা: ২৯,০০০/-
  • নিবন্ধনকালীন প্রদেয় টাকা: ৯,০৭,৩২০/-

বিশেষ প্যাকেজ (২ সিটের রুম)

প্যাকেজের মূল্য জনপ্রতি: ১১,৯০,৪৩৬/- টাকা

  • প্রাক নিবন্ধন অগ্রিম সমন্বয় টাকা: ২৯,০০০/-
  • নিবন্ধনকালীন প্রদেয় টাকা: ১১,৬১,৪৩৬/-

বিশেষ প্যাকেজ (৩ সিটের রুম)

প্যাকেজের মূল্য জনপ্রতি: ১০,২১,০২৫/- টাকা

  • প্রাক নিবন্ধন অগ্রিম সমন্বয় টাকা: ২৯,০০০/-
  • নিবন্ধনকালীন প্রদেয় টাকা: ৯,৯২,০২৫/-

মক্কায় রুম আপগ্রেডেশনের বিশেষ শর্তসমূহঃ

  • বিশেষ প্যাকেজে প্রতিরুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। তবে মক্কায় ২ ও ৩ সিটের রুম সুবিধা গ্রহণ করা যাবে।
  • বিশেষ প্যাকেজের হজযাত্রীগণ মিনায় “এ” ক্যাটাগরীর তাঁবুতে অবস্থান করবেন। “এ” ক্যাটাগরীর তাঁবু ট্রেন জোনের বাহিরে বিধায় হজহযাত্রীগণ মিনা-আরাফাহ-মুযদালিফাহ-মিনায় বাসে যাতায়াত করবেন।
  • বাড়ি/হোটেল: মক্কায় মসজিদুল হারাম এর চত্ত্বরের বহি:প্রান্ত হতে সর্বোচ্চ ৭০০ মিটার ও মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন।

আরো জানুনঃ (নতুন নিয়মে) মোটরযান ফিটনেস সনদ প্রাপ্তির আবেদন 2024

(নতুন নিয়মে) মোটরযান ফিটনেস সনদ প্রাপ্তির আবেদন 2024
(নতুন নিয়মে) মোটরযান ফিটনেস সনদ প্রাপ্তির আবেদন 2024

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের শর্তাবলী :

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের শর্তাবলী নিচে পেশ করা হলো।

  1.  হজযাত্রী নিবন্ধন ২০২৪ এর জন্য যাবতীয় তথ্যাবলী www.mora.gov.bd এবং www.hajj.gov.bd হতে ডাউনলোড করা যাবে।
  2. হজ প্যাকেজ ২০২৪ এবং নিবন্ধন ভাউচারের অপর পৃষ্ঠায় উল্লিখিত শর্তাবলীর সাথে একমত হলে নিবন্ধন করবেন।
  3. নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।
  4. নিবন্ধনের পূর্বে হজ প্যাকেজ অবহিত হয়ে নিবন্ধন করবেন, নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না।
  5. নিবন্ধনের পর হজে যেতে অসমর্থ হলে ইতোমধ্যে ব্যয়িত অর্থ কর্তনের পর অবশিষ্ট অর্থ ফেরত প্রদান করা হবে।
  6. হজের খরচ কোন কারণে বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে।
  7. সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে।
  8. বিমান টিকিট পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে।
  9. হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য হজ এজেন্সির তালিকা www.hajj.gov.bd হতে ডাউনলোড করা যাবে।
  10. হজ সংক্রান্ত যে কোন তথ্য ১৬১৩৬ নম্বরে ফোন করে জানা যাবে।
  11. সকল হজযাত্রীর জন্য বিমানের ইকোনোমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে।

সরকারি মাধ্যমে হজযাত্রীগণের জন্য অনুসরণীয় বিষয়াদি:

সরকারি মাধ্যমে হজযাত্রীগণ হজযাত্রী নিবন্ধন ২০২৪ এ সকল কাজ সম্পন্ন করতে যা যা অনুসরণ করবেন।

  • ই-হজ সিস্টেম, e-Hajj BD মোবাইল App, সকল ইউডিসি, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় এবং হজ অফিস, ঢাকায় নিবন্ধন ভাউচার তৈরি করা যাবে।
  • সোনালী ব্যাংক লি. স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল ঢাকা, হিসাবের শিরোনাম Sale Proceeds of Hajj Deposit, হিসাব নং 0002633000908 এ নির্ধারিত তারিখের মধ্যে নিবন্ধনের টাকা জমা প্রদান করে হজযাত্রী নিবন্ধন সনদ গ্রহণ করবেন

বেসরকারি (হজ এজেন্সির) মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের শর্তাবলী:

বেসরকারি (হজ এজেন্সির) মাধ্যমের হজযাত্রী নিবন্ধন ২০২৪ এর শর্তাবলী নিম্নে আলোচিত হলো।

  • সরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে হাব/এজেন্সি কর্তৃক ঘোষিত “সাধারণ হজ প্যাকেজ” এবং মক্কা ও মদিনায় উন্নতমানের বাড়ি ও মিনার তাঁবুর ক্যাটাগরির ভিত্তিতে প্রস্তুতকৃত আপগ্রেডেড প্যাকেজে হজযাত্রী নিবন্ধন করা যাবে। এজেন্সির হজ প্যাকেজ www.hajj.gov.bd এবং এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।
  • হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ এর বিধি ১১(২) অনুযায়ী হজযাত্রীর সুযোগ-সুবিধা উল্লেখপূর্বক হজ এজেন্সি- হজযাত্রীর সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করবে।
  • হজযাত্রী এজেন্সির হজ কার্যক্রমের জন্য অনুমোদিত ‘ব্যাংক হিসাবে’ এর মাধ্যমে আর্থিক লেনদেন করবেন।
  • প্রাক-নিবন্ধনকালে গৃহীত অর্থ হতে বিভিন্ন ফি কর্তনপূর্বক অবশিষ্ট ২৬,৫০৮.১২/- টাকা নিবন্ধনে সমন্বয়যোগ্য। সমন্বয়ের পর নিবন্ধনের অবশিষ্ট টাকা এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে ১০/১২/২০২৩ তারিখের মধ্যে জমা দিয়ে নিবন্ধন করা যাবে।
  • সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক হজযাত্রী এজেন্সির না থাকলে, বিধিমালা মোতাবেক লিড এজেন্সি নির্ধারণ করতে হবে। স্থানান্তরের মাধ্যমে গৃহীত হজযাত্রীদের যাবতীয় দায়-দায়িত্ব লিড এজেন্সি গ্রহণ করবে।
  • হজযাত্রী সরাসরি তাঁর এজেন্সি থেকে বিমানের টিকিট সংগ্রহ করবেন।
  • এজেন্সি তাঁর নিবন্ধিত হজযাত্রীর সর্বোচ্চ ৫% প্রতিস্থাপন করতে পারবে।
  • হজে গমনের শর্তাবলী, করণীয় ও হজযাত্রীর সুযোগ-সুবিধা হজ প্যাকেজ ২০২৪ হতে বিস্তারিত জানা যাবে।
Visited 204 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page