বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড পরিসংখ্যান, হেড টু হেড

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড পরিসংখ্যান, হেড টু হেড

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড পরিসংখ্যান, হেড টু হেড
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড পরিসংখ্যান, হেড টু হেড

নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাথে বাংলাদেশ বহুবার একে অপরের মুখোমুখি হয়েছে। আজকের পোষ্টে আমরা জানাবো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড পরিসংখ্যান, হেড টু হেড মুখোমুখি ও আলাদা ভাবে দেওয়া হলো T20, ODI, TEST ও CRICKET WORLD CUP, এর দুইদলের পরিসংখ্যান।

বাংলাদেশ ক্রিকেট ম্যাচ সকলের কাছে উৎসবের মতো, বাংলাদেশ ভালো পারফরম্যান্স না করতে পারলেও বার বার ব্যর্ততায় দিয়ে শুরু তাদের, মাঝে মাঝে তাদের থেকে উপরের রেংকিংয়ে থাকা দলকে নাকানিচুবানি খাওয়ায়।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ পরিসংখ্যান

নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার মুখোমুখি হয়েছে বাংলাদেশের সাথে, ৬ ম্যাচে রেকর্ড পরিমাণ ৬ টায় জয় পায় নিউজিল্যান্ড। অপরদিকে ওয়ানডে বিশ্বকাপের একবারেও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ।

পরিসংখ্যানমোটবাংলাদেশ জিতেছেনিউজিল্যান্ড জিতেছেটাই/ফলাফল হয়নি
বাংলাদেশে
নিউজিল্যান্ডে
রেজাল্ট নেয়

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওডিআই পরিসংখ্যান

ওডিআই বিশ্বকাপ বাদেও বাংলাদেশ ও নিউজিল্যান্ড একে অপরকে বিরুদ্ধে লড়াই করেছে ৪১ ম্যাচে, যেখানে সর্বোচ্চ জয় পেয়েছে নিউজিল্যান্ড ৩০ টা ও বাংলাদেশ জয় পেয়েছে ১০ টায় বাকি একটি ম্যাচের কোনো রেজাল্ট হয়নি।

আইসিসির ওয়ানডে রেংকিংয়ে নিউজিল্যান্ডের বর্তমান অবস্থান ৬ নাম্বারে ও বাংলাদেশ ৭ নাম্বারে। নিউজিল্যান্ড থেকে একধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

পরিসংখ্যানমোটবাংলাদেশ জিতেছেনিউজিল্যান্ড জিতেছেটাই/ফলাফল হয়নি
বাংলাদেশ৪১১০
নিউজিল্যান্ডে৪১৩০
রেজাল্ট নেয়

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি পরিসংখ্যান

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের পরিসংখ্যান দেখলে দেখা যা টি টোয়েন্টি ফরম্যাটে এইদলগুলো হেড টু হেড মুখোমুখি হয়েছে ১৭ বার, যেখানে বাংলাদেশ ক্রিকেট দল জয় পেয়েছে মাত্র তিনটি (৩) টে বাকি ১৪ ম্যাচে হেসেখেলে জিত নিশ্চিত করে নিউজিল্যান্ডরা।

পরিসংখ্যানমোটবাংলাদেশ জিতেছেনিউজিল্যান্ড জিতেছেটাই/ফলাফল হয়নি
বাংলাদেশ১৭
নিউজিল্যান্ডে১৭১৪
রেজাল্ট নেয়

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ টেস্ট  পরিসংখ্যান

ওয়ানডে ও টি টোয়েন্টি মতো টেস্ট ক্রিকেটও বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে পড়াজয় হয় সবচেয়ে বেশি বার, ১৭ ম্যাচে নিউজিল্যান্ডের জিত ১৩ টায় ও বাংলাদেশের ১ টা বাকি তিনটা টেস্ট খেলা ড্র ঘোষণা করা হয়।

পরিসংখ্যানমোটবাংলাদেশ জিতেছেনিউজিল্যান্ড জিতেছেটাই/ফলাফল হয়নি
বাংলাদেশ১৭
নিউজিল্যান্ডে১৭১৩
ড্র
ম্যাচ শেষে আপডেট দেওয়া হবে পরিসংখ্যান র্বোড।
Visited 26 times, 5 visit(s) today

InfoZoneBD Editor

এই ব্লগ সাইটের মাধ্যমে আপনি বিভিন্ন জানা ও অজানা সকল তথ্য জানতে পারবেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে, এই ওয়েবসাইটের প্রতিটি তথ্য আপনার দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করবে। এই সাইটের সমস্ত তথ্য বিশ্বস্ত সূত্রের মাধ্যমে সংগ্রহ করা হয়। তাই প্রতিদিন আমাদের বাংলার ব্লগস সাইটের প্রতিটি পোস্টে চোখ রাখুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page