এশিয়া কাপ ২০২৩ সব দলের স্কোয়াড

এশিয়া কাপ ২০২৩ আগামী ৩০ আগস্ট পাকিস্তানে শুরু হবে। পাকিস্তান বনাম নেপালের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২০২৩ এশিয়া কাপ। তবে এবার প্রথম এশিয়া কাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। তাই ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তবে ২০২৩ এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ শ্রীলঙ্কায় হবে। এশিয়া কাপকে সামনে রেখে এরমধ্যে দল গুছানোর কাজ শুরু করেছে অংশগ্রহণকারী দল সমূহ। কারণ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া অঞ্চলের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই এশিয়ার শ্রেষ্ঠত্ব এশিয়া কাপ ক্রিকেটে চ্যম্পিয়ন হবার জন্য সব দল তাদের পূর্ণাঙ্গ শক্তিশালী স্কোয়াড সাজাই।

এশিয়া কাপ ২০২৩ সব দলের স্কোয়াড
এশিয়া কাপ ২০২৩ সব দলের স্কোয়াড

২০২৩ এশিয়া কাপের স্কোয়াড কেমন হলো কোন দল কেমন স্কোয়াড বানালো তা জানার জন্য ক্রিকেট প্রেমিরা অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন। তাই ক্রিকেট প্রেমীদের মাথায় রেখে আজ আমরা আলোচনা করব এশিয়া কাপ ২০২৩ সব দলের স্কোয়াড সম্পর্কে। তাই এশিয়া কাপ ২০২৩ সব দলের স্কোয়াড জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

এশিয়া কাপ ২০২৩ সব দলের স্কোয়াড

এশিয়া কাপ ২০২৩ এ অংশগ্রহণ করা দলগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। এরিমধ্য সবগুলো দল এশিয়া কাপ ২০২৩ কে সামনে রেখে তাদের স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। নিচে এশিয়া কাপ ২০২৩ এ অংশ নেওয়া সব দলের স্কোয়াড দেওয়া হলো।

এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ দল

খেলোয়াড়
সাকিব আল হাসান (C)
লিটন দাস
নাইম শেখ
নাজমুল হোসেন শান্ত
তৌহিদ হৃদয়
মুশফিকুর রহিম
মেহেদী হাসান মিরাজ
তাসকিন আহমেদ
মুস্তাফিজুর রহমান
নাসুম আহমেদ
ইবাদত হোসেন
শামিম হোসেন
আফিফ হোসেন
তানজিদ আহমেদ তামিম
মেহেদী হাসান
শরিফুল ইসলাম

এশিয়া কাপ ২০২৩ আফগানিস্তান দল

খেলোয়াড়
এইচ শাহিদি (C)
রহমানুল্লা গুরবাজ
ইব্রাহিম জাদরান
রিয়াজ হাসান
রহমত শাহ
নাজিব জাদরান
মোহাম্মদ নাবি
ইকরাম আলী খিল
করিম জানাত
গুলবাদিন নায়েব
রশিদ খান
মুজিব উর রহমান
নূর আহমদ
শরিফউদ্দিন আশরাফ
ফজল হক
আবদুর রহমান

এশিয়া কাপ ২০২৩ পাকিস্তান দল

খেলোয়াড়
বাবর আজম (c)
মোহাম্মদ রিজওয়ান(w)
আব্দুল্লাহ শফিক
ইমাম উল হক
ফখর জামান
সালমান
ইফতেখার আহমেদ
মুহাম্মদ হারিস
সাদাব খান
মুহাম্মদ নেওয়াজ
উসমান মির
ফাহিম আশরাফ
হারিস রউফ
মুহাম্মদ ওয়াসিম
নাসিম শাহ
শাহিন শাহ আফ্রিদি

এশিয়া কাপ ২০২৩ ইন্ডিয়া দল

খেলোয়াড়
রোহিত শর্মা  (c)
হাদ্রিক পান্ডিয়া
শ্রেয়াস আইয়ার
মোহাম্মদ সামি
সূর্যকুমার যাদব
তিলক ভার্মা
ঈশান কিষাণ
রবীন্দ্র জাদেজা
অক্ষর প্যাটেল
শার্দুল ঠাকুর
জাসপ্রিত বুমরা
মোহাম্মদ সিরাজ
কুলদীপ যাদব
প্রসিধ কৃষ্ণ
সঞ্জু স্যামসন
কেএল রাহুল

এশিয়া কাপ ২০২৩ নেপাল দল

খেলোয়াড়
রোহিত পাউডেল (C)
আসিফ শেখ
কুশল ভুর্টেল
ললিত রাজবংশী
ভীম শারকি
কুশল মাল্লা
দীপেন্দ্র সিং আইরি
সন্দীপ লামিছনে
করণ কেসি
গুলশান ঝা
আরিফ শেখ
সোমপাল কামি
প্রতিস জিসি
কিশোর মাহাতো
সুদীপ জোরা
অর্জুন সৌদ

এশিয়া কাপ ২০২৩ শ্রীলঙ্কা দল

খেলোয়াড়
দানুস সানাকা(c)
পথুম নিসাঙ্কা
দিমুথ করুনারত্নে
কুসল জানিথ পেরেরা
কুসল মেন্ডিস
চারিথ আসালাঙ্কা
সামারা
সাদির বিক্রমা
ধনঞ্জয়া ডি সিলভা
দুষণ হেমন্ত
মহেশ থেকশান
কাসুন রাজিথা
দিলশান মাদুশঙ্কা
মাথিশা পাথিরানা
দুনিথ ওয়েলএজ

এশিয়া কাপ স্কোয়াড ২০২২

২০২৩ এশিয়া কাপের স্কোয়াড সম্পর্কে জানার পর চলুন জেনে নেয়া যাক ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের স্কোয়াড কেমন ছিল। কারণ এশিয়া কাপ ২০২২ এর স্কোয়াড সম্পর্কে জানলে আপনি ২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়া কাপের দলগুলোর স্কোয়াডের সাথে ২০২২ এশিয়া কাপের স্কোয়াডের প্রার্থক্য জানতে পারবেন। তাই চলুন এক নজরে জেনে নেয়া যাক ২০২২ এশিয়া কাপ স্কোয়াড সম্পর্কে।

এশিয়া কাপ স্কোয়াড বাংলাদেশ ২০২২

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও নাঈম শেখ।

এশিয়া কাপ স্কোয়াড শ্রীলঙ্কা ২০২২

দাসুন শানাকা (অধিনায়ক), দিলশান মধুশঙ্ক, মাথিশা পাথিরানা, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক) জেফরি ভ্যান্ডারসে, নুয়ান থুশারা, দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফারি বন্দরসে, প্রাভীন জয়উইকরামা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশান ও নুয়ানিন্দু ফার্নান্দো।

এশিয়া কাপ স্কোয়াড পাকিস্তান ২০২২

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), হাসান আলি, শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহনেওয়াজ ধানি ও উসমান কাদির।

এশিয়া কাপ স্কোয়াড আফগানিস্তান ২০২২

মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাবিন উল হক, নুর আহমাদ, রহমানউল্লাহ গুরবাজ, নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমারজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।

এশিয়া কাপ স্কোয়াড ভারত ২০২২

রোহিত শর্মা (অধিনায়ক), আর্শদীপ সিং, রবি বিষ্ণুই, আভেশ খান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরিয়াকুমার ইয়াদব, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক হুদা ও ইয়ুজবেন্দ্র চাহাল।

এশিয়া কাপ স্কোয়াড হংকং ২০২২

নিজাকত খান (অধিনায়ক), কিঞ্চিত শাহ (সহ-অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, ধনঞ্জয় রাও, ওয়াজিদ শাহ, আয়ুস শুক্লা, জিশান আলী, হারুন এরশাদ, মোহাম্মদ গজানফর, বাবর হায়াত, আফতাব হোসেন, আতিক ইকবাল, আইজাজ খান, এহসান খান, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), অহন ত্রিবেদী ও মোহাম্মদ ওয়াহেদ।

Visited 4 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page