এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট সময়সূচি, দল, স্কোয়াড, লাইভ

Asian games 2023 চীনে অনুষ্ঠিত হবে। প্রতি চার বছর পর পর এশিয়ান গেমসের আয়োজন করা হয়। এশিয়ান প্রায় সব দেশের অ্যাথলেটিকস এবং ফুটবল ও ক্রিকেট দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। ২০২৩ এশিয়ান গেমস আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২২ এশিয়ান গেমস মূলত ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত হচ্ছে তাই অনেকেই এই আসরকে ২০২৩ এশিয়ান গেমস আসর বলছে। যদিও এটি ২০২২ এশিয়ান গেমস আসর হবে।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট সময়সূচি, দল, স্কোয়াড, লাইভ
এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট সময়সূচি, দল, স্কোয়াড, লাইভ

এশিয়ান গেমসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হলো ক্রিকেট। ২০২২ এশিয়ান গেমসের ক্রিকেট আসরে এবার টি টোয়েন্টি ফরম্যাটে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বছর এশিয়ান গেমসের ক্রিকেট ম্যাচগুলি চীনের হাংচৌ প্রদেশের ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে অনুষ্ঠিত হবে। নিচে এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট সময়সূচি, দল, স্কোয়াড, লাইভ দেখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

2023 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

2023 সালে এশিয়ান গেমস চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে। অলিম্পিকের আদলে গড়ে তুলা এই টুর্নামেন্টটি প্রতি চার বছর পরপর এশিয়ান অঞ্চলের দল গুলোকে নিয়ে আয়োজিত হয়ে থাকে। ক্রিকেট ফুটবল ছাড়াও অলিম্পিকের মতো অনেক ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়ে থাকে এশিয়ান গেমসে।

2026 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে

2026 এশিয়ান গেমস জাপানে অনুষ্ঠিত হবে। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের আসর। নায়োগা জাপানের তৃতীয় শহর যেখানে এশিয়ান গেমস ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট দল

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট ইভেন্টে মোট ১৮ টি দল অংশগ্রহণ করছে। নিচে এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেটে অংশগ্রহণ করা দলগুলোর তালিকা দেওয়া হলো।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট দল তালিকা: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, আরব আমিরাত, হংকং, ওমান, মালেশিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, চীন, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ভুটান ও সিঙ্গাপুর।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট সময়সূচি

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট ইভেন্ট ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে। নিচে এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট সময়সূচি দেওয়া হলো।

তারিখ সেশন সময় ম্যাচ গ্রুপ হোম/ এওয়ে পর্যায়
২৮ সেপ্টেম্বর
বৃহস্পতিবার
সিকেটি১৪ ৯:০০ ওমান বনাম সৌদি আরব
সিকেটি১৫ ১৪:০০ হংকং বনাম সিঙ্গাপুর
২৯ সেপ্টেম্বর শুক্রবার সিকেটি১৬ ৯:০০ বাহরাইন বনাম মালেশিয়া
সিকেটি১৭ ১৪:০০ নেপাল বনাম ইন্দোনেশিয়া
৩০ সেপ্টেম্বর শনিবার সিকেটি১৮ ৯:০০ কাতার বনাম কুয়েত
সিকেটি১৯ ১৪:০০ আরব আমিরাত বনাম ভুটান
১ অক্টোবর রবিবার সিকেটি২০ ৯:০০ আফগানিস্তান বনাম চীন
সিকেটি২১ ১৪:০০ ম্যাচ ১ জয়ী বনাম ম্যাচ ২ জয়ী
২ অক্টোবর সোমবার সিকেটি২২ ৯:০০ ম্যাচ ৩ জয়ী বনাম ম্যাচ ৪ জয়ী
সিকেটি২৩ ১৪:০০ ১০ ম্যাচ ৫ জয়ী বনাম ম্যাচ ৬ জয়ী
৪ অক্টোবর বুধবার সিকেটি২৪ ৯:০০ ১১ কলিফায়ার১ পাকিস্তান বনাম ম্যাচ ৮ জয়ী কলিফায়ার
সিকেটি২৫ ১৪:০০ ১২ কলিফায়ার২ শ্রীলঙ্কা বনাম ম্যাচ ৯ জয়ী কলিফায়ার
৫ অক্টোবর বৃহস্পতিবার সিকেটি২৬ ৯:০০ ১৩ কলিফায়ার৩ বাংলাদেশ বনাম ম্যাচ ১০ জয়ী কলিফায়ার
সিকেটি২৭ ১৪:০০ ১৪ কলিফায়ার৪ ভারত বনাম ম্যাচ ৭ জয়ী কলিফায়ার
৬ অক্টোবর শুক্রবার সিকেটি২৬ ৯:০০ ১৫ সেমিফাইনাল১ কলিফায়ার ১ জয়ী বনাম কলিফায়ার ৪ জয়ী সেমিফাইনাল
সিকেটি২৭ ১৪:০০ ১৬ সেমিফাইনাল২ কলিফায়ার ২ জয়ী বনাম কলিফায়ার ৩ জয়ী সেমিফাইনাল
৭ অক্টোবর শনিবার সিকেটি২৮ ৯:০০ ১৭ ব্রঞ্চ সেমিফাইনাল ১ পরাজিত বনাম সেমিফাইনাল ২ পরাজিত ৩/৪
সিকেটি২৯ ১৪:০০ ১৮ সোনা সেমিফাইনাল ১ জয়ী বনাম সেমিফাইনাল ২ জয়ী ফাইনাল

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট সব দলের স্কোয়াড

এশিয়ান গেমসকে সামনে রেখে ক্রিকেট ইভেন্টে অংশগ্রহণ করা সব গুলো দল তাদের স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। নিচে এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেটে অংশগ্রহণ করা সব দলের স্কোয়াড সম্পর্কে আলোচনা করা হলো।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট ভারত স্কোয়াড

রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, শিবম মাভি, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আরর্শদীপ সিং, শিবম দুবে এবং প্রভসিমরণ সিং।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট বাংলাদেশ স্কোয়াড

সাইফ হাসান (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলী, জাকের আলী অনিক, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন ইমন, রকিবুল হাসান, তানভীর ইসলাম, সুমন খান ও রিশাদ হোসেন।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেটের জন্য দল ঘোষণা করলে এখানে আপডেট দেওয়া হবে। 

এশিয়া গেমস ২০২৩ ক্রিকেট লাইভ

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট ইভেন্ট হলো এশিয়ান গেমসের ১৯ তম আসর। এশিয়ান গেমস ২০২৩ এর সকল ইভেন্টে লাইভ দেখা যাবে Sony Pictures Networks India এ। আপনি বাংলাদেশ ভারত এমনকি বিশ্বের যে কোন প্রান্ত থেকে এশিয়ান গেমস ২০২৩ লাইভ দেখতে পারবেন ।

Visited 22 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page