এসএ টোয়েন্টি ২০২৪ সকল দলের স্কোয়াড, SA20 all team squad 2024

SA20 2024 আসর আগামী জানুয়ারিতে শুরু হবে। এসএ টোয়েন্টি ২০২৪ আসর শুরু হবার আগে এই আসরে অংশগ্রহণ করা দলগুলো সবাই তাদের স্কোয়াড ঘুছিয়ে নেওয়ার কাজ শেষ করেছে। সাম্প্রতি ২৭ সেপ্টেম্বর সাউথ আফ্রিকায় এসএ টোয়েন্টি ২০২৪ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়। SA20 player’s Draft এ অংশগ্রহণ করে দেশি বিদেশি ক্রিকেটাররা। তবে এসএ টোয়েন্টি ২০২৪ আসরে বাংলাদেশ থেকে কোন ক্রিকেটার অংশগ্রহণ করেনি।

এসএ টোয়েন্টি ২০২৪ সকল দলের স্কোয়াড, SA20 all team squad 2024
এসএ টোয়েন্টি ২০২৪ সকল দলের স্কোয়াড, SA20 all team squad 2024

কারণ এসএ টোয়েন্টি ২০২৪ আসর চলা সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ২০২৪ আসর অনুষ্ঠিত হবার কথা। তাই বাংলাদেশ থেকে কোন ক্রিকেটার এসএ টোয়েন্টি লিগের প্লেয়ার্স ড্রাফটে অংশগ্রহণ করে নাই।

আপনারা সবাই অবগত আছেন যে, এরিমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৪ আসের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। তার জন্য মূলত এসএ টোয়েন্টি লিগে বাংলাদেশি কোন প্লেয়ার নেই। তবে এসএ টোয়েন্টি ২০২৪ আসরে অংশগ্রহণ করা ৬ টি দল তাদের স্কোয়াড গত ২৭ সেপ্টেম্বর ড্রাফর্টের মাধ্যমে ঘুছিয়ে ফেলেছে। আজ আমরা আলোচনা করব SA20 all team squad 2024 নিয়ে তাই এসএ টোয়েন্টি ২০২৪ সকল দলের স্কোয়াড সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

এসএ টোয়েন্টি ২০২৪ সকল দলের স্কোয়াড, SA20 all team squad 2024

সাউথ আফ্রিকা টোয়েন্টি লিগেকে মূলত সংক্ষিপ্তভাবে এসএ টোয়েন্টি লিগ বলা হয়। ২০২৩ সালে SA20 League এর প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। সামনে এসএ টোয়েন্টি লিগের ২০২৪ আসর শুরু হবে ২০২৪ এসএ টোয়েন্টি লিগকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নিচে এসএ টোয়েন্টি ২০২৪ সকল দলের স্কোয়াড সম্পর্কে আলোচনা করা হলো।

এসএ টোয়েন্টি ২০২৪ এমআই কেপ টাউন স্কোয়াড

কায়সো রাবাদা, রশিদ খান, বেউরান হেনড্রিক্স, অলি স্টোন, জোফরা আর্চার, স্যাম লিডম লিটন , ক্রিস বেঞ্জামিন, ডিওয়াল্ড ব্রেভিস, টম ব্যান্টন, রাসি ভ্যান ডের ডুসেন, রায়ান রিকেলটন, গ্রান্ট রোয়েলফসেন, কনর এস্টারহুইজেন, নিলান ভ্যান হেরডেন, টমাস কাবের, দেলআনু, লিনডে ও দুয়ান জানস্যান।

এসএ টোয়েন্টি ২০২৪ জোবার্গ সুপার কিংস স্কোয়াড

জহির খান, স্যাম কুক, লিজাদ উইলিয়ামস, নন্দ্রে বার্গডার, অ্যারন ফাঙ্গিসো, কাইল সিমন্ডে, ওয়েন ম্যাডসেন, ফাফ ডু প্লেসিস, লিউস ডু প্লোয়, রিজা হেন্ড্রিক্স, ডোনোভান ফেরেরা, সিবোনেলো মাখান্যা, রোনান হারম্যান, রোমারিও শেফার্ড, জেরাল্ড কোয়েটজি, কাইলিস মঈন আলী ও ডেভিড উইজ।

এসএ টোয়েন্টি ২০২৪ ডারবান সুপার জায়ান্টস স্কোয়াড

ম্যাথিউ ব্রেটজকে, নিকোলাস পুরান, প্রেনেলান সুব্রায়েন, নবীন উল হক, রিস টপলে, কেশব মহারাজ, কাইল অ্যাবট, জুনিয়র ডালা, জেসন স্মিথ, কাইল মায়ার্স, কুইন্টন ডি কক, ভানুকা রাজাপাকসে, হেনরিখ ক্লাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, এম কেয়ান, কেয়ান প্রিটোরিয়াস,জন স্মাটস ও ব্রাইস পার্সনস।

এসএ টোয়েন্টি ২০২৪ সানরাইজার্স ইস্টার্ন কেপ স্কোয়াড

ব্রাইডন কারসে, সাইমন হার্মার, ক্রেইগ ওভারটন, বেয়ারস জিনসেনেমা, মারকো সোয়ানেল, সিসনসাদ মঙ্গলা, এইডেন মার্করাম, ডেভিড মালান, ট্রিস্তান স্টাবস, টেম্বা বাভুমা, জর্ডান হারম্যান, অ্যাডাম রসিংটন, সারেল এরউই, কালেব সেলেকা, অটনিয়েল বার্টম্যান, লিয়াম ডসন, সিসনসাদ মঙ্গলা, টম অ্যাবেল ও অ্যান্ডিল সিমেলেন।

এসএ টোয়েন্টি ২০২৪ প্রিটোরিয়া ক্যাপিটালস স্কোয়াড

মিগেল প্রিটোরিয়াস, অ্যানরিচ নর্টজে, আদিল রশিদ, ইথান বোশ, কর্বিন বোশ, ম্যাথু বোস্ট, জিমি নিশাম, সেনমুস ম্যাথুসামি, পল স্টার্লিং, কাইল ভেরেইন, রিলি রোসোউ, কলিন ইনগ্রাম, থিউনিস ডি ব্রুইন, উইল জ্যাকস, শেন ড্যাডসওয়েল, ড্যারিন ডুপাভিলন, ওয়েন পার্নেল ও স্টিভ স্টলক।

এসএ টোয়েন্টি ২০২৪ পার্ল রয়্যালস স্কোয়াড

ওবেদ ম্যাককয়, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি, বজর্ন ফরচুইন, কোডি ইউসুফ, অ্যান্ডিলে ফেহলুকওয়ে, লোরকান টাকার, ডেভিড মিলার, জস বাটলার, জেসন রয়, ডেন ভিলাস, মিচেল ভ্যান বুরেন, লুয়ান ড্রে প্রিটোরিয়াস, জন টার্নার, কুয়েনা মাফাকা, ফেরিসকো অ্যাডামস, ইভান জোন্স ও ফ্যাবিয়ান অ্যালেন।

Visited 22 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page