আর্জেন্টিনা vs brazil খেলা কবে ২০২৩
লাতিন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা – ব্রাজিল ম্যাচে উৎসবের কোনো কমতি রাখা হয়না। প্রত্যেক দল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুইবার করে দেখা হলেও আর্জেন্টিনা বনাম ব্রাজিল এর খেলার সময়সূচি নির্ধারিত করা হয় ১ বার করে। বিশ্বের ৮০% মানুষ আর্জেন্টিনা vs Brazil কে সাপোর্ট করে। তারমধ্যে বাংলাদেশ ভক্ত-সমর্থকেরাও আছে। অনেকেই জানতে চায়, আর্জেন্টিনা vs brazil খেলা কবে 2023, আর্জেন্টিনা vs Brazil আজকের খেলা, তাদের জন্য আজকের পোষ্ট।

আর্জেন্টিনা vs brazil খেলা কবে 2023
২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব সময়সূচি অনুযায়ী আর্জেন্টিনা vs brazil খেলা শুরু হবে ২২ নভেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে। ম্যাচটি বিশ্বকাপ কোয়ালিফাই হিসাবপ গণ্য হবে। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ ২০২৩ এস্তাদিও দো মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান, কোন দল বেশি শক্তিশালী?
আর্জেন্টিনা vs brazil আজকের খেলা 2023 Live
আর্জেন্টিনা vs Brazil আজকের খেলা 2023 Live দেখার উপায় নিচে দেওয়া হলো।
আর্জেন্টিনা ম্যাচ তা-ও আবার ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাথে এ যেনো দ্বিতীয় বিশ্ব যুদ্ধ। যেমনটা মাঠের উত্তাপ তেমনি বাহিরে ফুটবল ভক্তরা করে থাকে। যেভাবে ব্রাজিল – আর্জেন্টিনার ম্যাচ সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে তা হলো।
Eurosport, ESPN, SKY Sports এছাড়াও আপনি fancode এ-র মাধমে খেলাটি লাইভ দেখতে পারবেন।
আর্জেন্টিনা vs Brazil পরিসংখ্যান 2023
আর্জেন্টিনা vs Brazil পরিসংখ্যান 2023 দেখা যায় মোট ম্যাচ খেলেছে ১১৩ বার যেখানে ব্রাজিল দল শক্তিমত্তার দিক থেকে এগিয়ে তারা ৪৬ ম্যাচে জয়লাভ করে, এবং আর্জেন্টিনা ৪১ ম্যাচ জয় পায় বাকি ২১ ম্যাচ ড্র হয়।
আর্জেন্টিনা vs brazil খেলা কবে 2023 ফলাফল
ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ আর্জেন্টিনা vs brazil খেলার ফলাফল এখনো হয়নি হওয়া মাত্র দেওয়া হবে।
আর্জেন্টিনা – ব্রাজিল খেলোয়াড় ২০২৩
আর্জেন্টিনা খেলোয়াড় তালিকা ২০২৩
জিওভানি লো সেলসো, লাউতারো ব্লাঙ্কো, লিওনার্দো পেরেদেস, ম্যাক্সিমো পেরোন, এক্সকুয়েল প্যালাসিওস, ফ্যাকুন্ডো বুনানোত্তে, এমিলিয়ানো বুনেদিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ,জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিউহেন পেরেজ, জার্মান পেজেলা নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনা, হুয়ান ফিওথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, অ্যাঞ্জেল কোরেয়া, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ ভ্যালেন্টিন কার্বোনি।
ব্রাজিলের খেলোয়াড় তালিকা ২০২৩
এডারসন মোরেস, ওয়েভারটন, অ্যালেক্স তেলেস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, মার্কুইনহোস, ব্রেমের, কার্লোস ক্যাসেমিরো, নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, অ্যান্তোনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, দানি আলভেজ, অ্যালিসন বেকার, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, এভারটন রিভেইরো।