আবুধাবি টি১০ লিগ ২০২৩ সব দলের স্কোয়াড

আবুধাবি টি১০ লিগ ২০২৩ সব দলের স্কোয়াড ঘুছিয়ে ফেলা হয়েছে। abu dhabi t10 league 2023 আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফট, প্লেয়ার রিটেইন এবং সরাসরি সাইনিং এর মাধ্যমে abu dhabi t10 league 2023 এর সবগুলো দল তাদের স্কোয়াড ঘুছিয়ে ফেলেছে। গত ৯ অক্টোবর আবুধাবি টি ১০ লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে প্রায় ৭৮২ জন ক্রিকেটার নিলামে নাম লেখান।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ সব দলের স্কোয়াড
আবুধাবি টি১০ লিগ ২০২৩ সব দলের স্কোয়াড

সেখান থেকে আবুধাবি টি১০ লিগে অংশগ্রহণ করা ৮ টি দল তাদের স্কোয়াড ঘুছাতে ক্রিকেটার সংগ্রহ করে। abu dhabi t10 league 2023 প্লেয়ার্স ড্রাফট শেষে অনেক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছে। চলুন একনজরে প্লেয়ার্স ড্রাফট শেষে আবুধাবি টি১০ লিগের দলগুলো কেমন হয়ছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ দলসমূহ

abu dhabi t10 league 2023 এ মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। নিচে আবুধাবি টি১০ লিগ ২০২৩ এ অংশগ্রহণ করা দলগুলোর তালিকা দেওয়া হলো।

  • বাংলা টাইগার্স।
  • টিম আবুধাবি।
  • চেন্নাই ব্রের্বস।
  • ডেকান গ্ল্যাডিয়েটরস।
  • দিল্লি বুলস।
  • মরিসভিল স্যাম্প আর্মি।
  • নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।
  • নর্দান ওয়ারিয়র্স।

এই দলগুলোকে নিয়ে ২০২৩ আবুধাবি টি১০ লিগ আয়োজিত হবে।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ সব দলের স্কোয়াড

আবুধাবি টি১০ লিগ ২০২৩ কে সামনে রেখে সবগুলো দল তাদের শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে। বিশ্বের অনেক নামি-দামি ক্রিকেটার রয়েছেন সেই তালিকায়। নিচে আবুধাবি টি১০ লিগ ২০২৩ সব দলের স্কোয়াড সম্পর্কে আলোচনা করা হলো।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ বাংলা টাইগার্স স্কোয়াড

সাকিব আল হাসান (আইকন), ইফতিখার আহমেদ, মাথিশা পাথিরানা, রোহান মুস্তাফা, ড্যানিয়েল সামস, কার্লোস ব্র্যাথওয়েট, আজম খান, তাসকিন আহমেদ, কুসাল মেন্ডিস, ডমিনিক ড্রেকস, রিইস টপলি, সাইম আইয়ুব, মতিউল্লাহ খান, হায়দার আলী, আব্দুল গাফফার, অমর্ত্য কৌল, রাসি ভ্যান ডের ডুসেন ও রবিন উথাপ্পা।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ টিম আবুধাবি স্কোয়াড

ফিলিপ সল্ট (আইকন), টাইমাল মিলস, অ্যালেক্স হেলস, নুর আহমদ, কাইল মায়ার্স, ডোয়াইন প্রিটোরিয়াস, রুম্মান রইস, লিউস ডি প্লোয়, মোহাম্মদ নওয়াজ, কিমো পল, কলিন ইনগ্রাম, আসিফ খান, আলিশান শরাফু, ইথান ডি’সুজা, মোহাম্মদ ও দিলশান মাদুশঙ্কা।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ চেন্নাই ব্রের্বস স্কোয়াড

জেসন রয় (আইকন), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, হাসান আলী, ওবেদ ম্যাকওয়, সিকান্দার রাজা, ইমরান তাহির, জর্জ মুন্সে, কোবে হার্ফ্ট, রিচার্ড নাগারভা, জুনায়েদ সিদ্দিক, অয়ন খান, বৃত্তি অরবিন্দ, কাই স্মিথ, স্টিফেন এস্কিনাজি ও স্যাম কুক।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ ডেকান গ্ল্যাডিয়েটরস স্কোয়াড

নিকোলাস পুরান (আইকন), আন্দ্রে রাসেল, টম কোহলার-ক্যাডমোর, জোশুয়া লিটল, জহুর খান, শেরফেন রাদারফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, জো ক্লার্ক, জহির খান, ওয়াকার সালামখেইল, মোহাম্মদ জাহিদ, নভ পাবরেজা, খাজা নাফে, ডেভিড উইজ, নুয়ান থুশারা, ট্রেন্ট বোল্ড ও ইমাদ ওয়াসিম।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ দিল্লি বুলস স্কোয়াড

কুইন্টন ডি কক (আইকন), রোভম্যান পাওয়েল, ডোয়াইন ব্রাভো, রিলি রোসো, ফজায়েল ফারুকী, আম্বাতি রায়ডু, নবীন-উল হক, জেমস ভিন্স, উসমান খান, রিচার্ড গ্লিসন, ডুনিথ ওয়েলালেজ, মুহাম্মদ রোহিদ খান, ওয়াসিম আকরাম, আলী আবিদ, সুফিয়ান মুকিন, জনসন চার্লস, উসামা মীর ও আব্বাস আফ্রিদি।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ মরিসভিল স্যাম্প আর্মি স্কোয়াড

মঈন আলী, মহেশ থিকশানা, বাসিল হামিদ, করিম জানাত, ফাফ ডু প্লেসিস, জেসন হোল্ডার ও ডিওয়াল্ড ব্রাভিস, জর্জ গারটন, বাস ডি লিড, আন্দ্রিস গাউস, নাজিবুল্লাহ জাদরান, সালমান ইরশাদ, আনশ ট্যান্ডন, মুহাম্মদ ইরফান, তাদিওয়ানাশে মারুমনি, পিটার হাটজোগলো, মনঙ্ক প্যাটেল ও ওবুস পিনার।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ নিউ ইয়র্ক স্ট্রাইকার্স স্কোয়াড

কাইরন পোলার্ড (আইকন), আকিল হোসেইন, মুহাম্মদ ওয়াসিম, সুনীল নারিন, মোহাম্মদ আমির, শোয়েব মালিক, রহমানুল্লাহ গুরবাজ, ওডিয়ান স্মিথ, মোহাম্মদ হারিস, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে, কুশল পেরেরা, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, সিপি রিজওয়ান, লাসিথ ক্রসপুলে, উইল জ্যাকস ও আলী খান।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ নর্দান ওয়ারিয়র্স স্কোয়াড

ওয়ানিন্দু হাসারাঙ্গা (আইকন), কেনার লুইস, অ্যাডাম হোস, জেমস নিশাম, হজরতুল্লাহ জাজাই, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কলিন মুনরো, রোমারিও শেফার্ড, মোহাম্মদ হাসনাইন, তাবরেজ শামসি, জিয়াউর রহমান, রাহুল চোপড়া, রমিজ শাহজাদ, কাউনাইন আব্বাস, শামার জোসেফ, অঙ্কুর সাংওয়ান ও অভিমন্যু মিঠুন।

আবুধাবি টি১০ ২০২৩ বাংলাদেশি ক্রিকেটার তালিকা

চলুন একনজরে দেখে নেয়া যাক যে সকল বাংলাদেশি ক্রিকেটার আবুধাবি টি১০ লিগ ২০২৩ এ দল পেলেন তার তালিকা।

সাকিব আল হাসান, তাসকিন আহমেদ (বাংলা টাইগার্স), জিয়াউর রহমান (নর্দান ওয়ারিয়র্স।

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আবুধাবি টি ১০ লিগ ২০২৩ আসরে এই ক্রিকেটাররা দল পেয়েছেন।

Visited 337 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page