কোন দলের কোন মার্কা বরাদ্দ রয়েছে | ১২তম জাতীয় সংসদ নির্বাচন 2024

আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচন 2024 এ কোন দলের কোন মার্কা বরাদ্দ রয়েছে তা নিয়ে আজকের এই আয়োজন। আজকে এখানে প্রতিটি দলের মার্কা নিয়ে আলোচনা করব। 

 

কোন দলের কোন মার্কা বরাদ্দ রয়েছে ১২তম জাতীয় সংসদ নির্বাচন 2024
কোন দলের কোন মার্কা বরাদ্দ রয়েছে ১২তম জাতীয় সংসদ নির্বাচন 2024

কোন দলের কোন মার্কা

নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলসহ দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক দলগুলোর মার্কা জানা জরুরি। কারণ ভোটাররা ভোট দিতে গেলে নির্বাচনী প্রতীক না জেনে থাকলে তারা কাকে ভোট দিবে বা না দিবে এ ব্যাপারে সংশয় সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন সকল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ করেছে। আসুন নিচ থেকে জেনে নিই যে কোন দলের কোন মার্কা বরাদ্দ রয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থীর অনুকূলে বরাদ্দযোগ্য সংরক্ষিত প্রতীকসমূহ হলো-

আরো পড়ুনঃ প্রিজাইডিং অফিসারের প্রধান কাজ কি | প্রিজাইডিং অফিসার হওয়ার যোগ্যতা 2024

অনেকেই বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা জানতে চান। আবার এখানে আপনি বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যাও জানতে পারবেন।

ক্র. নংনিবন্ধিত রাজনৈতিক দলসভাপতির নামমহাসচিব/ সাধারণ সম্পাদকের নামমার্কার নাম (কোন দলের কোন মার্কা)

 

০১.লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল.ডি.পি)অলি আহমেদরেদোয়ান আহমেদছাতা
০২.জাতীয় পার্টি (জে.পি)আনোয়ার হোসেন মঞ্জু এম.পিশেখ শহীদুল ইসলামবাইসাইকেল
০.৩.বাংলাদেশের সাম্যবাদী দল- এম.এল- (সাম্যবাদী দল- এম.এল) 

মিঃ দিলীপ বড়ুয়া

 

মিঃ দিলীপ বড়ুয়া

চাকা
০৪.কৃষক শ্রমিক জনতা লীগবঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তমহাবিবুর রহমান তালুকদার বীর প্রতীকগামছা
০৫.বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সি পি বি)মোহাম্মদ শাহ আলম

 

রুহিন হোসেন প্রিন্স

 

কাস্তে
০৬.বাংলাদেশ আওয়ামী লীগ (আওয়ামী লীগ)শেখ হাসিনা এমপিওবায়দুল কাদের এমপিনৌকা
০৭.বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)বেগম খালেদা জিয়ামির্জা ফখরুল ইসলাম আলমগীরধানের শীষ
০৮.গণতন্ত্রী পার্টিব্যারিষ্টার মোঃ আরশ আলীডাঃ শাহাদাত হোসেনকবুতর
০৯.বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ)আইভি আহমেদমোহাম্মদ আলী ফারুককুঁড়ে ঘর
১০.বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (ওয়ার্কার্স পার্টি)রাশেদ খান মেনন এমপিফজলে হোসেন বাদশা এমপিহাতুড়ী
১১.বিকল্পধারা বাংলাদেশ (বিডিবি)অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীমেজর (অবঃ) আবদুল মান্নানকুলা
১২.জাতীয় পার্টি (জাপা)গোলাম মোহাম্মদ কাদের এমপিমোঃ মুজিবুল হক এমপিলাঙ্গল
১৩.জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (জাসদ)হাসানুল হক ইনু এমপি

 

শিরীন আখতার, এম.পিমশাল
১৪.জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (জেএসডি)আ স ম আবদুর রব

 

জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপনতারা
১৫.জাকের পার্টিমোস্তফা আমীর ফয়সলএজাজুর রসুলগোলাপ ফুল
১৬.বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)কমরেড বজলুর রশীদ ফিরোজকমরেড বজলুর রশীদ ফিরোজমই
১৭.বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (বিজেপি)ব্যারিষ্টার আন্দালিভ রহমানগরুর গাড়ী
১৮.বাংলাদেশ তরিকত ফেডারেশন (বি টি এফ)আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এম পিজনাব আলহাজ্ব ডঃ সৈয়দ রেজাউল হক চাঁদপুরীফুলের মালা
১৯.বাংলাদেশ খেলাফত আন্দোলনহযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী রহ.মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীবটগাছ
২০.বাংলাদেশ মুসলিম লীগবেগম জুবেদা কাদের চৌধুরীআলহাজ্ব কাজী আবুল খায়েরহারিকেন
২১.ন্যাশনাল পিপলস পার্টি (এন.পি.পি)শেখ ছালাউদ্দিন ছালু

 

মোঃ ইদ্রিস চৌধুরীআম
২২.জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশমাওলানা শায়খ জিয়া উদ্দিনমাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীখেজুর গাছ
২৩.গণফোরাম (গণফোরাম)ড. কামাল হোসেনডা. মোঃ মিজানুর রহমানউদীয়মান সূর্য
২৪.গণফ্রন্ট (জি.এফ)মোঃ জাকির হোসেন (কর আইনজীবি)আহমেদ আলী শেখ (এডভোকেট সুপ্রীম কোর্ট)মাছ
২৫.বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)জেবেল রহমান গাণিএম. গোলাম মোস্তফা ভুইয়াগাভী
২৬.বাংলাদেশ জাতীয় পার্টিপ্রফেসর ডাঃ এম. এ. মুকিতজাফর আহমেদ জয়কাঁঠাল
২৭.ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (আই.এফ.বি)সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীআবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইরচেয়ার
২৮.বাংলাদেশ কল্যাণ পার্টি (কল্যাণ পার্টি)মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীকআবদুল আউয়াল মামুনহাতঘড়ি
২৯.ইসলামী ঐক্যজোট (আই.ও.জে)হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনীমুফতী ফয়জুল্লাহমিনার
৩০.বাংলাদেশ খেলাফত মজলিসমাওলানা মুহাম্মদ ইসমাঈল নূরপুরীমাওলানা মামুনুল হকরিক্সা
৩১.ইসলামী আন্দোলন বাংলাদেশমুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)ইউনুস আহম্মেদ সেখহাতপাখা
৩২.বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (BIF)মাওলানা এম,এ, মতিনঅধ্যক্ষ স উ ম আবদুস সামাদমোমবাতি
৩৩.বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)সাইফুল হককোদাল
৩৪.খেলাফত মজলিসমাওলানা আব্দুল বাছিত আজাদড. আহমদ আবদুল কাদেরদেওয়াল ঘড়ি
৩৫.বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীজনাব মোহাম্মদ নজরুল ইসলামহাত (পাঞ্জা)
৩৬.বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)জনাব আবু লায়েস মুন্নাজনাব মোঃ শাহজামাল আমিরুলছড়ি
৩৭.বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (বিএনএফ)এস এম আবুল কালাম আজাদটেলিভিশন
৩৮.জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)ববি হাজ্জাজহুমায়ুন পারভেজ খানসিংহ
৩৯.বাংলাদেশ কংগ্রেস (কংগ্রেস)-এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনএ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলামডাব
৪০.তৃণমূল বিএনপিএ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদামেজর (অবঃ) ডাঃ শেখ হাবিবুর রহমানসোনালী আঁশ
৪১.ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ (ইনসানিয়াত)ইমাম আবু হায়াতমো: রেহান আফজাল (রাহবার)আপেল
৪২.বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)শরীফ নুরুল আম্বিয়ানাজমুল হক প্রধানমটরগাড়ি (কার)
৪৩.বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি এন এম)ডঃ আব্দুর রহমানমেজর মুহাঃ হানিফ (অবঃ)নোঙ্গর
৪৪.বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি)শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদবীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ সরকারএকতারা

স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোন দলের কোন মার্কা বরাদ্দ

উপরিউক্ত নিবন্ধিত রাজনৈতিক দলের কোন দলের কোন মার্কা সত্বেও নিম্নে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুকূলে বরাদ্দযোগ্য প্ৰতীকসমূহ হলো-

  1. কলার ছড়ি
  2. বেলুন
  3. কাঁচি
  4. কেটলি
  5. খাট
  6. রকেট
  7. মাথাল
  8. ফ্রিজ
  9. সোফা
  10. ঘণ্টা
  11. স্যুটকেস
  12. দোলনা
  13. ট্রাক
  14. আলমিরা
  15. ঈগল
  16. তবলা
  17. থালা
  18. তরমুজ
  19. ঢেঁকি
  20. দালান
  21. চার্জার লাইট
  22. ফুলকপি
  23. মোড়া
  24. বাঁশি
  25. বেঞ্চ

নির্বাচন সংক্রান্ত পোস্টগুলি দেখুনঃ

কোন দলের কোন মার্কা নিয়ে সবচেয়ে জিজ্ঞাসিত প্রশ্ন

বাংলাদেশের জাতীয় নির্বাচনের কোন দলের কোন মার্কা রয়েছে তা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন। নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি

বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম হলো বাংলাদেশ সুপ্রিম পার্টি।

বাংলাদেশের রাজনৈতিক দল কতটি

বাংলাদেশের রাজনৈতিক দল সর্বমোট ৪৯টি। তবে ৪ টি নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। তাই বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলো হলো সর্বমোট ৪৪ টি।  

নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা

বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪ টি। 

বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংগঠন কোনটি?

বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংগঠন এর নাম হলো বাংলাদেশ আওয়ামীলীগ। 

পড়তে পারেনঃ নির্বাচনে ভোটারদের করণীয় 2024 | দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন?

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার, যেখানে সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

বাংলাদেশের রাজনৈতিক দল কয়টি ও কি কি?

বাংলাদেশের রাজনৈতিক দল হলো সর্বমোট ৪৯ টি (৫ টি বাতিল), আর নিবন্ধিত রাজনৈতিক দল হলো ৪৪ টি। নিবন্ধিত রাজনৈতিক দলের নাম উপরে দেওয়া আছে।

বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংগঠন কোনটি?

বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংগঠন দুটি, যথা বাংলাদেশ আওয়ামীলীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শেষকথাঃ

সবেশেষে বলা যায় যে, প্রতিটি নাগরিকের বাংলাদেশের নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক কোন দলের কোন মার্কা জেনে ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়া উচিত। এখানে আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

Visited 200 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page