কোন দলের কোন মার্কা বরাদ্দ রয়েছে | ১২তম জাতীয় সংসদ নির্বাচন 2024

আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচন 2024 এ কোন দলের কোন মার্কা বরাদ্দ রয়েছে তা নিয়ে আজকের এই আয়োজন। আজকে এখানে প্রতিটি দলের মার্কা নিয়ে আলোচনা করব। 

 

কোন দলের কোন মার্কা বরাদ্দ রয়েছে ১২তম জাতীয় সংসদ নির্বাচন 2024
কোন দলের কোন মার্কা বরাদ্দ রয়েছে ১২তম জাতীয় সংসদ নির্বাচন 2024

কোন দলের কোন মার্কা

নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলসহ দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক দলগুলোর মার্কা জানা জরুরি। কারণ ভোটাররা ভোট দিতে গেলে নির্বাচনী প্রতীক না জেনে থাকলে তারা কাকে ভোট দিবে বা না দিবে এ ব্যাপারে সংশয় সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন সকল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ করেছে। আসুন নিচ থেকে জেনে নিই যে কোন দলের কোন মার্কা বরাদ্দ রয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থীর অনুকূলে বরাদ্দযোগ্য সংরক্ষিত প্রতীকসমূহ হলো-

আরো পড়ুনঃ প্রিজাইডিং অফিসারের প্রধান কাজ কি | প্রিজাইডিং অফিসার হওয়ার যোগ্যতা 2024

অনেকেই বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা জানতে চান। আবার এখানে আপনি বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যাও জানতে পারবেন।

ক্র. নং নিবন্ধিত রাজনৈতিক দল সভাপতির নাম মহাসচিব/ সাধারণ সম্পাদকের নাম মার্কার নাম (কোন দলের কোন মার্কা)

 

০১. লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল.ডি.পি) অলি আহমেদ রেদোয়ান আহমেদ ছাতা
০২. জাতীয় পার্টি (জে.পি) আনোয়ার হোসেন মঞ্জু এম.পি শেখ শহীদুল ইসলাম বাইসাইকেল
০.৩. বাংলাদেশের সাম্যবাদী দল- এম.এল- (সাম্যবাদী দল- এম.এল)  

মিঃ দিলীপ বড়ুয়া

 

মিঃ দিলীপ বড়ুয়া

চাকা
০৪. কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক গামছা
০৫. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সি পি বি) মোহাম্মদ শাহ আলম

 

রুহিন হোসেন প্রিন্স

 

কাস্তে
০৬. বাংলাদেশ আওয়ামী লীগ (আওয়ামী লীগ) শেখ হাসিনা এমপি ওবায়দুল কাদের এমপি নৌকা
০৭. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ
০৮. গণতন্ত্রী পার্টি ব্যারিষ্টার মোঃ আরশ আলী ডাঃ শাহাদাত হোসেন কবুতর
০৯. বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ) আইভি আহমেদ মোহাম্মদ আলী ফারুক কুঁড়ে ঘর
১০. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (ওয়ার্কার্স পার্টি) রাশেদ খান মেনন এমপি ফজলে হোসেন বাদশা এমপি হাতুড়ী
১১. বিকল্পধারা বাংলাদেশ (বিডিবি) অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মেজর (অবঃ) আবদুল মান্নান কুলা
১২. জাতীয় পার্টি (জাপা) গোলাম মোহাম্মদ কাদের এমপি মোঃ মুজিবুল হক এমপি লাঙ্গল
১৩. জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (জাসদ) হাসানুল হক ইনু এমপি

 

শিরীন আখতার, এম.পি মশাল
১৪. জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (জেএসডি) আ স ম আবদুর রব

 

জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন তারা
১৫. জাকের পার্টি মোস্তফা আমীর ফয়সল এজাজুর রসুল গোলাপ ফুল
১৬. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কমরেড বজলুর রশীদ ফিরোজ কমরেড বজলুর রশীদ ফিরোজ মই
১৭. বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (বিজেপি) ব্যারিষ্টার আন্দালিভ রহমান গরুর গাড়ী
১৮. বাংলাদেশ তরিকত ফেডারেশন (বি টি এফ) আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এম পি জনাব আলহাজ্ব ডঃ সৈয়দ রেজাউল হক চাঁদপুরী ফুলের মালা
১৯. বাংলাদেশ খেলাফত আন্দোলন হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী রহ. মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বটগাছ
২০. বাংলাদেশ মুসলিম লীগ বেগম জুবেদা কাদের চৌধুরী আলহাজ্ব কাজী আবুল খায়ের হারিকেন
২১. ন্যাশনাল পিপলস পার্টি (এন.পি.পি) শেখ ছালাউদ্দিন ছালু

 

মোঃ ইদ্রিস চৌধুরী আম
২২. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাওলানা শায়খ জিয়া উদ্দিন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ
২৩. গণফোরাম (গণফোরাম) ড. কামাল হোসেন ডা. মোঃ মিজানুর রহমান উদীয়মান সূর্য
২৪. গণফ্রন্ট (জি.এফ) মোঃ জাকির হোসেন (কর আইনজীবি) আহমেদ আলী শেখ (এডভোকেট সুপ্রীম কোর্ট) মাছ
২৫. বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) জেবেল রহমান গাণি এম. গোলাম মোস্তফা ভুইয়া গাভী
২৬. বাংলাদেশ জাতীয় পার্টি প্রফেসর ডাঃ এম. এ. মুকিত জাফর আহমেদ জয় কাঁঠাল
২৭. ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (আই.এফ.বি) সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর চেয়ার
২৮. বাংলাদেশ কল্যাণ পার্টি (কল্যাণ পার্টি) মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক আবদুল আউয়াল মামুন হাতঘড়ি
২৯. ইসলামী ঐক্যজোট (আই.ও.জে) হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী মুফতী ফয়জুল্লাহ মিনার
৩০. বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মুহাম্মদ ইসমাঈল নূরপুরী মাওলানা মামুনুল হক রিক্সা
৩১. ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ইউনুস আহম্মেদ সেখ হাতপাখা
৩২. বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (BIF) মাওলানা এম,এ, মতিন অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ মোমবাতি
৩৩. বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) সাইফুল হক কোদাল
৩৪. খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ ড. আহমদ আবদুল কাদের দেওয়াল ঘড়ি
৩৫. বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম হাত (পাঞ্জা)
৩৬. বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) জনাব আবু লায়েস মুন্না জনাব মোঃ শাহজামাল আমিরুল ছড়ি
৩৭. বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন
৩৮. জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ববি হাজ্জাজ হুমায়ুন পারভেজ খান সিংহ
৩৯. বাংলাদেশ কংগ্রেস (কংগ্রেস)- এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম ডাব
৪০. তৃণমূল বিএনপি এ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা মেজর (অবঃ) ডাঃ শেখ হাবিবুর রহমান সোনালী আঁশ
৪১. ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ (ইনসানিয়াত) ইমাম আবু হায়াত মো: রেহান আফজাল (রাহবার) আপেল
৪২. বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) শরীফ নুরুল আম্বিয়া নাজমুল হক প্রধান মটরগাড়ি (কার)
৪৩. বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি এন এম) ডঃ আব্দুর রহমান মেজর মুহাঃ হানিফ (অবঃ) নোঙ্গর
৪৪. বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ সরকার একতারা

স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোন দলের কোন মার্কা বরাদ্দ

উপরিউক্ত নিবন্ধিত রাজনৈতিক দলের কোন দলের কোন মার্কা সত্বেও নিম্নে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুকূলে বরাদ্দযোগ্য প্ৰতীকসমূহ হলো-

  1. কলার ছড়ি
  2. বেলুন
  3. কাঁচি
  4. কেটলি
  5. খাট
  6. রকেট
  7. মাথাল
  8. ফ্রিজ
  9. সোফা
  10. ঘণ্টা
  11. স্যুটকেস
  12. দোলনা
  13. ট্রাক
  14. আলমিরা
  15. ঈগল
  16. তবলা
  17. থালা
  18. তরমুজ
  19. ঢেঁকি
  20. দালান
  21. চার্জার লাইট
  22. ফুলকপি
  23. মোড়া
  24. বাঁশি
  25. বেঞ্চ

নির্বাচন সংক্রান্ত পোস্টগুলি দেখুনঃ

কোন দলের কোন মার্কা নিয়ে সবচেয়ে জিজ্ঞাসিত প্রশ্ন

বাংলাদেশের জাতীয় নির্বাচনের কোন দলের কোন মার্কা রয়েছে তা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন। নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি

বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম হলো বাংলাদেশ সুপ্রিম পার্টি।

বাংলাদেশের রাজনৈতিক দল কতটি

বাংলাদেশের রাজনৈতিক দল সর্বমোট ৪৯টি। তবে ৪ টি নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। তাই বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলো হলো সর্বমোট ৪৪ টি।  

নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা

বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪ টি। 

বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংগঠন কোনটি?

বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংগঠন এর নাম হলো বাংলাদেশ আওয়ামীলীগ। 

পড়তে পারেনঃ নির্বাচনে ভোটারদের করণীয় 2024 | দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন?

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার, যেখানে সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

বাংলাদেশের রাজনৈতিক দল কয়টি ও কি কি?

বাংলাদেশের রাজনৈতিক দল হলো সর্বমোট ৪৯ টি (৫ টি বাতিল), আর নিবন্ধিত রাজনৈতিক দল হলো ৪৪ টি। নিবন্ধিত রাজনৈতিক দলের নাম উপরে দেওয়া আছে।

বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংগঠন কোনটি?

বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংগঠন দুটি, যথা বাংলাদেশ আওয়ামীলীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শেষকথাঃ

সবেশেষে বলা যায় যে, প্রতিটি নাগরিকের বাংলাদেশের নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক কোন দলের কোন মার্কা জেনে ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়া উচিত। এখানে আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

Visited 205 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page