সিপিএল ২০২৩ লাইভ দেখা যাবে যেসব চ্যানেলে

CPLT20 2023 ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। সিপিএল ২০২৩ কে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে তাই ১৬ আগস্ট থেকে শুরু হওয়া সিপিএল ২০২৩ টি টোয়েন্টি লাইভ দেখা যাবে যেসব চ্যানেলে তার লিস্ট সম্পর্কে জানতে চেয়েছেন। যেহুত ক্রিকেট বর্তমানে গ্লোবালি খেলা তাই সিপিএল নিয়ে অনেকের আগ্রহ।

সিপিএল ২০২৩ লাইভ দেখা যাবে যেসব চ্যানেলে
সিপিএল ২০২৩ লাইভ দেখা যাবে যেসব চ্যানেলে

সিপিএল ২০২৩ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আমেরিকা, ইংল্যান্ডসহ পৃথিবীর প্রায় সব দেশ থেকে সিপিএল ২০২৩ এর খেলা লাইভ দেখা যাবে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে সিপিএল ২০২৩ লাইভ দেখার উপায়, লাইভ টিভি চ্যানেলের নামসহ উল্লেখ করা হবে। তাই সিপিএল ২০২৩ লাইভ টিভি চ্যানেল লিস্ট পেতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

সিপিএল ২০২৩ লাইভ স্কোর

সিপিএল ২০২৩ লাইভ স্কোর দেখা যাবে বিভিন্ন ক্রিকেট অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা অনেকেই সিপিএল ২০২৩ লাইভ স্কোর দেখার ওয়েবসাইট সম্পর্কে জানতে চান তাদের জন্য নিচে কিছু লাইভ ক্রিকেট স্কোর ওয়েবসাইটের তালিকা দেওয়া হলো

সিপিএল ২০২৩ লাইভ স্কোর ওয়েবসাইট

Cricbuzz.com
espncricinfo.com
sports.ndtv.com/cricket
bdcrictime.com
sportskeeda.com/cricket

এই ওয়েবসাইটে গুলো ব্যবহার করে সিপিএল লাইভ স্কোর দেখতে পারবেন।

সিপিএল ২০২৩ লাইভ মোবাইলে

মেবাইল ফোনে CPLt20 2023 Live দেখতে হলে আপনাকে অ্যাপের সাহায্য নিতে হবে। মোবাইলে সিপিএলের সবগুলো ম্যাচ লাইভ দেখতে Hd streamz app টি ডাউনলোড করে নিতে হবে। তাহলেই মেবাইল দিয়ে সিপিএল ২০২৩ এর সব খেলা লাইভ দেখা যাবে। তাছাড়া Fancode ব্যবহার করে মোবাইলে সিপিএল ২০২৩ এর সব খেলা লাইভ দেখা যাবে। ফ্যান কোডে খেলা দেখার জন্য ফ্যান কোড সাসক্রাইব করে নিতে হবে। তাহলে Fancode দিয়ে cplt20 live দেখা যাবে।

সিপিএল টি টোয়েন্টি ২০২৩ বাংলাদেশ থেকে লাইভ

সিপিএল টি টোয়েন্টি ২০২৩ বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে। বাংলাদেশ থেকে সিপিএলের সকল ম্যাচ স্টার স্পোর্টস ১ টিভি চ্যানেলে দেখা যাবে। তাছাড়া স্পোর্টস ওয়ান, Fancode এর মাধ্যমে বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে সিপিএল ২০২৩ এর সকল ম্যাচ।

সিপিএল ২০২৩ ওভারভিউ

একনজরে দেখে নিন সিপিএল ২০২৩ এর সবকিছু। কোথায় কবে থেকে শুরু হচ্ছে সিপিএল ২০২৩ টি টোয়েন্টি টুর্নামেন্ট।

সিপিএল ২০২৩ সময়সূচি১৬ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৩
নিয়ন্ত্রণক সংস্থাসিপিএল লিমিটেড
ক্রিকেট ফরম্যাটটি টোয়েন্টি
টুর্নামেন্ট ফরম্যাটগ্রুপ স্টেজ এবং নকআউট
সিপিএল আয়োজকগায়ানা
সেন্ট কিটস ও নেভিস
সেন্ট লুসিয়া
ত্রিনিদাদ ও টোবাগো
সিপিএলে অংশগ্রহণ করা দল
মোট ম্যাচ৩৪
অফিশিয়াল ওয়েবসাইটcplt20.com

সিপিএল ২০২৩ লাইভ দেখা যাবে যেসব চ্যানেলে

Caribbean Premier League বা সিপিএল ২০২৩ এর সকল ম্যাচ লাইভ দেখা যাবে বিভিন্ন চ্যানেলে। ভারত বাংলাদেশসহ এশিয়া মহাদেশের প্রায় সকল দেশ থেকে লাইভ দেখা যাবে সিপিএল ২০২৩ এর খেলা। তাছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর অনান্য দেশ থেকেও সিপিএল লাইভ উপভোগ করা যাবে। আপনাদের সুবিধার জন্য সিপিএল ২০২৩ এর খেলা যেসব চ্যানেলে লাইভ দেখা যাবে দোশের নাম সহ সেইসব চ্যানেলের তালিকা নিচে দেওয়া হলো।

ভারত(স্টার স্পোর্টস১) star sports1 (ফ্যান কোড)  FanCode
আমেরিকা(উইলো টিভি) Willow TV
যুক্তরাজ্য(বিটি স্পোর্টস ও বিটি স্পোর্টস ২) BT Sport (BT Sport 2)
অস্ট্রেলিয়া( ফক্স স্পোর্টস) Fox Sports
নিউজিল্যান্ড(স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড)  SKY Sport NZ
প্যান ক্যারেভিয়ান(স্পোর্টস ম্যাক্স টিভি) SportsMax TV
কানাডাউইলো টিভি (Willow TV) (দাজান) Dazn
সাউথ আফ্রিকা(সুপার স্পোর্টস, সুপার স্পোর্টস২) SuperSport (SuperSport 2)
ত্রিনেদাদ এন্ড টোবাগো(সিএনসি৩) CNC 3
গোয়েনা( ই- নেটওয়ার্কস) E – Networks (ড্রিম টিভি) DreamTV
ডমিকান রিপাবলিক(সিডিএন স্পোর্টস ম্যাক্স স্পেন)  CDN SportsMax Espanol
গ্রেনাডা(স্পোর্টসম্যাক্স)  SportsMax
বার্বাডোজ(টিভি৮ এবং এমসি টিভি)  TV8 & MCTV
সেন্ট লুসিয়া(এইচটিএস) HTS
অ্যান্টিগুয়া ও বারবুডা(সিএনএস) CNS
বাংলাদেশ(স্টার স্পোর্টস১) star sports1, ( মাই স্পোর্টস) My Sports, (গেমওয়ান) GameOn, (জিপি স্পোর্টস) GP Sports
সংযুক্ত আরব আমিরাত(ইতিসালাত) Etisalat

উপরের উল্লেখিত টিভি চ্যানেল গুলো দিয়ে ক্যারিভিয়ান প্রিমিয়ার লীগ সিপিএলের ২০২৩ আসর লাইভ দেখা যাবে। সিপিএল ২০২৩ লাইভ দেখা নিয়ে যারা চিন্তিত ছিলেন আশা করি তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কারণ উপরের সব চ্যানেল গুলোতে সিপিএল ২০২৩ লাইভ দেখা যাবে। তাপরও যদি সিপিএল ২০২৩ লাইভ দেখার টিভি চ্যানেল নিয়ে কারো কোন সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে আমাদের জানানোর অনুরোধ রইল। আমরা সমস্যা সমাধান করতে চেষ্ঠা করব। সবাই ভাল থাকবেন আর তার সাথে ইনফোজোনবিডির সাথে থাকবেন।

Visited 13 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page