আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি, ভেন্যু, দল, স্কোয়াড, লাইভ

International League t20 বা আইএল টি টোয়েন্টি প্রথম আসরের সফলতার পর আগামী ২০২৪ সালে আইএল টি টোয়েন্টির পরবর্তী আসর বসতে চলছে। আইএল টি টোয়েন্টি সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট লিগে। যেখানে দেশ বিদেশের নামি-দামি ক্রিকেটাররা নিয়মিত অংশগ্রহণ করে। যার কারণে দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে আইএল টি টোয়েন্টি লিগের। ILT20 League এর জনপ্রিয়তার কারণে আগামী বছর আইএল টি টোয়েন্টিতে থাকছে বেশ কিছু নতুন মুখ যারা আইএল টি টোয়েন্টির মাঠ কাঁপাবে।

আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি, ভেন্যু, দল, স্কোয়াড, লাইভ
আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি, ভেন্যু, দল, স্কোয়াড, লাইভ

আইএল টি টোয়েন্টি ২০২৪ আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। নিচে আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি, ভেন্যু, দল, স্কোয়াড, লাইভ দেখার উপায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

এক নজরে ILT20 2023 সবকিছু

সময়সূচি১৩ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারী ২০২৪
নিয়ন্ত্রণকারী সংস্থাআমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)
ক্রিকেট ফরম্যাটটি২০
টুর্নামেন্ট ফরম্যাটরবিন রাউন্ড এবং প্লে অফস
আয়োজকসংযুক্ত আরব আমিরাত
অংশগ্রহণকারী দল সংখ্যা
সর্বমোট ম্যাচ৩৪
ডিফেন্ডিং চ্যাম্পিয়নগল্ফ জায়েন্ট
ওয়েবসাইটIlt20.ae

আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি

আইএল টি টোয়েন্টি ২০২৪ আসর আরব আমিরাতে বসতে যাওয়া ইন্টারন্যাশনাল টি টোয়েন্টির দ্বিতীয় আসর। আইএল টি টোয়েন্টির ২০২৪ আসর আগামী ১৩ জানুয়ারি ২০২৪ সালে শুরু হবে এবং আইএল টি টোয়েন্টি ২০২৪ এর পর্দা নামবে আগামী ১২ ফেব্রুয়ারী। এখনো পর্যন্ত আইএল টি টোয়েন্টি ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হয়নি। ILt20 2024 এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হওয়া মাত্র এই পোস্টে আপডেট দেওয়া হবে।

আইএল টি টোয়েন্টি ২০২৪ ভেন্যু

আইএল টি টোয়েন্টি সিজন ২ সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বর্তমানে ক্রিকেট আধুনিকরনের দিক থেকে আইএল টি টোয়েন্টি অনান্য ক্রিকেট লিগ থেকে অনেকটা এগিয়ে গেছে। এর আগে ২০২২-২৩ সালে আইএল টি টোয়েন্টির প্রথম আসরে বসেছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে।

আইএল টি টোয়েন্টি ২০২৪ দল

আইএল টি টোয়েন্টি ২০২৪ ( আইএল টি টোয়েন্টি দ্বিতীয় আসর) এ মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। নিচে আইএল টি টোয়েন্টি ২০২৪ আসরে অংশগ্রহণ করা দলগুলোর তালিকা দেওয়া হলো।

  • আবুধাবি নাইট রাইডার্স
  • ডেজার্ট ভাইপার্স
  • দুবাই ক্যাপিটালস
  • গলফ জায়ান্ট
  • শারজাহ ওয়ারিয়র্স
  • এমআই এমিরেটস

উপরের তালিকার এই ছয়টি দল আইএল টি টোয়েন্টি ২০২৪ আসরে অংশগ্রহণ করবে।

আইএল টি টোয়েন্টি ২০২৪ লাইভ

আইএল টি টোয়েন্টি কোথায় লাইভ দেখা যাবে তা অনেকেই জানতে চান। কারণ সারা বিশ্ব থেকে আইএল টি টোয়েন্টি সিজন ২ ২০২৪ আসর লাইভ দেখা যাবে। নিচে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের অনান্য দেশ থেকে কিভাবে আইএল টি টোয়েন্টি ২০২৪ লাইভ দেখবেন দেশের নাম উল্লেখ পূর্বক সেই দেশের টিভি চ্যানেলের তালিকা দেওয়া হলো।

দেশচ্যানেল
ভারতসনি স্পোর্টস নেটওয়ার্ক ও জি৫ (Sony sports network, Zee5)
পাকিস্তানপিটিভি স্পোর্টস এবং জিও সুপার (PTV Sports and Geo Super)
আফগানিস্তানআরিনা টিভি (Ariana TV)
শ্রীলঙ্কাসুপ্রিইম টিভি (Supreme TV)
যুক্তরাজ্যবিটি স্পোর্টস এবং জি টিভি (BT Sport and Zee Tv)
মিনাসার্কেল লাইফ ৩ (CricLife 3)
আমেরিকার এবং কানাডাউইলো টিভি (Willow TV)
বাংলাদেশগাজি টিভি, টি স্পোর্টস,  টফি (Gazi TV, T Sports, Toffee)
অস্ট্রেলিয়াফক্স ক্রিকেট (Fox Cricket)
নিউজিল্যান্ডস্কাই স্পোর্টস নিউজিল্যান্ড (Sky Sports NZ)
নেপালসিম টিভি নেপাল, নেট টিভি নেপাল (Sim TV Nepal, Net TV Nepal)
ক্যারেভিয়ানফলো স্পোর্টস (Flow Sports)
মালদ্বীপমিডিয়া নেট (Medianet)

আইএল টি টোয়েন্টি ২০২৪ সব দলের স্কোয়াড

ILT20 2024 আসরকে সামনে রেখে এরিমধ্য দল গোছানোর কাজ শুরু করেছে আইএল টি টোয়েন্টি ২০২৪ এ অংশগ্রহণ করা সবগুলো দল। নিচে আইএল টি২০ সব দলের স্কোয়াডের তালিকা দেওয়া হলো।

আইএল টি টোয়েন্টি ২০২৪ আবুধাবি নাইট রাইডার্স স্কোয়াড

নতুন সাইনিং: জশ লিটল, লরি ইভান্স, মাইকেল পেপার, রবি বোপারা, ব্র্যান্ডন ম্যাকমুলেন, ডেভিড উইলি, জেক লিন্টট এবং স্যাম হেইন।

রিটেনশন প্লেয়ার: জো ক্লার্ক, সাবির আলি, সুনীল নারিন, আলী খান, আন্দ্রে রাসেল, চরিথ আসালাঙ্কা, মার্চেন্ট ডি ল্যাঙ্গে এবং মতিউল্লাহ খান।

আইএল টি টোয়েন্টি ২০২৪ ডেজার্ট ভাইপার্স স্কোয়াড

নতুন সাইনিং: আজম খান, বাস ডি লিড, মাইকেল, অ্যাডাম হোস, জোন্স, শাদাব খান এবং শাহীন শাহ আফ্রিদি।

রিটেনশন প্লেয়ার: দিনেশ চান্দিমাল, গাস অ্যাটকিনসন, লুক উড, মাথিশা পাথিরানা, রোহান মুস্তাফা, শেলডন কটরেল, শেরফেন রাদারফোর্ড, অ্যালেক্স হেলস, আলি নাসির, কলিন মুনরো, টম কুরান এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা।

আইএল টি টোয়েন্টি ২০২৪ দুবাই ক্যাপিটালস স্কোয়াড

নতুন সাইনিং: রহমানুল্লাহ গুরবাজ, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, সাদিরা সামারা উইক্রমা, অ্যান্ড্রু টাই, দাসুন শানাকা, ডেভিড ওয়ার্নার, মার্ক উড, ম্যাক্স হোল্ডেন, মোহাম্মদ মহসিন, নুয়ান থুসারা, এবং স্যাম বিলিংস।

রিটেনশন প্লেয়ার: রাজা আকিফ, রোভম্যান পাওয়েল, দুষ্মন্ত চামেরা, জো রুট, এবং সিকান্দার রাজা।

আইএল টি টোয়েন্টি ২০২৪ গলফ জায়ান্ট স্কোয়াড

নতুন সাইনিং: করিম জানাত, মুজিব-উর-রহমান, ডমিনিক ড্রেকস, জেমি স্মিথ, জর্ডান কক্স এবং সৌরভ নেত্রাভালকার।

রিটেনশন প্লেয়ার: ক্রিস জর্ডান, ক্রিস লিন, গেরহার্ড ইরাসমাস, জেমস ভিন্স, জেমি ওভারটন, অয়ন আফজাল খান, কার্লোস ব্র্যাথওয়েট, রেহান আহমেদ, রিচার্ড গ্লিসন, সঞ্চিত শর্মা এবং শিমরন হেটমায়ার।

আইএল টি টোয়েন্টি ২০২৪ এমআই এমিরেটস স্কোয়াড

নতুন সাইনিং: ওডেন স্মিথ, বিজয়কান্ত ভিয়াস্কান্ত আকিল হোসেইন, আম্বাতি রায়ডু, কোরি অ্যান্ডারসন, কুসল পেরেরা, নস্টুশ কেনজিগে এবং ওয়াকার সালামখেইল।

রিটেনশন প্লেয়ার: ডোয়াইন ব্রাভো, ফজলহক ফারুকি, জর্ডান থম্পসন, কাইরন পোলার্ড, ম্যাককেনি ক্লার্ক, আন্দ্রে ফ্লেচার, ড্যানিয়েল মসলি, মোহাম্মদ ওয়াসিম, নিকোলাস পুরান, ট্রেন্ট বোল্ট, উইল স্মিড এবং জহুর খান।

আইএল টি টোয়েন্টি ২০২৪ শারজাহ ওয়ারিয়র্স স্কোয়াড

নতুন সাইনিং: জেমস ফুলার, জনসন চার্লস, কুসল মেন্ডিস, লুইস গ্রেগরি, মহেশ থিকশানা, মার্ক ওয়াট, মার্টিন গাপটিল, শন উইলিয়ামস, ক্রিস সোল, ড্যানিয়েল সামস, দিলশান মধুশঙ্কা এবং কায়েস আহমেদ।

রিটেনশন প্লেয়ার: জুনায়েদ সিদ্দিক, মার্ক ডেয়াল, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, ক্রিস ওকস, জো ডেনলি এবং টম কোহলার-ক্যাডমোর।

Visited 36 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page