এইচপিভি ভ্যাকসিন আবেদন- জরায়ুমুখ টিকা আবেদন ২০২৩

এইচপিভি ভ্যাকসিন আবেদন- জরায়ুমুখ টিকা আবেদন ২০২৩

এইচপিভি ভ্যাকসিন আবেদন- জরায়ুমুখ টিকা আবেদন ২০২৩
এইচপিভি ভ্যাকসিন আবেদন- জরায়ুমুখ টিকা আবেদন ২০২৩

বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে এইচপিভি ভ্যাকসিন। যেটা শুধু মাত্র বাংলাদেশের ঢাকা বিভাগের ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে পরিক্ষা মূলক। পরবর্তীতে HPV টিকা বাংলাদেশ অন্য বিভাগেও দেওয়া হবে। মাত্র একডোজ এইচপিভি ভ্যাকসিন নিয়ে জরায়ুমুখের ক্যান্সারের থেকে নিরাপদে থাকুন। আজ আমরা আলোচনা করবো কীভাবে এইচপিভি ভ্যাকসিন আবেদন- জরায়ুমুখ টিকা আবেদন ২০২৩ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত থাকছে নিচে।

জরায়ু ক্যান্সারের ভ্যাকসিনের নাম কি?

জরায়ু বা সার্ভিক্যাল ক্যানসারের এই টিকার নাম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন (qHPV)। যা মেয়েদের জরায়ুমুখের ক্যান্সার থেকে রক্ষা করে। ফলে দেশে মেয়েদের জরায়ুমুখের ক্যান্সার কিছু কম দেখা দিবে।

এইচপিভি ভ্যাকসিন আবেদন করার নিয়ম

জরায়ু মুখের টিকা আবেদন বান এইচপিভি ভ্যাকসিন আবেদন করার নিয়ম সম্পর্কে বলবো। এর আগে বলে নেয় ৬ষ্ঠ থেকে ৯ শ্রেণী, ১০-১৪ বছরের মেয়ের বাংলাদেশে ইতিমধ্যে এই টিকা দেওয়া হচ্ছে।

অনলানে এইচপিভি টিকার আবেদন করতে হবে। প্রথম এই www.vaxepi.gov.bd লিংকে প্রবেশ করুন।

১ম ধাপ: এইচপিভি টিকা নিবন্ধন

www.vaxepi.gov.bd প্রবেশ করার পর আপনার সামনে এমন একটা ছবি আসবে।

এইচপিভি টিকা নিবন্ধন
এইচপিভি টিকা নিবন্ধন

এখন আপনি এইচপিভি নিবন্ধন লেখায় চাপ দিন।

২য় ধাপ: এইচপিভি টিকা নিবন্ধন প্রক্রিয়া

দ্বিতীয় ধাপে থেকে HPV টিকার আবেদন শুরু হয়ে যাবে। এইচপিভি ভ্যাকসিনের আবেদন করতে প্রথমে আপনার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। নিচে যা যা দিবেন।

এইচপিভি ভ্যাকসিন আবেদন
এইচপিভি ভ্যাকসিন আবেদন
  • জন্মতারিখ দিন/মাস/সাল।
  • জন্ম নিবন্ধন সনদ নাম্বার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন কোডটি দিতে হবে।
  • লিঙ্গ পুরুষ/নারী/ অন্যান্য
  • ক্যাপচা কোড I N F O Z O N E লিখুন

পরবর্তী চাপ যাচাই করুন।

৩য় ধাপ: মোবাইল / ঠিকান দিন

তৃতীয় ধাপে আপনার নাম ঠিকানা অট্রোমেট্রেিক এসে যাবে। কারন আপনার জন্ম নিবন্ধনটা ডিজিটাল করা। HPV vaccine আবেদনের এই পর্যায়ে আগে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মনে রাখতে হবে যে নাম্বারটা আপনি দিবে এটা দিয়ে এইচপিভি টিকা রেজিষ্ট্রেশন করা হবে। পরবর্তী আবারও যখন জরায়ুমুখের ক্যান্সারের সার্টিফিকেট বের করবেন এই ফোন নাম্বার প্রয়োজন হবে, এতে ৬ ডিজিটের কোড যাবে।

আরেকটু নিচে আসলে আপনার বর্তমান ঠিকানা দিয়ে দিবেন।

  • বিভাগ: ঢাকা
  • জেলা/ সিটি কর্পোরেশন: গাজীপুর
  • থানা উপজেলা: গাজীপুর সদর
  • পৌরসভা: গাজীপুর
  • ওয়ার্ড নং: ২৭
  • গ্রাম/মহল্লা/পাড়া: গাজীপুর
  • বাড়ির/হোল্ডিং নং: ৩২৫ (না থাকলে গ্রাম দিবেন)

এইচপিভি টিকা নিবন্ধন করতে নিজের সঠিক ঠিকানা দিয়ে পরে নিচের সাবমিট বাটনে ক্লিক করুন।

৪র্থ ধাপ: এইচপিভি টিকা নিবন্ধন কার্ডটি ডাউনলোড করে নিন

এইচপিভি ভ্যাকসিন আবেদনের সব নিয়ম সঠিকভাবে পূরন করার পর আপনার সামনে এইচপিভি টিকা কার্ড ডাউনলোড লেখা অপশন আসবে। এখানে ক্লিক করে নিবন্ধন ফরর্মটি নিয়ে নিন। আপনার এইচপিভি টিকা আবেদন সঠিক ও নিরভূল ভাবে করুন।

এইচপিভি টিকা কার্ড ডাউনলোড 

শেষ কথা 

আজকের পোষ্টে আপনাদের দেখালাম কীভাবে এইচপিভি টিকা নিবন্ধন করতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান ধন্যবাদ।

Visited 33 times, 1 visit(s) today

InfoZoneBD Editor

এই ব্লগ সাইটের মাধ্যমে আপনি বিভিন্ন জানা ও অজানা সকল তথ্য জানতে পারবেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে, এই ওয়েবসাইটের প্রতিটি তথ্য আপনার দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করবে। এই সাইটের সমস্ত তথ্য বিশ্বস্ত সূত্রের মাধ্যমে সংগ্রহ করা হয়। তাই প্রতিদিন আমাদের বাংলার ব্লগস সাইটের প্রতিটি পোস্টে চোখ রাখুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page