ইউনিয়ন সমাজকর্মী বেতন গ্রেড | পদোন্নতি | প্রস্তুতি ও পরীক্ষা পদ্ধতি

সুপ্রিয় চাকরি প্রার্থী, আজ আমি আপনাদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী কাজ কি, এদের বেতন গ্রেড ও পদোন্নতি এবং পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইউনিয়নের সমাজকর্মীদের বছরে একবার নিয়োগ করে। তাই এ পদের বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা জানা জরুরি। 

 

ইউনিয়ন সমাজকর্মী বেতন গ্রেড  পদোন্নতি  প্রস্তুতি ও পরীক্ষা পদ্ধতি
ইউনিয়ন সমাজকর্মী বেতন গ্রেড পদোন্নতি প্রস্তুতি ও পরীক্ষা পদ্ধতি

 

DSS বলতে কি বুঝায়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরটি অনুষ্ঠিত। সমাজসেবা অধিদপ্তরের ইংরেজি নাম Department of Social Service বা DSS নামে পরিচিত। 

আরো পড়ুনঃ ১ম গ্রুপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তারিখ ঘোষণা (রংপুর, সিলেট বরিশাল বিভাগ)

সমাজসেবা অধিদফতরের মিশন এবং ভিশন 

বাংলাদেশ সরকারের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি সমন্বিত ও টেকসই উন্নয়ন করাই সমাজসেবা অধিদপ্তরের মূল মিশন। 

সরকারের স্থায়ী এবং অস্থায়ী সম্পদের সর্বোত্তম সুষম ব্যবহারের মাধ্যমে জনগণের দ্বার প্রান্তে সামাজিক সেবা প্রদান করা এবং ইহার মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমানের সংকল্পবদ্ধভাবে সামাজিক উন্নয়ন সাধন করাই সমাজসেবা অধিদপ্তরের মূল মিশন ও ভিশন হিসেবে পরিগণিত। 

আরো দেখুনঃ কিভাবে ব্যতিক্রমী কায়দায় সকল বিসিএস ক্যাডার পছন্দ করবেন

ইউনিয়ন সমাজকর্মী কাজ কি 

সাধারণত ইউনিয়ন সমাজকর্মী বলতে যারা সমাজের উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন তাদের বুঝিআমরা অনেকেই জানি গত ২১ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন সমাজকর্মীর লিখিত পদের পরীক্ষা। ইউনিয়ন সমাজকর্মীর লিখিত পদের পরীক্ষা দেশের বিভিন্ন জেলা শহরে অনুষ্ঠিত হয়েছিল। তাই যারা ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা দিয়েছেন তারা অধিকাংশই জানেন যে ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি ? এক কথায় বলতে গেলে ইউনিয়ন সমাজাকর্মীরা হচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মী হিসেবে বিবেচিত। তাই অন্যান্য কর্মীর মতই ইউনিয়ন সমাজকর্মীর কার্যক্রম কম নয়। আমরা এখানে ইউনিয়ন সমাজকর্মীর কাজ এবং কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত জানব।  

  • সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং এ কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার এবং বাস্তবায়ন করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। 
  • মাঠপর্যায়ের স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা।
  • সামাজিক নিরাপত্তার সকল প্রকল্প/ সুযোগ সুবিধা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা। 
  • পল্লী সমাজসেবা কার্যক্রম গ্রহণ বাস্তবায়ন। 
  • পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান করা।  
  • এসিড দগ্ধ জনগণদের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা। 
  • বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি/ উপবৃত্তি প্রদান করার কাজে সহায়তা প্রদান করা। 
  • মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদানে হাতে হাত রেখে কাজ করা। 
  • স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে অস্বচ্ছল, বয়স্ক, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের সেবা প্রদান করা এবং তার তালিকা প্রণয়নে সাহায্য করা। 
  • সদর উপজেলা হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের কিছু শাখা রয়েছে যেখানে ইউনিয়ন সমাজকর্মীর ব্যাসিক কিছু কাজ আছে যেমনঃ রোগীরা যেন হয়রানির শিকার না হয় তার তদারকি করা। এছাড়াও অস্বচ্ছল রোগীদের ঔষধ আনয়নে সহযোগিতা করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। 

এছাড়াও একজন ইউনিয়ন সমাজকর্মী দপ্তরের কার্যক্রম এবং সেবা মাঠপর্যায় পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “দপ্তরের যেকোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মূল হোতা হিসেবে ইউনিয়ন সমাজকর্মী কাজ করে থাকেন।” 

এ সম্পর্কে এই পোস্ট পড়ুনঃ এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, যোগ্যতা ও পদ্ধতি

ইউনিয়ন সমাজকর্মী পদোন্নতি

বাংলাদেশ সরকারের প্রতিটি প্রতিটি প্রতিষ্ঠানেই কম বেশি পদোন্নতি রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরও এর ব্যতিক্রম নয়। তাই ইউনিয়ন সমাজকর্মী থেকে সাধারণত ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতি পাওয়া যায় এবং ফিল্ড সুপারভাইজার পদ থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে কিছু শর্তসাপেক্ষে পদোন্নতি পাওয়া যায় মর্মে জানা গেছে। 

ইউনিয়ন সমাজকর্মী গ্রেড ও বেতন 

ইউনিয়ন সমাজকর্মী গ্রেড হলো ১৬ তম যা সরকারের ৩য় শ্রেণি হিসেবে পরিগণিত। একজন ইউনিয়ন সমাজকর্মী সাধারণত ২০১৫ সালের সর্বশেষ পে স্কেল এর ঘোষণা অনুযায়ী সর্বসাকুল্যে মূল বেতন ৯,৩০০- ২২,৪৯০/- টাকা বেতন পাবেন। 

একজন ইউনিয়ন সমাজকর্মীর মোট বেতন হিসাব করতে গেলে দাঁড়ায় মূল বেতন ৯,৩০০+ স্থান ভেদে মূল বেতনের ৫০% অর্থাৎ ৪,৭৫০+ চিকিৎসা ভাতা-১৫০০+ টিফিন ভাতা হিসেবে ২০০ টাকা পাবেন। ইউনিয়ন সমাজকর্মী সর্বমোট বেতন ১৫,৭৫০/- টাকা বেতন পাবেন। 

আও পড়ুনঃ বিসিএস পরীক্ষা পদ্ধতি সম্পর্কে গোপনীয় ট্রিক্স জানুন

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাঃ

ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর থেকে অনেকে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা কবে হবে তা নিয়ে প্রশ্ন করে আসছিলেন। কিন্তু ইহার তারিখ আমাদের অজানা থাকার কথা না। কারণ গত ১৬ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ থেকে ইউনিয়ন সমাজকর্মী পদের এডমিট কার্ড উত্তোলনের জন্য প্রতিটি প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস প্রেরণ করা হয়েছিল। সে মেসেজের প্রেক্ষিতে বলা যায় যে ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা গত ২১ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার ব্যাপারে সমাজসেবা অধিদপ্তর ১৮ অক্টোবর ২০২২ খ্রি. তারিখের ৭৭৯ নং স্মারকে সমাজকর্মী (ইউনিয়ন) পদে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, “সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) পদে আগামী ২১ অক্টোবর ২০২২, শুক্রবার, সকাল ১০.০০ টায় অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার ‘কক্ষ পরিদর্শকদের জন্য নির্দেশিকা (ভার্সন-১.০০)’ এর ৪ নং পৃষ্ঠার ‘লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে’ মর্মে উল্লেখ রয়েছে। তবে পরীক্ষার্থীদের জন্য প্রেরিত প্রবেশপত্রের সাধারণ নির্দেশাবলী’ তে জাতীয় পরিচয়পত্রের উল্লেখ না থাকায় প্রবেশপত্রের নির্দেশাবলী অনুসরণ করতে নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।” 

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রশ্ন, পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতি

এখানে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রশ্ন, পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো। প্রকাশিত এডমিট কার্ডের তথ্য অনুযায়ী ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা এমসিকিউ আকারে হলে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে সর্বমোট ৭০ নম্বরে অনুষ্ঠিত হবে। 

ইউনিয়ন সমাজকর্মী সাজেশনঃ 

এখানে ইউনিয়ন সমাজকর্মী সাজেশন আলোচনা করা হলো।

ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়ােগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য

  • MCQ পরীক্ষা: ৭০ নম্বর।
  • মান বন্টন:- বাংলা ২০ + ইংরেজি ২০ + গণিত ১৫ + সাধারণ জ্ঞান ১৫
  • প্রথমেই সমাজসেবা অধিদপ্তরে বিগত ৫-৬ বছরের প্রশ্নসমূহ ২০২২ ও ২০২৩ সালের সহ বিভিন্ন নিয়ােগ পরীক্ষার প্রশ্ন পড়তে হবে। 
  • বিসিএস প্রিলির বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং বাংলাদেশ অংশ পড়ুন। 

বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকসমূহঃ

নিচে ইউনিয়ন সমাজকর্মীর জন্য বাংলা ব্যাকরণ বিষয়ে সাজেশন যা টপিকভিত্তিক তুলে ধরছি।

  • বাংলা ব্যাকরণ :
  • বিরামচিহ্ন
  • বানান শুদ্ধিকরণ
  • বাক্য সংকোচন
  • বাগধারা
  • ধ্বনি ও বর্ণ
  • শব্দ
  • সন্ধি বিচ্ছে
  • সমাস
  • কারক

ইউনিয়ন সমাজকর্মীর জন্য বাংলা সাহিত্য 

আপনারা এখানে ইউনিয়ন সমাজকর্মীর জন্য বাংলা সাহিত্যের সাজেশন যা টপিকভিত্তিক তুলে ধরার চেষ্টা করেছি।

  • সাহিত্যের যুগ বিভাগ 
  • গুরুত্বপূর্ণ উক্তি 
  • ছদ্মনাম, উপাধি 
  • কাজী নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • জসিম উদদীন 
  • মাইকেল মধুসূদন দত্ত

ইউনিয়ন সমাজকর্মীর জন্য ইংরেজি 

আপনারা এখানে ইউনিয়ন সমাজকর্মীর জন্য ইংরেজি সাজেশন যা টপিকভিত্তিক তুলে ধরার চেষ্টা করেছি।

  • Synonyms
  • Antonyms
  • Parts of Speech
  • Number
  • Gender
  • Right form of verb
  • Voice
  • Narration
  • Phrase and Idioms
  • Correct Spelling
  • Proverbs

ইউনিয়ন সমাজকর্মীর জন্য গণিত

আপনারা এখানে ইউনিয়ন সমাজকর্মীর জন্য গণিতের সাজেশন যা টপিকভিত্তিক তুলে ধরার চেষ্টা করেছি।

  • মৌলিক সংখ্যা
  • সূচক ও লগ 
  • ঐকিক নিয়ম
  • ধারা 
  • গড়
  • কোণ
  • অনুপাত
  • বৃত্ত
  • লসাগু ও গসাগু
  • চতুর্ভুজ
  • মান নির্ণয়
  • ক্ষেত্রফল
  • উৎপাদক

ইউনিয়ন সমাজকর্মীর জন্য সাধারণ জ্ঞান

আপনারা এখানে ইউনিয়ন সমাজকর্মীর জন্য সাধারণ জ্ঞানের সাজেশন যা টপিকভিত্তিক তুলে ধরার চেষ্টা করেছি।

  • বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ
  • জাতিসংঘ
  • বাংলাদেশের জাতীয় বিষয়াবলি
  • ০ বিশ্বকাপ ফুটবল
  • কৃষি ও অর্থনীতি
  • T20 বিশ্বকাপ 
  • আদমশুমারি
  • রাশিয়া-ইউক্রেন 
  • কর্ণফুলি টানেল
  • নােবেল পুরষ্কার
  • পদ্ম সেতু।
  • সাম্প্রতিক আন্তর্জাতিক মেট্রো রেল
  • সাম্প্রতিক বাংলাদেশ

শেষকথাঃ

এতক্ষণ সমাজসেবা অধিদফতরের মিশন এবং ভিশন, ইউনিয়ন সমাজকর্মী কাজ কি ,  ইউনিয়ন সমাজকর্মী পদোন্নতি, ইউনিয়ন সমাজকর্মী গ্রেড ও বেতন এবং ইউনিয়ন সমাজকর্মী সাজেশন (বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এবং ইংরেজি) সম্পর্কে জানলেন।

Visited 515 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page