কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ | সকল দলের হেড টু হেড পরিসংখ্যান

কে কোন গ্রুপে কোপা আমেরিকা ২০২৪ বাংলাদেশ

আমরা এখানে জানব কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ এর কে কোন গ্রুপে রয়েছে

গ্রুপ এ তে রয়েছে ফুটবলের সবচেয়ে হট ফেভারিট দল আর্জেন্টিনা। এ দল খেলবে পেরু এবং চিলির সাথে।

অন্যদিকে বি গ্রুপে রয়েছে ফুটবলের র‍্যাংকিংয়ে যে দেশ প্রায়ই টপে থাকে ভেনিজুয়েলা খেলবে মেক্সিকো, ইকুয়েডর এবং জ্যামাইকার সাথে।

সি গ্রুপে উরুগুয়ে সবচেয়ে ভাল খেলছে। তাই এ দল খেলবে পানামা, বলিভিয়া এবং ইউএসএ এর সাথে।

ডি গ্রুপের খেলাগুলো অনেক জমবে এবার। কারণ এ গ্রুপে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া এবং প্যারাগুয়ের মত শক্তিশালী দল।

  • গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু ও চিলি।
  • গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
  • গ্রুপ সি: ইউএসএ, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
  • গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া প্যারাগুয়ে

কোপা আমেরিকা ২০২৪ গ্রুপভিত্তিক সময়সূচি

এখান থেকে গ্রুপভিত্তিক কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ দেখে নিন।

গ্রুপ ‘এ’ সময়সূচি 

আমি আগেই জানিয়েছি যে গ্রুপ এ তে রয়েছে আর্জেন্টিনা, পেরু এবং চিলি। আর এদের সাথে যোগ দেব্ব প্লেঅফ বিজয়ী (১) দল ত্রিনিদাদ এন্ড টোব্যাকো।

তারিখ ম্যাচ ভেন্যু
২০ জুন, ২০২৪ আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম
২১ জুন, ২০২৪ পেরু বনাম চিলি  এটিএন্ডটি স্টেডিয়াম
২৫ জুন, ২০২৪  চিলি বনাম আর্জেন্টনা  মেটলাইফ স্টেডিয়াম
২৫ জুন, ২০২৪  পেরু বনাম প্লে-অফ বিজয়ী  চিলড্রেন’স মার্সি পার্ক
২৯ জুন, ২০২৪  আর্জেন্টিনা বনাম পেরু  হার্ড রক স্টেডিয়াম
২৯ জুন, ২০২৪  প্লে-অফ বিজয়ী বনাম চিলি  এক্সপ্লোরিয়া স্টেডিয়াম

গ্রুপ ‘বি’

গ্রুপ বি তে রয়েছে মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকার মত শক্তিশালী দল। নিচ থেকে দেখে নিন কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ এর গ্রুপ বি এর দল। সেসাথে গ্রুপ বি এর কোন স্টেডিয়ামে খেলা হবে তাও দেখে নিন।

তারিখ ম্যাচ ভেন্যু
২২ জুন, ২০২৪ মেক্সিকো বনাম জ্যামাইকা এনআরজি স্টেডিয়াম
২২ জুন, ২০২৪ ইকুয়েডর বনাম ভেনিজুয়েলা লিভাই’স স্টেডিয়াম
২৬ জুন, ২০২৪  ইকুয়েডর বনাম জ্যামাইকা অ্যালিজায়ান্ট স্টেডিয়াম
২৬ জুন, ২০২৪ ভেনিজুয়েলা বনাম মেক্সিকো সোফি স্টেডিয়াম
৩০ জুন, ২০২৪ জ্যামাইকা বনাম ভেনিজুয়েলা কিউটু স্টেডিয়াম
৩০ জুন, ২০২৪ মেক্সিকো বনাম ইকুয়েডর  স্টেট ফার্ম স্টেডিয়াম

গ্রুপ ‘সি’

গ্রুপ সি তে রয়েছে যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া। তাদের কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ এর ভেন্যুগুলো দেখে নিন।

তারিখ ম্যাচ ভেন্যু
২৩ জুন, ২০২৪  যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া এটিএন্ডটি স্টেডিয়াম
২৩ জুন, ২০২৪ উরুগুয়ে বনাম পানামা হার্ড রক স্টেডিয়াম
২৭ জুন, ২০২৪ উরুগুয়ে বনাম বলিভিয়া মেটলাইফ স্টেডিয়াম
২৭ জুন, ২০২৪ পানামা বনাম যুক্তরাষ্ট্র মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম
১ জুলাই, ২০২৪ বলিভিয়া বনাম পানামা এক্সপ্লোরিয়া স্টেডিয়াম
১ জুলাই, ২০২৪  যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে অ্যারোহেড স্টেডিয়াম

গ্রুপ ‘ডি’  

সবশেষে গ্রুপ ডি তে আছে ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২) থেকে উঠে আসা কোস্টারিকা অথবা হন্ডুরাস।

তারিখ ম্যাচ ভেন্যু
২৪ জুন, ২০২৪ ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী সোফি স্টেডিয়াম
২৪ জুন, ২০২৪ কলম্বিয়া বনাম প্যারাগুয়ে এনআরজি স্টেডিয়াম
২৮ জুন, ২০২৪  কলম্বিয়া বনাম প্লে-অফ বিজয়ী স্টেটফার্ম স্টেডিয়াম
২৮ জুন, ২০২৪  প্যারাগুয়ে বনাম ব্রাজিল অ্যালিজায়ান্ট স্টেডিয়াম
২ জুলাই, ২০২৪ প্লে-অফ বিজয়ী বনাম প্যারাগুয়ে কিউটু স্টেডিয়াম
২ জুলাই, ২০২৪ ব্রাজিল বনাম কলম্বিয়া লিভাই’স স্টেডিয়াম

কোয়ার্টার ফাইনাল কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ

এখান থেকে দেখে নিন কোয়ার্টার ফাইনালের কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের ম্যাচ আগামী ৪ জুলাই ২০২৪ তারিখে শুরু হবে।

তারিখ ম্যাচ ভেন্যু
৪ জুলাই, ২০২৪  গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানারআপ  এনআরজি স্টেডিয়াম
৫ জুলাই, ২০২৪  গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানারআপ  এটিএন্ডটি স্টেডিয়াম
৬ জুলাই ২০২৪ গ্রুপ ‘সি’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ রানারআপ অ্যালিজায়ান্ট স্টেডিয়াম
৬ জুলাই ২০২৪ গ্রুপ ডি বিজয়ী বনাম গ্রুপ ‘সি’ রানারআপ স্টেটফার্ম স্টেডিয়াম

সেমিফাইনালের কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ

কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ এর সেমিফাইনাল ম্যাচ হবে ৯ ও ১০ জুলাই ২০২৪ ম্যাচ।

তারিখ ম্যাচ ভেন্যু
৯ জুলাই, ২০২৪ কোয়ার্টার ফাইনাল ‘১’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘২’ বিজয়ী মেটলাইফ স্টেডিয়াম
১০ জুলাই, ২০২৪ কোয়ার্টার ফাইনাল ‘৩’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘৪’ বিজয়ী ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম

কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ এর তৃতীয় স্থান নির্ধারণ 

কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ এর তৃতীয় স্থান নির্ধারণের খেলা হবে ১৩ জুলাই ২০২৪।

তারিখ ম্যাচ ভেন্যু
১৩ জুলাই, ২০২৪ সেমিফাইনাল ‘১’ পরাজিত দল বনাম সেমিফাইনাল ‘২’ পরাজিত দল ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম

ফাইনাল ম্যাচ কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ

ফাইনাল ম্যাচের কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ হবে ১৪ জুলাই ২০২৪ তারিখ। এখান থেকে জেনে নিন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ কবে হবে।

তারিখ ম্যাচ ভেন্যু
১৪ জুলাই, ২০২৪ সেমিফাইনাল ‘১’ বিজয়ী বনাম সেমিফাইনাল ‘২’ বিজয়ী হার্ড রক স্টেডিয়াম

কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ সম্পর্কে আরো প্রশ্নোত্তর:

কোপা আমেরিকা 2024 টিকেট কবে?

কোপা আমেরিকা ২০২৪ এর টিকেটের জন্য আপনাকে copaamerica.com এ সাইন আপ করতে হবে এবং ইহার টিকেট আগামী মাসের জানুয়ারির মাঝামাঝির দিকে পাওয়া যাবে।

কোপা আমেরিকা মানে কি?

উইকিপিডিয়ার মতে, কোপা আমেরিকা প্রতিযোগিতাটি ১৯১৬ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়। এটি মূলত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল, অতঃপর ১৯৭৫ সালে বর্তমান নামে পরিবর্তন করা হয়েছে। এটি বর্তমানে চলমান প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি বিশ্বের তৃতীয় সর্বাধিক দেখা ফুটবল প্রতিযোগিতা।

কোপা আমেরিকায় আর্জেন্টিনা কতবার জিতেছে

কোপা আমেরিকায় আর্জেন্টিনা পনের বার টুর্নামেন্ট জিতেছে।

ব্রাজিল কতবার কোপা আমেরিকায় অংশগ্রহণ করেনি।

ব্রাজিল ১৯২৬ সাল থেকে ১৯৩৫ সাল পর্যন্ত মোট ১০ বার কোপা আমেরিকায় অংশগ্রহণ করেন নি। 

আমেরিকা কি কোপা আমেরিকার অংশ

উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো কোপা আমেরিকার অংশ। কনমেবলের কোপা আমেরিকায় ১৬ টি দল থাকবে, যার মধ্যে ছয়টি কনকাকাফ আমন্ত্রিত রয়েছে: 2023-24 নেশন্স লিগের সেমিফাইনালিস্ট মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, জ্যামাইকা এবং পানামা , পাশাপাশি প্লে-ইন গেমের দুই বিজয়ী (কানাডা বনাম ত্রিনিদাদ এবং টোবাগো, কোস্টারিকা বনাম হন্ডুরাস) যেটি 23 মার্চ অনুষ্ঠিত হবে।

কোপা আমেরিকা কি ২ বছর পর পর হয়

না, কোপা আমেরিকা প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়। 

কোপা আমেরিকা ব্রাজিল কতবার জিতেছে

কোপা আমেরিকা ব্রাজিল ৯ বার জিতেছে।

Tag:কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি (গ্রুপ,দল,পয়েন্ট টেবিল) PDF, Copa America 2024 schedule, ২০২৪ সালের কোপা আমেরিকার সময়সূচি

শেষকথা:

উপরে আমি কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কোপা আমেরিকার খেলা শুরু হলে প্রতিটি ম্যাচের আপটুডেট পরিসংখ্যান জানানো হবে।

Visited 1,038 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page