উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ গ্রুপ পর্বে কারা খেলছে

UEFA Champions League ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি টুর্নামেন্ট। বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল ক্লাব গুলো উয়েফা চ্যাম্পিয়নস লীগে অংশগ্রহণ করে। তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ খুব মর্যাদা পূর্ণ লড়াই হয়ে উঠছে। দিন দিন ফুটবল বিশ্বে চ্যাম্পিয়নস লিগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। চ্যাম্পিয়নস লিগ জিতার জন্য কাড়ি কাড়ি টাকা ডেলে থাকেন ক্লাব মালিকরা। সামনে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন একটি আসর শুরু হতে চলছে। যে আসরকে সামনে রেখে সকল প্রস্ততি গ্রহণ করেছে চ্যাম্পিয়নস লিগ কতৃপক্ষ।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ গ্রুপ পর্বে কারা খেলছে
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ গ্রুপ পর্বে কারা খেলছে

সামনে শুরু হতে যাওয়া উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ মৌসুমকে সামনে রেখে চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করা দল এবং তারা কোন কোন গ্রুপে খেলবে তা নির্ধারণ করে ফেলেছে চ্যাম্পিয়নস লিগ কর্তৃপক্ষ। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করব উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ গ্রুপ পর্বে কারা খেলছে সেই সম্পর্কে। তাই উয়েফা চ্যাম্পিয়ান লিগ ২০২৩/২৪ মৌসুম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

উয়েফা চ্যাম্পিয়নস লীগ টিমগুলি

উয়ফে চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ মৌসুমে অংশগ্রহণ করবে মোট ৩২ ক্লাব অংশগ্রহণ করবে। এক নজরে দেখে নিন কোন কোন ক্লাব বা দল উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ আসরে অংশগ্রহণ করছে৷

চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ টিমগুলি : বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই, আর্সেনাল, সেভিয়া, পিএসভি আইন্দহোভেন, লাঁস, রিয়াল মাদ্রিদ, নাপোলি, ব্রাগা, ইউনিয়ন বার্লিন, ইন্টার মিলান, বেনফিকা, সালজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ, আতলেতিকো মাদ্রিদ, ফেইনুর্দ, লাৎসিও, সেল্টিক, পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল,ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ, বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক এবং রয়্যাল অ্যান্টওয়ার্প।

চ্যাম্পিয়নস লীগ টিমগুলি ২০২৩/২৪ সবচেয়ে বেশি টিম যে দেশের

উয়েফা চ্যাম্পিয়নস লীগ 2023/24 আসরে অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে কোন দল কোন দেশ থেকে এসেছে বা কোন দেশ থেকে সবচেয়ে বেশি দল চ্যাম্পিয়নস লিগ খেলছে চলুন তার তালিকা সম্পর্কে জেনে নেয়া যাক।

চ্যাম্পিয়ানস লিগে অংশগ্রহণকারী যে দেশের ক্লাব বেশি,

ইংল্যান্ড: আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানসিটি ও নিউক্যাসল।

স্পেন: বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়া।

ইতালি: ইন্টার মিলান, নাপোলি, লাৎসিও ও এসি মিলান।

জার্মানি: লাইপজিগ,বায়ার্ন মিউনিখ, ইউনিয়ন বার্লিন ও বরুসিয়া ডর্টমুন্ড।

পোল্যান্ড: বেনফিকা, ব্রাগা ও পোর্তো।

ফ্রান্স: পিএসজি ও লাঁস।

নেদারল্যান্ডস: ফেইনুর্দ ও পিএসভি আইন্দহোভেন।

সুইজারল্যান্ড: ইয়াং বয়েজ।

ডেনমার্ক: কোপেনহেগেন।

তুরস্ক: গালাতাসারাই।

ইউক্রেন: শাখতার দোনেৎস্ক।

স্কটল্যান্ড: সেল্টিক।

সার্বিয়া: এন্টওয়ার্প।

অস্ট্রেলিয়া: সালজবুর্গ।

বেলজিয়াম: রয়্যাল অ্যান্টওয়ার্প।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ গ্রুপ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ মৌসুমকে সামনে রেখে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। মোট ৩২ দলকে ৮ টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৪ টি করে দল খেলবে। ড্র অনুষ্ঠান শেষে চলুন জেনে নেয়া যাক চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ মৌসুমে কোন গ্রুপে কারা খেলবে।

গ্রুপ ‘এ’

  • বায়ার্ন মিউনিখ
  • ম্যানচেস্টার ইউনাইটেড
  • কোপেনহেগেন
  • গালাতাসারাই

গ্রুপ ‘বি’

  • আর্সেনাল
  • সেভিয়া
  • পিএসভি আইন্দহোভেন
  • লাঁস

গ্রুপ ‘সি’

  • রিয়াল মাদ্রিদ
  • নাপোলি
  • ব্রাগা
  • ইউনিয়ন বার্লিন

গ্রুপ ‘ডি’

  • ইন্টার মিলান
  • বেনফিকা
  • সালজবুর্গ
  • রিয়াল সোসিয়েদাদ

গ্রুপ ‘ই’

  • আতলেতিকো মাদ্রিদ
  • ফেইনুর্দ
  • লাৎসিও
  • সেল্টিক

গ্রুপ ‘এফ’

  • পিএসজি
  • বরুসিয়া ডর্টমুন্ড
  • এসি মিলান
  • নিউক্যাসল

গ্রুপ ‘জি’

  • ম্যানচেস্টার সিটি
  • লাইপজিগ
  • রেড স্টার বেলগ্রেড
  • ইয়াং বয়েজ

গ্রুপ ‘এইচ’

বার্সেলোনা

পোর্তো

শাখতার দোনেৎস্ক

রয়্যাল অ্যান্টওয়ার্প

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ সময়সূচি গ্রুপ পর্ব

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ মৌসুমের গ্রুপ পর্বের খেলা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৩ থেকে শুরু হয়ে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। নিচে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ গ্রুপ পর্বের সময়সূচি দেওয়া হলো।

ম্যাচের দিন ১: ১৯-২০ সেপ্টেম্বর ২০২৩
ম্যাচের দিন ২: ৩-৪ অক্টোবর ২০২৩
ম্যাচের দিন ৩: ২৪-২৫ অক্টোবর ২০২৩
ম্যাচের দিন ৪: ৭-৮ নভেম্বর ২০২৩
ম্যাচের দিন ৫: ২৮-২৯ নভেম্বর ২০২৩
ম্যাচের দিন ৬: ১২-১৩ ডিসেম্বর ২০২৩

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ সময়সূচি নকআউট পর্ব

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ সময়সূচি নকআউট পর্ব আগামী ১৩ ফেব্রুয়ারী ২০২৩ থেকে শুরু হবে। প্রথমে রাউন্ড অফ ১৬ তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হইবে। নিচে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ সময়সূচি নকআউট পর্বের সময়সূচি দেওয়া হলো।

রাউন্ড অফ ১৬ : ১৩,১৪,২০,২১ ফেব্রুয়ারী ২০২৪ এবং ৫,৬,১২,১৩ মার্চ ২০২৪।

কোয়ার্টার ফাইনাল : ৯,১০,১৬ ও ১৭ এপ্রিল ২০২৪।

সেমিফাইনাল : ৩০ এপ্রিল বা ১ মার্চ অথবা ৭/৮ মার্চ ২০২৪।

ফাইনাল: ১ জুন ২০২৪।

Visited 98 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page