প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালযয়ের অধীনে ১৯৮৪ সালে স্থাপিত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়েমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) যাদের স্লোগান হচ্ছে “বোয়েসেল নৈতিক, নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে”। এবার বোয়েসেল এর মাধ্যমে কুয়েতের স্বাস্থ্যখাতে দক্ষ টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে।
বোয়েসেল-এর কোন এজেন্ট/ সাব-এজেন্ট নেই, আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন এবং কর্মী নির্বাচনে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে মর্মে শর্ত আছে।

দক্ষ টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
দক্ষ টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর বোয়েসেল এর সার্কুলার টি দেখে আসুন।
১. পদের নামঃ Laboratory Technician: দক্ষ টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর মধ্যে Laboratory Technician পদটি অনেক গুরুত্বপূর্ণ। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো।
- পুরুষের শূন্য পদ- ৩০৭ জন
- মহিলা শূন্য পদ- ৩০৯ জন
- Laboratory Technician এর বেতন কত?
- Laboratory Technician বেতন হলো ৩০০ কুয়েত দিনার।
- অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে প্রার্থীর ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
রাশিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তিঃ নির্মান খাতে বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া যাওয়ার নিয়ম ২০২৩

২. পদের নামঃ Radiology Technician: Radiology Technician পদটি দক্ষ টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ সেরা একটি পদের নাম। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো।
- পুরুষের শূন্য পদ- ৩৮৮ জন
- মহিলা শূন্য পদ- ২২৮ জন
- Laboratory Technician এর বেতন কত?
- Laboratory Technician বেতন হলো ৩০০ কুয়েত দিনার।
- অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে প্রার্থীর ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কুয়েতের রেট জানুনঃ আজকের কুয়েত দিনার রেট কত ২০২৩ | কুয়েত ১ দিনারে কত টাকা

দক্ষ টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অন্যান্য শর্তাবলীঃ
- ১. প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত ইনিস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রীধারী হতে হবে;
- ২. কুয়েত গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজী ভাষায় পারদর্শী হতে হবে;
- ৩. পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ২ বছর ৬ মাস থাকতে হবে;
- ৪. প্রার্থীর বয়স অবশ্যই ২৩ থেকে ৩৯ এর মধ্যে হতে হবে;
- ৫. নির্বাচিত প্রার্থীকে অবশ্যই নিজ উদ্যোগে American Heart Association এর অনুমোদিত প্রতিষ্ঠান) হতে Basic Live Support (BLS) কোর্স সম্পন্ন করতে হবে;
- ৬. নির্বাচিত প্রার্থীকে GAMCA হতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে;
- ৭. নির্বাচিত প্রার্থীকে বিএসসি সনদ কুয়েত দূতাবাস, বাংলাদেশ কর্তৃক সত্যায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে: .. জেলা প্রশাসক
- ৮. চাকুরির চুক্তি ০১ (এক) বৎসর, যা নবায়নযোগ্য
- ৯. কাজের সময় প্রতিদিন ০৮ ঘন্টা, সপ্তাহে ০৬ দিন এবং বাৎসরিক ছুটি ৩০ দিন;
- ১০. প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা-খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে;
- ১১. প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে;
- ১২. চাকুরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে;
- ১৩. অন্যান্য শর্তাবলি কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
কিভাবে কোরিয়া যাবেনঃ সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়
অন্যান্য তথ্যাবলী:
- ১. নির্বাচিত প্রার্থীদের অভিবাসন ব্যয় ভ্যাট, ট্যাক্স, ইন্সুরেন্স ফি এবং সার্ভিস চার্জসহ সর্বমোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা।
- ২. এছাড়াও ভিসা স্ট্যাম্পিং ফি ৭,৩৭০/- (সাত হাজার তিনশত সত্তর) টাকা এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্প ফি ৫০০/- (পাঁচশত) প্রদান করতে হবে।
- ৩. আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বোয়েসেল হতে প্রদত্ত লিংকে আগামী ০৫.১১.২০২৩ খ্রিস্টাব্দ এর মধ্যে আবেদন দাখিল করতে হবে।
উল্লেখ্য, ভিসা ইস্যুর জন্য নির্বাচিত প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী কুয়েত গমনে অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ দাখিলকৃত পে-অর্ডার, ভিসা স্ট্যাম্পিং ফি বাজেয়াপ্ত করা হবে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫ -এ যোগাযোগ করা যেতে পারে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান প্রত্যাগতদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে। (চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেল-কে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না)।
উপসংহারঃ
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বোয়েসেল এর মাধ্যমে কুয়েতের স্বাস্থ্যখাতে দক্ষ টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর যাবতীয় শর্তাবলী যাচাই বাছাই অন্তে আবেদন করুন। আবেদন সংক্রান্ত কোনো জটিলতায় পড়লে এখানে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ