কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট

দক্ষিণ আমেরিকার ফুটবল কনমেবল সদস্যপ্রাপ্ত আমেরিকার দেশগুলোকে অন্তর্ভুক্ত করে প্রতি ৩ বছর পর পর অনুষ্ঠিত হয় কোপা আমেরিকা (Copa America)। কোপা আমেরিকা ১৯১৬ সালে প্রথমবারের মতো আয়োজন করার হয়। সেইসময় এই টুর্নামেন্টের নাম ছিল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে। কিন্তু পরবর্তীতে ১৯৭৫ সালে বর্তমান (কোপা আমেরিকা) নামে রাখা হয়। বিশ্বের সবচেয়ে বেশি দেখা স্পোর্টস তালিকায়  কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট অবস্থান করছে তিন নম্বরে।

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট

লাতিন আমেরিকার দেশগুলোর জন্য বেশিরভাগ দেখা হয়ে থাকে এই ফুটবল টুর্নামেন্ট। মাঝে মাঝে খেলা শেষ হলে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট সম্পর্কে জানতে চাই। কোপা আমেরিকা কে কতবার নিয়েছে বা কোপা আমেরিকা ট্রফি কে কতবার জিতেছে? তা জানতে চাই ফুটবল ভক্ত-সমর্থকেরা। তাই আজকের পোষ্ট ভালো বাবে দেখতে হবে আপনাদের। তাহলে কোপা আমেরিকা ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট

আসরসালচ্যাম্পিয়ন দলরানার্স – আপ দল
৪৮২০২৪
৪৭২০২১আর্জেন্টিনাব্রাজিল
৪৬২০১৯ব্রাজিলপেরু
৪৫২০১৬চিলিআর্জেন্টিনা
৪৪২০১৫চিলিআর্জেন্টিনা
৪৩২০১১উরুগুয়েপ্যারাগুয়ে
৪২২০০৭ব্রাজিলআর্জেন্টিনা
৪১২০০৪ব্রাজিলআর্জেন্টিনা
৪০২০০১কলম্বিয়ামেক্সিকো
৩৯১৯৯৯ব্রাজিলউরুগুয়ে
৩৮১৯৯৭ব্রাজিলবলিভিয়া
৩৭১৯৯৫উরুগুয়েব্রাজিল
৩৬১৯৯৩আর্জেন্টিনামেক্সিকো
৩৫১৯৯১আর্জেন্টিনাব্রাজিল
৩৪১৯৮৯ব্রাজিলউরুগুয়ে
৩৩১৯৮৭উরুগুয়েচিলি
৩২১৯৮৩উরুগুয়েব্রাজিল
৩১১৯৭৯প্যারাগুয়েচিলি
৩০১৯৭৫পেরুকলম্বিয়া
২৯১৯৬৭উরুগুয়েআর্জেন্টিনা
২৮১৯৬৩বলিভিয়াপ্যারাগুয়ে
২৭১৯৫৯উরুগুয়েআর্জেন্টিনা
২৬১৯৫৯আর্জেন্টিনাব্রাজিল
২৫১৯৫৭আর্জেন্টিনাব্রাজিল
২৪১৯৫৬উরুগুয়েচিলি
২৩১৯৫৫আর্জেন্টিনাচিলি
২২১৯৫৩প্যারাগুয়েব্রাজিল
২১১৯৪৯ব্রাজিলপ্যারাগুয়ে
২০১৯৪৭আর্জেন্টিনাপ্যারাগুয়ে
১৯১৯৪৬আর্জেন্টিনাব্রাজিল
১৮১৯৪৫আর্জেন্টিনাব্রাজিল
১৭১৯৪২উরুগুয়েআর্জেন্টিনা
১৬১৯৪১আর্জেন্টিনাউরুগুয়ে
১৫১৯৩৯পেরুউরুগুয়ে
১৪১৯৩৭আর্জেন্টিনাব্রাজিল
১৩১৯৩৫উরুগুয়েআর্জেন্টিনা
১২১৯২৯আর্জেন্টিনাপ্যারাগুয়ে
১১১৯২৭আর্জেন্টিনাউরুগুয়ে
১০১৯২৬উরুগুয়েআর্জেন্টিনা
১৯২৫আর্জেন্টিনাব্রাজিল
১৯২৪উরুগুয়েআর্জেন্টিনা
১৯২৩উরুগুয়েআর্জেন্টিনা
১৯২২ব্রাজিলপ্যারাগুয়ে
১৯২১আর্জেন্টিনাব্রাজিল
১৯২০উরুগুয়েআর্জেন্টিনা
১৯১৯ব্রাজিলউরুগুয়ে
১৯১৭উরুগুয়েআর্জেন্টিনা
১৯১৬উরুগুয়েআর্জেন্টিনা

কোপা আমেরিকা ২০২৪ ফুটবল টুনামেন্টের শেষ হলে আপডেট দেওয়া হবে।

কোপা আমেরিকা কত বছর পর পর হয়

কোপা আমেরিকা ১৯১৬ সালে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়।এরপর কোপা আমেরিকা প্রত্যেক তিন (৩) বছর অন্তর আয়োজন করা হয়। যা বর্তমানেও প্রচলিত রয়েছে।

কোপা আমেরিকা আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন

কোপা আমেরিকাতে আর্জেন্টিনা সবচেয়ে সফল দল। তারা এই পর্যন্ত ১৫ বার কোপা আমেরিকার শিরোপা ট্রফি জিতেছে। বর্তমান সময়ে কোপা আমেরিকা খেলা তে ফাইনালে ব্রাজিলের নিজের মাঠে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল।

কোপা আমেরিকা ব্রাজিল কতবার চ্যাম্পিয়ন

আর্জেন্টিনা ও উরুগুয়ে ১৫ জয় নিয়ে সবচেয়ে সফল কোপা আমেরিকাতে। কোপা আমেরিকায় ব্রাজিল ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে।

Visited 111 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page