ডুরান্ড কাপ ২০২৩ লাইভ দেখা যাবে যেসব চ্যানেলে

ডুরান্ড কাপ হলো ফুটবলের সবচেয়ে পুরাতন টুর্নামেন্টের একটি। ডুরান্ড কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৮ সালে। ডুরান্ড কাপের প্রথম আসর বসেছিল ভারতের সিমলাতে। তারপর থেকে প্রায় প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। বছরের হিসাবে ১৫০ আগের পুরাতন ফুটবল টুর্নামেন্ট হলো ডুরান্ড কাপ। মূলত ব্রিটিশ শাসক স্যার মর্টিমার ডুরান্ডের নাম অনুসারে এই টুর্নামেন্টের নাম করণ করা হয় ডুরান্ড কাপ।

ডুরান্ড কাপ ২০২৩ লাইভ
ডুরান্ড কাপ ২০২৩ লাইভ

প্রতি বছরের মতো এবারও ২০২৩ সালে আয়োজন করা হচ্ছে ডুরান্ড কাপের। ডুরান্ড কাপ ২০২৩ আসর ৩ আগস্ট থেকে শুরু হয়েছে। তবে অনেকেই জানেন না কিভাবে ডুরান্ড কাপ ২০২৩ লাইভ দেখা যাবে। তাই আমরা আজ আলোচনা করব কিভাবে ডুরান্ড কাপ ২০২৩ লাইভ দেখবেন,ডুরান্ড কাপ ২০২৩ লাইভ দেখার টিভি চ্যানেল নিয়ে।

ডুরান্ড কাপ ২০২৩ ভেন্যু

ডুরান্ড কাপ ২০২৩ আসর ভারতের মোট ৬ টি ভেন্যু অনুষ্ঠিত হবে। নিচে ডুরান্ড কাপ ২০২৩ ভেন্যুর তালিকা দেওয়া হলো।

  • বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন – ধারণক্ষমতা ৮৫০০০ জন।
  • কিশোরভারতী ক্রীড়াঙ্গন – ধারণক্ষমতা ১২০০০ জন।
  • মোহনবাগান মাঠ – ধারণক্ষমতা ২২০০০ জন।
  • ইস্টবেঙ্গল মাঠ – ধারণক্ষমতা ২৩৫০০ জন।
  • এসএআই স্টেডিয়াম – ধারণক্ষমতা ১০,০০০ জন।
  • ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম – ধারণক্ষমতা ৩০,০০০ জন।

এই ছয়টি ভেন্যুতে ডুরান্ড কাপ ২০২৩ এর সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

ডুরান্ড কাপ ২০২৩ দল

ডুরান্ড কাপ ২০২৩ এ মোট ২৪ টি দল খেলবে। এই দলগুলোর মধ্যে ইন্ডিয়ান আই লীগ, বিভিন্ন বাহিনীর দল এবং কিছু আমন্ত্রিত বিদেশি দল রয়েছে যারা ২০২৩ ডুরান্ড কাপ খেলবে। নিচে ডুরান্ড ২০২৩ অংশগ্রহণ করা সব দলের তালিকা দেওয়া হলাে।

বাংলাদেশ আর্মি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান এসজি, পাঞ্জাব এফসি, ইন্ডিয়ান নেভি, জমশেদপুর এফসি, মুম্বাই সিটিএফসি, মোহামেডান এসসি, বেঙ্গালুরু এফসি, গোকুলাম কেরালা, ভারতীয় বায়ুসেনা, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড, ডাউনটাউন হিরোস, শিলং লাজং, দিল্লী, হায়দ্রাবাদ, চেন্নাইয়িন, ত্রিভুবন সেনাবাহিনী, রাজস্থান ইউনাইটেড, ভারতীয় সেনাবাহিনী, ওড়িশা এবং বড়োল্যান্ড।

ডুরান্ড কাপ ২০২৩ গ্রুপ

ডুরান্ড কাপ ২০২৩ এ অংশগ্রহণ করা দলগুলোকে ৬ টি গ্রুপে ভাগ করা হয়েছে। নিচে ডুরান্ড কাপ ২০২৩ এর ৬ টি গ্রুপের বিস্তারিত আলোচনা করা হলো।

গ্রুপ এ: বাংলাদেশ আর্মি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান এসজি, পাঞ্জাব এফসি।

গ্রুপ বি: ইন্ডিয়ান নেভি, জমশেদপুর এফসি, মুম্বাই সিটিএফসি, মোহামেডান এসসি।

গ্রুপ সি: বেঙ্গালুরু এফসি, গোকুলাম কেরালা, ভারতীয় বায়ুসেনা, কেরালা ব্লাস্টার্স।

গ্রুপ ডি: এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড, ডাউনটাউন হিরোস, শিলং লাজং।

গ্রুপ ই: দিল্লী, হায়দ্রাবাদ, চেন্নাইয়িন, ত্রিভুবন সেনাবাহিনী।

গ্রুপ এফ: রাজস্থান ইউনাইটেড, ভারতীয় সেনাবাহিনী, ওড়িশা, বড়োল্যান্ড।

এই দল গুলো ৬ টি গ্রুপে ভাগ হয়ে ডুরান্ড কাপ ২০২৩ আসর খেলবে।

ডুরান্ড কাপ ২০২৩ লাইভ দেখা যাবে যেসব চ্যানেলে

৩ আগস্ট থেকে শুরু হওয়া ডুরান্ড কাপ ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ডুরান্ড কাপের সকল ম্যাচ সরাসরি উপভোগ করা যাবে টিভিতে। বিশ্বের যে কোন প্রান্ত থেকে টিভি এবং ওটিটি প্লাটফর্মে লাইভ দেখা যাবে ডুরান্ড কাপ ২০২৩। সনি স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেল লাইভা দেখাবে ডুরান্ড কাপ।

টুর্নামেন্টটিভি চ্যানেললাইভ স্ট্রিমিং
ডুরান্ড কাপ ২০২৩সনি স্পোর্টস নেটওয়ার্কসনি লাইভ

মূলত Durand cup live দেখা যাবে Sony sports network এ।

ডুরান্ড কাপ ২০২৩ লাইভ মোবাইলে

মেবাইলের মাধ্যমে ডুরান্ড কাপ ২০২৩ এর সকল খেলা লাইভ দেখা যাবে। আপনি যদি ডুরান্ড কাপ ২০২৩ আপনার মেবাইলের লাইভ দেখতে চান তাহলে আপনাকে google play store থেকে sonyliv মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিন। sonyliv অ্যাপটি google play store থেকে ডাউনলোড করতে প্রথমে google play store গিয়ে সার্চ করুন sonyliv লিখে। তাপর সার্চ রেজাল্ট থেকে sonyliv অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইলে ওপেন করুন। তাহলেই আপনি এখন ডুরান্ড কাপ ২০২৩ এর সকল খেলা মোবাইলে লাইভ দেখতে পারবেন।

Visited 4 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page