সিপিএল ২০২৩ সময়সূচি, ভেন্যু, দল, স্কোয়াড | CPL2023

জানুন সিপিএল ২০২৩ সময়সূচি, দল, স্কোয়াড | CPL2023 সম্পর্কে। কারণ আপনারা জানেন বর্তমান সময়ে সারা বিশ্বে ক্রিকেট লিগের প্রসার ঘঠেছে। বিভিন্ন দেশ বিভিন্ন নামে ক্রিকেট লিগের আয়োজন করছে যার মধ্যে সিপিএল বা ক্যারেবিয়ান প্রিমিয়ার লীগ অন্যতম।

সিপিএল ২০২৩ সময়সূচি, ভেন্যু, দল, স্কোয়াড | CPL2023
সিপিএল ২০২৩ সময়সূচি, ভেন্যু, দল, স্কোয়াড | CPL2023

Caribbean Premier League 2023 আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে। আইপিএলের মতো সিপিএলও একটি জনপ্রিয় ক্রিকেট লিগ। তাই ২০২৩ সিপিএলের আসরকে নিয়ে ক্রিকেট প্রেমিদের আগ্রহের কমতি নেই। ক্রিকেট প্রেমি জনতার কথা মাথায় রেখে আজ আমরা আলোচনা করছি সিপিএল ২০২৩ সময়সূচি, ভেন্যু, দল, স্কোয়াড সম্পর্কে। তাই সিপিএল ২০২৩ এর বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

সিপিএল ২০২৩ ভেন্যু

সিপিএল ২০২৩ আসরের সব গুলো ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হইবে। ওয়েস্ট ইন্ডিজের মোট ৫ টি ভেন্যুতে সিপিএল ২০২৩ এর সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। নিচে সিপিএল ২০২৩ এর ভেন্যুর তালিকা দেওয়া হলো।

সিপিএল ২০২৩ ভেন্যু তালিকা

  • গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স।
  • কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ।
  • কেনসিংটন ওভাল, বার্বাডোস।
  • ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স, সেন্ট কিটস।
  • ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া।

সিপিএল ২০২৩ দল

সিপিএল ২০২৩ এ মোট ৬ টি দল অংশগ্রহণ করছে। নিচে সিপিএল ২০২৩ অংশ নেওয়া সবগুলো দলের তালিকা দেওয়া হলো,

  • সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
  • জ্যামাইকা তালাওয়াহস।
  • সেন্ট লুসিয়া কিংস।
  • সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস।
  • গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
  • ত্রিনবাগো নাইট রাইডার্স।

সিপিএল ২০২৩ সময়সূচি

সিপিএল ২০২৩ আাগমী ১৬ আগস্ট থেকে শুরু হবে এবং ২৪ সেপ্টেম্বর ২০২৩ ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে সিপিএল ২০২৩ আসরের। নিচে Caribbean Premier League 2023 এর সময়সূচি দেওয়া হলো। সবগুলো ম্যাচের সময় Caribbean অঞ্চলের সময়সূচি অনুযায়ী দেওয়া হলো,

তারিখ ম্যাচ সময় ভেন্যু
আগস্ট ১৬ সেন্ট লুসিয়া কিংস বনাম জ্যামাইকা তালাওয়াহস ৭:০০ পিএম ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া
আগস্ট ১৭ সেন্ট লুসিয়া কিংস বনাম বার্বাডোজ রয়্যালস ৭:০০ পিএম ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া
আগস্ট ১৯ ট্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস ৭:০০ পিএম ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া
আগস্ট ১৯ সেন্ট লুসিয়া কিংস বনাম গায়ানা আমাজন ওয়ারিয়র্স ৭:০০ পিএম ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া
আগস্ট ২০ জ্যামাইকা তালাওয়াহ বনাম বার্বাডোজ রয়্যালস ১০:০০ এম ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া
আগস্ট ২০ সেন্ট লুসিয়া কিংস বনাম সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস ৭:০০ পিএম ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া
আগস্ট ২৩ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম জ্যামাইকা তালাওয়াহস ৭:০০ পিএম ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স, সেন্ট কিটস
আগস্ট ২৪ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম গায়ানা আমাজন ওয়ারিয়র্স ৭:০০ পিএম ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স, সেন্ট কিটস
আগস্ট ২৬ সেন্ট লুসিয়া কিংস বনাম ট্রিনবাগো নাইট রাইডার্স ১০:০০ এম ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স, সেন্ট কিটস
আগস্ট ২৬ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম বার্বাডোজ রয়্যালস ৭:০০ পিএম ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স, সেন্ট কিটস
আগস্ট ২৭ জ্যামাইকা তালাওয়াহ বনাম গায়ানা আমাজন ওয়ারিয়র্স ১০:০০ এম ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স, সেন্ট কিটস
আগস্ট ২৭ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম ট্রিনবাগো নাইট রাইডার্স ৭:০০ পিএম ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স, সেন্ট কিটস
আগস্ট ৩০ বার্বাডোজ রয়্যালস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স ৭:০০ পিএম কেনসিংটন ওভাল, বার্বাডোস
আগস্ট ৩১ বার্বাডোজ রয়্যালস বনাম জ্যামাইকা তালাওয়াহস ৭:০০ পিএম কেনসিংটন ওভাল, বার্বাডোস
সেপ্টেম্বর ১ গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম জ্যামাইকা তালাওয়াহস ১০:০০ এম কেনসিংটন ওভাল, বার্বাডোস
সেপ্টেম্বর ২ বার্বাডোজ রয়্যালস বনাম সেন্ট লুসিয়া কিংস ৮:০০ পিএম কেনসিংটন ওভাল, বার্বাডোস
সেপ্টেম্বর ২ জ্যামাইকা তালাওয়াহ বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স ১০:০০ এম কেনসিংটন ওভাল, বার্বাডোস
সেপ্টেম্বর ৩ বার্বাডোজ রয়্যালস বনাম সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস ৮:০০ পিএম কেনসিংটন ওভাল, বার্বাডোস
সেপ্টেম্বর ৫ ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোজ রয়্যালস ৭:০০ পিএম কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
সেপ্টেম্বর ৬ ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম গায়ানা আমাজন ওয়ারিয়র্স ৭:০০ পিএম কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
সেপ্টেম্বর ৯ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম সেন্ট লুসিয়া কিংস ১০:০০ এম কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
সেপ্টেম্বর ৯ ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম জ্যামাইকা তালাওয়াহস ৮:০০ পিএম কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
সেপ্টেম্বর ১০ বার্বাডোজ রয়্যালস বনাম গায়ানা আমাজন ওয়ারিয়র্স ১০:০০ এম কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
সেপ্টেম্বর ১০ ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস ৮:০০ পিএম কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
সেপ্টেম্বর ১৩ গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস ৭:০০ পিএম গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স
সেপ্টেম্বর ১৪ গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস ৭:০০ পিএম গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স
সেপ্টেম্বর ১৬ জ্যামাইকা তালাওয়াহ বনাম সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস ১০:০০ এম গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স
সেপ্টেম্বর ১৬ গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম ট্রিনবাগো নাইট রাইডার্স ৭:০০ পিএম গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স
সেপ্টেম্বর ১৭ জ্যামাইকা তালাওয়াহ বনাম সেন্ট লুসিয়া কিংস ১০:০০ এম গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স
সেপ্টেম্বর ১৭ গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম বার্বাডোজ রয়্যালস ৭:০০ পিএম গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স
সেপ্টেম্বর ১৯ ইলিমেনেটর – তৃতীয় স্থান বনাম চতুর্থ স্থান ৭:০০ পিএম গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স
সেপ্টেম্বর ১৯ কলিফায়ার ১ – প্রথম স্থান বনাম দ্বিতীয় স্থান ৭:০০ পিএম গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স
সেপ্টেম্বর ২২ কলিফায়ার ২ – ইলিমেনেটর জয়ী বনাম কলিফায়ার ১ পরাজিত দল ৭:০০ পিএম গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স
সেপ্টেম্বর ২৪ ফাইনাল – কলিফায়ার ১ জয়ী বনাম কলিফায়ার ২ জয়ী ৭:০০ পিএম গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, প্রভিডেন্স

সিপিএল ২০২৩ সব দলের স্কোয়াড

CPL 2023 কে সামনে রেখে সিপিএল ২০২৩ এ অংশগ্রহণ করা সবগুলো দল তাদের স্কোয়াড সাজিয়েছে। সবাই সিপিএলের শিরোপা জিতার জন্য শক্তিশালী দল গঠন করেছে। নিচে সিপিএল ২০২৩ এ অংশগ্রহণ করা ৬ টি দলের পূর্ণাঙ্গ স্কোয়াডের তালিকা দেওয়া হলো।

সেন্ট লুসিয়া কিংস স্কোয়াড: ফাফ ডু প্লেসিস, জনসন চার্লস, দাসুন শানাকা, লিওনার্দো জুলিয়েন,আলজারি জোসেফ, রোস্টন চেজ, জাইর ম্যাকলিস্টার, সিকান্দার রাজা, পিটার হাটজোগলো, ভানুকা রাজাপাকসে, রোশন প্রাইমাস, জেভার রয়্যাল, শ্যাড্রাক ডেসকার্টস, খারি পিয়েরে ও ম্যাথুলি ক্লার্ক।

ত্রিনবাগো নাইট রাইডার্স স্কোয়াড: কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নিকোলাস পুরান, কাদিম অ্যালেইন, জাডেন কারমিচেল, লাইলি রোসো, আকেল হোসেইন, ডোয়াইন ব্রাভো, মার্টিন গাপটিল, নুর আহমেদ, মাথিশা পাথিরানা, জেডেন সিলস, মার্ক ডেয়াল, চ্যাডউইক ওয়ালটন ও টেরেন্স হিন্ডস।

সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস স্কেয়াড: এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, শেরফেন রাদারফোর্ড, ডিওয়াল্ড ব্রেভিস, জাইদ গুলি, ইজহারুল হক নাভিদ, কফি জেমস, জোশুয়া দা সিলভা, অ্যাশমেদ নেড্ড, ডমিনিক ড্রেকস, শেলডন কটরেল, জর্জ লিন্ডে, ইয়ানিক ক্যারিয়া, ওশানে থমাস ও করবিন বোশ।

গায়ানা আমাজন ওয়ারিয়র্স স্কোয়াড: ইমরান তাহির, শিমরন হেটমায়ার, রহমানুল্লাহ গুরবাজ, ম্যাথু জুনিয়র সিনক্লেয়ার, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আজম খান, শাই হোপ, গুদাকেশ মতি, ডোয়াইন প্রিটোরিয়াস, কেভিন সিনক্লেয়ার, কিমো পল, চন্দ্রপল হেমরাজ, রন্সফোর্ড বিটন ও কেভলন অ্যান্ডারসন।

জ্যামাইকা তালাওয়াহস স্কোয়াড: ইমাদ ওয়াসিম, ব্র্যান্ডন কিং, ফ্যাবিয়ান অ্যালেন, নিকলসন গর্ডন, কার্ক ম্যাকেঞ্জি, জোশুয়া জেমস, মোহাম্মদ আমির, নবীন উল হক, ক্রিস গ্রিন, জারমাইন ব্ল্যাকউড, শামার ব্রুকস, হেইডেন ওয়ালশ, রেমন রেইফার, আমির জাঙ্গু, স্টিভেন টেলর ও শামার স্প্রিংগার।

বার্বাডোজ রয়্যালস স্কোয়াড: রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, মহেশ থেকশানা, জোশুয়া বিশপ, এনজিও ক্লার্ক, র‌্যামন সিমন্ডস, লরি ইভান্স, কায়েস আহমেদ, রাসি ভ্যান ডের ডুসেন, অ্যালিক অ্যাথানাজে, ওবেদ ম্যাককয়, কেভিন উইকহ্যাম, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, আকিম জর্ডান, রাহকিম কর্নওয়াল, ডোনোভান ফেরেরিরা ও জাস্টিন গ্রিভস।

Visited 14 times, 1 visit(s) today

Leave a Comment

You cannot copy content of this page