ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ২০২৩, দল, ভেন্যু, ছবি

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সময়সূচি বা ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ২০২৩, দল, ভেন্যু সম্পর্কে আজ এই পোস্টে আলোচনা করা হবে। কারণ আপনারা অনেকেই আমাদের কাছে ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ২০২৩ সম্পর্কে জানতে চান। তাই আপনাদের কথা মাথায় রেখে আজ আমরা ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সম্পর্কে আলোচনা করছি।

ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ২০২৩, দল, ভেন্যু, ছবি
ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ২০২৩, দল, ভেন্যু, ছবি

আপনার সবাই অবগত আছেন আগামী ৫ অক্টোবর ২০২৩ থেকে বিশ্ব ক্রিকেটের সর্বচ্চো টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শুরু হচ্ছে। ভারতের মাঠিতে ২০১১ সালের পর ২০২৩ সালে আবার শুরু হতে চলছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে গত ক্রিকেট বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। নিচে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। ভারত প্রথম বারের মতো একাই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চলছে। তার আগে ২০১১ সালে ভারত যৌথভাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করেছিল। ২০১১ ক্রিকেট বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কবে হবে

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর ২০২৩ শুরু হয়ে আগামী ১৯ নভেম্বর ২০২৩ শেষ হবে। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়াম আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। সেইসাথে ফাইনাল ম্যাচও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আগামী ১৯ নভেম্বর।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ

একনজরে দেখে নিন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

আয়োজকভারত
নিয়ন্ত্রণকারী সংস্থাআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেট ফরম্যাটওয়ানডে ইন্টারন্যাশনাল
টুর্নামেন্ট ফরম্যাটরাউন্ড রবিন এবং নকআউট
উদ্বোধনী ম্যাচ৫ অক্টোবর ২০২৩
সেমিফাইনাল ২টিবিডি
সেমিফাইনাল ২টিবিডি
ফাইনাল ম্যাচ১৯ নভেম্বর ২০২৩
অংশগ্রহণকারী দল১০
মোট ম্যাচ৪৮
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.cricketworldcup.com/

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ভেন্যু

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু হিসেবে ভারতের ১০ টি শহরকে সিলেক্ট করা হয়েছে। ভারতের এই ১০ শহরের ১০ টি ভেন্যুতে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে। নিচে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ক্রমিক নংস্টেডিয়ামধারণক্ষমতাসিটি
এম চিদাম্বরম স্টেডিয়াম৫০০০০চেন্নাই
নরেন্দ্র মোদি স্টেডিয়াম১৩২০০০আহমেদাবাদ
এইচপিসিএ স্টেডিয়াম২৩০০০ধর্মশালা
অরুণ জেটলি স্টেডিয়াম৪১৮৪২দিল্লি
এম চিন্নাস্বামী স্টেডিয়াম৪০০০০বেঙ্গালুরু
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম৩৭০০০পুনে
ওয়াংখেড়ে স্টেডিয়াম৩৩৫০০মুম্বাই
ইডেন গার্ডেন৬৮০০০কলকাতা
একানা স্টেডিয়াম৫০০০০লখনউ
১০রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম৫৫০০০হাইদ্রাবাদ

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ দল

২০২৩ ক্রিকেট বিশ্বকাপে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকা ৮ টি দল সরাসরি অংশগ্রহণ করছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে আর বাকি দুইটি দল বাছাইপর্ব খেলে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। নিচে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলোর তালিকা দেওয়া হলো।

  1. ভারত
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. শ্রীলঙ্কা
  5. আফগানিস্তান
  6. অস্ট্রেলিয়া
  7. ইংল্যান্ড
  8. নিউজিল্যান্ড
  9. নেদারল্যান্ডস
  10. সাউথ আফ্রিকা

২০২৩ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়সূচি

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচ আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে। নিচে২০২৩ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়সূচি দেওয়া হলো।

DateOpponentVenue
অক্টোবর ৭আফগানিস্তানধর্মশালা
অক্টোবর ১০ইংল্যান্ডধর্মশালা
অক্টোবর ১৪নিউজিল্যান্ডচেন্নাই
অক্টোবর ১৯ভারতপুনে
অক্টোবর ২৪দক্ষিণ আফ্রিকামুম্বাই
অক্টোবর ২৮শ্রীলঙ্কাকলকাতা
অক্টোবর ৩১পাকিস্তানকলকাতা
নভেম্বর ৬

নভেম্বর ১২

নেদারল্যান্ডস

অস্ট্রেলিয়া

দিল্লি

পুনে

২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতের খেলার সময়সূচি

ভারত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ৮ অক্টোবর। নিচে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতের খেলার সময়সূচি দেওয়া হলো।

তারিখপ্রতিপক্ষভেন্যু
অক্টোবর ৮অস্ট্রেলিয়াচেন্নাই
অক্টোবর ১১আফগানিস্তানদিল্লি
অক্টোবর ১৪পাকিস্তানআহমেদাবাদ
অক্টোবর ১৯বাংলাদেশপুনে
অক্টোবর ২২নিউজিল্যান্ডধর্মশালা
অক্টোবর ২৯ইংল্যান্ডলখনউ
নভেম্বর ২নেদারল্যান্ডসমুম্বাই
নভেম্বর ৫

নভেম্বর ১১

দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কা

কলকাতা

বেঙ্গালুরু

ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ২০২৩

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর এবং ফাইনাল খেলার মাধ্যমে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর পর্দা নামবে আগামী ১৯ নভেম্বর। নিচে ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ২০২৩ দেওয়া হলো।

তারিখম্যাচভেন্যুসময়
অক্টোবর ৫ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডআহমেদাবাদ২:৩০ পিএম
অক্টোবর ৬পাকিস্তান বনাম শ্রীলঙ্কাহায়দারাবাদ২:৩০ পিএম
অক্টোবর ৭বাংলাদেশ বনাম আফগানিস্তানধর্মশালা১১:০০ এম
অক্টোবর  ৭সাউথ আফ্রিকা বনাম নেদারল্যান্ডসদিল্লি২:৩০ পিএম
অক্টোবর ৮ভারত বনাম অস্ট্রেলিয়াচেন্নাই২:৩০ পিএম
অক্টোবর 9নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কাহায়দ্রাবাদ২:৩০ পিএম
অক্টোবর ১০ইংল্যান্ড বনাম বাংলাদেশধর্মশালা২:৩০ পিএম
অক্টোবর ১১ভারত বনাম আফগানিস্তানদিল্লি২:৩০ পিএম
অক্টোবর ১২পাকিস্তান বনাম নেদারল্যান্ডসহায়দ্রাবাদ২:৩০ পিএম
অক্টোবর ১৩অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকালখনউ২:৩০ পিএম
অক্টোবর ১৪ইংল্যান্ড বনাম আফগানিস্তানদিল্লি১১:০০ এম
অক্টোবর ১৪নিউজিল্যান্ড বনাম বাংলাদেশচেন্নাই২:৩০ পিএম
অক্টোবর ১৪ভারত বনাম পাকিস্তানআহমেদাবাদ২:৩০ পিএম
অক্টোবর ১৬অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসলখনউ২:৩০ পিএম
অক্টোবর ১৭সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কাধর্মশালা২:৩০ পিএম
অক্টোবর ১৮নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানচেন্নাই২:৩০ পিএম
অক্টোবর ১৯ভারত বনাম বাংলাদেশপুনে২:৩০ পিএম
অক্টোবর ২০অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানবেঙ্গালুরু২:৩০ পিএম
অক্টোবর ২১ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকামুম্বাই১১:০০ এম
অক্টোবর ২১শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডসলখনউ২:৩০ পিএম
অক্টোবর ২২ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডধর্মশালা২:৩০ পিএম
অক্টোবর ২৩পাকিস্তান বনাম আফগানিস্তানচেন্নাই২:৩০ পিএম
অক্টোবর ২৫সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশমুম্বাই২:৩০ পিএম
অক্টোবর ২৫অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কাদিল্লি২:৩০ পিএম
অক্টোবর ২৬ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডসবেঙ্গালুরু২:৩০ পিএম
অক্টোবর ২৭পাকিস্তান বনাম সাউথ আফ্রিকাচেন্নাই২:৩০ পিএম
অক্টোবর ২৮শ্রীলঙ্কা বনাম বাংলাদেশকলকাতা১১:০০ এম
অক্টোবর ২৮অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডধর্মশালা২:৩০ পিএম
অক্টোবর ২৯ভারত বনাম ইংল্যান্ডলখনউ২:৩০ পিএম
অক্টোবর ৩০আফগানিস্তান বনাম নেদারল্যান্ডসপুনে২:৩০ পিএম
অক্টোবর ৩১পাকিস্তান বনাম বাংলাদেশকলকাতা২:৩০ পিএম
নভেম্বর ১নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাপুনে২:৩০ পিএম
নভেম্বর ২ভারত বনাম নেদারল্যান্ডসমুম্বাই২:৩০ পিএম
নভেম্বর ৩আফগানিস্তান বনাম শ্রীলঙ্কালখনউ২:৩০ পিএম
নভেম্বর ৪ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়াআহমেদাবাদ১১:০০ এম
নভেম্বর  ৪নিউজিল্যান্ড বনাম পাকিস্তানব্যাঙ্গালুরু২:৩০ পিএম
নভেম্বর ৫ভারত বনাম দক্ষিণ আফ্রিকাকলকাতা২:৩০ পিএম
নভেম্বর ৬বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসদিল্লি২:৩০ পিএম
নভেম্বর ৭অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানমুম্বাই২:৩০ পিএম
নভেম্বর ৮ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কাপুনে২:৩০ পিএম
নভেম্বর ৯নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডবেঙ্গালুরু২:৩০ পিএম
নভেম্বর ১০দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানআহমেদাবাদ২:৩০ পিএম
নভেম্বর ১১ভারত বনাম শ্রীলঙ্কাবেঙ্গালুরু২:৩০ পিএম
নভেম্বর ১২ইংল্যান্ড বনাম পাকিস্তানকলকাতা১১:৩০ এম
নভেম্বর ১২অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশপুনে২:৩০ পিএম
নভেম্বর ১৫সেমিফাইনাল ১মুম্বাই২:৩০ পিএম
নভেম্বর ১৬সেমিফাইনাল ২কলকাতা২:৩০ পিএম
নভেম্বর ১৯ ফাইনালআহমেদাবাদ২:৩০ পিএম

শেষকথা

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সব ম্যাচের সময়সূচি বাংলাদেশের সময় অনুযায়ী দেওয়া হলো। তারপরও কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানানোর অনুরোধ রইল।

Visited 9 times, 1 visit(s) today

1 thought on “ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ২০২৩, দল, ভেন্যু, ছবি”

Leave a Comment

You cannot copy content of this page