এএফসি এশিয়ান কাপ ২০২৩ সময়সূচি, গ্রুপ, দল

এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই হলো এএফসি এশিয়ান কাপ। এএফসি এশিয়ান কাপের ১৮ তমো আসর বসছে আগামী ২০২৪ সালে কাতারের মাঠিতে। এই আসরটি মূলত এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসর যা ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। প্রতি চার বছর পরপর এএফসি এশিয়ান কাপের আসর বসে। এর আগে ২০১৯ সালে এএফসি এশিয়ান কাপের ১৭ তম আসর বসেছিল। এএফসি এশিয়ান কাপ এশিয়া অঞ্চলের প্রতিটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেট৷ এএফসি এশিয়ান কাপ ২০২৩ উপলক্ষে এরিমধ্যে সকল আয়োজন শেষ করেছে স্বাগতিক কাতার।

এএফসি এশিয়ান কাপ ২০২৩ সময়সূচি, গ্রুপ, ভেন্যু, দল
এএফসি এশিয়ান কাপ ২০২৩ সময়সূচি, গ্রুপ, ভেন্যু, দল

কাতারের মোট ৯ টি ভেন্যুতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ কাতারে অনুষ্ঠিত হওয়ায় এএফসি এশিয়ান কাপ ২০২৩ আয়োজনে কাতার অনেকটা প্রস্তুত বলা চলে। তাই ভেন্যু নিয়ে কাতারের কোন সমস্যা নেই৷ AFC Asian Cup 2023 এর সময়সূচি এরিমধ্যে প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কাউন্সিল এএফসি। নিচে এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসরের সময়সূচি, ভেন্যু, অংশগ্রহণ করা দলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

এএফসি এশিয়ান কাপ ২০২৩

এএফসি এশিয়ান কাপ ২০২৩ হলো এএফসি এশিয়ান কাপের ১৮ তম আসর। এই আসরে মোট ২৪ টি দল অংশগ্রহণ করবে। নিচে সংক্ষিপ্ত আকারে এএফসি এশিয়ান কাপের ধারণা আপনাদের দেওয়া হলো।

এএফসি এশিয়ান কাপ ২০২৩ টুর্নামেন্ট ডিটেইলস
আয়োজককাতার
সময়সূচি১২ জানুয়ারি – ১০ ফেব্রুয়ারি ২০২৪
দল২৪
ভেন্যু

এএফসি এশিয়ান কাপ ২০২৩ ভেন্যু

এএফসি এশিয়ান কাপ ২০২৩ কাতারে অনুষ্ঠিত হবে। কাতারের মোট ৯ টি ভেন্যুতে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। নিচে কাতারে যে ৯ টি ভেন্যুতে এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসরের খেলা অনুষ্ঠিত হবে নিচে তার তালিকা দেওয়া হলো।

সিটিস্টেডিয়ামক্যাপাসিটি
আল খোরআল বায়েত স্টেডিয়াম৬৮,৮৯৫
লুসাইললুসাইল স্টেডিয়াম৮৮,৯৯৬
আল রাইয়াআহমেদ বিন আলী স্টেডিয়াম৪৫,০৩২
এডুকেশন সিটি স্টেডিয়াম৪৪,৬৬৭
জসিম বিন হামদ স্টেডিয়াম১৫,০০০
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম৪৫,৮৫৭
দোহাআব্দুল্লাহ বিন খালিফ স্টেডিয়াম১০,০০০
আল থুমামা স্টেডিয়াম৪৪,৪০০
আল ওয়াকরাহআল জানুব স্টেডিয়াম৪৪,৩২৫

এই ৯ টি ভেন্যুতে এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসরের সকল ম্যাচ খেলা হবে।

এএফসি এশিয়ান কাপ ২০২৩ দল

এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসরে মোট ২৪ টি দল অংশগ্রহণ করছে যার মধ্যে স্বাগতিক দেশ হিসেবে খেলবে কাতার। নিচে এএফসি এশিয়ান কাপ ২০২৩ অংশনেয়া সকল দলের তালিকা দেওয়া হলো।

এএফসি এশিয়ান কাপ ২০২৩ দল: কাতার, জাপান, সিরিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইরাক, ওমান, ভিয়েতনাম, লেবানন, ফিলিস্তিন, উজবেকিস্তান, থাইল্যান্ড, ভারত, হংকং, তাজিকিস্তান, কিরগিজস্থান, বাহরাইন, মালেশিয়া, ইন্দোনেশিয়া এবং জর্ডান।

এএফসি এশিয়ান কাপ ২০২৩ গ্রুপ

এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসরে অংশ নেওয়া সবগুলো দলকে মোট ৬ টি গ্রুপে ভাগ করা হয়েছে। নিচে সবগুলো গ্রুপ উল্লেখ করা হলো।

  • গ্রুপ এ: কাতার, চীন, তাজাকিস্তান এবং লেবানন।
  • গ্রুপ বি: অস্ট্রেলিয়া, উজবেকিস্থান, সিরিয়া এবং ভারত।
  • গ্রুপ সি: ইরান, সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং ফিলিস্তিন।
  • গ্রুপ ডি: জাপান, ইন্দোনেশিয়া, ইরাক এবং ভিয়েতনাম।
  • গ্রুপ ই: দক্ষিণ কোরিয়া, মালেশিয়া, জর্ডান এবং বাহরাইন।
  • গ্রুপ এফ: সৌদি আরব, থাইল্যান্ড, কাজাকিস্তান এবং ওমান।

এএফসি এশিয়ান কাপ ২০২৩ সময়সূচি

এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসরের পর্দা উঠবে আগামী ১০ জানুয়ারি ২০২৪ সালে এবং আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ সালে ফাইনালের মধ্য দিয়ে এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসরের সমাপ্তি ঘটবে। নিচে এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসরের পূর্ণাঙ্গ সময়সূচি দেওয়া হলো।

তারিখদিনম্যাচসময়
১২ জানুয়ারি ২০২৪শুক্রবারকাতার বনাম লেবানন১১:০০ পিএম
১৩ জানুয়ারি ২০২৪শনিবারচীন বনাম তাজাকিস্তান৮:৩০ পিএম
১৩ জানুয়ারি ২০২৪শনিবারঅস্ট্রেলিয়া বনাম ভারত৫:৩০ পিএম
১৩ জানুয়ারি ২০২৪শনিবারউজবেকিস্তান বনাম সিরিয়া১১:৩০ পিএম
১৪ জানুয়ারি ২০২৪রবিবারজাপান বনাম ভিয়েতনাম৫:৩০ পিএম
১৪ জানুয়ারি ২০২৪রবিবারআরব আমিরাত বনাম হংকং৮:৩০ পিএম
১৪ জানুয়ারি ২০২৪রবিবারফিলিস্তিন বনাম ইরান১১:৩০ পিএম
১৫ জানুয়ারি ২০২৪সোমবারদক্ষিণ কোরিয়া বনাম বাহরাইন৫:৩০ পিএম
১৫ জানুয়ারি ২০২৪সোমবারইন্দোনেশিয়া বনাম ইরাক৮:৩০ পিএম
১৫ জানুয়ারি ২০২৪সোমবারমালেশিয়া বনাম জর্ডান১১:৩০ পিএম
১৬ জানুয়ারি ২০২৪মঙ্গলবারকিরগিজস্তান বনাম থাইল্যান্ড৮:৩০ পিএম
১৬ জানুয়ারি ২০২৪মঙ্গলবারসৌদি আরব বনাম ওমান১১:৩০ পিএম
১৭ জানুয়ারি ২০২৪বুধবারলেবানন বনাম চীন৫:৩০ পিম
১৭ জানুয়ারি ২০২৪বুধবারতাজাকিস্তান বনাম কাতার৮:৩০ পিএম
১৮ জানুয়ারি ২০২৪বৃহস্পতিবারসিরিয়া বনাম অস্ট্রেলিয়া ৫:৩০ পিএম
১৮ জানুয়ারি ২০২৪বৃহস্পতিবারভারত বনাম উজবেকিস্তান৮:৩০ পিএম
১৮ জানুয়ারি ২০২৪বৃহস্পতিবারফিলিস্তিন বনাম আরব আমিরাত১১:৩০ পিএম
১৯ জানুয়ারি ২০২৪শুক্রবারইরাক বনাম জাপান৫:৩০ পিএম
১৯ জানুয়ারি ২০২৪শুক্রবারভিয়েতনাম বনাম ইন্দোনেশিয়া৮:৩০ পিএম
১৯ জানুয়ারি ২০২৪শুক্রবারইরাক বনাম জাপান১১:৩০ পিএম
২০ জানুয়ারি ২০২৪শনিবারদক্ষিণ কোরিয়া বনাম জর্ডান৫:৩০ পিএম
২০ জানুয়ারি ২০২৪শনিবারবাহরাইন বনাম মালেশিয়া৮:৩০ পিএম
২১ জানুয়ারি ২০২৪রবিবারওমান বনাম থাইল্যান্ড৫:৩০ পিএম
২১ জানুয়ারি ২০২৪রবিবারকিরগিজস্তান বনাম সৌদি আরব৮:৩০ পিএম
২২ জানুয়ারি ২০২৪সোমবারকাতার বনাম চীন৯:০০ পিএম
২২ জানুয়ারি ২০২৪সোমবারতাজিকিস্তান বনাম লেবানন৯:০০ পিএম
২৩ জানুয়ারি ২০২৪মঙ্গলবারউজবেকিস্তান বনাম অস্ট্রেলিয়া৫:৩০ পিএম
২৩ জানুয়ারি ২০২৪মঙ্গলবারসিরিয়া বনাম ভারত৮:৩০ পিএম
২৩ জানুয়ারি ২০২৪মঙ্গলবারইরান বনাম সংযুক্ত আরব আমিরাত৯:০০ পিএম
২৩ জানুয়ারি ২০২৪মঙ্গলবারফিলিস্তিন বনাম হংকং৯:০০ পিএম
২৪ জানুয়ারি ২০২৪বুধবারজাপান বনাম ইন্দোনেশিয়া৫:৩০ পিএম
২৪ জানুয়ারি ২০২৪বুধবারইরাক বনাম ভিয়েতনাম৫:৩০ পিএম
২৫ জানুয়ারি ২০২৪বৃহস্পতিবারমালেশিয়া বনাম দক্ষিণ কোরিয়া৫:৩০ পিএম
২৫ জানুয়ারি ২০২৪বৃহস্পতিবারজর্ডান বনাম বাহরাইন৫:৩০ পিএম
২৫ জানুয়ারি ২০২৪বৃহস্পতিবারসৌদি আরব বনাম থাইল্যান্ড৯:৩০ পিএম
২৫ জানুয়ারি ২০২৪বৃহস্পতিবারকিরগিজস্তান বনাম ওমান৯:৩০ পিএম

এএফসি এশিয়ান কাপ ২০২৩ সময়সূচি রাউন্ড অফ ১৬

এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসরের নকআউট পর্ব রাউন্ড অফ ষোল আগামী ২৮ জানুয়ারী ২০২৪ এ শুরু হবে। নিচে রাউন্ড অফ ১৬ সময়সূচি দেওয়া হলো।

তারিখদিন ম্যাচসময়
২৮ জানুয়ারি ২০২৪রবিবারটিবিডি বনাম টিবিডি৫:৩০ পিএম
২৮ জানুয়ারি ২০২৪রবিবারটিবিডি বনাম টিবিডি১০:০০ পিএম
২৯ জানুয়ারি ২০২৪সোমবারটিবিডি বনাম টিবিডি৫:৩০ পিএম
২৯ জানুয়ারি ২০২৪সোমবারটিবিডি বনাম টিবিডি১০:০০ পিএম
৩০ জানুয়ারি ২০২৪মঙ্গলবারটিবিডি বনাম টিবিডি৫:৩০ পিএম
৩০ জানুয়ারি ২০২৪মঙ্গলবারটিবিডি বনাম টিবিডি১০:০০ পিএম
৩১ জানুয়ারি ২০২৪বুধবারটিবিডি বনাম টিবিডি৫:৩০ পিএম
৩১ জানুয়ারি ২০২৪বুধবারটিবিডি বনাম টিবিডি১০:০০ পিএম

এএফসি এশিয়ান কাপ ২০২৩ কোয়ার্টার ফাইনাল সময়সূচি

এএফসি এশিয়ান কাপ ২০২৩ কোয়ার্টার ফাইনাল ২ ফেব্রুয়ারি শুরু হবে। নিচে এএফসি এশিয়ান কাপ ২০২৩ কোয়ার্টার ফাইনাল সময়সূচি দেওয়া হলো।

তারিখদিনম্যাচ সময়
২ ফেব্রুয়ারি ২০২৪শুক্রবারটিবিডি বনাম টিবিডি৫:৩০ পিএম
২ ফেব্রুয়ারি ২০২৪শুক্রবারটিবিডি বনাম টিবিডি৯:৩০ পিএম
৩ ফেব্রুয়ারি ২০২৪শনিবার টিবিডি বনাম টিবিডি৫:৩০ পিএম
৩ ফেব্রুয়ারি ২০২৪শনিবারটিবিডি বনাম টিবিডি৯:৩০ পিএম

এএফসি এশিয়ান কাপ ২০২৩ সেমিফাইনাল সময়সূচি

এএফসি এশিয়ান কাপ ২০২৩ সেমিফাইনাল ৬ এবং ৭ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে।

তারিখদিনম্যাচসময়
৬ ফেব্রুয়ারি ২০২৪মঙ্গলবারটিবিডি বনাম টিবিডি৯:০০ পিএম
৭ ফেব্রুয়ারি ২০২৪বুধবারটিবিডি বনাম টিবিডি৯:০০ পিএম

এএফসি এশিয়ান কাপ ২০২৩ ফাইনাল

এএফসি এশিয়ান কাপ ২০২৩ আসরের ফাইনাল আগামী ১০ ফেব্রুয়ারি রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।

তারিখদিনম্যাচসময়
১০ ফেব্রুয়ারী ২০২৪শুক্রবারসেমি ১ জয়ী বনাম সেমি ২ জয়ী দল৯:০০ পিএম

মূলত এই সময়সূচি অনুযায়ী ২০২৩ এএফসি এশিয়ান কাপের সকল ম্যাচ অনুষ্ঠিত হইবে।

Visited 311 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page