মুদি দোকানের আইটেম লিস্ট | মুদি দোকানের মালের তালিকা
আমরা বাজারে বা নিজের বাড়ির পাশে একটা ছোট্ট / বড় মুদি দোকান দিতে চাই। অনেকেই পরিকল্পনা করি কিভাবে দোকানটা সাজালে ভালো দেখাবে কাস্টমারের কাছে। মুদি দোকানের আইটেম লিস্ট নিয়ে বেশি চিন্তা করি কোথায় পাবো মুদি দোকানের মালের তালিকা?

তাই আপনারা যারা মুদি দোকান দিতে ইচ্ছুক তাদের জন্য আজকের আর্টিকেল। এখানে নতুন মুদি দোকানের বিজনেস শুরু করলে যেসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দরকার হবে তা ঘুছিয়ে তালিকা ভুক্ত করা হয়েছে।
লেখাপড়ার যাবতীয় মালের লিস্ট:
স্কুল-কলেজ, ব্যবসার ও অফিসের কাজের জন্য আমাদের কিছু জিনিস দরকার হবে। এই সব পড়া লেখার মালামাল মুদি দোকানে তালিকা করে রাখা যেতে পারে।
কলম, খাতা, পেন্সিল, রাবার, খালি আঠা, রিম খাতা ইত্যাদি।
দুগ্ধ জাতীয় মুদি আইটেম তালিকা
শিশু থেকে শুরু করে সকলের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে মধ্যে যা আছে তার লিস্টে নিচে দেওয়া হলো।
কিসমিস খাওয়ার উপকারিতা ও অপকারিতা
গুড়া দুধ, লাচ্ছি, চীজ, তরল এবং ইউএইচটি দুধ , পনির, বাটার, কনডেন্সড মিল্ক, দই, ঘী ইত্যাদি।
মুদি দোকানের রান্নাবান্না জিনিসের তালিকা
চাল (বিভিন্ন কোম্পানির), তাল মিসরি, কর্ণ ফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, মসলা, তেল, রেডি মিক্স, লবণ, চিনি, জেলি, মধু, কেল্ট, মকানই, সস, কে-চাপ, চুইংগাম, গোলাপ জল, রুটি, বেকারি ও খাবার: কুকিস, ব্রেড, বিস্কুট, কেক, চানাচুর, জ্যাম, সিরকা, কেওরা পানি, ভিনেগার, সেমাই ও সুজি, নুডুলস, আচার, ফুড কালার ইত্যাদি।
পানীয়জাত ও ঠান্ডা খাবার
গ্রীষ্মকালের গরমে মুদি দোকানে তালিকায় যদি পানীয়জল বা ঠান্ডা খাবার কম-বেশি থাকে থাহলে ভালো হবে। এই সময় সকলে মুদি দোকানের আইটেম লিস্টে এইসব খোজ করে।
মিনারেল ওয়াটার, আইসক্রিম, কোল্ড ড্রিংকস, জুস, পাউডার ড্রিংকস , চা পাতা, কফি ইত্যাদি।
নিত্য প্রয়োজনীয় মুদি আইটেম তালিকা
পেন্সিল, মার্কার, কালার পেন, বাচ্চাদের খেলনা, নেল পালিশ, মালা, সুঁই, বোতাম, ব্লেড, আইকা, কাগজ, কলম, খাতা, রাবার, ব্যাটারি, আলতা, চুড়ি কানের দুল, গাম, গ্লু ইত্যাদি।
উৎপাদিত মুদি আইটেম লিস্ট
ক্রেতাদের প্রতিদিনের খাবারের তালিকাকে বলা হয় উৎপাদিত মুদি দোকানের আইটেম লিস্ট।
তেজপাতা, জিরা, সেমাই, চিড়া, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, দারচিনি, এলাচি, হরেক রকমের মসলা, চাল, ডাল, তেল, লবণ, আটা, ময়দা, সুজি, মরিচ, গুড়, মুড়ি, ডিম, চিনি, বার্লি ইত্যাদি।
স্বাস্থ্য এবং সৌন্দর্য মুদি তালিকা
নারিকেল তেল, সরিষার তেল, হেয়ার রিমুভাল, শেভিং ক্রিম, স্কিন ক্রিম, স্কিন পাউডার, লোশন, খাবার স্যালাইন, ফেসিয়াল ও টয়লেট টিস্যু, সেভলন, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, ডিটারজেন্ট পাউডার, ব্রাশ, মাউথ ওয়াশ, স্যানিটারি ন্যাপকিন, টেস্টি হজমি ইত্যাদি।
এখনতো মুদি দোকানের আইটেম লিস্ট পেয়ে গেছেন। এখন দোকানের ডেকোরেশন ঠিকঠাক করে আপনার মুদির দোকান শুরু করে ফেলোন।