২০২৩ ক্রিকেট বিশ্বকাপ লাইভ টিভি চ্যানেল লিস্ট, ODI World Cup 2023 Live Streaming

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর পর্দা উঠছে আগামী ৫ অক্টোবর। স্বাগতিক ভারত ছাড়াও এই আসরে অংশগ্রহণ আরো ৯ টি দল। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ হলো ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩ তম আসর। এই আসরকে ঘিরে স্বাগতিক ভারত এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সকল ধরণের প্রস্তুতি শেষ করেছে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ক্রিকেট ফ্যানদের মাঝে অন্যরকম আবেগ অনূভুতি ও আগ্রহ কাজ করছে। অনেকেই আমাদের কাজে ক্রিকেট বিশ্বকাপ লাইভ দেখার উপায় জানতে ছেয়েছেন।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ লাইভ টিভি চ্যানেল লিস্ট, ODI World Cup 2023 Live Streaming
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ লাইভ টিভি চ্যানেল লিস্ট, ODI World Cup 2023 Live Streaming

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ দেখার উপায় জানার আগে জেনে নিন ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আসরে মোট ম্যাচ হবে ৪৮ টি এই ৪৮ ম্যাচ এবং বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হওয়া সকল প্রস্তুতি ম্যাচের সব খেলা লাইভ দেখা যাবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক ক্রিকেট বিশ্বকাপ লাইভ দেখার উপায়।

বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উপায় ২০২৩

২০২৪ বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার বিভিন্ন মাধ্যম রয়েছে। কারণ ক্রিকেট বিশ্বকাপের যে সকল আসর অনুষ্ঠিত হয় তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ওয়ানডে বিশ্বকাপ আসর। প্রতি চার বছর পরপর ওয়ানডে বিশ্বকাপের অনুষ্ঠিত হয়। তাই অতি গুরুত্ব সহকারে সারা বিশ্বের টিভি চ্যানেল ওটিটি প্লাটফর্ম এবং অনলাইন মাধ্যম বিশ্বকাপ ক্রিকেট লাইভ সম্প্রচার করে। আজ আমরা আলোচনা করব বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উপায় ২০২৩ সম্পর্কে তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

ক্রিকেট বিশ্বকাপ লাইভ ২০২৩ বাংলাদেশ থেকে

বাংলাদেশ থেকে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর সকল খেলা লাইভ দেখা যাবে টিভিতে। বাংলাদেশের অন্যতম সেরা স্পোর্টস টিভি চ্যানেল টি স্পোর্টস আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি লাইভ দেখাবে। তাছাড়া বাংলাদেশ থেকে জিটিভির মাধ্যমে ক্রিকেট বিশ্বকাপের সবগুলো ম্যাচ লাইভ দেখা যাবে। বাংলাদেশ থেকে ক্রিকেট বিশ্বকাপ লাইভ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমেও।

ক্রিকেট বিশ্বকাপ লাইভ ২০২৩ ভারত থেকে

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হলো ভারত। ভারতের প্রায় সকল ভাষায় ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ দেখা যাবে। ভারতের অন্যতম সেরা স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেল স্টার স্পোর্টস নেটওয়ার্ক ক্রিকেট বিশ্বকাপের সকল ম্যাচ লাইভ দেখাবে। তাছাড়া Star sports network এর মাধ্যমে ভারতের বিভিন্ন ভাষা যেমন বাংলা, হিন্দি, তেলেগু এই ভাষায় খেলা দেখাবে।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ স্কোর

ক্রিকেট বিশ্বকাপ লাইভ স্কোর অনেকেই দেখাতে চান। কারণ অনেকেই আছেন যারা অফিস সময়ে খেলা হওয়ায় ব্যস্তার কারণে খেলা দেখতে পারেন না তারা লাইভ স্কোর দেখার মাধ্যমে খোলর খুঁজ খবর নিয়ে থাকেন। আপনার সুবিধার জন্য আজ আমরা ক্রিকেট খেলা লাইভ স্কোর দেখায় এমনকিছু ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব যেগুলোতে আপনারা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ স্কোর দেখতে পারবেন। নিচে ক্রিকেট বিশ্বকাপ লাইভ স্কোর দেখার ওয়েবসাইট তালিকা দেওয়া হলো।

  • Cricbuzz
  • ESPNCricinfo
  • Ndtv Sports
  • Bdcrictime
  • Daily cricket

এই ওয়েবসাইট গুলো থেকে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সকল ম্যাচের স্কোর লাইভ দেখা যাবে।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ মোবাইল লাইভ

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সবগুলো ম্যাচ আপনি চাইলে সরাসরি আপনার মোবাইলে লাইভ দেখতে পারবেন। মোবাইলে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর খেলা দেখার জন্য আপনাকে HD Streamz, Rts tv, sportzfy এই মোবাইল অ্যাপলিকিশন গুলো ব্যবহার করতে হবে। কারণ এই মোবাইল অ্যাপস গুলোতে সম্পূর্ণ ফ্রিতে ICC Men’s Cricket World Cup 2023 Live দেখা যাবে। আপনারা এই অ্যাপস গুলোর নাম Google এ সার্চ করে ডাউনলোড করে খেলা দেখতে পারবেন।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ লাইভ টিভি চ্যানেল লিস্ট, ODI World Cup 2023 Live Streaming

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ লাইভ যে সকল টিভি চ্যানেলে দেখা যাবে তার তালিকা নিচে দেওয়া হলো। আপনারা সারা বিশ্ব থেকে এই চ্যানেল গুলোর মাধ্যমে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সবগুলো ম্যাচ লাইভ দেখতে পারবেন।

দেশটিভি চ্যানেল এবং ওটিটি প্লাটফর্ম
আফগানিস্তানআরিনা টিভি (Ariana TV)
অস্ট্রেলিয়াফক্স স্পোর্টস ৫০১ এবং চ্যানেল ৯ এইচডি  (Fox Sports 501 & Channel 9 HD) ৯গেমএইচডি (9GemHD) ফক্সটেল গো ( FoxtelGo)
বাংলাদেশজিটিভি, বিটিভি টি স্পোর্টস (GTV, BTV, T Sports, Rabbithole)
কানাডাউইলো টিভি ডিজনি + হোস্টার (Willow TV, Disney+ Hotstar)
ক্যারিবীয় দ্বীপসমূহইএসপিএন এবং ইএসপিএন২ (ESPN and ESPN2) ইএসপিএন প্লে ক্যারেবিয়ান (ESPN Play Caribbean)
মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকোইএসপিএন+ (ESPN+)
মহাদেশীয় ইউরোপইয়াপ টিভি (YuppTV)
হংকংএস্ট্রো ক্রিকেট (Astro Cricket via) এখন টিভি (NowTV) ইয়াপ টিভি (YuppTV)
ভারতস্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) ডিজনি+হোস্টার (Disney+ Hotstar)
মালদ্বীপ, নেপাল, ভুটানস্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) ডিজনি+হোস্টার (Disney+ Hotstar)
মালেশিয়াএস্ট্রো ক্রিকেট, ইয়্যাপ (Astro Cricket, Yupp TV)
মেনাক্রিক লাইফ এবং ক্রিক লাইফ ম্যাক্স (CricLife and CricLife Max) স্টারজপ্লে এবং সুইচ টিভি (StarzPlay & Switch TV)
নিউজিল্যান্ডস্কাই স্পোর্টস (Sky Sport)
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জটিভিউয়ান এ্যাকশন এবং টিভিউয়ান স্পোর্টস (TVWAN Action and TVWAN Sports)
পাকিস্তানপিটিভি স্পোর্টস (PTV Sports) দারাজ, ট্যাপমেড, জাজ (Daraz, Tapmad, Jazz) এ স্পোর্টস (A-Sports) আরি জাপ (ARY ZAP)
সিঙ্গাপুরহাব স্পোর্টস ৪, ৫ (HubSports 4 and HubSports 5) স্টার হাব টিভি+ ( StarHub TV+)
শ্রীলঙ্কাডায়লগ টিভি (Dialog TV) ইভেন্ট টিভি (Event TV) কিকি অ্যাপ (Kiki app)
দক্ষিণ আফ্রিকা এবং সাব-সাহারান আফ্রিকাসুপার স্পোর্টস ক্রিকেট (SuperSport Cricket) সুপার স্পোর্টস অ্যাপ (SuperSport app)
যুক্তরাজ্যস্কাই স্কোর্টস ক্রিকেট (Sky Sports Cricket) স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট ( Sky Sports Main Event) স্কাই স্পোর্টস মিক্স  (Sky Sports Mix) স্কাইগো + স্কাই স্পোর্টস এ্যাপ (SkyGO + Sky Sports App)
যুক্তরাষ্ট্রউইলো টিভি (WillowTV) ইএসপিএন+ এ্যাপ ( ESPN+ app)

বি:দ্র: এই চ্যানেল গুলোতেই ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ লাইভ দেখা যাবে।

ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে জানতে এখানে ক্লিক করুন

Visited 17 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page