[আজকে অনুষ্ঠিত] ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান

সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে
আজকের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান আলোচনা করা হলো। যেখানে বাংলা, ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসেছে। অফিস সহকারীর পূর্বের বছর থেকে অনেক প্রশ্ন কমন এসেছে। সেগুলো সমাধান করলেই এসব পরীক্ষায় কমন পাওয়া যায়। আপনি যদি ট্যুরিজম বোর্ডের সাইট দেখতে চান তাহলে এখানে দেখে আসতে পারেন।

[আজকে অনুষ্ঠিত] ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান
[আজকে অনুষ্ঠিত] ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বাংলা

এখানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বাংলা দেওয়া হলো।

১। অর্থসহ বাক্য রচনা করুন:

ক) নিরানব্বইয়ের ধাক্কা = সঞ্চয়ের প্রবৃত্তি

খ) পত্রপাঠ = তৎক্ষণাৎ

গ) অঙ্কুশ তাড়না = অন্তর্গত আঘাত

২। শুদ্ধ করে লিখুন:

ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত

⇒ আপনি সপরিবারে আমন্ত্রিত

খ) অন্ন অভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার

⇒ অন্ন অভাবে ঘরে ঘরে হাহাকার

গ) দ ঈশ্বর ভূত

⇒দশচক্রে ভগবান ভূত।

ঘ) বিদ্যান ব্যক্তিরা দরিদ্রতার স্বীকার হন

⇒ বিদ্বান ব্যক্তিরা দরিদ্রতার স্বীকার হন

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ২০২৩ | এক নজরে সকল তথ্য 2023-24

৩। ব্যাসবাক্যসহ সমাস লিখুন:

ক) শশাঙ্ক = শশ অঙ্ক যার -বহুব্রীহি

খ) বিজয়পতাকা = বিজয় নির্দেশক পতাকা – মধ্যপদলোপী কর্মধারয়

গ) চৌরাস্তা = চৌ রাস্তার সমাহার -দ্বিগু

ঘ) স্থিরপ্রতিজ্ঞ = স্থির প্রতিজ্ঞা যার বহুব্রীহি

৪। বাংলায় অনুবাদ করুন:

The Sundarbans cover 1000 Square Kilometers of land and water in Ganges Delta. It contains the world’s largest area of natural mangrove forests. 60% of this forest occur in Bangladesh; the remainder in India. The area has both local and global significance due to its diversity, uniqueness, biological productivity and rich ecosystems, with a number of rare and endangered species living in the forest, including tigers, aquatic mammals, birds and reptiles.

আরো পড়ুনঃ (ব্যাখ্যাসহ) প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক প্রশ্ন সমাধান 2023

উত্তর: সুন্দরবন গাঙ্গেয় ব-দ্বীপের ১,০০০ বর্গকিলোমিটার ভূমি ও জল জুড়ে। এটি প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের বিশ্বের বৃহত্তম এলাকা ধারণ করে। এই বনের ৬০% বাংলাদেশে রয়েছে; বাকিটা ভারতে। বাঘ, জলজ স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং সরীসৃপ সহ বনে বসবাসকারী বেশ কয়েকটি বিরল এবং বিপন্ন প্রজাতির সাথে এর বৈচিত্র্য, স্বতন্ত্রতা, জৈবিক উত্পাদনশীলতা এবং সমৃদ্ধ বাস্তুতন্ত্রের কারণে এই অঞ্চলটির স্থানীয় এবং বৈশ্বিক গুরুত্ব রয়েছে।

৫। অনুচ্ছেদ লিখুন: এসডিজি অর্জনে পর্যটনের ভূমিকা

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ইংরেজি

এখানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ইংরেজি দেওয়া হলো।

৬। Fill in the blanks

a) A thing of……. is a joy forever.

Answer: beauty

b) Rahim died……. hunger.

Answer: from

c) At pohela Boishakh, there is a festive mood all…… the country.

Answer: over

d) The old road goes…….. the small village.

Answer: through

৭। Make sentences with meaning:

(ক)  song-কবির শেষ রচনা- “The Tempest” is the sawn song of Shakespeare.

(খ) Ponder over-বিবেচনা করা- Please ponder over the matter.

(গ) Die in harness = কর্মরত অবস্থায় মারা যাওয়া-

Dr. Sen died in harness

(ঘ) Slow coach = অলস ব্যক্তি-

A slow coach can not shine in life

৮। Correct the sentences given below:

a) The girl laughed and entered the room.

>The girl entered the room laughing.

b) Paper is made by wood.

>Paper is made from wood.

c) When you have arrived?

>When have you arrived?

d) Who want to go with us?

>Who wants to go with us?

৯। Translate the sentences into English:

“আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আন্তনিয়োগ ও বীল শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে;”

Answer: “Pledging that the high ideals of nationalism, socialism, democracy and to dedicate themselves to, and our brave martyrs to sacrifice their lives in, the national liberation struggle, shall be the fundamental principles of the Constitution;”

১০। Write 08 Sentences about “Green Investment in Tourism”

Green investment in tourism positively impacts environmental aspects such as natural resources (forests, lakes, rivers, water bodies, biodiversity, etc.), emissions (GHG emissions, air pollution), energy, water, and waste, and increases carrying capacity.Green investment is also helpful for local tradition and culture, ensures community participation, and increases tourism receipts. The result areas of green investment in tourism are unique tourism packages (products and activities), tourism segmentations (ecotourism, agro, medical, business, and events), destination management, accommodations (hotel, homestay), instruments (WTP, PES), tour operators and guides and change the behavior of tourists. Green investment is socially acceptable in terms of environmental well-being, health and safety issues, lifestyles, and sustainable manner.

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান গণিত

এখানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান গণিত দেওয়া হলো।

১১। একটি ব্যক্তি ২২০০০ টাকার একটি মোবাইল ফোন কিস্তিতে পরিশোধের মাধ্যমে কিনতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ৫০০ টাকা বেশি। যদি প্রথম কিস্তি ১০০০ টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে তিনি মোবাইল ফোনের দাম পরিশোধ করতে পারবেন এবং সর্বশেষ কিস্তির পরিমাণ কত হবে?

সমাধান মনে করি, কিস্তির সংখ্যা = n

প্রথম কিস্তি, a = 1000; পরপর দুই কিস্তির পার্থক্য, d = 500; মোট ঋণের পরিমাণ, S = 22000.

n সমান্তর ধারার সূত্রমতে, S =n/2{2a+(n-1)d}

বা, 22000= n/2{2* (1000 + (n-1)* 500

বা, 22000 = n/2(2000+500n-500)

বা, 22000 = n/2(500n+1500)

বা, 44000 = n(500n+1500)

বা, 44000= 500n² + 1500n

বা, 440= 5n²+15n

বা, 5n²+15n-440= 0

বা, 5(n²+3n-88)= 0

বা, n²+3n-88= 0

বা, n²+11n-8n-88= 0

বা, n(n+11)-8(n+11)= 0

বা, (n+11) (n-8)=0

বা, (n+11) = 0 অথবা (n-8)=0

n=-11

কিন্তু কিস্তির সংখ্যা ঋণাত্মক হতে পারে না।

n=8

… কিস্তির সংখ্যা ৪টি।

৪ তম কিস্তির পরিমাণ হবে = a + (n-1)d

=1000+(8-1)500

= 4500 টাকা

n=8

উত্তর: কিস্তি দিতে হবে ৮টি এবং সর্বশেষ কিস্তির পরিমাণ ৪৫০০ টাকা

১২। ঘন্টায় ১০০ কি.মি বেগে গমন করলে ১৮০ মিটার দীর্ঘ মেট্রোরেলের ৩২০ মিটার দীর্ঘ একটি মেট্রোস্টেশন প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য ও প্লাটফর্মটির দৈর্ঘ্য অতিক্রম করবে।

সুতরাং, ট্রেনটি মোট অতিক্রম করবে (১৮০ + ৩২০) মিটার বা ৫০০ মিটার

১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড

১০০ কি.মি. = ১০০০০০ মিটার

ট্রেনটি ১,০০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
…………১……… ৩৬০০/১,০০,০০০…
…………৫০০…….৩৬০০*৫০০/১,০০,০০০….

= ১৮ সেকেন্ড

উত্তর: ১৮ সেকেন্ড।

১৩। একজন সাঁতারু স্রোতের প্রতিকূলে বাংলা চ্যানেলে ০৮ ঘন্টায় ৩২ কি.মি যেতে পারেন। স্রোতের অনুকূলে ঐ পথ যেত তার ০৪ ঘন্টা লাগে। স্রোতের বেগ ও সাঁতারুর বেগ নির্ণয় করুন।

সমাধান

সাতারু স্রোতের অনুকূলে ১ ঘন্টায় যায় ৮ কি.মি. সাতারু স্রোতের প্রতিকূলে ১ ঘন্টায় যায় ৪ কি.মি.

আমরা জানি,

সাতারু গতিবেগ= স্রোতের অনুকূলে গতিবেগ+স্রোতের প্রতিকূলে গতিবেগ/২

= ৮+৪/ ২ কি.মি/ঘন্টা

= ৬ কি.মি./ঘণ্টা

স্রোতের বেগ=
স্রোতের অনুকূলে গতিবেগ- স্রোতের প্রতিকূলে গতিবেগ/২

= ৮-৪ ২ = কি.মি/ঘন্টা
=২ কি.মি./ঘন্টা

উত্তর: সাতারুর বেগ ৬ কি.মি/ঘন্টা, স্রোতের বেগ ২ কি.মি/ঘন্টা

১৪। উৎপাদকে বিশ্লেষণ করুন: 2b²c² + 2c²a² + 2a²b² -a4-b4-c4.

সমাধান 2b²c²+2c2a²+2a²b²a²-b²-c -(a²+b²+c²-2ab2bc-2c2a²)

= {(a²)² + (b²)² + (-c²)² + 2a²b² + 2b².(-c²) + 2a².(-c²)-4a2b2} =-{(a²+b²-c²)² – (2ab)²} =-{(a²+b²-c²+2ab) (a²+b²-c²-2ab)} =-{(a+b)²-c²} {(a-b)²-c²}
=(a+b+c)(a+b-c)(a-b-c)(a-b+c)
=(a+b+c)(a+b-c)(a-b+c)(c+b-a) (Answer)

১৫। 2x+x/2=3 হলে: x4+1/x4 এর মান নির্ণয় করুন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান

এখানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান দেওয়া হলো।

১৬। টীকা লিখুন:
ক) স্মার্ট ট্যুরিজম
খ) গ্রাম পর্যটন
গ) রামসার সাইট
ঘ) ব্লু ট্যুরিজম
ঙ) টেকসই পর্যটন

১৭। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি ও কি কি?

উত্তর: ৪টি; স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট

১৮। ডেল্টা প্ল্যান-২১০০ কী?

উত্তর: বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ পরিবেশগত বহুবিদ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার শতবর্ষ ব্যাপী যে দীর্ঘ পরিকল্পনা তৈরি করেছে তা ‘ব-দ্বীপ পরিকল্পনা- ২১০০/ডেল্টা প্লান ২১০০’ নামে পরিচিত।

১৯। কৃত্রিম বুদ্ধিমত্তা কী? ২টি উদাহরণ দিন।

উত্তর: মানুষের চিন্তার আদলে যখন কম্পিউটার বা অন্যকোন যন্ত্র চিন্তা করে ফলাফল দেয় তখন তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। যেমন- রোবট, চ্যাট জিপিটি

২০। Poet of Politics কে এবং কোন প্রতিষ্ঠান এ উপাধি প্রদান করেছে?

উত্তর: শেখ মুজিবুর রহমান; নিউজ উইকস প্রত্রিকা

২১। সর্বেশেষ ফিফা র‍্যাংকিং এ বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের অবস্থান কত?

উত্তর: ১৮৩

২২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কোনটি?

উত্তর: ৪ নভেম্বর

২৩। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: আগ্রাবাদ, চট্টগ্রাম

২৪। মহান মুক্তিযুদ্ধে তারামন বিবির অবদান সম্পর্কে লিখুন?

উত্তর: মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যেমন তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, ঠিক তেমনিভাবে গুপ্তচর হয়ে হানাদারদের ক্যাম্পের গোপন খবর পৌঁছে দিয়েছেন মুক্তিবাহিনীর ক্যাম্পে।

২৫। বাংলাদেশে সাম্প্রতিককালে যোগাযোগ খাতে উদ্বোধন করা হয়েছে এমন ০৪টি মেগা প্রকল্পের নাম লিখুন।

উত্তর: মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলি টানেল ও ঢাকা এলিভেটেড এক্সপেসওয়ে

শেষকথা:

আজ এখানে আপনাদের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ দেওয়া হলো।

Visited 18 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page