পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান ১০০% নির্ভুল

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর অধীনে প্রাণরসায়নবিদ পদের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই আজকে এখানে পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান সকল বিষয়ের উপর (গণিত ব্যতীত)।

 

পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান ১০০% নির্ভুল
পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান ১০০% নির্ভুল

পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান:

পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান পাওয়ার জন্য এখানে পেশকৃত সম্পূর্ণ প্রশ্নের সমাধান ভালভাবে পড়ুন। যে উত্তরগুলো পড়লে আপনি পরবর্তী পরীক্ষায় ভাল করতে পারবেন ইনশাআল্লাহ।

আরো পড়ুন: এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, যোগ্যতা ও পদ্ধতি

পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান বাংলা:

নিম্নে বাংলা বিষয়ের উপর নির্ভুল পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান দেওয়া হলো।

১. ‘মেঘনাদবধ কাব্যে’র কবির নাম কী?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. মাইকেল মধুসূধন দত্ত
ঘ. নবীনচন্দ্র সেন

সঠিক উত্তর: গ. (মাইকেল মধুসূদন দত্ত)

২. ‘বাংলা গদ্যের জনক’ কাকে বলা হয়?

ক. ঈশ্বর গুপ্ত
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. প্যারীচাঁদ মিত্র
খ. ঈশ্চরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তর: খ. (ঈশ্চরচন্দ্র বিদ্যাসাগর)

৩. ‘সংশপ্তক’ উপন্যাসের লেখক কে?

ক. জহির রায়হান
খ. শহীদুল্লা কায়সার
গ. হুমায়ূন আহমেদ
ঘ. সেলিনা হোসেন

সঠিক উত্তর: খ. শহীদুল্লা কায়সার

৪. ‘যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে’- এটি কোন ধরনের বাক্য?

ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. প্রশ্নবোধক

সঠিক উত্তর: খ. জটিল

৫. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়?

ক. দিবা রাত্রির কাব্য
খ. পদ্মানদীর মাঝি
গ. পুতুল নাচের ইতিকথা
ঘ. তিতাস একটি নদীর নাম

সঠিক উত্তর: ঘ. তিতাস একটি নদীর নাম

৬. বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সূত্রপাত করে কোন পত্রিকাটি?

ক. ধূমকেতু
খ. শিখা
গ. ভারতী
ঘ. সওগাত

সঠিক উত্তর: খ. শিখা

৭. ‘শেষের কবিতা’ কোন ধরনের গ্রন্থ?

ক. কাব্য
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. নাটক

সঠিক উত্তর: খ. উপন্যাস

আরো পড়ুনঃ সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর’২৩)

সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর'২৩)
সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ [জানুয়ারি-ডিসেম্বর’২৩)
৮. ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে রচিত?

ক. মুক্তিযুদ্ধ
খ. ভাষা আন্দোলন
গ. দেশবিভাগ
ঘ. তেভাগা আন্দোলন

সঠিক উত্তর: খ. ভাষা আন্দোলন

৯. ‘কিংবদন্তি’ শব্দটির অর্থ কী?

ক. বিখ্যাত
গ. জনশ্রুতি
খ. অদ্ভুত
ঘ. কিংকর্তব্যবিমূঢ়

সঠিক উত্তর: ক. বিখ্যাত

১০.কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা?

ক. বাঁধনহারা
খ. ছাড়পত্র
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. পথের দাবী

সঠিক উত্তর: ক. বাঁধনহারা

১১.নিচের কোনটি শব্দের আগে বসে?

ক. প্রত্যয়
খ. বিভক্তি
গ. উপসর্গ
ঘ. অনুসর্গ

সঠিক উত্তর: গ. উপসর্গ

১২.উৎস বা উৎপত্তি অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি
ভাগে ভাগ করা যায়?

ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি

সঠিক উত্তর: গ. পাঁচটি

ব্যাখ্যা উৎস বা উৎপত্তি অনুসারে, বাংলা ভাষার শব্দসমূহ ৫ ভাগে বিভক্ত। যথা: তৎসম শব্দ, অর্ধ-তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। উল্লেখ্য, নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ ।

১৩. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. সত্যেন্দ্ৰনাথ দত্ত
ঘ. আল মাহমুদ

সঠিক উত্তর: খ. মাইকেল মধুসূদন দত্ত

১৪.কোন শব্দটি তৎসম শব্দ?

ক. চন্দ্ৰ
গ. বেগম
খ. হাত
ঘ. লুঙ্গি

সঠিক উত্তর: ক. চন্দ্র

১৫.কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়?

ক. ১৮৫৭
খ. ১৮০১
গ. ১৮৬১
ঘ. ১৮৯৯

সঠিক উত্তর: খ. ১৮০১

১৬.রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় কোনটি?

ক. চিত্রা
খ. অগ্নিবীণা
গ. সোনার তরী
ঘ. সেজুতি

সঠিক উত্তর: খ. অগ্নিবীণা

১৭. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির কবি কে?

ক. মাহবুব আলম চৌধুরী
খ. শামসুর রাহমান
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. নির্মলেন্দু গুণ

সঠিক উত্তর: গ. আবু জাফর ওবায়দুল্লাহ

১৮. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?

ক. ভাষা আন্দোলন
খ. মুক্তিযুদ্ধ
গ. মন্বন্তর
ঘ. প্রেম

সঠিক উত্তর: খ. মুক্তিযুদ্ধ

১৯.’গড্ডলিকা প্রবাহ’ এর প্রকৃত অর্থ কী?

ক. অন্ধ অনুকরণ
খ. কাণ্ডজ্ঞানহীন
গ. প্রবাহিত
ঘ. আলসেমি

সঠিক উত্তর: ক. অন্ধ অনুকরণ

২০. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. চর্যাপদ
গ. বৈষ্ণব পদাবলী
ঘ. মঙ্গলকাব্য

সঠিক উত্তর: খ. চর্যাপদ

পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান ইংরেজি:

আপনি যদি পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান ইংরেজি বিষয়ের উপর পেতে চান তাহলে নিম্নের দেওয়া সমাধান ভালভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে এসব প্রশ্ন পরবর্তী যেকোন চাকরির পরীক্ষায় আসে। তাই এই উত্তরগুলো ভালভাবে পড়লে পরবর্তী পরীক্ষায় ভুল করার চান্স কম থাকে।

২১. Fill in the blank with appropriate preposition : You should abide … the rules of the hostel.
ক. in
খ. by
গ. on
ঘ. from

সঠিক উত্তর: খ. by

২২.Which of the following sentences is correct?

ক. Tell me what is life.
খ. Tell me how is life.
গ. Tell me what life is.
ঘ. Do you know what is life?

সঠিক উত্তর: গ. Tell me what life is

২৩.What is the noun of ‘solvent’?

ক. Solvency
খ. Decency
গ. Secrecy
ঘ. Urgency

সঠিক উত্তর: ক. Solvency

২৪.Fill up the blank with meaningful word:

Birds of the same … flock together.
ক. colour
খ. feather
গ. nature
ঘ. wings

সঠিক উত্তর: খ. feather

২৫.The antonym of imprudent?

ক. unwise
খ. judicious
গ. reckless
ঘ. hasty

সঠিক উত্তর: ক. unwise

২৬.‘Hard nut to crack’ means-

ক. tasty nuts
গ. strong
খ. hard object
ঘ. difficult problem .

সঠিক উত্তর: ঘ. difficult problem

২৭. I am hand and glove with him. Here ‘hand and glove’ means-

ক. hand shake
খ. very intimate
গ. Enmity
ঘ. cold weather

সঠিক উত্তর: খ. very intimate

২৮. A thing of beauty is a joy forever’- Who is the poet?

ক. W. B. Yeats
খ. P. B. Shelley
গ. John Keats
ঘ. Shakespeare

সঠিক উত্তর: গ. John Keats

২৯. Identify the correct spelling:

ক. incumbent
খ. incumbant
গ. incambent
ঘ. vincambant

সঠিক উত্তর: ক. incumbent

৩০. Complete the sentence: If we studied well, we-

ক. may pass
খ. might pass
গ. will pass
ঘ. may have passed,

সঠিক উত্তর: খ. might pass

৩১. Put the appropriate preposition to fill up the blank: I have no aspiration…. riches.

ক. on
খ. to
গ. in
ঘ. for

সঠিক উত্তর: ঘ. For

৩২. It is our central library. The underlined word is a-

ক. noun
খ. adjective
গ. pronoun
ঘ. preposition

সঠিক উত্তর: খ. adjective

৩৩. What is the noun of the word ‘do’?

ক. Deed
খ. Doing
গ. Done
ঘ. did

সঠিক উত্তর: ক. Deed

৩৪. Past Participle form of ‘telecast’ is-

ক. telecasting
খ. telecast
গ. telecasted
ঘ. telecasten

সঠিক উত্তর: খ. telecast

৩৫. Full expression of N.B is-

ক. Take Notice
খ. Nota Bene
গ. Note Before
ঘ. Note Better

সঠিক উত্তর: গ. Note Before

৩৬. Are you … the right track?

ক. in
খ. on
গ. at
ঘ. of

সঠিক উত্তর: খ. On

৩৭. The verb of ‘Variation’ is-

ক. Vary
খ. Various
গ. Variable
ঘ. Varied point

সঠিক উত্তর: ক. Vary

৩৮. Which one is a plural pronoun?

ক. News
খ. Mathematics
গ. Economics
ঘ. Crises

সঠিক উত্তর: ঘ. Crises

৩৯. ‘Hardly’ means-

ক. Always
খ. Almost never
গ. Positively
ঘ. Regularly

সঠিক উত্তর: খ. Almost never

৪০. A statement based on supposition is said to be-

ক. Distorted
খ. Erroneous
গ. Hypothetical
ঘ. Ambiguous

সঠিক উত্তর: গ. Hypothetical

পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান সাধারণ জ্ঞান:

পিএসসি যেসব চাকরির পরীক্ষা নেয় সেসব পরীক্ষায় মূলত পূর্বের চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই কমন ১০০% পাবেন বলে আশা করি। কারণ, প্রতিটি পরীক্ষায় এ নিয়ম অনুসরণ করলে ভাল পাওয়া যাবে। তাই এখানে সাধারণ জ্ঞানের উপর পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান ১০০% নির্ভুল উত্তর পেশ করা হলো।
৪১. বাংলাদেশে সংবিধানের মূলনীতি কয়টি?

ক. ১০টি
খ. ৮টি
গ. ৪টি
ঘ. ৬টি

সঠিক উত্তর: গ. ৪টি

৪২. ‘মুজিবনগর সরকার’ গঠিত হয় কবে?

ক. ২৬ মার্চ, ১৯৭১
খ. ৭ মার্চ, ১৯৭১
গ. ১০ এপ্রিল, ১৯৭১
ঘ. ১৭ এপ্রিল, ১৯৭১ উ. গ

সঠিক উত্তর: গ. ১০ এপ্রিল, ১৯৭১

৪৩. বাংলাদেশের সাথে PTA (Preferential Trade Agreement) সম্পাদনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ
কোনটি?

ক. ভারত
খ. ভুটান
গ. নেপাল
ঘ. মালদ্বীপ

সঠিক উত্তর: খ. ভুটান

৪৪. ‘বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

ক. টেমস
খ. বুড়িগঙ্গা
গ. শীতলক্ষা
ঘ. ব্রহ্মপুত্র

সঠিক উত্তর: খ. বুড়িগঙ্গা

৪৫. সংবিধানের কোন সংশোধনীতে জাতীয় সংসদে মহিলা আসন ৫০-এ বৃদ্ধি করা হয়েছে?

ক. ৭ম
খ. ১৫ তম
গ. ১২তম
খ. ১৫তম

সঠিক উত্তর: খ. ১৫ তম

৪৬. পাটের জন্ম রহস্য উদ্ভাবনকারী বিজ্ঞানী হলেন-

ক. ফরিদুল আলম
খ. মতিউল আলম
গ. মিজামুল আলম
ঘ. মাকসুদুল আলম

সঠিক উত্তর: ঘ. মাকসুদুল আলম

৪৭. ‘টুংগীপাড়া’ কোন নদীর তীরে অবস্থিত?

ক. পদ্মা
খ. বাইগার
গ. মধুমতি
ঘ. পায়রা

সঠিক উত্তর: খ. বাইগার

৪৮. বার্ড (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি) কোথায় অবস্থিত ?

ক. কুমিল্লা
গ. রংপুর
খ. বগুড়া
ঘ. জামালপুর

সঠিক উত্তর: ক. কুমিল্লা

৪৯. ‘উয়ারী-বটেশ্বর’ কোন জেলায় অবস্থিত?

ক. দিনাজপুর
খ. ঢাকা
গ. নরসিংদী
ঘ. বগুড়া

সঠিক উত্তর: গ. নরসিংদী

৫০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কখন দেয়া হয়?

ক. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
গ. ১৯৭১ সালের ৭ মার্চ
ঘ. ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি
ঘ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি

সঠিক উত্তর: ক. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

৫১. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কত?

ক. ১০টি
খ. ১৫টি
গ. ২০টি
ঘ. ২৯টি

সঠিক উত্তর: খ. ১৫টি

৫২. UNHCR এর সদর দপ্তর কোথায়?

ক. রোম
খ. লন্ডন
গ. ব্রাসেলস
ঘ. জেনেভা

সঠিক উত্তর: ঘ. জেনেভা

৫৩. BIMSTEC এর সদর দপ্তর কোথায়?

ক. ব্যাংকক
খ. দিল্লী
গ. ঢাকা
ঘ. বেইজিং

সঠিক উত্তর: গ. ঢাকা

৫৪. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদর দপ্তর কোথায়?

ক. ঢাকা
খ. লন্ডন
গ. নিউইয়র্ক
ঘ. জেনেভা

সঠিক উত্তর: ঘ. জেনেভা

৫৫. বিখ্যাত ‘ওয়াল স্ট্রিট’ কোথায় অবস্থিত?

ক. লন্ডন
খ. হংকং
গ. টোকিও
ঘ. ওয়াশিংটন

ব্যাখ্যা: সঠিক উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

৫৬. আরব বসন্তের সূচনা কোথায় হয়?

ক. মিশর
খ. তিউনিসিয়া
গ. ইরান
ঘ. সিরিয়া

সঠিক উত্তর: খ. তিউনিসিয়া

৫৭. সম্প্রতি গাড়িবোমা হামলায় কোন দেশের পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন?

ক. সৌদি আরব
খ. লেবানন
গ. সিরিয়া
ঘ. ইরান

সঠিক উত্তর: ঘ. ইরান

৫৮. ইউরোপীয়দের মধ্যে প্রথম কারা বাংলায় ব্যবসার উদ্দেশ্যে আসে?

ক. ইংরেজ
খ. পর্তুগীজ
গ. ফরাসি
ঘ. ওলন্দাজ

সঠিক উত্তর: খ. পর্তুগীজ

৫৯. নিচের কোনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয়?

ক. সুইডেন
খ. ইতালি
গ. ডেনমার্ক
ঘ. নরওয়ে

সঠিক উত্তর: খ. ইতালি

৬০. জাতিসংঘের কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস’ ঘোষণা করে?

ক. UNESCO
খ. UNDP
গ. UNICEF
ঘ. ILO

সঠিক উত্তর: ক. UNESCO

শেষকথা:

পরিশেষে বলা যায় যে, আপনারা এতক্ষণে গণিত ব্যতীত বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে আসা পিএসসি প্রাণরসায়নবিদ পদের প্রশ্নের সমাধান পড়লেন। প্রশ্নের উত্তরে ভুল পেলে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Visited 29 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page